Bangla-Tangla Dictionary
locative of মে:
মে – May
perfective participle of মাতা:
মাতা
– to get into a frenzy, to go crazy
Samsad Bengali-English Dictionary
locative of মে:
মে [ mē ] n (the month of) May. মে দিবস n. May Day.
perfective participle of মাতা:
মাতা2 [ mātā2 ] v to go mad; (of elephants etc.) to be seized with must, to be in must; to run amuck; to be frenzied or maddened; to be beside onelself, to be overwhelmed with; to be absorbed (in); to become feverishly enthusiastic; to be greatly excited; to indulge in a revel-rout; to rise and swell by the action of fermentation, to ferment.
Samsad Bangla Abhidhan
locative of মে:
মে [ mē ] বি. ইংরেজি বৎসরের পঞ্চম মাস।[ইং. May]।
perfective participle of মাতা:
মাতা2 [ mātā2 ] ক্রি. 1 মত্ত হওয়া, খেপে যাওয়া (হাতিটা মেতে গেছে); 2 মুগ্ধ বিভোর বা আত্মহারা হওয়া, উৎসাহে ভরপুর হওয়া, উৎসাহভরে কাজে নিবিষ্ট হওয়া ('ওরে ওরে আমার মন মেতেছে': রবীন্দ্র; ছেলেরা খেলায় মেতেছে); 3 গেঁজে ওঠা (খেজুরের রস মেতেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. মাতা < সং. √ মদ্]। ~নো ক্রি. বি. 1 মত্ত করা; 2 মুগ্ধল ও উল্লসিত করা, বিভোর বা আত্মহারা করা (দেশকে মাতিয়ে তোলা); 3 গাঁজানো। ☐ বিণ. উক্ত সব অর্থে; (সমাসের উত্তরপদে) মত্ত, উৎসাহিত বা উল্লসিত করে এমন (মনমাতানো সুর, প্রাণমাতানো খেলা)। ~মাতি বি. 1 ক্রমাগত মাতালের মতো আচরণ; 2 দাপাদাপি, দুরন্তপনা (ঢেউয়ের মাতামাতি, হাওয়ার মাতামাতি)।