মায়ায় definitions

Bangla-Tangla Dictionary
locative of মায়া: মায়া – a feeling of sympathetic love, magic, illusion
Samsad Bengali-English Dictionary
locative of মায়া: মায়া [ māẏā ] n (theol.) illusion, the material world, physical or phenomenal nature, maya; delusion; infatuation, fascination; affection, attachment; tenderness; compassion; magic, jugglery; black magic, sorcery; deceit, a beguiling trick, chicanery; disguise. মায়া করা v. to think or treat with affection, to be attached to; to be reluctant to lose (টাকার বা চাকরির মায়া করা). মায়ায় ভোলা v. to be duped by attachment or sorcery or illusion or by a beguiling trick. ~কানন n. a garden or grove created by sorcery, an enchanted garden. ~কান্না n. insincere sorrow, crocodile tears. ~ঘোর n. influence or spell of illusion or delusion or infatuation or enchantment. ~জাল n. a cobweb or network or spell of illusion or delusion or attachment or infatuation or enchantment. ~জীবী n. a magician, a juggler; a conjurer. ~ডোর n. a string or bond of attachment or infatuation. মায়াত্মক a. illusory; delusive; enchanted; hypocritical; disguised. ~দণ্ড n. a magician's or conjurer's wand. ~দপর্ণ same as ~মুকুর । ~ধারী a. concealing one's identity by casting a spell of illusion; hypocritical; disguised. ~পাশ same as ~জাল । ~বদ্ধ a. strongly held under illusion; greatly attached or infatuated or enchanted. ~বন্ধন n. the bond or tie of illusion or attachment or infatuation or enchantment. ~বলে adv. magically; by trickery or beguiling trick; by a spell of delusion or beguiling trick. ~বশ a. subject to attachment or affection or infatuation, fondly attached. ~বাদ n. (phil. & theol.) illu sionism. ~বাদী a. (phil. & theol.) illu sionistic. □ n. an illusionist. ~বিদ্যা n. jugglery, magic; conjury; sorcery, black magic. ~বী a. practising deceit, deceitful; practising sorcery; warranting affection, infatuating, enchanting (মায়াবী সৌন্দর্য). ☐ n. an enchanter (fem. an enchantress), a sorcerer (fem. a sorceress); a wizard (fem. a witch); a conjurer. fem. ~বিনী । ~মমতা n. pl. affection and compassion; love and attachment; (cp.) a soft spot (for). ~ময় a. illusive; delusive; infatuating; bewitching, enchanting; deceptive. fem. ~ময়ী । ~মুকুর n. a magic mirror. ~মুক্ত a. freed from attachment or affection; disillusioned; disenchanted. ~মৃগ n. (Ramayana) a stag appearing to be made of gold, which tempted Sita and led her to be kidnapped by Ravana; (fig.) a perilous illusion or temptation. ~মোহ same as ~ঘোর । ~রজ্জু same as ~ডোর । ~রাজ্য n. a land created by sorcery; a realm of infatuation or enchantment. ~হীন a. devoid of tenderness or compassion.
Samsad Bangla Abhidhan
locative of মায়া: মায়া [ māẏā ] বি. 1 (দর্শ.) যার সত্যকার অস্তিত্ব নেই; 2 ভ্রমাত্মক কোনো-কিছু; 3 অবিদ্যা; 4 অজ্ঞান; 5 ব্রহ্মের অঘটন পটীয়সী শক্তি; 6 নিজের অব্যক্ত স্বরূপ থেকে সমস্ত জগৎ নির্মাণে পরমেশ্বরের অচিন্ত্য শক্তি; 7 সত্ত্বরজস্তমোময়ী প্রকৃতি; 8 মোহ; 9 স্নেহ, মমতা, টান (প্রাণে মায়া আছে); 1 সুখদুঃখের বন্ধন; 11 ইন্দ্রজাল, জাদু (মায়াবিদ্যা); 12 কাপট্য, ছলনা; 13 ছদ্মবেশ (মায়ামৃগ, মায়াসীতা)। [সং. √ মা + য + আ]। ~কানন বি. জাদুবলে সৃষ্ট উপবন বা উদ্যান। ~কান্না বি. কপট কান্না, কান্নার ভান। ~ঘোর বি. মোহের বা জাদুর প্রভাব। ~জাল, ~ডোর, ~পাশ, ~রজ্জু বি. মোহ মমতা বা স্নেহের বন্ধন। ~দণ্ড বি. জাদুলাঠি। ~দয়া বি. মমতা সমবেদনা। ~দেবী বি. বুদ্ধদেবের জননী। ~প্রপঞ্চ বি. 1 মায়ার বিস্তার বা ব্যাপ্তি; 2 মায়ার সৃষ্টি বা প্রকাশ। ~বদ্ধ বিণ. মোহের ঘোরে বা মমতার বশে সংসারে আসক্ত। ~বল বি. মায়ার শক্তি; স্নেহমমতা বা জাদুর জোর। ~বাদ (দর্শ.) বি. জগৎ প্রপঞ্চ সবই মিথ্যা, ব্রহ্মই শুধু সত্য-এই মতবাদ। ~বাদী (-দিন্) বিণ. মায়া বাদে বিশ্বাসী। ~বিদ্যা বি. জাদুবিদ্যা। ~বী (-বিন্) বিণ. বি. ঐন্দ্রজালিক, জাদুকর, জাদু জানে এমন (মায়াবী রাক্ষস)। ☐ বিণ. কপটাচারী, শঠ। স্ত্রী. ~বিনী। ~ময় বিণ. ছলনাপূর্ণ মোহদ্বারা পরিব্যাপ্ত, ছলনাময়। স্ত্রী ~ময়ী। ~মুকুর বি. জাদু আয়না। ~মুক্ত বিণ. মোহযুক্ত। ~মৃগ বি. জাদু-হরিণ, জাদু বলে সৃষ্ট হরিণ। ~রথ বি. জাদুবলে নির্মিত রথ। ~রাজ্য বি. জাদুবলে সৃষ্ট রাজ্য। মায়িক, মায়ী (-য়িন্) বিণ. 1 ঐন্দ্রজালিক; 2 মায়াময়, মায়াবিশিষ্ট।

Processing time: 0.44 s