মায়ের definitions

Bangla-Tangla Dictionary
genitive of মা: মা – mother
Samsad Bengali-English Dictionary
genitive of মায়: মায় [ māẏa ] prep together with, inclusive of, with, even. genitive of মা: মা1 [ mā1 ] n (mus.) the major fourth of the 'C' scale. genitive of মা: মা2 [ mā2 ] n mother; (coll.) mom, mamma, mama, ma; (of beasts) dam. মায়ের জাত womenfolk, womanhood, womankind. মায়ের দয়া (fig.) small pox or chicken pox.
Samsad Bangla Abhidhan
genitive of মায়: মায় [ māẏa ] অব্য. 1 সমেত, সহ (জমিজিরেত মায় ঘরবাড়ি পর্যন্ত গেছে); 2 এমনকী (মায় জলটুকুও খেতে দিল না)। [আ. ম এ]। genitive of মা: মা1 [ mā1 ] বি. (সংগীতে) স্বরগ্রামের চতুর্থ বা মধ্যম সুর।[সং. মধ্যম-এর সংক্ষিপ্ত রূপ]। genitive of মা: মা2 [ mā2 ] বি. 1 মাতা, জননী, জন্মদাত্রী; 2 মাতৃস্থানীয়া নারী এবং কন্যা বা কন্যাস্থানীয়া নারীকে সম্বোধন। ☐ অব্য. (বাং.) ভয়-বিস্ময়-যন্ত্রণাদি প্রকাশক (মা গো, ও মা)। [প্রাকৃ মাআ < সং মাতা]। মায়ের জাত বি. নারীজাতি। মায়ের দয়া বি. 1 মাতা বা মাতৃরূপা স্বর্গের দেবীর দয়া; 2 (দেবী শীতলা এই রোগের অধিদেবতা বলে) বসন্তরোগ।

Processing time: 0.46 s