Bangla-Tangla Dictionary
মাইনে – salary
locative of মাইন:
মাইন
– mine (ie, bomb)
Samsad Bengali-English Dictionary
মাইনে [ māinē ] n monthly salary or wage. মাস মাইনে same as মাইনে ।
Samsad Bangla Abhidhan
মাইনা, মাইনে [ māinā, māinē ] বি. বেতন, মাহিনা, মাস-মাইনে। [মাহিনা দ্র]।
মাস2 [ māsa2 ] বি. বৎসরের 12 ভাগের একভাগ, স্থূল হিসাবে 3 দিন। [সং. √মস্ +অ]। ~. ওয়ারি বিণ. মাসিক। ~. কাবার বি. মাসের শেষ বা শেষদিন। ~. কাবারি বিণ. 1 মাসের শেষে করণীয় বা প্রয়োজনীয় (মাসকাবারি বাজার); 2 একমাসের উপযুক্ত। ☐বি. মাসিক বরাদ্দ। ~. মাহিনা, (কথ্য) মাইনে বি. মাসিক বেতন। ~. হারা, মাসো-হারা বি. (ভরণপোষণের জন্য বা অন্য কারণে খরচের জন্য) প্রতি মাসে প্রদেয় বৃত্তি বা ভাতা। [আ. মুশাহারা অথবা সং. মাসহার + বাং. আ]।
locative of মাইন:
মাইন [ māina ] বি. শত্রুর জাহাজ ইত্যাদি উড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সমুদ্রের তলায় পেতে-রাখা বিস্ফোরক দ্রব্যবিশেষ (মাইন পাতা)। [ইং. mine]।