Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
মূল definitions
Bangla-Tangla Dictionary
মূল – [noun] root, origin, [adjective] primary
Samsad Bengali-English Dictionary
দশ [ daśa ] n ten; (fig.) the people, the public (দেশ ও দশ, দশের কাজ); (fig.) several persons united into a body (দশে মিলি করি কাজ). ☐ a. ten; many, several (দশ কথা শোনান, এক কথা দশবার শোনানো). দশইn. the tenth day of a month. ☐ a. (of the days of a month) tenth. দশকn. (arith.) the place of tens; a decade. ~কথাn. many words; much talking; many rude words, much scolding. ~কর্মn. the ten Hindu sacraments. ~কর্মান্বিতa. one who takes or has taken the ten Hindu sacraments. ~কাহনn. ten kahans (কাহন); many words; much talking; exaggeration; many rude words, much scolding. ~কিয়াn. a table of numeration by multiple of ten. ~কোষী , (dial.) ~কুশিn. a measure of kirtan (কীর্তন) songs. ~গুনa. & adv. ten times. ~চক্রn. a plot or intrigue or bad counsel by ten or many persons. দশচক্রে ভগবান ভূত (fig.) even a very intelligent man may be discomfited or cornered or pushed to the wall or endangered by the intrigue or bad counsel of the many. ~তলকn. a decahedron. ~দশা see ~দশা । ~দিক see দিক । ~নামীn. ten religious communities obeying the doctrines of Shankaracharya. ~পঁচিশn. an indoor game like dice played with cowries (কড়ি). ~প্রহরণধারিণীa. fem. (also used as n.) holding ten weapons esp. in ten hands (an epithet of Goddess Durga). ~বল see বল। ~বিধa. of ten kinds or varieties. ~বিধ সংস্কার the ten Hindu sacraments. ~ভুজ (বা দশকোণী) ক্ষেত্রn. a decagon. ~ভুজাa. fem. (also used as n.) ten-handed (an epithet of Goddess Durga). দশমa. tenth. ~মহাবিদ্যা see মহাবিদ্যা । দশমাংশ, দশাংশn. a tenth; the tenth part. ~মাবতারn. (kalki) (কল্কি) the tenth and last incarnation of Vishnu (বিষ্ণু). ~মিকa. (arith.) decimal (দশমিক ভগ্নাংশ). ☐ n. (arith.) decimal fraction. দশমিক পদ্ধতি decimal system. দশমিক-মুদ্রা প্রথা decimal system of coinage. দশমিক মুদ্রা প্রথা চালু করা বা হওয়া to go decimal. দশমীn. the tenth day of a lunar fort night. ~মূল see মূল । ~রথn. one whose chariot can fly in all ten directions; Ramachandra's father (in the Ramayana). ~শতn. & a. thousand. ~সহস্রn. & a. ten thousand, myriad. ~সালাa. decennial. দশসালা বন্দোবস্ত (hist.) the decennial settlement (of land). ~স্কন্ধa. ten-necked. ~হারাn. the tenth day of the lunar fortnight of the month of Jaistha (জ্যৈষ্ঠ); the date of the descent of the Ganges upon earth; on this date a bath in the Ganges relieves one of ten kinds of sin. ~হাতn. ten cubits. ☐ a. measuring ten cubits; (fig.) very much expanded or puffed up (বুক ফুলে দশ হাত). ~হাতিa. measuring ten cubits; (of cloth) having the standard length (=1 cubits).মূল [ mūla ] n a root; an esculent root, a bulbous plant, a bulb; beginning; origin; a cause or source of origin; (of money) capital or principal (সুদেমূলে); foundation, base, basis (অমূলক); the basal or embedded part of anything, the foot (বৃক্ষমূল); (math.) a factor of a quantity, root. ☐ a. first, original; fundamental; basic; primary; principal; chief, main; real; (of invested money etc.) capital or principal. অবরোহ মূল (bot.) a hanging root. অস্থানিক মূল (bot.) an adventitious root. প্রধান মূল, মুখ্য মূল (bot.) a tap root. মূল উপাদান an essential element. মূল একক a fundamental unit. -মূলক sfx. caused by, originating from (ভ্রান্তিমূলক বিশ্বাস); (inc.) causing or exhibiting (দুঃখমূলক ব্যাপার). ~কর্মn. the original or principal work. ~কারণn. the first or primary or original cause; the root cause; the real cause. ~কেন্দ্রn. the principal centre; headquarters; (comm.) the head office; (geom.) the radical centre. ~গতa. basic, fundamental; radical. মূল গায়েন the leading singer of a chorus. ~গ্রন্থn. the original text or manuscript, (cp.) the source-book. ~চ্ছেদ, ~চ্ছেদন same as মূলোচ্ছেদ । ~জa. originating from the root, radical. মূলজ প্রেষn. (bot.) the root-pressure. ~জীবীn. (bot.) a root-parasite. ~ত same as মূলে । ~তত্ত্ব n. the first or primary principle; the basic or fundamental truth. ~ত্রn. (bot.) a root-cap. ~দa. (alg.) rational. ☐ n. (alg.) a rational quantity, a rational. ~ধনn. capital or principal (invested). ~ধর্মn. the fundamental properties. ~নীতিn. the fundamental or basic or primary principle. ~প্রকৃতিn. the original or elemental nature; (theol.) same as আদ্যাশক্তি । ~ভিত্তি n. the foundation, the groundwork; inauguration; the primary or principal ground or basis. ~মন্ত্রn. an esoteric word or words uttered inwardly at prayer; the guiding principle; firm resolve (জীবনের মূলমন্ত্র). ~রশ্মিn. (phys.) a direct ray. ~রোমn. (bot.) a root-hair. ~শিকড় (chiefly bot.) the main root. ~সূত্রn. the fundamental rule or principle. মূলে adv. at the root or base; in the beginning, originally; primarily; basically, fundamentally; at all. মূলে ভুল করা to get hold of the wrong end of the stick.
Samsad Bangla Abhidhan
মূল [ mūla ] বি. 1 শিকড়, বৃক্ষাদির স্থিতিসাধক গোড়ার অংশবিশেষ যার সাহায্যে বৃক্ষ মাটি থেকে খাদ্যরস আহরণ করে; 2 আলু কচু ইত্যাদি কন্দজাতীয় উদ্ভিদ; 3 আদি, গোড়া (ঘটনার মূল); 4 আদি কারণ; 5 উৎপত্তির স্থান (কর্ণমূল, বাহুমূল); 6 উৎস; 7 ভিত্তি; 8 (গণি.) যে রাশি নি়জের দ্বারা এক বা একাধিকবার গুণিত হয়ে অন্যরাশি উৎপন্ন করেছে, root (বর্গমূল)। ☐ বিণ. 1 আদ্য, প্রথম গো়ড়াকার (মূলগ্রন্থ); 2 প্রধান (মূলমন্ত্র, মূলনীতি)। [সং. √ মূল + অ]। মূলক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদ হলে ক-যোগে মূল শব্দের রূপ (ভ্রান্তিমূলক, চিন্তামূলক)। মূলক2 বি. কন্দবিশেষ, মুলো। ~কারণ বি. সৃষ্টি, জন্ম বা উৎপত্তির প্রথম প্রধান অথবা প্রকৃত কারণ। ~কেন্দ্র বি. 1 মর্মস্থল; 2 প্রধান অঞ্চল বা কার্যালয়, সদর। ~গত বিণ. 1 মূল থেকে জাত; 2 মৌলিক ~ত, (বর্জি.) ~তঃ ক্রি বিণ. 1 মূলে; 2 প্রকৃতপক্ষে। ~তত্ত্ব বি. মৌলিক তত্ত্ব যার উপর ভিত্তি করে অন্যন্য তত্ত্ব গড়ে ওঠে। ~ত্র, ~ত্রাণ বি. মাটির নীচে মূলকে রক্ষাকারী মূলের উপরের রোমশ আবরণ, মূলরোম। ~ধন বি. পুঁজি, ব্যাবসায় বিনিয়োজিত অর্থ। ~নীতি বি. প্রধান প্রকৃত বা মৌলিক নীতি। ~ভিত্তি বি. প্রধান ভিত্তি, ভিতের সর্বনিম্ন স্তর, প্রধান আধার; গোড়াপত্তন। ~মন্ত্র বি. 1 বীজমন্ত্র; 2 প্রধান সংকল্প (জীবনের মূলমন্ত্র)। ~রোম বি. মূলত্র ও মূলত্রাণ -এর অনুরূপ। ~সূত্র বি. 1 আদি কারণ; 2 প্রধান বা প্রাথমিক বিধি-নিয়ম (বাংলা ছন্দের মূলসূত্র)। মূলাকর্ষণ বি. শিকড় ধরে টান। মূলানুগ বিণ. মূল অংশের বা আদি রূপের সঙ্গে সংগতিসম্পন্ন। মূলাশ্রয়ী বিণ. মূল রূপকে অবলম্বন বা অনুসরণ করে এমন। মূলী (-লিন্) বিণ, মূলযুক্ত, শিকড়যুক্ত। ☐ বি. বৃক্ষ। মূলী-করণ বি. (-গণি.) বর্গমূল নির্ণয়। মূলী-ভূত বিণ. 1 আদিকারণস্বরূপ; 2 ভিত্তিস্বরূপ; 3 মূলগত। মূলে ক্রি-বিণ. 1 আদিতে, গোড়ায়; 2 আদৌ (মূলে সে যায়ইনি)। মূলোচ্ছেদ, মূলোৎ-পাটন বি. শিকড়সমেত উপড়ে ফেলা; সম্পূর্ণ বিনাশ।মূলক1, মূলক2 [ mūlaka1, mūlaka2 ] দ্র. মূল।