মানবিক definitions

Bangla-Tangla Dictionary
মানবিক – humane
Samsad Bengali-English Dictionary
মানব [ mānaba ] n mankind, man; a man; a human being, a person. ☐ a. relating to or drawn up by Manu (মনু) the law-giver (মানব-ধর্মশাস্ত্র). fem. n. মানবী woman kind; a woman. মানবক pop. spell. of মাণবক । ~চরিত্র n. human nature or character. ~জাতি n. mankind, human kind, the human race. ~জীবন n. the human life, the life of man. ~তা, ~ত্ব n. humanity. মানবতাবাদ n. humanism. ~ধর্ম n. the religion of man; humanity. ~প্রকৃতি n. human nature. ~লীলা n. activities of a human being whilst existing upon the earth; existence as a human being. মানবলীলা সংবরণ করা v. to die, to breathe one's last. ~সমাজ n. human world, mankind; the human society. ~হীন a. having no human dweller, depopulated, desolate. ~হৃদয় n. man's heart, the human heart; humane feelings. মানবিক a. human; humane. মানবিক বিদ্যা the humanities. মানবীয় a. human; humane. মানবোচিত a. befitting a human being, humane; (loos.) human.
Samsad Bangla Abhidhan
মানব [ mānaba ] বি. মানুষ, নর, মনুষ্য। বিণ. 1 মনুসম্বন্ধীয়; 2 মনুপ্রণীত (মানব ধর্মশাস্ত্র)। [সং মনু + অ]। স্ত্রী. মানবী। ~ক-মাণবক -এর অধিকতর প্রচলিত রূপ। ~জমিন বি জমিরূপে কল্পিত মানুষ ('মানবজমিন রইল পতিত': রা. প্র)। ~তা, ~ত্ব বি. মানুষের ধর্ম গুণ বা ভাব। ~তা-বাদ বি 1 মানুষের সদগুণাবলির অনুশীলন; 2 মানুষের স্বাভাবিক গুণ বা ধর্মের প্রতি গুরুত্ব আরোপ। ~ধর্ম বি. সর্বমানবের গুণ বা ধর্ম, সর্বমানবের আচরণীয় গুণাবলী। ~লীলা বি. মানুষরূপে পৃথিবীতে জীবনযাপনকালে ক্রিয়াকলাপ। মানবলীলা সংবরণ করা ক্রি মারা যাওয়া। ~প্রেমিক বি, মানুষকে যে ভালোবাসে। ~সমাজ বি. পৃথিবীর মানুষ, সমগ্র মনুষজাতি। ~হৃদয় বি. 1 মানুষের হৃদয়; 2 মনুষ্যত্বপূর্ণ অন্তঃকরণ; 3 মনুষ্যোচিত অনুভূতি। মানবাধি-কার বি মানুষ হিসাবে সম্মানের সঙ্গে ও নিরাপদে বাঁচার অধিকার। [সং মানব + অধিকার]। মানবিক বিণ. 1 মনুষ্যোচিত (মানবিক গুণাবলি); 2 মনুষ্যসুলভ; 3 মনুষ্যত্বপূর্ণ; 4 লোকহিতকর, humanitarian (মানবিকতার কারণে দয়াপ্রদর্শন)। বি. মানবিকতা (মানবিকতার বিকাশ)। মানবীয় বিণ. মানুষের পক্ষে স্বাভাবিক এমন (মানবীয় আদর্শ)। মানবোচিত বিণ. মানুষের পক্ষে উপযুক্ত।

Processing time: 0.4 s