মানসিকতা definitions

Bangla-Tangla Dictionary
মানসিকতা – mentality
Samsad Bangla Abhidhan
মানস [ mānasa ] বি. 1 মন, চিত্ত (মানসলোক); 2 ইচ্ছা, অভিলাষ (মানস করা); 3 মানস সরোবর। ☐ বিণ 1 মানসিক (মানসভ্রমণ, মানসজগৎ); 2 কল্পনাপ্রসূত (মানসপ্রতিমা)। [সং মনস্ + অ]। ~তা বি. মনের প্রকৃতি ভাব বা প্রবণতা, mentality (বি. প.)। ~নেত্র ~লোচন বি. 1 মনশ্চক্ষু, অন্তর্দৃষ্টি; 2 কল্পনা। ~পুত্র বি. মনে বা কল্পনায় জাত পুত্র। ~কন্যা বি (স্ত্রী.) মনে বা কল্পনায় জাতা কন্যা। ~প্রতিমা বি কল্পনায় গঠিত মূর্তি। মানস সরোবর বি কৈলাস পর্বতে অবস্থিত (ব্রহ্মার মনঃকল্পিত) হ্রদবিশেষ। ~সিদ্ধ বি. আশাপূরণ, ইষ্টলাভ। মানসাঙ্ক বি. যে অঙ্ক না লিখে মনে মনে কষতে হয়। মানসিক বিণ 1 মনোগত (মানসিক ব্যাধি, মানসিক অশান্তি); 2 কল্পনাপ্রসূত। ☐ বি. (বাং.) মানত। মানসিকতা বি. চিত্তবৃত্তি, প্রবণতা, মনোগত ভাব, mentality (ধর্মবিরোধী মানসিকতা রক্ষণশীলতা মানসিকতা)। মনসী বিণ. স্ত্রী. মনঃকল্পিতা (মানসী মূর্তি) ☐ বি. মনে মনে ক্রিয়ারূপে কল্পিতা নারী (কবির মানসী)।

Processing time: 0.4 s