Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
মুখগুলি definitions
Bangla-Tangla Dictionary
plural definitive of মুখ:মুখ – mouth, face
Samsad Bengali-English Dictionary
plural definitive of মুখ:মুখ [ mukha ] n the face; the mouth; countenance, appearance(s) (লোকের কাছে মুখ থাকা); gift of the gab, oratorical skill, eloquence (উকিলটির মুখ নেই); acrimonious speech, sharp or caustic tongue (তার বড়ো মুখ হয়েছে); speech, language, mode of speaking (দুর্মুখ); an entrance (গুহামুখ); an opening (ফোঁড়ার মুখ); an outlet; an outfall (নদীমুখ); a tip, a point (ছুঁচের মুখ); an end, an extremity, a head (রাস্তার মুখ); outset, be ginning (উন্নতির মুখ); direction (গৃহমুখে). মুখ উজ্জ্বল করাv. to bring glory or credit to, to glorify. মুখ করাv. to scold (esp. peevishly). মুখ কুট্কুট্ করা same as মুখ চুলকানো (see চুলকানো). মুখ খারাপ করাv. to utter foul or filthy or abusive words. মুখ খিঁচানোv. to make faces (at); to mouth; to scold. মুখ খোলাv. to begin to speak, to open one's mouth. মুখ গোঁজ করাv. to pull a long face; to be down in the mouth. মুখ চলাv. to be eating or speaking or scolding. মুখ চাওয়াv. to be dependent (on a per son); to be considerate about or partial to (a person). মুখ চুন করাv. to become pale (on account of fear, shame etc.). মুখ ছোট করাv. to discountenance; to discredit; to disgrace. মুখ টিপে হাসাv. to smile in a jocular or an oblique or a sly manner, to smirk. মুখ তুলতে না পারাv. to be highly abashed, to be put out of countenance. মুখ তুলে চাওয়া, মুখ তোলাv. to look up; (fig.) to smile on. মুখ থাকাv. to have one's face saved, to have appearances kept up. মুখ থুবরে পড়াv. to fall on one's face. মুখ দেখাv. to see ceremonially the face of a person (esp. of a bride) for the first time. মুখ দেখতে না পারা same as মুখ তুলতে না পারা । মুখ দেখানোv. to show one's face, to put in an appearance. মুখ নষ্ট করাv. to speak or plead in vain. মুখ নষ্ট হওয়াv. to have one's advice or request turned down. মুখ পোড়ানোv. to disgrace, to scandalize. মুখ ফসকানোv. (of words, remarks etc.) to slip off one's tongue. মুখ ফেরানোv. to turn away or look in another direction (in disgust, displeasure etc.); (fig.) to become unfavourable or hos tile to. মুখ ফোটাv. to begin to speak (esp. for the first time); to utter. মুখ ফোলানোv. to pout one's lips; to pull a long face. মুখ বন্ধ করাv. to stop one's mouth, to silence or be silent. মুখ বাঁকানোv. to turn up one's nose (in dis pleasure, abhorrence etc.); to make a wry face. মুখ বোজাv. to stop one's mouth, to become reticent or uncommunicative. মুখ ভার (বা ভারী) করা same as মুখ গোঁজ করা । মুখ ভেংচানো same as ভেংচানো । মুখ মারাv. to put out of countenance; to disgrace; to silence; to deprive one of one's appetite by feeding one with a highly palatable dish. মুখ রাখাv. to save one's face; to keep up appearances. মুখ লুকানোv. to hide one's face. মুখ শুকানোv. to look pale. মুখ সামলানোv. to speak guardedly; to for bear speaking unreservedly; to observe restraint in speech; to hold one's tongue. মুখ সেলাই করে দেওয়াv. to sew up or seal one's lips, to silence. মুখ হওয়াv. to learn to take liberties in speech; to be unrestrained in speech; to form a habit of scolding; (of a boil, etc.) to open. মুখে আনাv. to utter. মুখেআসাv. to occur to one to speak; to desire to utter; to be capable of being uttered; to be uttered. মুখে খই ফোটাv. to be chattering excessively, to have a long tongue; to be eloquent. মুখে জল আসাv. to have one's mouth watering. মুখে দেওয়াv. to eat. মুখে ফুল-চন্দন পড়াv. (used as a good wish) to have one's tongue blessed for having made a desirable or favourable or successful prophecy. মুখে ভাতn. the Hindu custom of a child's eating rice for the first time. মুখে-মুখেadv. orally; viva voce; extemporarily, off-hand, impromptu; defiantly to one's face, in retort (মুখে মুখে জবাব); transmitted orally from one person to another (মুখে মুখে প্রচারিত). মুখের উপর to one's face; defying openly. মুখের কথা (fig.) a very easy job; (fig.) an oral promise, word of mouth. মুখের ছাঁদ cut of one's jib. মুখের তোড় fluency of speech. মুখের ভয়ে in fear of bitter scolding, in fear of sharp or caustic tongue. মুখের মতো fitting. কোন মুখে সেখানে যাবে have you the face to go there? ~আলগাa. incapable of keeping a secret, given to divulging secrets; having no control over one's tongue; having a long tongue. ~কমলn. a face conceived as a lotus, a lotus-face. ~চন্দ্রn. moonface. ~চন্দ্রিকাn. the ceremonial viewing of each other's face by a bride and a bridegroom at a Hindu wedding. ~চাপাa. tongue-tied, uncommunicative. ~চুনn. clear sign of discomfiture, fear etc. on one's face; abashed look. ~চোরাa. bashful, shy; tongue-tied. ~চ্ছটা, ~চ্ছবিn. the glamour or beauty of a face. ~ঝামটা, ~নাড়াn. scolding, mouthing. মুখ ঝামটা বা মুখ নাড়া দেওয়া v. to scold, to mouth, to snarl at. ~নিঃসৃত, ~নির্গতa. issuing or emerging or emerged from one's mouth or face. ~পত্রn. a preface, a preamble, an introduction; a journal representing an organization or association. ~পদ্ম same as ~কমল । ~পাতn. the opening or top plait of a folded cloth; the cover or jacket of a book; the front; the outward show; commencement, inception, inauguration. ~পাত্রn. a spokesman; a leader (esp. of a deputation). ~পোড়াn. (in abuses) a disgraceful or scandalous person; (in affection) a mischievous person; a kind of monkey, the langur (হনুমান). fem. মুখপুড়ি (in the first two senses only). ~ফোড়a. (impertinently) outspoken. ~দন্ধn. an introduction, a preface. মুখ ব্যাদান করাv. to gape, to open one's mouth wide. ~ভঙ্গিn. a wry face or mouth; a grimace. মুখভঙ্গি করা same as ভেংচানো । ~মন্ডল n. the face. ~মিষ্টিn. sweet or suave language. ☐ a. fair-spoken, sweet-tongued. মুখরক্ষা করাv. to save one's face; to keep up appearances. ~রুচি same as ~চ্ছটা । ~রোচকa. pleasant to the taste, tasty, palatable; appetizing. মুখরোচক কথা pleasant or palatable or flattering speech. ~লাবণ্য same as ~চ্ছটা । ~শশী same as ~চন্দ্র । ~শুদ্ধিn. deodorization of the mouth by chewing betel-leaves etc. after taking meals. ~শ্রীn. the beauty or grace of the face. ~সর্বস্বa. efficient in tall talk (but not in action). মুখসর্বস্ব ব্যক্তি a prattler, a gasbag.
Samsad Bangla Abhidhan
plural definitive of মুখ:মুখ [ mukha ] বি. 1 মুখমণ্ডল, বদন, আনন (নতমুখ); 2 মুখবিবর, শরীরের যে বহিরঙ্গ দিয়ে খাদ্যবস্তু ভিতরে প্রবেশ করে (খাবার মুখে দেওয়া, মুখশুদ্ধি); 3 বাক্য, ভাষা, বাক্প্রণালী, কথা (দুর্মুখ, মুখ খারাপ করা); 4 প্রবেশপথ (গুহামুখ); 5 সম্মুখভাগ (ফোড়ার মুখ); 6 মোহানা (নদীর মুখ); 7 ডগা, আগা. অগ্রভাগ (ছুঁচের) মুখ); 8 প্রান্ত (রাস্তার মুখে); 9 আরম্ভ, সূত্রপাত (উন্নতির মুখে, মুখবন্ধ); 1 আক্রমণ, বিরুদ্ধতা বিপদের মুখে); 11 অভিমুখে (ঘরমুখো)। ☐ বিণ. প্রধান (মুখপাত্র)। [সং. √ খন্ + অ, মু আগম]। ~আলগা বিণ. কোনোকথা বলতে বাধে না এমন। মুখ উজ্জ্বল করা ক্রি. বি. গৌরবান্বিত করা। ~কমল বি. পদ্মফুলের মতো সুন্দর মুখ। মুখ করা ক্রি বি. তিরস্কার করা। মুখ খারাপ করা ক্রি. বি. অশ্লীল বাক্য বলা। ~খিস্তি বি. অশ্লীল বাক্য; অশ্লীল কথাবার্তা। মুখ খোলা ক্রি. বি. নীরব থাকার পর কথা বলা বা প্রতিবাদ করতে শুরু করা। ~গহ্বর বি. মুখে খাদ্যাদির প্রবেশপথ। মুক গোঁজা করা ক্রি. বি. অভিমানাদির জন্য মুখ ভার করা বা গোমড়া করা। ~চন্দ্র বি. চাঁদের মতো সুন্দর মুখ। ~চন্দ্রিকা বি. 1 মুখের জোৎস্না অর্থাৎ মুখের সুন্দর দীপ্তি; 2 বরকন্যার শুভদৃষ্টি। মুখ চলা ক্রি. বি. কথা গালাগালি বা আহার চলতে থাকা (কাজও করছে, মুখ ও চলছে)। মুখ চাওয়া ক্রি. বি. 1 কারও সাহায্যের প্রত্যাশী হওয়া; 2 সম্মান রক্ষা করা (তোমার মুখ চেয়ে একাজ করেছি)। ~চাপা বিণ. সহজে কথা বলে না বা গুপ্ত কথা প্রকাশ করে না এমন। মুখ চুন করা ক্রি. বি. ভয়লজ্জাদি হেতু মুখ বিবর্ণ করা। ~চোরা বিণ. লাজুক; কথা বলতে বা অলাপ করতে অপটু। ~চ্ছটা, ~চ্ছবি বি. মুখমণ্ডলের সৌন্দর্য। মুখ ছোটা ক্রি. বি. মুখ থেকে প্রচুর গালিগালাজ বা বক্তৃতা বার হওয়া। মুখ ছোটানো ক্রি. বি. প্রচুর গালিগালাজ করা; অনর্গল বক্তৃতা করা। ~ঝামটা, ~নাড়া বি. মুখভঙ্গিসহ গালিগালাজ বা তিরস্কার। মুখ টিপে হাসা ক্রি. বি. অপ্রকাশ্যে বা মুখ বুজে হাসা। মুখ তুলে চাওয়া ক্রি. বি. প্রসন্ন বা অনুকুল হওয়া। মুখ থাকা ক্রি. বি. সম্মান বজায় থাকা। মুখ থুবড়ে পড়া ক্রি. বি. উপুড় হয়ে বা হুমড়ি খেয়ে পড়া। মুখ দেখা ক্রি. বি. 1 বিবাহের পূর্বে বর বা কনেকে আশীর্বাদের জন্য দেখা; 2 চেহারা দেখা (পয়সার মুখ দেখা)। মুখ দেখাতে না পারা ক্রি. বি. লজ্জায় সংকুচিত হওয়া। ~পত্র, ~পাত বি. 1 ভূমিকা; প্রস্তাবনা; 2 সূত্রপাত; 3 কোনো দল বা সম্প্রদায়ের বক্তব্যসংবলিত প্রচারপত্র ইশতিহার বা পত্রিকা। ~পদ্ম-মুখকমল -এর অনুরূপ। ~পাত্র বি. দল বা সম্প্রদায়ের প্রধান ব্যক্তি বা প্রতিনিধি। ~পোড়া বি. (গালিবিশেষ) হনুমান। মুখ ফসকানো ক্রি. বি. অসতর্কতাবশত বলে ফেলা। মুখ ফেরানো ক্রি. বি. প্রতিকূল হওয়া, বিমুখ হওয়া। মুখ ফোটা ক্রি. বি. মুখ থেকে কথা বার হওয়া। ~ফোড়া বিণ 1 স্পষ্টবক্তা; 2 দুর্মুখ। মুখ ফোলানো ক্রি. বি. (অভিমান বা অসন্তোষের জন্য)। মুখ গোমড়া করা। ~বন্ধ বি. ভূমিকা। মুখ বন্ধ করা, মুখ বোজা ক্রি. বি. কথা না বলা, কথা বলা বন্ধ করা। ~ব্যাদান বি. হাঁ করা। ~ভঙ্গি বি. মুখবিকৃতি, ভেংচি। মুখ ভার করা-মুখ ফোলানো ও মুখ গোঁজা করা-র অনুরূপ। ~মণ্ডল বি. ললাট থেকে চিবুক পর্যন্ত সমস্ত মুখ। মুখ মারা ক্রি. জিহ্বার স্বাদগ্রহণক্ষমতা নষ্ট করা বা আহারে অরুচি জন্মানো। ~মিষ্টি বি. মধুর ভাষা বা কথা। ☐বিণ মধুরভাষী। ~রক্ষা বি. সম্মানরক্ষা। মুখ রাখা ক্রি. বি. সম্মান বাঁচানো। ~রুচি বি. মুখের সৌন্দর্য। ~রোচক বিণ. সুস্বাদু। মুখ শুকানো ক্রি. বি. ভয় বা অন্য কোনো কারণে মুখমণ্ডল বিবর্ণ বা ম্লান হওয়া। ~শুদ্ধি বি. (সচ. ভোজনের পরে) মশলা পান ইত্যাদি, যা চিবিয়ে মুখের দুর্গন্ধ বা অরুচি নাশ করা হয়। ~শ্রী বি. মুখমণ্ডলের লাবণ্য। ~সর্বস্ব বিণ. কেবল কথা বলতেই পটু এমন (অর্থাৎ কাজে পটু নয়)। ~সাপটা বি. কথা বলা, বাক্যস্ফূর্তি। মুখ সামলানো ক্রি. বি. সতর্ক হয়ে কথাবার্তা বলা। মুখ সেলাই করে দেওয়া ক্রি. (আল.) কথা বলতে না দেওয়া, স্তব্ধ করে দেওয়া। ~স্থ বিণ. কণ্ঠস্থ, স্মৃতিগত; এমনভাবে আবৃত্তি করা সম্ভব (মুখস্থ বিদ্যা)। মুখ হওয়া ক্রি. বি. 1 ফোড়া ইত্যাদি থেকে পুঁজ রক্ত প্রভৃতি নির্গমনের ছিদ্র হওয়া; 2 তিরস্কার বা গালিগালাজ করার স্বভাব হওয়া (ছেলেটার খুব মুখ হয়েছে)। মুখে আগুন মৃত্যুকামনা-সূচক গালিবিশেষ। মুখে আনা ক্রি. বি. উচ্চারণ করা, বলা। মুখে আসা ক্রি. বি. বলার প্রবৃত্তি হওয়া (কথাটা মুখে এসে গিয়েছিল)। মুখে খই ফোটা ক্রি. বি. অনর্গল বকবক করা। মুখে চুনকালি বি. কলঙ্ক। মুখে জল আসা ক্রি. বি. খাওয়ার প্রবল ইচ্ছা হওয়া। মুখে দেওয়া ক্রি. বি. 1 খাওয়া (সকাল থেকে একটু জলও মুখে দিইনি); 2 খাওয়ানো (ওর মুখে একটু জল দাও)। মুখে ফুলচন্দন পড়া ক্রি. বি. (শুভ ভবিষ্যদ্বাণী করার জন্য বক্তার সম্বন্ধে) মুখ ধন্য হওয়া। মুখ-ভাত বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান। মুখে মুখে ক্রি-বিণ. 1 (লেখা ছাড়া) কেবল কথা বলে, মৌখিকভাবে (মুখে মুখে অঙ্ক কষা); 2 বিভিন্ন ব্যক্তির আলোচনার মাধ্যমে (মুখে মুখে প্রচার হওয়া); 3 পুরুষ-পরম্পরায় কথিত হয়ে (প্রবাদগুলো মুখে মুখে প্রচলিত হয়েছে); 4 মুখের উপর, কারও উক্তির সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ। মুখের মতো বিণ. যথোপযুক্ত, যেমন কথা তেমনি, কথা-অনুযায়ী (মুখের মতো জবাব)। কোন মুখে ক্রি-বিণ. কোন সাহসে, কোন গর্বে।plural definitive of মুখ:মুখো [ mukhō ] বিণ. বাংলা বহুব্রীহি সমাসে উত্তরপদে মুখ -এর রূপ (ঘরমুখো, পো়ড়ামুখো)। [সং. মুখ + বাং. উয়া > ও]। স্ত্রী. মুখী (বহুমুখী, চন্দ্রমুখী, কালামুখী)।