মানানো definitions

Bangla-Tangla Dictionary
মানানো – to make someone obey
Samsad Bengali-English Dictionary
মানানো1 [ mānānō1 ] v to cause to honour or revere or believe in or regard or count or acknowledge or own or obey or observe or heed or accept or yield to or call on. মানানো2 [ mānānō2 ] v to befit, to become; to suit; to fit.
Samsad Bangla Abhidhan
মানানো1 [ mānānō1 ] ক্রি. 1 মান্য করানো; 2 স্বীকার করানো (একথা তাকে দিয়ে মানাতে পারবে?); 3 গ্রাহ্য করানো; 4 পালন করানো। ☐ বি. বিণ. সব অর্থে। [মানা2 দ্র]। মানানো2 [ mānānō2 ] ক্রি. উপযুক্ত বা শোভন হওয়া (তোমার মুখে একথা মোটেই মানায় না); 2 খাপ খাওয়া (সকলের সঙ্গে মানিয়ে চলা); 3 মাপ-অনুযায়ী হওয়া (বেশ মানিয়েছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং মানা2 + আনো]।

Processing time: 0.41 s