Off by 3 letters:
ভাবজগৎ definitions

Samsad Bengali-English Dictionary
ভাব [ bhāba ] n birth, origination; existence, presence, essence, esse; shape (নবভাবে প্রকাশ); intention; state, condition (মিশ্রভাব, তীব্রভাব); mental state, mood (ভাবান্তর); nature (তার ভাবখানা ওই); love, attachment, friendship, amity (দুজনের বেজায় ভাব); acquaintance ) তার সঙ্গে অনেক লোকের ভাব); manner, mode (এভাবে চলবে); inner significance, implication, an idea (কবিতার ভাব); an abstract idea or thought, imagination (ভাবলোক); meditation, cogitation (ভাবমগ্ন); reverie, ecstasy (ঠাকুর ভাবে বিভোর); emotion, an outburst of emotion (ভাবোদ্দীপন); (amongst children) amity, peace (আড়ি-ভাব). ভাব করা v. to establish friendship with; to make friends with; to make acquaintance with; (amongst children) to be on amicable terms with, to make peace with. ভাব জাগা, ভাব লাগা v. to be affected with an emotion or idea; to be under the spell of a reverie or ecstasy. ভাব হওয়া v. to become friendly with; to be acquainted with; (amongst children) to be at peace with. ~গত a. relating to inner significance or to the underlying idea; ideological; abstract. ~গতিক n. intention and activities; attitude and bearing; manner, mode. ~গম্ভীর a. full of weighty or solemn ideas; inspiring solemn ideas; grave and thoughtful. ~গর্ভ a. impregnated with (deep) thoughts, thoughtful; having a deep meaning or significance; pregnant with ideas, imaginative. ~গ্রাহী a. capable of grasping the inner significance or the under lying idea; appreciative; capable of reading the inmost thoughts; omniscient. ~জগৎ n. the world of imagination. ~তরঙ্গ n. a thought-wave. ~ধারা n. a trend of thought, a line of thinking. ~পূর্ণ same as ~গর্ভ । ~প্রবণ a. emotional; sentimental; maudlin. ~প্রবণতা n. emotionalism; sentimentalism, sentimentality; maudlinism. ~বাচক a. (chiefly in gr.) abstract (ভাববাচক বিশেষ্য = an abstract noun). ~বাচ্য n. (gr.) the impersonal voice. ~বাদ n. idealism. ~বাদী a. idealistic; idealist. ☐ n. an idealist. ~বিলাসী a. given to abstract speculation, visionary, idealistic. ~বিহ্বল a. overwhelmed with emotion or ecstasy. ~ব্যঞ্জক a. signifying a thought. ~ভঙ্গি same as ~গতিক । ~মূর্তি n. an image; (loos.) the image of something; an ide ated or ideal or imaginary shape or form or concept; a symbol of personification of an idea. ~লেশহীন a. utterly blank or expressionless. ~শুদ্ধি n. purity of idea or thought. ~শূন্য, ~হীন a. blank, expressionless. ~সূচক same as ~ব্যঞ্জক ।
মনোজগৎ definitions

Samsad Bengali-English Dictionary
মনোজগৎ [ manōjagat ] n the sphere or realm of the mind; the realm of imagination or of ideas and thoughts; the realm of fancy.
Samsad Bangla Abhidhan
মনো-জগৎ [ manō-jagat ] বি. 1 মনোরূপ জগৎ, অন্তর্জগৎ; 2 চিন্তারাজ্য, ভাবজগৎ। [সং. মনস্ + জগৎ]।
মহাজগৎ definitions

Samsad Bangla Abhidhan
মহা2 [ mahā2 ] বিণ. (কর্মধারায় ও বহুব্রীহি সমাসের পূর্বপদে) মহৎ, মহান, মহতী (মহাকাল, মহাপাপ, মহাবীর, মহাব্যাধি)। [মহৎ দ্র]। ~কবি বি 1 শ্রেষ্ঠ কবি, মহান কবি; 2 মহাকাব্য রচয়িতা। ~করণ বি প্রধান সরকারি দফতরখানা secretariat (স.প) ~কর্ষ বি. 2 (বিজ্ঞা.) জড়বস্তুর পরস্পর আকর্ষণ, মাধ্যাকর্ষণ, gravitation ~কাব্যে বি. দেবতা বা দেবতুল্য নায়কের বৃত্তান্ত নিয়ে বিশেষ রীতিতে রচিত বৃহৎ কাব্য; আধুনিক কালের পাশ্চাত্য এপিক। ~কায় বিণ অতি বৃহদাকার, অতিকায় (মহাকায় রাক্ষস)। ~কাল বি. 1 শিবের রুদ্ররূপ (মহাকালের মন্দির); 2 অনবচ্ছিন্ন কাল, অনন্ত কাল, কালচক্র (মহাকালের বিচারে)। ~কালী বি. (স্ত্রী.) 1 মহাকাল -এর স্ত্রীলিঙ্গ; 2 আদ্যাশক্তির রূদ্রাণীরূপে; 3 কালী। ~কাশ-মহাকাশ দ্র। ~কুষ্ঠ বি. প্রাণঘাতী বা অত্যন্ত বিপজ্জনক কুষ্ঠরোগবিশেষ। ~কোশল বি. দক্ষিণ ভারতের প্রাচীন রাজ্যবিশেষ। ~খর্ব বি. বহুসহস্র কোটি সংখ্যা। ~গুরু বি. পিতা মাতা দীক্ষাদাতা বা (নারীর ক্ষেত্রে) পতি। ~গৌরী বি দুর্গাদেবী। ~জগৎ বি. মহাবিশ্ব universe ~জন বি. 1 অতি ধার্মিক বা মহৎ ব্যক্তি; 2 বড়ো ব্যবসায়ী বা আড়তদার: 3 যে ব্যক্তি মূলধন জোগায়; 4 উত্তমর্ণ; 5 কুসীদজীবী; 6 বৈষ্ণব পদকর্তা; 7 (বিরল) বিশাল জনতা। ~জনি বি. তেজারতি (সে মহাজনি করে) ☐ বিণ. তেজারতি-বিষয়ক (মহাজনি কারবার)। ~জাগতিক বিণ. মহাবিশ্বসংক্রান্ত, মহাবিশ্বের (মহাজাগতিক রশ্মি)। ~জ্ঞান বি. 1 শ্রেষ্ঠ বা পরম জ্ঞান; 2 (মনসামঙ্গলে) যে বিদ্যাবলে মৃতকে পুনরুজ্জীবিত করা যায়। ~ঢ্য বিণ. অতি ধনী, ধনাঢ্য। ~তপা (-পস্), (বর্জি.) ~তপাঃ বিণ. বি. অতি কঠোর তপস্যাকারী; শ্রেষ্ঠ তপস্বী। ~তেজস্বী (-স্বিন্), ~তেজা (-জস্) বিণ. অতিশয় তেজসম্পন্ন। ~তৈল বি. মানুষের দেহের চর্বি। ~ত্মা (-ত্মন্) বিণ. অতি মহৎ, উন্নত বা মহৎ মনসম্পন্ন। ☐ বি. ভারতের প্রখ্যাত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধির আখ্যা। ~দেব বি. দেবাদি দেব শিব। ~দেবী বি. (স্ত্রী.) 1 দুর্গা, ভগবতী; 2 পাটরানি। ~দেশ বি. বহু দেশের সমষ্টি এক বিশাল ভৌগলিক বিভাগ, continent (আফ্রিকা মহাদেশ)। ~দেশীয় বিণ. মহাদেশসম্বন্ধীয়। ~দ্রাবক বি. (ওষুধরূপে ব্যবহৃত) গন্ধকাম্ল, sulphuric acid. ~দ্রুম বি. বড়ো গাছ, বনস্পতি। ~ধাতু বি. সোনা। ~নগর, ~নগরী বি. অতি বৃহৎ নগর। ~নন্দ বি. অতিশয় আনন্দ, পরমানন্দ। ☐ বিণ. অতিশয় আনন্দিত। ~নবমী বি. শারদীয় শুক্লা নবমী তিথি, দুর্গাপূজার তৃতীয় দিন। ~নস বি. রন্ধনশালা, রান্নাঘর। ~নাদ বি. ভয়ংকর শব্দ, অতি উচ্চ ধ্বনি। ☐ বিণ. অতি উচ্চ ধ্বনিযুক্ত; মহানাদকারী। ~নিদ্রা বিণ. মৃত্যু। ~নির্বাণ (বৌদ্ধমতে) 1 সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি, মোক্ষ; 2 বুদ্ধের মৃত্যু। ~নিশা বি. রাত্রির মধ্যভাগ, মধ্যরাত্রি; রাত্রি দ্বিতীয় ও তৃতীয় প্রহর বা দ্বিতীয় প্রহরের শেষভাগ এবং তৃতীয় প্রহরের প্রথমভাগ। ~নীল বিণ. গাঢ় নীল রং। ☐ বি. সিংহলে প্রাপ্ত নীলকান্তমণি। ~নু-ভব, ~নু-ভাব বিণ. উদারচিত্ত; মহিমান্বিত। বি. ~নু-ভবতা, ~নু-ভাবতা। ~পথ বি. 1 রাজপথ; 2 যুধিষ্ঠিরাদির স্বর্গারোহণের পথ; 3 মৃত্যু। ~পদ্ম বি. বিণ. শতকোটি লক্ষ সংখ্যা বা সংখ্যক। ~পাতক, ~পাপ বি. 1 অতি জঘন্য পাপ; 2 ব্রহ্মহত্যা সুরাপান গুরুপত্নীহরণ প্রভৃতি অন্যায় কাজ এবং এই সব কাজে লিপ্ত ব্যাক্তির সঙ্গে সংসর্গ। পাতকী, ~পাপী (-পিন্) বিণ. বি. মহাপাপকারী। ~পাত্র বি. প্রধান অমাত্য। ~পুরাণ বি. বেদব্যাস-রচিত অষ্টাদশ পুরাণ। ~প্রভু বি. 1 শিব; 2 পরমেশ্বর; 3 চৈতন্যদেব; 4 পুরীর জগন্নাথদেব। ~প্রয়াণ বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্য যাত্রা। ~প্রলয় বি. 2 বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বংস; 2 ব্রহ্মা ও তাঁর সৃষ্টির বিনাশ। ~প্রসাদ বি. 1 জগন্নাথদেবের প্রসাদ; 2 শ্রেষ্ঠ প্রসাদ; 3 দেবতাকে নিবেদিত অন্নাদি; 4 (বাং.) দেবীকে নিবেদিত ছাগমাংস। ~প্রস্থান বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা, মহাযাত্রা। ~প্রাণ বিণ. 1 উদারহৃদয়, উদারচেতা; 2 (ব্যাক.) অধিক প্রাণ বা বায়ুর সাহায্যে উচ্চারিত (মহাপ্রাণ ধ্বনি)। ☐ বি. মহাপ্রাণ বর্ণ বা ধ্বনি, প্রতি বর্গের 2 য় ও 4 র্থ বর্ণ এবং ঢ ও হ। ~বন বি. 1 বৃহৎ ও গভীর বন; 2 বৃন্দাবনের বনবিশেষ। ~বল বিণ. অতি শক্তিশালী। ~বাক্য বি. মহাপুরুষ ঋষি প্রভৃতির বাক্য বা বাণী। ~বাহু বিণ. 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 মহাবল। ~বিদ্যা বি. 1 কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা-দুর্গার এই দশ মুর্তি বা রূপ; 2 (কৌতুকে) চুরি, চুরিবিদ্যা (চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা)। ~বিদ্যালয় বি. কলেজ। ~বিশ্ব বি. আমাদের সৌরজগৎ আরও যে বহু কোটি নক্ষত্র ও বহু ছায়াপথযুক্ত প্রায়সীমাহীন মহাকাশের অংশ; মহাকাশ। ~বিষুব বি. সূর্যের মেষরাশিতে সংক্রমণ, চৈত্রসংক্রান্তি, vernal equinox. ~বীর বিণ. অত্যন্ত বীর্যবান বা বিক্রমশালী। ☐ বি. 1 জৈন তীর্থঙ্করবিশেষ; 2 রামায়ণোক্ত হনুমান; 2 গরুড়। ~বেগ বি. প্রবল বেগ বা গতি (মহাবেগে ঘূর্ণিত বায়ু)। ~বৈদ্য বি. 1 শ্রেষ্ঠ চিকিৎসক; 2 (ব্যাঙ্গে) হাতুড়ে ডাক্তার; 3 (ব্যঙ্গে) যম। ~বোধি বি. বুদ্ধদেব। ~ব্যাধি বি. 1 কুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি; 2 কুষ্ঠরোগ। ~ব্যাহৃতি বি. (ওঙ্কারপূর্বক) 'ভূঃ ভুবঃ স্বঃ' এই মন্ত্র। ~ব্যোম বি. মহাকাশ; মহাবিশ্ব; নভোমণ্ডল। ~ব্রাহ্মণ বি. শ্মশানক্রিয়া-সম্পাদনকারী বা নিকৃষ্ট ব্রাহ্মণ। ~ভাগ বি. বিণ. পরম সৌভাগ্যবান; দয়া প্রেম ইত্যাদি সদ্গুণশালী। ~ভাব বি. প্রেম ভক্তি প্রভৃতির চরম অবস্থা ('মহাভাবস্বরূপা শ্রীরাধাঠাকুরাণী': চৈ. চ.)। ~ভারত বি. 1 বেদব্যাস রচিত কুরুপাণ্ডবের কাহিনি সংবলিত মহাকাব্য; 2 (আল.) অতি বিস্তৃত কাহিনি বা গল্প (মহাভারত ফেঁদে বসা)। মহাভারত অশুদ্ধ হওয়া পবিত্র অনুষ্ঠান বা ভালো কাজ নষ্ট বা দোষযুক্ত হওয়া। ~ভূজ বিণ 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 অতি শক্তিশালী, মহাবল। ~ভৈরব বি. মহাদেবের মূর্তিবিশেষ। ~মণ্ডল বি. 1 রাষ্ট্রাধ্যক্ষ; 2 (বাং.) প্রধান মোড়ল ('আমি মহামণ্ডল, আমার আগে তোলা': ক. ক.); 3 (বাং.) অতি বৃহৎ সমবায় বা সংঘ। ~মতি, ~মনা (-নস্) বিণ. মহানুভব, মহাত্মা। ~মহিম, ~মহিমান্বিত বিণ. 1 অতিশয় মহিমাপূর্ণ, সুমহান; 2 ভূস্বামী, উচ্চপদাধিকারী সরকারি কর্মচারী প্রভৃতির নামের পূর্বে প্রযোজ্য সম্মানসূচক বিশেষণ। ~মহোপাধ্যায় বি. বিশিষ্ট সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সরকার-প্রদত্ত উপাধিবিশেষ। ~মাংস বি. নরমাংস। ~মাত্য বি. প্রধান অমাত্য বা মন্ত্রী; প্রাচীন ভারতের প্রধান মন্ত্রী বা অমাত্য। ~মাত্র বি. 1 প্রধান মন্ত্রী; 2 ধনাঢ্য ব্যক্তি; 3 মাহুত। [সং. মহতী + মাত্রা (মান, চিত্ত)]। ~মানব বি. সমগ্র মনুষ্যজাতি ('মহামানবের সাগরতীরে': রবীন্দ্র)। ~মানী (-নিন্) বিণ. অতি গৌরবযুক্ত বা মান্য। ~মান্য বিণ. অত্যন্ত মাননীয় বা সম্মানের পাত্র। ~মায়া বি. 1 অবিদ্যা; 2 প্রকৃতি; 3 দুর্গা, ভগবতী, আদ্যাশক্তি। ~মার বিণ. অতি দৌরাত্ম্যকারী ('মোর দেশে পরদল আইল মহামার': বি. গু.)। ☐ বি. 1 উপদ্রব বা দৌরাত্ম্য; 2 ভীষণ আক্রমণ বা যুদ্ধ; 3 ব্যাপক হত্যাকাণ্ড; 4 মহাবিপদ। ~মারী বি. মড়ক, সংক্রামক রোগহেতু ব্যাপক মৃত্যু (কলেরার মহামারী আকার ধারণ)। মহামারী কাণ্ড (আল.) সাংঘাতিক কাণ্ড; প্রচণ্ড হইচই। ~মুদ্রা বি. যৌগিক ব্যায়ামবিশেষ। ~মুনি বি. 1 শ্রেষ্ঠ মুনি; 2 বুদ্ধদেব। ~মূর্খ বিণ. অতি মূর্খ, আকাট মূর্খ। ~মূল্য বিণ. অত্যন্ত দামি, অতি মূল্যবান (মহামূল্য রত্ন)। ~মোহ বি. বিষয়বাসনরূপ অজ্ঞানতা। ~যজ্ঞ বি. বেদপাঠ অগ্নিহোত্র তর্পন অতিথিসেবা এবং জীবগণকে খাদ্যদান-এই পাঁচরকম সৎকর্ম। ~যশা বিণ. অতি কীর্তিমান। ~যাত্রা বি. মহাপ্রয়াণ, মৃত্যু। ~যান বি. বৌদ্ধ সম্প্রদায়বিশেষ; নাগার্জুন নামক বৌদ্ধ শ্রমণ কর্তৃক প্রবর্তিত বৌদ্ধ দর্শন ও তার সমর্থক সম্প্রদায়। ~যোগী (-গিন্) বি. শ্রেষ্ঠ যোগী, (মহাযোগী বিশ্বামিত্র)। ~রজত বি. স্বর্ণ, সোনা। ~রণ বি. 1 বিরাট যুদ্ধ; 2 (আল.) প্রবল বা উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা (কাল শুরু হবে মহারণ)। ~রণ্য বি. অতি বৃহৎ ও ঘন বন, মহাবন। ~রত্ন বি. 1 শ্রেষ্ঠ বা অতি মূল্যবান রত্ন; 2 হীরক পদ্মরাগ নীলকান্ত মরকত ও মুক্তা-এই পাঁচ রত্ন। ~রথ বি. অসাধারণ যুদ্ধকুশল বীর, শ্রেষ্ঠ বীর, মহাবীর। ~রথী (-থিন্) বি. মহারথ -এর অনুরূপ। ~রস বি. 1 খেজুর; 2 আখ; 3 কেশুর; 4 পারদ; 5 অষ্টধাতু; 6 আমানি বা কাঁজি, পান্তাভাতের জল। ~রাজ বি. 1 বড়ো রাজা, অধিরাজ, সম্রাট; 2 (বাং.) সন্ন্যাসীর আখ্যাবিশেষ। [সং. মহান্ + রাজা]। ~রাজ্ঞী বি. (স্ত্রী.) রাজমহিষী, বড়ো রানি। ~রাজা বি. 1 মহারাজা; 2 ভারতের সামন্ত রাজা বা বড়ো জমিদারকে ব্রিটিশ সরকারের দেওয়া খেতাববিশেষ। ~রানি (বর্জি.) (~রানী) বি. (স্ত্রী.) মহারাজমহারাজা -র স্ত্রীলিঙ্গ। ~রাজাধি-রাজ বি. সম্রাট, রাজচক্রবর্তী, বড়ো রাজা। ~রানা, (বর্জি.) ~রাণা বি রাজস্থানের বিশেষত উদয়পুরের শাসক উপাধি। ~রাষ্ট্র বি. বর্তমান ভারতের অঙ্গরাজ্যবিশেষ; মারাঠা প্রদেশ। ~রাষ্ট্রী বি. 1 মহারাষ্ট্রের ভাষা; 2 প্রাকৃত ভাষাবিশেষ; 3 মহারাষ্ট্রের অধিবাসী, মারাঠি। ~রাষ্ট্রীয় বিণ. 1 মহারাষ্ট্র-সংক্রান্ত; 3 মহারাষ্ট্রে জাত বা উৎপন্ন। ~রুদ্র বি. মহাদেব বা শিবের প্রলয়মূর্তি। ~রোগ বি. ষক্ষা কুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি। ~রৌরব বি. মহাপাপীদের শান্তির জন্য নির্দিষ্ট নরকের সর্বাধিক যন্ত্রনাময় অংশ। ~র্ঘ, ~র্থ বিণ. অত্যন্ত দামি, দুর্মূল্য। বি. মহার্ঘতা। মহার্ঘ ভাতা বি. দূর্মূল্যভাতা dearness alloweance ~র্ণব বি. মহাসাগর। ~লয়া বি. হিন্দুদের পিতৃতর্পণের জন্য নির্দিষ্ট শারদীয় দুর্গাপূজার অব্যবহিত পূর্ববতী অমাবস্যাতিথি। ~শক্তি বি. আদ্যাশক্তি, দুর্গাদেবী। ☐ বিণ. অতি পরাক্রান্ত। ~শঙ্খ বি. 1 মড়ার মাথার খুলি; 2 মানুষের হাড়; 3 বৃহৎ শঙ্খ। বিণ. বি. দশ লক্ষ কোটি সংখ্যা। ~শয় বিণ. উদারচেতা, মহান (তিনি অতি মহাশয় ব্যক্তি)। ☐ বি শ্রদ্ধা সম্ভ্রম বা ভদ্রতাসূচক সম্বোধনবিশেষ। স্ত্রী. মহাশয়া। ~শূন্য বি. 1 অনন্ত আকাশ বা নভস্তল; 2 (বিজ্ঞা.) সৌর আকাশের বহির্ভূত বহুকোটি নক্ষত্রযুক্ত আকাশ। ~শ্বেতা বি. সরস্বতীদেবী। ~শ্মশান বি. 1 লোকালয় থেকে দূরে অবস্থিত বিশাল শ্মশান; 2 বারাণসী, কাশী। ~ষ্টমী বি. শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথি। ~সংকট বি. ঘোর বিপদ। ~সত্ত্ব বি. অতিকার জীব। ☐বিণ. 1 মহাবলশালী; 2 সদাশয়, উদারচেতা। ~সভা বি. 1 বিরাট বা ব্যাপক সভা অথবা সংঘ; 2 রাষ্ট্রের ব্যবস্থাপক সভা। ~সমারোহ বি. বিরাট বা ব্যাপক জাঁকজমক ও আ়ড়ম্বর (মহাসমারোহ দিনটি উদ্যাপিত হল)। ~সমুদ্র, ~সাগর, ~সিন্ধু বি. পৃথিবীর জলভাগ প্রধান বিভাগ, বৃহৎ সমুদ্র। ~সুখ বি. 1 পরম ও গভীর সুখ; 2 দুর্ভাবনা ও দুশ্চিন্তাহীন শান্তি (তোমরা মহাসুখে আছ, আমার কষ্ট বুঝতে না)। ~স্থবির বি. 1 প্রবীণ ও সংঘমধ্যে সর্ববন্দিত বৌদ্ধ সন্নাসীবিশেষ; 2 অতি প্রবীণ অভিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তি।
মানব definitions

Bangla-Tangla Dictionary
মানব[adjective] human

1st person future tense of মানা:
মানা – to honor, to obey, to acknowledge

Samsad Bengali-English Dictionary
মানব [ mānaba ] n mankind, man; a man; a human being, a person. ☐ a. relating to or drawn up by Manu (মনু) the law-giver (মানব-ধর্মশাস্ত্র). fem. n. মানবী woman kind; a woman. মানবক pop. spell. of মাণবক । ~চরিত্র n. human nature or character. ~জাতি n. mankind, human kind, the human race. ~জীবন n. the human life, the life of man. ~তা, ~ত্ব n. humanity. মানবতাবাদ n. humanism. ~ধর্ম n. the religion of man; humanity. ~প্রকৃতি n. human nature. ~লীলা n. activities of a human being whilst existing upon the earth; existence as a human being. মানবলীলা সংবরণ করা v. to die, to breathe one's last. ~সমাজ n. human world, mankind; the human society. ~হীন a. having no human dweller, depopulated, desolate. ~হৃদয় n. man's heart, the human heart; humane feelings. মানবিক a. human; humane. মানবিক বিদ্যা the humanities. মানবীয় a. human; humane. মানবোচিত a. befitting a human being, humane; (loos.) human. 1st person future tense of মানা: মানা1 [ mānā1 ] n prohibition, forbidding. মানা করা v. to prohibit, to forbid.
Samsad Bangla Abhidhan
মানব [ mānaba ] বি. মানুষ, নর, মনুষ্য। বিণ. 1 মনুসম্বন্ধীয়; 2 মনুপ্রণীত (মানব ধর্মশাস্ত্র)। [সং মনু + অ]। স্ত্রী. মানবী। ~ক-মাণবক -এর অধিকতর প্রচলিত রূপ। ~জমিন বি জমিরূপে কল্পিত মানুষ ('মানবজমিন রইল পতিত': রা. প্র)। ~তা, ~ত্ব বি. মানুষের ধর্ম গুণ বা ভাব। ~তা-বাদ বি 1 মানুষের সদগুণাবলির অনুশীলন; 2 মানুষের স্বাভাবিক গুণ বা ধর্মের প্রতি গুরুত্ব আরোপ। ~ধর্ম বি. সর্বমানবের গুণ বা ধর্ম, সর্বমানবের আচরণীয় গুণাবলী। ~লীলা বি. মানুষরূপে পৃথিবীতে জীবনযাপনকালে ক্রিয়াকলাপ। মানবলীলা সংবরণ করা ক্রি মারা যাওয়া। ~প্রেমিক বি, মানুষকে যে ভালোবাসে। ~সমাজ বি. পৃথিবীর মানুষ, সমগ্র মনুষজাতি। ~হৃদয় বি. 1 মানুষের হৃদয়; 2 মনুষ্যত্বপূর্ণ অন্তঃকরণ; 3 মনুষ্যোচিত অনুভূতি। মানবাধি-কার বি মানুষ হিসাবে সম্মানের সঙ্গে ও নিরাপদে বাঁচার অধিকার। [সং মানব + অধিকার]। মানবিক বিণ. 1 মনুষ্যোচিত (মানবিক গুণাবলি); 2 মনুষ্যসুলভ; 3 মনুষ্যত্বপূর্ণ; 4 লোকহিতকর, humanitarian (মানবিকতার কারণে দয়াপ্রদর্শন)। বি. মানবিকতা (মানবিকতার বিকাশ)। মানবীয় বিণ. মানুষের পক্ষে স্বাভাবিক এমন (মানবীয় আদর্শ)। মানবোচিত বিণ. মানুষের পক্ষে উপযুক্ত। 1st person future tense of মানা: মানা2 [ mānā2 ] ক্রি. 1 মান্য করা (শাসন মানে); 2 সম্মান করা (মাস্টারমশাইকে খুব মানে); 3 বিশ্বাস করা (ভূত মানে না); 4 বোধ করা জ্ঞান করা (ভাগ্য বলে মেনছি); 5 স্বীকার করা (হার মানা, ঘাট মানছি); 6 গ্রহ্য় করা ('বারণ না মানে': রবীন্দ্র); 7 পালন করা (নিয়ম মানা); 8 নির্দিষ্ট করা (কাউকে মুরুব্বি মানা)। ☐ বি উক্ত সব অর্থে। [সং. √ মান্ + বাং. আ]। 1st person future tense of মানা: মানানো1 [ mānānō1 ] ক্রি. 1 মান্য করানো; 2 স্বীকার করানো (একথা তাকে দিয়ে মানাতে পারবে?); 3 গ্রাহ্য করানো; 4 পালন করানো। ☐ বি. বিণ. সব অর্থে। [মানা2 দ্র]।
Off by 4 letters:
অমানব definitions

Samsad Bengali-English Dictionary
অমানব [ amānaba ] a (of a place, house etc.) not inhabited or frequented by human beings, uninhabited, depopulated, deserted; (of a creature) not human, superhuman, sub-human, non-human, in human; (of a human being) unworthly of being regarded as a human being.
Samsad Bangla Abhidhan
অমানব [ amānaba ] বি. মনুষ্যত্বহীন ব্যক্তি; কুৎসিত মানুষ; মানবেতর সত্তা অর্থাৎ মানুষ ছাড়া অন্য (দেবতা, অসুর, ইত্যাদি)। ☐ বিণ. মানুষ নেউ এমন, মানবহীন। [সং. ন + মানব]। অমানবিক বিণ. 1 মানুষের পক্ষে স্বাভাবিক নয় এমন; 2 নিষ্ঠুর।
জগৎ definitions

Bangla-Tangla Dictionary
জগৎ – world
Samsad Bengali-English Dictionary
জগৎ [ jagat ] n the world, the earth, the universe; society (পশুজগৎ); sphere (শিল্পজগৎ); field (ধাতুজগৎ, কাব্যজগৎ). ~কর্তা n. God, the Lord of the universe. ~কারণ n. the First Cause, God. ~জোড়া a. world wide; all-pervading; universal. ~পতি, ~পাতা, ~পিতা same as ~স্রষ্টা । ~ময় adv. throughout the world. ~স্রষ্টা n. the Creator, God. ~সংসার n. the whole world.
Samsad Bangla Abhidhan
জগৎ [ jagat ] বি. 1 পৃথিবী, ভুবন, বিশ্ব; 2 সমাজ (পশুজগৎ)। [সং. √ গম্ + ক্বিপ্]। ~পতি, ~পিতা বি. জগদীশ্বর, পরমেশ্বর। ~সংসার বি. বিশ্বজগৎ; জীবজগৎসহ সমগ্র পৃথিবী। প্রাণী [ prāṇī ] (-ণিন্) বি. 1 যার প্রাণ বা জীবন আছে, মানুষ পশু পাখি কীট-পতঙ্গ প্রভৃতি সচেতন জীব; 2 (বাং.) লোক (বাড়িতে দুটিমাত্র প্রাণী বাস করে); 3 (প্রা. বাং.) প্রাণ ('কেমন করিছে প্রাণী': চণ্ড়ী)। [সং. প্রাণ + ইন্]। প্রাণিজ বিণ. প্রাণিদেহ থেকে লব্ধ (প্রাণিজ প্রোটিন, প্রাণিজ খাদ্য)। জগৎ, (বর্জি.) প্রাণি-জগৎ বি. জীবজগৎ, সমস্ত প্রাণী। ~তত্ত্ব, (বর্জি.) প্রাণিতত্ত্ব, ~বিদ্যা, (বর্জি.) প্রাণি-বিদ্যা বি. জীবজন্তু-সম্বন্ধীয় বিজ্ঞান, zoology. ~হত্যা, ~হিংসা বি. জীবজন্তু হত্যা করা।
মনো-জগৎ definitions

Samsad Bangla Abhidhan
মনো-জগৎ [ manō-jagat ] বি. 1 মনোরূপ জগৎ, অন্তর্জগৎ; 2 চিন্তারাজ্য, ভাবজগৎ। [সং. মনস্ + জগৎ]।
মরজগৎ definitions

Samsad Bengali-English Dictionary
মর [ mara ] a mortal; perishable. ~জগৎ n. the perishable or mortal world; the earth. ~জীবন n. mortal life. ~দেহ n. the perishable body, the mortal frame. ~মানব n. mortal man, a mortal.
Samsad Bangla Abhidhan
মর-জগৎ [ mara-jagat ] বি. নশ্বর বা বিনাশশীল জগৎ, পৃথিবী। [সং. মর + জগৎ]।
মাগ definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of মাগা: মাগা – to ask for something
Samsad Bengali-English Dictionary
মাগ [ māga ] n (sl.) a wife. 2nd person ordinary present simple tense of মাগা: মাগা [ māgā ] v to beg; to ask for; to solicit; to pray for.
Samsad Bangla Abhidhan
মাগ [ māga ] বি. (গ্রা. অশা.) পত্নী, স্ত্রী (মাগ-ভাতার)। [< পা. মাতুগাম]। 2nd person ordinary present simple tense of মাগা: মাগা [ māgā ] ক্রি. 1 যা়চ্ঞা করা, প্রার্থনা করা ('তোমার কাছে এ বর মাগি': রবীন্দ্র); 2 ভিক্ষা করা (মেগে খাওয়া); 3 চাওয়া ('ভিক্ষা মাগি দ্বারে দ্বার': রবীন্দ্র)। ☐ বি. বিণ উক্ত অর্থে। [বাং. √ মাগ্ (< সং √ মার্গ্) + আ]। ~নো ক্রি. 1 ভিক্ষা করানো বা চাওয়ানো; 2 আনানো। ☐বি. উক্ত অর্থে।
মাজ definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of মাজা: মাজা – to scrub, to brush clean
Samsad Bengali-English Dictionary
মাজ [ māja ] n (bot.) pith within a stem. 2nd person ordinary present simple tense of মাজা: মাজা2 [ mājā2 ] v to scour or scrub; to cleanse (as teeth) by rubbing, brushing etc.; to polish (as gold ornaments). ☐ a. scoured or scurbbed; cleansed by rubbing, brushing etc.; polished; employed or used in scouring or scrubbing. ☐ n. same as মাজন । বাসন-মাজা চাকর a scullion. বাসন-মাজা ঝি a scullerymaid. ~ঘষা n. meticulous scouring scrubbing or polishing; meticulous cleansing and dressing (রূপের মাজাঘষা); meticulous training and practice (গায়কদের মাজাঘষা); meticulous correction and modification, careful chiselling (লেখার বা ছবির মাজাঘষা). মাজানো v. to cause to scour or scrub or cleanse or polish.
Samsad Bangla Abhidhan
মাজ, মাইজ [ māja, māija ] বি. বৃক্ষকাণ্ডের মাঝের অংশ বা সারভাগ। [< সং. মজ্জা]। 2nd person ordinary present simple tense of মাজা: মাজা2 [ mājā2 ] ক্রি. বি. মার্জিত করা, উজ্জ্বল করা, ঘসে পরিষ্কার করা (বাসন মাজা, দাঁত মাজা)। ☐ বিণ উক্ত অর্থে। [সং. √ মার্জ্ + বাং. আ]। ☐ ঘসা বি. ভালভাবে পরিষ্কার বা পরিপাটি করা। ☐ বিণ পরিষ্কৃত ও পরিমার্জিত। ~নো ক্রি. বি. ঘসে পরিষ্কার করানো।
মান definitions

Bangla-Tangla Dictionary
মান
1. honor
2. standard (level of quality)

2nd person ordinary present simple tense of মানা:
মানা – to honor, to obey, to acknowledge

Samsad Bengali-English Dictionary
মান1 [ māna1 ] n a unit or instrument of measure or weight, a measure; measuring or weighing; a unit of Indian musical measure; (math.) value; (alg.) degree; a standard. ~নির্ধারণ n. standardization. মান2 [ māna2 ] n honour, respect; cordial reception; fame; dignity; pride; (dero.) vanity. মান দেওয়া v. to treat with honour or deference. মান রাখা v. to do honour to, to respect, to heed; to do the honours (to); to save one's face. মান3 [ māna3 ] n huff caused by undesirable behaviour of a beloved person; tiff, sulks, pique. মান করা v. to be in a huff, to huff, to sulk. মান ভরে adv. in a fit of pique or resentment. মান ভাঙানো v. to win over or placate a beloved who is in a huff. মান4, মানকচু [ māna4, mānakacu ] n the arum. 2nd person ordinary present simple tense of মানা: মানা1 [ mānā1 ] n prohibition, forbidding. মানা করা v. to prohibit, to forbid.
Samsad Bangla Abhidhan
-মান1 [ -māna1 ] (বর্ত. বর্জি.) মান্ 'যুক্ত' বা 'অন্বিত' অর্থে তদ্বিত প্রত্যয়বিশেষ (বুদ্ধিমান, ধীমান); যে শব্দের অন্তে বা উপান্তে অ আ অথবা ম আছে এবং যেসব শব্দের অন্ত ঙ ঞ ণ ও ন ভিন্ন অন্য বর্গীয় বর্ণ আছে তাদের পরে -মান স্থানে -বান হয় (বিদ্বান)। স্ত্রী -মতী (বুদ্ধিমতী)। -মান2 [ -māna2 ] বি. 1 মাপার উপকরণ বা মাত্রা; 2 তৌলকরণ, মাপনির্ধারণ; 3 (সংগীতে) তালের বিরাম বা মাত্রা; 4 (গণি.) প্রকৃত মূল্য, value 5 উৎকর্ষের বা অপকর্ষের পরিমাণ, standard (নিম্নমানের ওষুধ, শিক্ষার মান বাড়ানো)। [সং. √ মা + অন] ~চিত্র বি. ভূখণ্ড দেশ বা পৃথিবীর পরিমাপ অনুযায়ী নকশা, ম্যাপ। ~দণ্ড বি. দাঁড়িপাল্লা ('বণিকের মানদণ়্ড': রবীন্দ্র)। ~মন্দির বি. বৈজ্ঞানিক গবেষণাদির জন্য গ্রহনক্ষত্র পর্ষবেক্ষণের গৃহ, ovservatory. মান3 [ māna3 ] বি. 1 সম্মান, পূজা, সমাদর (মানীর মান); 2 মর্যাদা, গৌরব (মানে আঘাত লাগা)। [সং √ মান্ + অ]। ~ বিণ. সম্মানদায়ক। স্ত্রী. মানদা। ~ ~না বি. সম্মান বা পূজা বা সমাদর করা। ~নীয় বিণ পূজনীয় বা সমাদরণীয়, সম্মানের যোগ্য। স্ত্রী. ~নিয়া। ~নীয়েষু বি. (7মী বিভক্তি) (চিঠিপত্রাদিতে সম্বোধনবিশেষ) শ্রদ্বেয় বা সম্মানযোগ্য ব্যক্তির প্রতি। স্ত্রী. ~নীয়াসু। ~পত্র বি. গৌরবসূচক বা সম্মানসূচক অভিনন্দন পত্র। ~হানি, বি. সম্মাননাশ, মর্যাদানাশ। ~হীন বিণ. সম্মানশূন্য, মর্যাদাশূন্য, সম্মান নেই এমন। মান4 [ māna4 ] বি. 1 প্রণয়ভঙ্গ ঈর্ষা প্রভৃতি কারণে প্রিয়তমের প্রতি অব্যক্ত ও অতীব্র ক্রোধ অভিমান (মানভঞ্জন, মান করেছে); 2 গর্ব, দম্ভ হামবড়া ভাব (অতিমান পতনের কারণ)। ~কলি বি স্ত্রীপুরুষের অভিমানজনিত কলহ। ~ভঞ্জন বি অভিমান দূর করা। মানে মানে ক্রি-বিণ. সম্মান অক্ষুন্ন থাকতে-থাকতে বা হারাবার আগে (মানে মানে বিদায় হও) [সং √ মান্ + অ]। মানচিত্র [ mānacitra ] দ্র মান2 মানদ, মানদা [ mānada, mānadā ] দ্র. মান3 মানদণ্ড [ mānadaṇḍa ] বি. দ্র মান2 মাননীয় মাননীয়েষু [ mānanīẏa mānanīẏēṣu ] দ্র মান3 মানভঞ্জন [ mānabhañjana ] দ্র. মান4 মানমন্দির [ mānamandira ] দ্র. মান2 2nd person ordinary present simple tense of মানা: মানা2 [ mānā2 ] ক্রি. 1 মান্য করা (শাসন মানে); 2 সম্মান করা (মাস্টারমশাইকে খুব মানে); 3 বিশ্বাস করা (ভূত মানে না); 4 বোধ করা জ্ঞান করা (ভাগ্য বলে মেনছি); 5 স্বীকার করা (হার মানা, ঘাট মানছি); 6 গ্রহ্য় করা ('বারণ না মানে': রবীন্দ্র); 7 পালন করা (নিয়ম মানা); 8 নির্দিষ্ট করা (কাউকে মুরুব্বি মানা)। ☐ বি উক্ত সব অর্থে। [সং. √ মান্ + বাং. আ]। 2nd person ordinary present simple tense of মানা: মানানো1 [ mānānō1 ] ক্রি. 1 মান্য করানো; 2 স্বীকার করানো (একথা তাকে দিয়ে মানাতে পারবে?); 3 গ্রাহ্য করানো; 4 পালন করানো। ☐ বি. বিণ. সব অর্থে। [মানা2 দ্র]।
মানবক definitions

Samsad Bengali-English Dictionary
মানব [ mānaba ] n mankind, man; a man; a human being, a person. ☐ a. relating to or drawn up by Manu (মনু) the law-giver (মানব-ধর্মশাস্ত্র). fem. n. মানবী woman kind; a woman. মানবক pop. spell. of মাণবক । ~চরিত্র n. human nature or character. ~জাতি n. mankind, human kind, the human race. ~জীবন n. the human life, the life of man. ~তা, ~ত্ব n. humanity. মানবতাবাদ n. humanism. ~ধর্ম n. the religion of man; humanity. ~প্রকৃতি n. human nature. ~লীলা n. activities of a human being whilst existing upon the earth; existence as a human being. মানবলীলা সংবরণ করা v. to die, to breathe one's last. ~সমাজ n. human world, mankind; the human society. ~হীন a. having no human dweller, depopulated, desolate. ~হৃদয় n. man's heart, the human heart; humane feelings. মানবিক a. human; humane. মানবিক বিদ্যা the humanities. মানবীয় a. human; humane. মানবোচিত a. befitting a human being, humane; (loos.) human.
মানবি definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future tense and future imperative of মানা: মানা – to honor, to obey, to acknowledge
Samsad Bengali-English Dictionary
2nd person intimate future tense and future imperative of মানা: মানা1 [ mānā1 ] n prohibition, forbidding. মানা করা v. to prohibit, to forbid.
Samsad Bangla Abhidhan
2nd person intimate future tense and future imperative of মানা: মানা2 [ mānā2 ] ক্রি. 1 মান্য করা (শাসন মানে); 2 সম্মান করা (মাস্টারমশাইকে খুব মানে); 3 বিশ্বাস করা (ভূত মানে না); 4 বোধ করা জ্ঞান করা (ভাগ্য বলে মেনছি); 5 স্বীকার করা (হার মানা, ঘাট মানছি); 6 গ্রহ্য় করা ('বারণ না মানে': রবীন্দ্র); 7 পালন করা (নিয়ম মানা); 8 নির্দিষ্ট করা (কাউকে মুরুব্বি মানা)। ☐ বি উক্ত সব অর্থে। [সং. √ মান্ + বাং. আ]। 2nd person intimate future tense and future imperative of মানা: মানানো1 [ mānānō1 ] ক্রি. 1 মান্য করানো; 2 স্বীকার করানো (একথা তাকে দিয়ে মানাতে পারবে?); 3 গ্রাহ্য করানো; 4 পালন করানো। ☐ বি. বিণ. সব অর্থে। [মানা2 দ্র]।
মানবী definitions

Samsad Bengali-English Dictionary
মানব [ mānaba ] n mankind, man; a man; a human being, a person. ☐ a. relating to or drawn up by Manu (মনু) the law-giver (মানব-ধর্মশাস্ত্র). fem. n. মানবী woman kind; a woman. মানবক pop. spell. of মাণবক । ~চরিত্র n. human nature or character. ~জাতি n. mankind, human kind, the human race. ~জীবন n. the human life, the life of man. ~তা, ~ত্ব n. humanity. মানবতাবাদ n. humanism. ~ধর্ম n. the religion of man; humanity. ~প্রকৃতি n. human nature. ~লীলা n. activities of a human being whilst existing upon the earth; existence as a human being. মানবলীলা সংবরণ করা v. to die, to breathe one's last. ~সমাজ n. human world, mankind; the human society. ~হীন a. having no human dweller, depopulated, desolate. ~হৃদয় n. man's heart, the human heart; humane feelings. মানবিক a. human; humane. মানবিক বিদ্যা the humanities. মানবীয় a. human; humane. মানবোচিত a. befitting a human being, humane; (loos.) human.
Samsad Bangla Abhidhan
মানব [ mānaba ] বি. মানুষ, নর, মনুষ্য। বিণ. 1 মনুসম্বন্ধীয়; 2 মনুপ্রণীত (মানব ধর্মশাস্ত্র)। [সং মনু + অ]। স্ত্রী. মানবী। ~ক-মাণবক -এর অধিকতর প্রচলিত রূপ। ~জমিন বি জমিরূপে কল্পিত মানুষ ('মানবজমিন রইল পতিত': রা. প্র)। ~তা, ~ত্ব বি. মানুষের ধর্ম গুণ বা ভাব। ~তা-বাদ বি 1 মানুষের সদগুণাবলির অনুশীলন; 2 মানুষের স্বাভাবিক গুণ বা ধর্মের প্রতি গুরুত্ব আরোপ। ~ধর্ম বি. সর্বমানবের গুণ বা ধর্ম, সর্বমানবের আচরণীয় গুণাবলী। ~লীলা বি. মানুষরূপে পৃথিবীতে জীবনযাপনকালে ক্রিয়াকলাপ। মানবলীলা সংবরণ করা ক্রি মারা যাওয়া। ~প্রেমিক বি, মানুষকে যে ভালোবাসে। ~সমাজ বি. পৃথিবীর মানুষ, সমগ্র মনুষজাতি। ~হৃদয় বি. 1 মানুষের হৃদয়; 2 মনুষ্যত্বপূর্ণ অন্তঃকরণ; 3 মনুষ্যোচিত অনুভূতি। মানবাধি-কার বি মানুষ হিসাবে সম্মানের সঙ্গে ও নিরাপদে বাঁচার অধিকার। [সং মানব + অধিকার]। মানবিক বিণ. 1 মনুষ্যোচিত (মানবিক গুণাবলি); 2 মনুষ্যসুলভ; 3 মনুষ্যত্বপূর্ণ; 4 লোকহিতকর, humanitarian (মানবিকতার কারণে দয়াপ্রদর্শন)। বি. মানবিকতা (মানবিকতার বিকাশ)। মানবীয় বিণ. মানুষের পক্ষে স্বাভাবিক এমন (মানবীয় আদর্শ)। মানবোচিত বিণ. মানুষের পক্ষে উপযুক্ত।
মানবে definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future tense and future imperative of মানা: মানা – to honor, to obey, to acknowledge

3rd person ordinary future tense of মানা:
মানা – to honor, to obey, to acknowledge

Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future tense and future imperative of মানা: মানা1 [ mānā1 ] n prohibition, forbidding. মানা করা v. to prohibit, to forbid. 3rd person ordinary future tense of মানা: মানা1 [ mānā1 ] n prohibition, forbidding. মানা করা v. to prohibit, to forbid.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future tense and future imperative of মানা: মানা2 [ mānā2 ] ক্রি. 1 মান্য করা (শাসন মানে); 2 সম্মান করা (মাস্টারমশাইকে খুব মানে); 3 বিশ্বাস করা (ভূত মানে না); 4 বোধ করা জ্ঞান করা (ভাগ্য বলে মেনছি); 5 স্বীকার করা (হার মানা, ঘাট মানছি); 6 গ্রহ্য় করা ('বারণ না মানে': রবীন্দ্র); 7 পালন করা (নিয়ম মানা); 8 নির্দিষ্ট করা (কাউকে মুরুব্বি মানা)। ☐ বি উক্ত সব অর্থে। [সং. √ মান্ + বাং. আ]। 2nd person ordinary future tense and future imperative of মানা: মানানো1 [ mānānō1 ] ক্রি. 1 মান্য করানো; 2 স্বীকার করানো (একথা তাকে দিয়ে মানাতে পারবে?); 3 গ্রাহ্য করানো; 4 পালন করানো। ☐ বি. বিণ. সব অর্থে। [মানা2 দ্র]। 3rd person ordinary future tense of মানা: মানা2 [ mānā2 ] ক্রি. 1 মান্য করা (শাসন মানে); 2 সম্মান করা (মাস্টারমশাইকে খুব মানে); 3 বিশ্বাস করা (ভূত মানে না); 4 বোধ করা জ্ঞান করা (ভাগ্য বলে মেনছি); 5 স্বীকার করা (হার মানা, ঘাট মানছি); 6 গ্রহ্য় করা ('বারণ না মানে': রবীন্দ্র); 7 পালন করা (নিয়ম মানা); 8 নির্দিষ্ট করা (কাউকে মুরুব্বি মানা)। ☐ বি উক্ত সব অর্থে। [সং. √ মান্ + বাং. আ]। 3rd person ordinary future tense of মানা: মানানো1 [ mānānō1 ] ক্রি. 1 মান্য করানো; 2 স্বীকার করানো (একথা তাকে দিয়ে মানাতে পারবে?); 3 গ্রাহ্য করানো; 4 পালন করানো। ☐ বি. বিণ. সব অর্থে। [মানা2 দ্র]।
মানবো definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of মানা: মানা – to honor, to obey, to acknowledge
Samsad Bengali-English Dictionary
1st person future tense of মানা: মানা1 [ mānā1 ] n prohibition, forbidding. মানা করা v. to prohibit, to forbid.
Samsad Bangla Abhidhan
1st person future tense of মানা: মানা2 [ mānā2 ] ক্রি. 1 মান্য করা (শাসন মানে); 2 সম্মান করা (মাস্টারমশাইকে খুব মানে); 3 বিশ্বাস করা (ভূত মানে না); 4 বোধ করা জ্ঞান করা (ভাগ্য বলে মেনছি); 5 স্বীকার করা (হার মানা, ঘাট মানছি); 6 গ্রহ্য় করা ('বারণ না মানে': রবীন্দ্র); 7 পালন করা (নিয়ম মানা); 8 নির্দিষ্ট করা (কাউকে মুরুব্বি মানা)। ☐ বি উক্ত সব অর্থে। [সং. √ মান্ + বাং. আ]। 1st person future tense of মানা: মানানো1 [ mānānō1 ] ক্রি. 1 মান্য করানো; 2 স্বীকার করানো (একথা তাকে দিয়ে মানাতে পারবে?); 3 গ্রাহ্য করানো; 4 পালন করানো। ☐ বি. বিণ. সব অর্থে। [মানা2 দ্র]।
মানাব definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of মানানো: মানানো – to make someone obey
Samsad Bengali-English Dictionary
1st person future tense of মানানো: মানানো1 [ mānānō1 ] v to cause to honour or revere or believe in or regard or count or acknowledge or own or obey or observe or heed or accept or yield to or call on. 1st person future tense of মানানো: মানানো2 [ mānānō2 ] v to befit, to become; to suit; to fit.
Samsad Bangla Abhidhan
1st person future tense of মানানো: মানানো1 [ mānānō1 ] ক্রি. 1 মান্য করানো; 2 স্বীকার করানো (একথা তাকে দিয়ে মানাতে পারবে?); 3 গ্রাহ্য করানো; 4 পালন করানো। ☐ বি. বিণ. সব অর্থে। [মানা2 দ্র]। 1st person future tense of মানানো: মানানো2 [ mānānō2 ] ক্রি. উপযুক্ত বা শোভন হওয়া (তোমার মুখে একথা মোটেই মানায় না); 2 খাপ খাওয়া (সকলের সঙ্গে মানিয়ে চলা); 3 মাপ-অনুযায়ী হওয়া (বেশ মানিয়েছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং মানা2 + আনো]।
মানিব definitions

Bangla-Tangla Dictionary
shadhu 1st person future tense of মানা: মানা – to honor, to obey, to acknowledge
Samsad Bengali-English Dictionary
shadhu 1st person future tense of মানা: মানা1 [ mānā1 ] n prohibition, forbidding. মানা করা v. to prohibit, to forbid.
Samsad Bangla Abhidhan
shadhu 1st person future tense of মানা: মানা2 [ mānā2 ] ক্রি. 1 মান্য করা (শাসন মানে); 2 সম্মান করা (মাস্টারমশাইকে খুব মানে); 3 বিশ্বাস করা (ভূত মানে না); 4 বোধ করা জ্ঞান করা (ভাগ্য বলে মেনছি); 5 স্বীকার করা (হার মানা, ঘাট মানছি); 6 গ্রহ্য় করা ('বারণ না মানে': রবীন্দ্র); 7 পালন করা (নিয়ম মানা); 8 নির্দিষ্ট করা (কাউকে মুরুব্বি মানা)। ☐ বি উক্ত সব অর্থে। [সং. √ মান্ + বাং. আ]। shadhu 1st person future tense of মানা: মানানো1 [ mānānō1 ] ক্রি. 1 মান্য করানো; 2 স্বীকার করানো (একথা তাকে দিয়ে মানাতে পারবে?); 3 গ্রাহ্য করানো; 4 পালন করানো। ☐ বি. বিণ. সব অর্থে। [মানা2 দ্র]।
Off by 5 letters:
-মান definitions

Samsad Bangla Abhidhan
-মান1 [ -māna1 ] (বর্ত. বর্জি.) মান্ 'যুক্ত' বা 'অন্বিত' অর্থে তদ্বিত প্রত্যয়বিশেষ (বুদ্ধিমান, ধীমান); যে শব্দের অন্তে বা উপান্তে অ আ অথবা ম আছে এবং যেসব শব্দের অন্ত ঙ ঞ ণ ও ন ভিন্ন অন্য বর্গীয় বর্ণ আছে তাদের পরে -মান স্থানে -বান হয় (বিদ্বান)। স্ত্রী -মতী (বুদ্ধিমতী)। -মান2 [ -māna2 ] বি. 1 মাপার উপকরণ বা মাত্রা; 2 তৌলকরণ, মাপনির্ধারণ; 3 (সংগীতে) তালের বিরাম বা মাত্রা; 4 (গণি.) প্রকৃত মূল্য, value 5 উৎকর্ষের বা অপকর্ষের পরিমাণ, standard (নিম্নমানের ওষুধ, শিক্ষার মান বাড়ানো)। [সং. √ মা + অন] ~চিত্র বি. ভূখণ্ড দেশ বা পৃথিবীর পরিমাপ অনুযায়ী নকশা, ম্যাপ। ~দণ্ড বি. দাঁড়িপাল্লা ('বণিকের মানদণ়্ড': রবীন্দ্র)। ~মন্দির বি. বৈজ্ঞানিক গবেষণাদির জন্য গ্রহনক্ষত্র পর্ষবেক্ষণের গৃহ, ovservatory.
ইমান definitions

Samsad Bengali-English Dictionary
ইমান [ imāna ] n religious faith; piety; fidelity; honesty; conscience; conscientiousness. ~খোর a. faithless, treacherous, perfidious. ~দার a. faithful (in religion); devout, pious; having fidelity; honest; conscientious. ~দারি n. faithfulness (in religion); devoutness, piety; fidelity; honesty; conscientiousness.
Samsad Bangla Abhidhan
ইমান [ imāna ] বি. 1 ধর্মবিশ্বাস; 2 বিবেক, বিবেকবুদ্ধি। [আ. ঈমান্]। ~দার বিণ. 1 ধার্মিক; 2 সাধুস্বভাবসম্পন্ন; 3 বিশ্বস্ত; 4 বিবেকসম্পন্ন। ~দারি বি. ধার্মিকতা; সাধুতা; বিশ্বস্ততা।

Processing time: 0.75 s