Off by 2 letters:
ফাস্ট definitions

Samsad Bengali-English Dictionary
ফাস্ট [ phāsṭa ] a. & adv fast (ঘড়িটা ফাস্ট, তোমার ঘড়ি ফাস্ট চলছে).
Samsad Bangla Abhidhan
ফাস্ট [ phāsṭa ] বিণ. 1 যতটা উচিত তার চেয়ে বেশি বেগসম্পন্ন (ঘড়িটা ফাস্ট যাচ্ছে); 2 বেগসম্পন্ন (ফাস্ট ট্রেন)। [ইং. fast]।
মাট definitions

Samsad Bangla Abhidhan
মাট [ māṭa ] বিণ. 1 মাটির মধ্যে উৎপন্ন (মাটকলাই); 2 মাটির তৈরি (মাট কোঠা)। [< বাং. মাটি.]। ~কলাই বি. চীনাবাদাম। ~কোঠা বি. মাটির তৈরী দুই বা ততোধিক তলবিশিষ্ট বাড়ি।
মাস definitions

Bangla-Tangla Dictionary
মাস – month
Samsad Bengali-English Dictionary
মাস2 [ māsa2 ] n a month. মাসে, মাসে-মাসে adv. every month. ☐ a. monthly (মাসে দশ টাকা আয়).
Samsad Bangla Abhidhan
মাস1 [ māsa1 ] বি. মাংস -র কথ্য রূপ (হাড়মাস কালি করা)। মাস2 [ māsa2 ] বি. বৎসরের 12 ভাগের একভাগ, স্থূল হিসাবে 3 দিন। [সং. √মস্ +অ]। ~. ওয়ারি বিণ. মাসিক। ~. কাবার বি. মাসের শেষ বা শেষদিন। ~. কাবারি বিণ. 1 মাসের শেষে করণীয় বা প্রয়োজনীয় (মাসকাবারি বাজার); 2 একমাসের উপযুক্ত। ☐বি. মাসিক বরাদ্দ। ~. মাহিনা, (কথ্য) মাইনে বি. মাসিক বেতন। ~. হারা, মাসো-হারা বি. (ভরণপোষণের জন্য বা অন্য কারণে খরচের জন্য) প্রতি মাসে প্রদেয় বৃত্তি বা ভাতা। [আ. মুশাহারা অথবা সং. মাসহার + বাং. আ]। মাসোহারা [ māsōhārā ] দ্র মাস2
মাস্টার definitions

Bangla-Tangla Dictionary
মাস্টার – master [English]
Samsad Bengali-English Dictionary
মাস্টার [ māsṭāra ] n a teacher, a tutor, a trainer; a man in charge, a chief executive, a master (পোস্টমাস্টার). মাস্টারি n. act or profession of teaching or training.
Samsad Bangla Abhidhan
মাষ্টার [ māṣṭāra ] বি. 1 শিক্ষক বা গৃহশিক্ষক (ছেলের মাষ্টার এসেছে); 2 দক্ষ কারিগর, শিল্পী ইত্যাদি; 3 অধ্যক্ষ (পোস্টমাষ্টার, স্টেশনমাষ্টার)। [ইং. master]। তু. মাস্টার। ~নি বি. (স্ত্রী.) গৃহশিক্ষিকা। মাস্টার [ māsṭāra ] বি. ইং. master এর প্রতিবর্ণীকৃত রূপ। উচ্চা মাস্টার। তু. মাষ্টার। মাস্টারি বি. শিক্ষকতা; সব সময় অশোভনভাবে শিক্ষকের মতো আচরণ।
লাস্ট definitions

Samsad Bangla Abhidhan
লাস্ট [ lāsṭa ] বিণ. 1 শেষ বা শেষের, শেষতম (লাস্ট খেলা); 2 একেবারে নীচের (লাস্ট বয়)। [ইং. last]।
Off by 3 letters:
কমাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of কমানো: কমানো – to reduce something

2nd person intimate present simple tense of কমানো:
কমানো – to reduce something

Samsad Bengali-English Dictionary
2nd person intimate future imperative tense of কমানো: কমানো [ kamānō ] v to shorten, to curtail, to reduce; to cause to decrease or abate or diminish, to abate, to diminish. ☐ n. act of shortening or cutting down, curtailment, reduction; act of decreasing or abating or diminishing. ☐ a. shortened, cut down., curtailed, reduced; decreased, abated; diminished. 2nd person intimate present simple tense of কমানো: কমানো [ kamānō ] v to shorten, to curtail, to reduce; to cause to decrease or abate or diminish, to abate, to diminish. ☐ n. act of shortening or cutting down, curtailment, reduction; act of decreasing or abating or diminishing. ☐ a. shortened, cut down., curtailed, reduced; decreased, abated; diminished.
Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of কমানো: কমা2 [ kamā2 ] ক্রি. হ্রাস পাওয়া, কমে যাওয়া (জ্বর কমেছে)। [বাং. √ কম্ + আ]। ~নো ক্রি. কমিয়ে দেওয়া, কম করা; খাটো করা। ☐ বিণ. হ্রস্বীকৃত। ☐ বি. হ্রস্বীকরণ। 2nd person intimate present simple tense of কমানো: কমা2 [ kamā2 ] ক্রি. হ্রাস পাওয়া, কমে যাওয়া (জ্বর কমেছে)। [বাং. √ কম্ + আ]। ~নো ক্রি. কমিয়ে দেওয়া, কম করা; খাটো করা। ☐ বিণ. হ্রস্বীকৃত। ☐ বি. হ্রস্বীকরণ।
জমাট definitions

Bangla-Tangla Dictionary
জমাট – solidified, coagulated (+ বাঁধা = to solidify from liquid to solid form)
Samsad Bengali-English Dictionary
জমাট [ jamāṭa ] a congealed, frozen, coagulated (জমাট দুধ, জমাট রক্ত); thick (জমাট গাঁথনি, জমাট অন্ধকার); inseparable, intimate (জমাট বন্ধুত্ব); deep (জমাট আনন্দ); thoroughly interesting or delightful (জমাট গান); full of crowd and enthusiasm (জমাট সভা). জমাট বাঁধা v. to coagulate, to congeal; to thicken. ~বাঁধা a. coagulated; frozen; hardened.
Samsad Bangla Abhidhan
জমাট [ jamāṭa ] বিণ. 1 ঘনীভূত, কাঠিন্যপ্রাপ্ত (জমাট দই); 2 দৃঢ়, সংহত, শক্ত, মজবুত (জমাট গাঁথনি); 3 অবিচ্ছেদ্য, অন্তরঙ্গ (জমাট বন্ধুত্ব); 4 পরিপূর্ণভাবে উপভোগ্য (জমাট আড্ডা); 5 সরগরম (জমাট আসর)। ☐ বি. কাঠিন্য; জমাট-বাঁধা বস্তু বা জিনিস (চূন-সুরকির জমাট)। [বাং. জমা1 + অট -তু. আ. জমাবট]।
জমাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of জমানো: জমানো – to save money

2nd person intimate present simple tense of জমানো:
জমানো – to save money

Samsad Bengali-English Dictionary
2nd person intimate future imperative tense of জমানো: জমানো [ jamānō ] v to lay or put by, to save up; to hoard; to amass, to accumulate; to cause to assemble, to gather; to freeze, to congeal, to coagulate; to crowd and fill with enthusiasm (সভা জমানো); to make interesting, to arrest attention (গান জমানো). ☐ a. saved up; amassed, accumulated; frozen, congealed, coagulated. 2nd person intimate present simple tense of জমানো: জমানো [ jamānō ] v to lay or put by, to save up; to hoard; to amass, to accumulate; to cause to assemble, to gather; to freeze, to congeal, to coagulate; to crowd and fill with enthusiasm (সভা জমানো); to make interesting, to arrest attention (গান জমানো). ☐ a. saved up; amassed, accumulated; frozen, congealed, coagulated.
Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of জমানো: জমানো [ jamānō ] বি. ক্রি. সঞ্চয় বা সংগ্রহ করা (টাকা জমানো); 2 ঘনীভূত করা (বরফ জমানো); 3 জমায়েত করা (চেঁচিয়ে লোক জমানো); 4 সরগরম করা (আসর জমানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [জমা2 দ্র-তু. হি. জমানা]। 2nd person intimate present simple tense of জমানো: জমানো [ jamānō ] বি. ক্রি. সঞ্চয় বা সংগ্রহ করা (টাকা জমানো); 2 ঘনীভূত করা (বরফ জমানো); 3 জমায়েত করা (চেঁচিয়ে লোক জমানো); 4 সরগরম করা (আসর জমানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [জমা2 দ্র-তু. হি. জমানা]।
ঠাস্ definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of ঠাসা: ঠাসা – to stuff, stuffed
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of ঠাসা: ঠাসা [ ṭhāsā ] v to cram, to stuff; to load; to press, to press down; to knead (ময়দা ঠাসা); to beat soundly, to thrash; to reprimand. ☐ a. thoroughly crammed or stuffed or loaded. ~ঠাসি n. act of pressing repeatedly to stuff a thing; overcrowding.
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of ঠাসা: ঠাস1 [ ṭhāsa1 ] বিণ. 1 ঘন (ঠাসবুনানি); 2 ঘেঁষাঘেঁষি (ঠাস হয়ে বসা)। [দেশি]। ঠাসা ক্রি. 1 গাদানো (ঘরে জিনিস ঠেসে রাখা); 2 চেপে ধরা (তাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেছে); 3 চেপে ঢুকানো; 4 বোঝাই করা, ভরে দেওয়া; 5 মর্দন করা (ময়দা ঠাসা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ঠাসা-ঠাসি বি. ভিড়; চাপাচাপি, গাদাগাদি (এত ঠাসাঠাসি করে বসা যায় না)।
দমাস definitions

Samsad Bangla Abhidhan
দমাস [ damāsa ] বি. ভারী জিনিস শক্ত ভূমির উপর ফেলার বা দরজা-জানালা জোরে বন্ধ করার আওয়াজ (বস্তাটা দমাস করে ফেলল, দরজাটা দমাস করে বন্ধ করল)। [ধ্বন্যা.]।
ভাস্ definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of ভাসা: ভাসা – to float
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of ভাসা: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow.
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of ভাসা: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।
মট definitions

Bangla-Tangla Dictionary
মট – (+ করে = with a snap)
Samsad Bengali-English Dictionary
মট, মট্ [ maṭa, maṭ ] int denoting: a snapping noise as caused by the splitting or twisting of anything hard. মট্ করে adv. with a cracking or snapping sound. মট্মট্ int. denoting repeated মট্ sound.
Samsad Bangla Abhidhan
মট [ maṭa ] বি. শক্ত জিনিষ ভাঙবার শব্দ (গাছের ডালটা মট করে ভেঙে গেল)। [ধ্বন্যা.]। ~মট ক্রি ক্রমাগত মট শব্দ।
মলাট definitions

Bangla-Tangla Dictionary
মলাট – cover or jacket of a book
Samsad Bengali-English Dictionary
মলাট [ malāṭa ] n a cover of a book, a back (cp. paper-back); a jacket of a book.
Samsad Bangla Abhidhan
মলাট [ malāṭa ] বি. পুস্তকাদির পুরু বহিরাবরণ। [সং. মলপট্ট > প্রাকৃ. মলঅট্ট]।
মস্ত definitions

Bangla-Tangla Dictionary
মস্ত – big
Samsad Bengali-English Dictionary
মস্ত [ masta ] n the head (ছিন্ন মস্তা) ☐ a. high, tall, lofty; very large or big, huge; very broad or long; vast extensive; big (মস্ত মামলা); great (মস্ত বীর); eminent (মস্ত লোক); very distinguished, very influential or powerful; very rich or opulent; elevated, noble (মস্ত আদর্শ); of great value (মস্ত কথা); very important (মস্ত প্রশ্ন); very difficult (মস্ত দায়িত্ব); very serious (মস্ত বিপদ); too much (মস্ত জ্বালা); (iron.) scanty, poor (মস্ত দরদ). ☐ adv. very (মস্ত বড়ো).
Samsad Bangla Abhidhan
মস্ত [ masta ] বিণ. 1 (সং.) উঁচু (মস্ত বৃক্ষ); 2 (বাং) প্রকাণ্ড, সুবৃহৎ (মস্ত বাড়ি, মস্ত প্রাসাদ); 3 বিস্তৃত (মস্ত মাঠ); 4 মহৎ (মস্ত লোক, মস্ত হৃদয়)। ☐ বিণ-বিণ. খুব, অতিশয় (মস্ত বড়ো, মস্ত ধনী)। ☐বি. মস্তক, মাথা (ছিন্নমস্তা) [সং. √ মস্ + ত-তু. ফা. মসৎ]।
মা definitions

Bangla-Tangla Dictionary
মা – mother
Samsad Bengali-English Dictionary
মা1 [ mā1 ] n (mus.) the major fourth of the 'C' scale. মা2 [ mā2 ] n mother; (coll.) mom, mamma, mama, ma; (of beasts) dam. মায়ের জাত womenfolk, womanhood, womankind. মায়ের দয়া (fig.) small pox or chicken pox.
Samsad Bangla Abhidhan
মা1 [ mā1 ] বি. (সংগীতে) স্বরগ্রামের চতুর্থ বা মধ্যম সুর।[সং. মধ্যম-এর সংক্ষিপ্ত রূপ]। মা2 [ mā2 ] বি. 1 মাতা, জননী, জন্মদাত্রী; 2 মাতৃস্থানীয়া নারী এবং কন্যা বা কন্যাস্থানীয়া নারীকে সম্বোধন। ☐ অব্য. (বাং.) ভয়-বিস্ময়-যন্ত্রণাদি প্রকাশক (মা গো, ও মা)। [প্রাকৃ মাআ < সং মাতা]। মায়ের জাত বি. নারীজাতি। মায়ের দয়া বি. 1 মাতা বা মাতৃরূপা স্বর্গের দেবীর দয়া; 2 (দেবী শীতলা এই রোগের অধিদেবতা বলে) বসন্তরোগ।
মাংস definitions

Bangla-Tangla Dictionary
মাংস – meat, flesh
Samsad Bengali-English Dictionary
মাংস [ māṃsa ] n flesh; meat. গোমাংস n. beef. ছাগমাংস n. goat's meat. পাখির মাংস n. fowl. বাছুরের মাংস n. veal. মুরগির মাংস n. fowl, (loos.) chicken. মেষমাংস n. mutton. শুয়োরের মাংস n. pork. হরিণের মাংস n. venison. মাংসের দোকান a meat-shop, a butcher's shop, a shamble, a butchery. মাংসের বাজার a meat-market; a flesh market. ~তুল্য a. flesh-like; meaty. ~পেশি n. muscle. ~বিক্রেতা n. a meat seller, a butcher. ~বৃদ্ধি n. growth of flesh; accumulation of fat; adiposity. ~ a. fleshy, plump, fatty, adipose. মাংসাশী a. meat-eating; carnivorous.
Samsad Bangla Abhidhan
মাংস [ māṃsa ] বি. 1 জীবদেহের হাড় ও চামড়ার মধ্যবর্তী কোমল অংশবিশেষ; 2 মানুষের ভোজ্য মানুষ্যেতর প্রাণীর আমিষ বা পলল। [সং. √ মন্ + স]। ~পেশি, ~পেশী বি. জীবদেহের সঞ্চালনক্রিয়াসাধক মাংসপিণ্ড। ~ভোজী (-জিন্), মাংসাদ মাংসাশী (-শিন্) বিণ. মাংস খায় এমন। ~ বিণ. মাংসবহুল (মাংসল শরীর)। মাংসিক বিণ. বি. মাংস ব্যবসায়ী, কসাই। মাস1 [ māsa1 ] বি. মাংস -র কথ্য রূপ (হাড়মাস কালি করা)।
মাউন্ট definitions

Bangla-Tangla Dictionary
মাউন্ট [English] mount
মাউস definitions

Samsad Bangla Abhidhan
মাউস [ māusa ] বি. কম্পিউটারকে নিয়ন্ত্রিত করার জন্য হাতে-ধরে চালাতে হয় এমন ইঁদুরের মতো দেখতে যন্ত্রবিশেষ। [ইং. mouse]।
মাখ্ definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of মাখা: মাখা – to smear on, to mix into a paste or dough
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of মাখা: মাখা [ mākhā ] v to smear, to dab, to daub, to coat -(রং মাখা); to knead (ময়দা মাখা); to mix with spices etc. in order to make some thing ready for cooking, to lard মাংস মাখা ; to mix with curry etc. to make something ready for eating, (cp.) to sauce (ভাত মাখা). মাখানো v. to cause to smear or dab or coat or knead or lard. ~মাখি n. mutual or repeated smearing রং মাখামাখি ; frequent social communication, intimacy, act of mixing freely with, close association (পুলিশের সঙ্গে মাখামাখি). মাখামাখি করা v. to smear mutually or repeatedly, to indulge in frequent social communication with, to form an intimacy with, to mix freely with.
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of মাখা: মাখা [ mākhā ] ক্রি. বি. 1 লেপন করা (গায়ে তেল মাখা); 2 মর্দন করা, চটকানো (ময়দা মাখা)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে । [সং. √ ম্রক্ষ্ + বাং. আ]। ~নো ক্রি বি. 1 লেপন করানো (চাকরকে দিয়ে তেল মাখানো); 3 মর্দন করানো (পাচককে দিয়ে ময়দা মাখানো)। ☐বিণ. উক্ত সব অর্থে। ~মাখি বি. 1 পরস্পর লেপন; 2 অত্যাধিক লেপন বা মর্দন; 3 অন্তরঙ্গতা বা ঘনিষ্টতা; 4 (অনভিপ্রেত) মেলামেশা বা অন্তরঙ্গতা।
মাগ্ definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of মাগা: মাগা – to ask for something
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of মাগা: মাগা [ māgā ] v to beg; to ask for; to solicit; to pray for.
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of মাগা: মাগা [ māgā ] ক্রি. 1 যা়চ্ঞা করা, প্রার্থনা করা ('তোমার কাছে এ বর মাগি': রবীন্দ্র); 2 ভিক্ষা করা (মেগে খাওয়া); 3 চাওয়া ('ভিক্ষা মাগি দ্বারে দ্বার': রবীন্দ্র)। ☐ বি. বিণ উক্ত অর্থে। [বাং. √ মাগ্ (< সং √ মার্গ্) + আ]। ~নো ক্রি. 1 ভিক্ষা করানো বা চাওয়ানো; 2 আনানো। ☐বি. উক্ত অর্থে।

Processing time: 0.72 s