মিটার definitions

Bangla-Tangla Dictionary
মিটার – meter

genitive of shadhu verbal noun of মেটা:
মেটা – to be accomplished, to be finished, to be settled

genitive of shadhu 2nd person intimate present imperative tense of মেটানো:
মেটানো – to accomplish, to finish, to settle something (PAP + দেওয়া = to make someone stop doing something)

Samsad Bengali-English Dictionary
মিটার1 [ miṭāra1 ] n a meter (ইলেকট্রিকের মিটার, ট্যাকসির মিটার). মিটার2 [ miṭāra2 ] n a unit of measuring length, a metre. মিটার3 [ miṭāra3 ] n a verse rhythm, fixed arrangement of accented and unaccented syllables, metre. genitive of মিটা: মিটা, মেটা [ miṭā, mēṭā ] v to be accomplished or finished (কাজ মেটা); to be removed or relieved (দুঃখ মিটেছে); to be settled or compromised (বিবাদ মিটল); to be satisfied or fulfilled (সাধ মেটানো); to be paid off (পাওনা মেটা); to be compensated or compounded (লোকসান মেটা); (book-keeping) to be balanced. genitive of shadhu verbal noun of মেটা: মিটা, মেটা [ miṭā, mēṭā ] v to be accomplished or finished (কাজ মেটা); to be removed or relieved (দুঃখ মিটেছে); to be settled or compromised (বিবাদ মিটল); to be satisfied or fulfilled (সাধ মেটানো); to be paid off (পাওনা মেটা); to be compensated or compounded (লোকসান মেটা); (book-keeping) to be balanced.
Samsad Bangla Abhidhan
কিলো [ kilō ] বি. মেট্রিক পদ্ধতির এক হাজার পরিমাণ; কিলোগ্রাম কিলোলিটার কিলোমিটার প্রভৃতির সংক্ষিপ্ত রূপ (এক কিলো মাছ)। [ইং. kilo]। ~গ্রাম বি. বিণ. এক হাজার গ্রাম [গ্রাম1 দ্র]। ~মিটার বি. বিণ. এক হাজার মিটার [মিটার1 দ্র]। ~লিটার বি. বিণ. এক হাজার লিটার। মিটার1 [ miṭāra1 ] বি. পরিমাপের যন্ত্র (ক্রনোমিটার, ল্যাকটোমিটার)। [ইং. meter]। মিটার2 [ miṭāra2 ] বি. দূরত্বের বা দৈর্ঘের এককবিশেষ1 মিটার =39.37 ইঞ্চি, 1মিটার=1কিলোমিটার [ইং. metre]। genitive of মিটা: মিট [ miṭa ] বি. 1 মিল; 2 নিষ্পত্তি। [মিটা দ্র]। ~. মাট বি. আপোশনিষ্পত্তি, রফা, মীমাংসা (ঝগড়ার মিটমাট)। genitive of মিটা: মিটা, মেটা [ miṭā, mēṭā ] ক্রি. বি. 1 নিষ্পন্ন হওয়া, শেষ হওয়া, চুকে যাওয়া (এতক্ষণে সব কাজ মিটল); 2 দূর হওয়া, ঘোচা (তার দুঃখ কোনোদিন মিটবে না); 3 মীমাংসিত বা মিটমাট হওয়া (ঝগড়া মিটেছে); 4 তৃপ্ত হওয়া (আশ মিটেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [দেশি]। ~. নো ক্রি. বি. 1 নিষ্পন্ন করা, শেষ করা, চুকানো (পাওনা মেটানো হয়নি); 2 দূর করা ('সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা/কেমন করে মেটাব যে': রবীন্দ্র); 3 মীমাংসা করা (নিজের ঝগড়া নিজেরাই মিটিয়ে নাও); 4 তৃপ্ত করা (আশা মিটিয়ে খাও)। ☐ বিণ. উক্ত সব অর্থে। genitive of মিটা: মেটা, মেটানো [ mēṭā, mēṭānō ] যথাক্রমে মিটামিটানো -র চলিত রূপ। genitive of definitive of মি: মি.1, মিঃ [ mi.1, miḥ ] প্রাপ্তবয়স্ক পুরুষের নামের আগে শ্রী অর্থবাচক ইংরেজি, mister শব্দের সংক্ষিপ্ত রূপ। [ইং. Mr]। genitive of definitive of মি: মি2, মি- [ mi2, mi- ] মিটার এর সংক্ষিপ্ত রূপ।[ইং. metre]। genitive of shadhu verbal noun of মেটা: মিটা, মেটা [ miṭā, mēṭā ] ক্রি. বি. 1 নিষ্পন্ন হওয়া, শেষ হওয়া, চুকে যাওয়া (এতক্ষণে সব কাজ মিটল); 2 দূর হওয়া, ঘোচা (তার দুঃখ কোনোদিন মিটবে না); 3 মীমাংসিত বা মিটমাট হওয়া (ঝগড়া মিটেছে); 4 তৃপ্ত হওয়া (আশ মিটেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [দেশি]। ~. নো ক্রি. বি. 1 নিষ্পন্ন করা, শেষ করা, চুকানো (পাওনা মেটানো হয়নি); 2 দূর করা ('সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা/কেমন করে মেটাব যে': রবীন্দ্র); 3 মীমাংসা করা (নিজের ঝগড়া নিজেরাই মিটিয়ে নাও); 4 তৃপ্ত করা (আশা মিটিয়ে খাও)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

Processing time: 0.41 s