মাতামহ definitions

Bangla-Tangla Dictionary
মাতামহ – maternal grandfather
Samsad Bengali-English Dictionary
মাতা1 [ mātā1 ] n mother. ~পিতা n. pl. parents. ~পিতৃহীন a. parentless, orphan. fem. ~পিতৃহীনা । ~মহ n. the father or an uncle of one's mother, a maternal grandfather. fem. ~মহী the mother or an aunt of one's mother, a maternal grandmother.
Samsad Bangla Abhidhan
মাতা [ mātā ] বি. 1 মা, জননী; 2 গর্ভধারিণী ধাত্রী গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্মী পৃথিবী ও গাভি-শাস্ত্রোক্ত এই সপ্তমাতা; 3 মাতৃস্থানীয়া বা কন্যাস্থানীয়া নারী (শ্বশ্রূমাতা, বধূমাতা)। [সং. √ মা + তৃ]। ~পিতা (-তৃ) বি. জনক জননী, বাপ-মা। ~পিতৃ-হীন বিণ. বাবা-মা যার নেই। ~মহ বি. মায়ের বাবা। ~মহী বি. (স্ত্রী.) মায়ের মা।

Processing time: 0.39 s