Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
মাত্রার definitions
Bangla-Tangla Dictionary
genitive of মাত্রা:মাত্রা – amount, rate, level, horizontal bar over letters
Samsad Bengali-English Dictionary
genitive of মাত্রা:মাত্রা [ mātrā ] n amount, measure, degree (শীতের মাত্রা); a dose (ওষুধের মাত্রা); limit (মাত্রাহীন লোভ); a horizontal straight line put over the consonants and some vowels of the Bengali alphabet; either of the measures long and short into which the letters of the alphabet are grouped; (pros.) a unit for measuring syllables (esp. in Sanskrit verses); a unit of division in Indian musical measure; (math.) dimension; (phys.) mass; (phys.) a unit of measure. মাত্রা ছাড়ানোv. to go beyond the limit of (decency etc.) ~জ্ঞান, ~বোধn. sense of proportion. ~তত্ত্বn. (med.) posology. ~বৃত্তn. (pros.) a system of metrical measure depending on differentiating alphabetical letters into long and short. ~হীনa. limitless, boundless.
Samsad Bangla Abhidhan
genitive of মাত্রা:মাত্রা [ mātrā ] বি. পরিমাণ (শীতের মাত্রা); 2 একবারে গ্রহণীয় পরিমাণ (ওষুধের মাত্রা কমিয়ে দেওয়া); 3 সীমা (মাত্রাহীন অত্যাচার, মাত্রা ছড়িয়ে যাওয়া); 4 লিখিত বর্ণের মাথায় সরল রেখাংশ (ও-তে মাত্রা নেই); 5 বর্ণের উচ্চারণ কালের পরিমাণ (দীর্ধমাত্রা, হ্রস্বমাত্রা); 6 (সংগীতে) তালের ভাগ বা তার পরিমাণ (ছয়মাত্রার তাল); 7 (গণি.) আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ, dimension (বি. প.)। [সং. √ মা + ত্র + আ]। ~জ্ঞান বি. সীমা বা পরিমিতি সম্বন্ধে জ্ঞান। ~তিরিক্ত, ~তীত বিণ. মাত্রা বা সীমা ছাড়িয়ে গেছে এমন; অপরিমিত। ~বৃত্ত বি. অক্ষর-সংখ্যার পরিবর্তে লধু-গুরু উচ্চারণকে ভিত্তি করে রচিত কবিতার ছন্দ। ~বোধ বি. 1 কবিতার বা সংগীতের মাত্রা সম্বন্ধে ধারণা বা জ্ঞান; 2 সীমা বা পরিমিত সম্বন্ধে জ্ঞান। মাত্রিক বিণ. 1 মাত্রাযুক্ত; 2 মাত্রাসম্বন্ধীয়।