মহাসমুদ্র definitions

Bangla-Tangla Dictionary
মহাসমুদ্র – ocean
Samsad Bengali-English Dictionary
মহা2 [ mahā2 ] in comp used as a pfx. implying all the meanings of মহৎ, মহান and মহতী । ~কবি n. a great poet; an epic poet. ~করণ n. the secretariat (of the government); the secretariat building or buildings. ~কর্ষ n. (phys.) gravitation. ~কর্ষাঙ্ক n. gravitation constant. ~কর্ষীয় a. gravitational. মহাকর্ষীয় একক a gravitational unit. ~কাব্য n. (ori.) a narrative poem consisting of more than eight cantos depicting the whole life of a hero born of a god or born with divine grace in him; (pop.) an epic; (rare) great poetry or a great poem. ~কাব্যীয় a. epical, epic. ~কায় a. having a huge body; huge, monstrous, colossal. ~কাল n. (myth.) a terribly destructive manifestation of Shiva (শিব); eternity; time to come, the future. fem. ~কালী a terribly destructive manifestation of Goddess Durga (দুর্গা). ~কাশ n. (sc.) the firmament beyond the solar region, the stellar sky, the outer space; (pop.) the vast endless sky. ~কাশচারণা n. space-travel. ~কাশচারী n. a spaceman, an astronaut. fem. ~কাশচারিণী a spacewoman. ~কাশযান n. a spacecraft. ~গুরু n. any one of the most venerable persons, namely, father, mother, the religious initiator and husband. ~জন n. a very virtuous or great man; an illustrious man; a great merchant or stockist or wholesaler; a creditor; a usurer, a money lender; any one of the mediaeval poets who composed kirtan (কীর্তন) songs about Radha (রাধা) and Krishna (কৃষ্ণ). ~জনি n. usury, money-lending. ☐ a. relating to usury or money-lending; usurious. মহাজনি করা v. to practise usury, to act as a money-lender. মহাজনি-কারবার n. money-lending business; banking. ~জাগতিক a. cosmic. ~জাগতিক রশ্মি cosmic ray. ~জ্ঞান n. knowledge about reality, the final knowledge; the occult knowledge by dint of which a dead man can be brought back to life. ~জ্ঞানী n. (ori.) possessing knowledge about ultimate reality; profoundly wise. ~ঢ্য a. very rich or wealthy. ~তপা a. & n. one who has practised or is still practising severest ascetical austerities. ~তেজ n. great spirit or vigour; great heat. ~তেজস্বী, ~তেজা a. highly spirited or vigorous. fem. ~তেজস্বিনী । ~ত্মা a. high souled; very high-minded or noble. ☐ n. an appellation of Gandhi, the great leader of India. ~দেব n. a great god; Shiva (শিব) fem. ~দেবী a great goddess; Goddess Durga (দুর্গা); a title of a chief queen. ~দেশ n. a continent; (rare) a great or noble country. ~দেশীয় a. continental. ~দ্যুতি a. of great splendour, very bright or radiant or effulgent. ~দ্রাবক n. sulphuric acid. ~ধনবান, ~ধনী a. very wealthy or rich. ~ধমনী n. the aorta. ~ধর্মাধিকরণ n. the High Court. ~নগর, ~নগরী n. a great city; a metropolis, a capital. ~নগরীয় a. metropolitan. ~নট n. a great dancer or actor. ~নন্দ n. great or exhilarating joy or delight. ~নবমী n. the ninth lunar day of the light fortnight of the month of Aswin (আশ্বিন) or Kartik (কার্তিক) which is the fourth day of the autumnal worship of Goddess Durga (দুর্গা). ~নাগরিক n. the mayor; (rare) a great citizen. ~নাদ n. a terrible or very loud sound or report or roar. ~নিদ্রা n. sleep that knows no breaking; death. ~নির্বাণ n. (Buddhism) cessation of individual existence, nirvana; the death of Buddha. ~নিশা n. midnight, night far advanced, the dead of night, the dead hours of the night. মহানুভব, মহানুভাব a. highminded, magnanimous, large-hearted. মহানুভবতা n. high-mindedness. ~পদ্ম n. & a. hundred billion. ~পাতক n. a deadly sin. ~পাতকী a. guilty of one or more deadly sins. ~পাত্র n. the chief counsellor of a state, the prime minister; (loos.) a court-counsellor or courtier of the highest rank. ~পাপ same as ~পাতক । ~পাপিষ্ঠ, ~পাপী same as ~পাতকী । fem. ~পাপিষ্ঠা, ~পাপিনী । ~পুরুষ n. a man with supernatural powers; a saint who has attained knowledge about God and reality and power to look upon the world dispassionately; a high-souled man; a superman. ~পূজা n. a solemn worship. ~প্রভু n. a great master or saint or prophet; an appellaton of Chaitanya (চৈতন্য). ~প্রয়াণ n. voluntary journey to court one's death; death. ~প্রয়াণ করা v. to set out voluntarily to court one's death; to die. ~প্রলয় n. complete dissolution of the universe; a universal cataclysm. ~প্রসাদ n. a part of the food-offering to Jagannath at Puri taken by devotees as a mark of the deity's grace; the highest divine grace; offering or altarage to deities; meat-offering to a deity. ~প্রস্থান same as মহাপ্রয়াণ । ~প্রাণ a. large-hearted, magnanimous; (gr.) as pirate. ☐ n. (gr.) an aspirate. ~প্রাণতা n. large-heartedness, magnanimity; (gr.) aspiration. ~প্রাণী n. life conceived as having an existence independent of the body, (cp.) atman, the soul. ~বল a. very powerful; strong, mighty. ~বাক্য n. a saying of a great man, a great saying or maxim. ~বাহু a. having very long and mighty arms; very strong, mighty. ~বিক্রম a. possessing great prowess or valour. ~বিদ্যা n. any one of the ten manifestations of Goddess Durga (দুর্গা); (facet.) the art of stealing. ~বিদ্যালয় n. a college. ~বিষুব n. the vernal equinox. ~বিষুবরেখা n. the line of the vernal equinox. ~বিষুবসংক্রান্তি n. the transition of the sun in the Aries; the day of the aforesaid transition. ~বীর n. a great hero; the great Jaina preacher. ~বৈদ্য n. a great or chief physician; (sarcas.) a charlatan, a quack. ~বোধি n. an embodiment of the highest or final knowledge; an appellation of Gautama Buddha; highest or final knowledge. ~ব্যবহারদেশক n. attorney-general. ~ব্যাধি same as রোগ । ~ভাগ a. very lucky or fortunate; high-minded, magnanimous, noble-minded; endowed with noble human qualities. ~ভাব n. the ecstatic state caused by profundity of love, devotion etc. ~ভুজ same as ~বাহু । ~মন্ডল n. a great guild or association or con course. ~মতি, ~মনা a. high-minded, magnanimous; high-souled. ~মন্ত্র n. a great mantra or incantation; very sacred words of initiation (দেশসেবার মহামন্ত্র). ~মন্ত্রী n. the prime minister; (euph.) a great minister. ~মহিম, ~মহিমান্বিত a. highly glorious or majestic, most excellent. fem. ~মহিমান্বিতা । ~মহোপাধ্যায় n. a teacher of great teachers or scholars; an official title given to distinguished Sanskrit scholars. ~মাংস n. human flesh taken as food, human meat. ~মাত্য n. the prime minister. ~মাত্র n. the prime minister; the chief courtier; the chief executive of the government. ~মান্য a. highly venerable or honourable. ~মান্য পোপ His Holiness the Pope (whilst addressing the Pope: Your Ho liness). ~মায়া n. (phil.) illusion, the material world or nature; Goddess Durga (দুর্গা). ~মায়াচ্ছন্ন a. overwhelmed with or enveloped in (divine) illusion; self obliviously enmeshed in worldly affairs. ~মারী n. a devastating epidemic, a pestilence, a plague. ~মারী কান্ড (usu. facet.) a great affair, a tumultuous affair. ~মারী-পীড়িত pestilence-stricken. ~মুনি n. a great ascetic or sage. ~মূল্য a. of great value; very costly, dear. ~যশা a. very famous, highly and widely celebrated or renowned. যাত্রা same as ~প্রয়াণ । ~যান n. one of the two communities of the Buddhists (cp. হীনযান). ~যুদ্ধ n. a great war; (loos.) a world war. ~যোদ্ধা n. a great warrior, a great soldier. ~যোগী n. a great ascetic. ~রণ্য n. a large and dense forest. ~রথ (inc.) ~রথী n. (ori.) one who commands a host of charioted fighters; (loos.) a great warrior fighting from on a chariot. ~রণ n. a great war or battle. ~রাজ n. a great king; an emperor; a great ascetic. ~রাজা n. a government title awarded to the feudal princes, zamindars, rich citizens etc. of India during the British regime, a maharaja. ~রাজাধিরাজ n. a king of kings, an emperor; a title conferred on a big land owner during the British regime. ~রাজ্ঞী n. fem. the wife of a great king; a great queen; an empress. ~রানা (rej.) ~রাণা n. the title of the rulers of Udaipur (or Chitore). ~রানি n. the wife of a great king, a great queen; an empress; the wife of a maharana (মহারানা); the wife of a maharaja. ~রাত্রি n. midnight; a solemn night (কালীপূজার মহারাত্রি); a terrible night (মৃত্যুর মহারাত্রি). ~রাষ্ট্রীয় a. of Maharashtra, Maharashtrian. ~রুদ্র n. an awesome manifestation of Shiva (শিব). ~রোগ n. an almost incurable and (usu. obnoxious) disease; leprosy; an inveter ately bad habit or mannerism. ~র্ঘ, ~র্ঘ্য a. precious; costly; high-priced, dear. মহার্ণব n. an ocean; a great sea. মহার্থ same as ~র্ঘ । ~লয়া n. the new-moon day immediately preceding the autumnal worship of Goddess Durga (দুর্গা). ~শক্তি Goddess Durga (দুর্গা); great strength or power or prowess. ~শক্তিধর, ~শক্তিশালী a. having great strength or power or prowess. fem. ~শক্তিশালিনী । ~শঙ্খ n. a dead man's skull; an enormous conch. ☐ n. & a. thousand billions. ~শয় a. high-minded, magnanimous; high-souled. ☐ n. a term of courtesy affixed to the name of a gentleman, (cp.) Mr. (fem. Mrs.), Sir (fem. Madam). fem. ~শয়া । ~শূন্য same as ~কাশ । ~ষ্টমী n. the eighth lunar day of the light fortnight of the month of Aswin (আশ্বিন) or Kartik (কার্তিক) which is the third day of autumnal worship of Goddess Durga (দুর্গা). ~সংকট n. a great crisis. ~সত্ত্ব a. having great strength; very noble or magnanimous; high souled. ~সভা n. great meeting or association; a (representative) legislative assembly, a parliament; a congress. ~সমারোহে adv. with much pomp and grandeur. ~সমুদ্র, ~সাগর n. an ocean. আটলানটিক বা অতলান্তিক মহাসাগর the Atlantic (Ocean). উত্তর মহাসাগর the Arctic Ocean. দক্ষিণ মহাসাগর the Antarctic Ocean. প্রশান্ত মহাসাগর the Pacific (Ocean). ভারত মহাসাগর the Indian Ocean. ~সাগরীয় a. oceanic. ~সামন্ত n. a commander-in-chief; a great general. ~সিন্ধু same as ~সমুদ্র । ~সুযোগ n. the best chance, the greatest chance. ~সুখ n. a great pleasure. ~স্থবির n. one belonging to the highest order of Buddhist monks.
Samsad Bangla Abhidhan
মহা2 [ mahā2 ] বিণ. (কর্মধারায় ও বহুব্রীহি সমাসের পূর্বপদে) মহৎ, মহান, মহতী (মহাকাল, মহাপাপ, মহাবীর, মহাব্যাধি)। [মহৎ দ্র]। ~কবি বি 1 শ্রেষ্ঠ কবি, মহান কবি; 2 মহাকাব্য রচয়িতা। ~করণ বি প্রধান সরকারি দফতরখানা secretariat (স.প) ~কর্ষ বি. 2 (বিজ্ঞা.) জড়বস্তুর পরস্পর আকর্ষণ, মাধ্যাকর্ষণ, gravitation ~কাব্যে বি. দেবতা বা দেবতুল্য নায়কের বৃত্তান্ত নিয়ে বিশেষ রীতিতে রচিত বৃহৎ কাব্য; আধুনিক কালের পাশ্চাত্য এপিক। ~কায় বিণ অতি বৃহদাকার, অতিকায় (মহাকায় রাক্ষস)। ~কাল বি. 1 শিবের রুদ্ররূপ (মহাকালের মন্দির); 2 অনবচ্ছিন্ন কাল, অনন্ত কাল, কালচক্র (মহাকালের বিচারে)। ~কালী বি. (স্ত্রী.) 1 মহাকাল -এর স্ত্রীলিঙ্গ; 2 আদ্যাশক্তির রূদ্রাণীরূপে; 3 কালী। ~কাশ-মহাকাশ দ্র। ~কুষ্ঠ বি. প্রাণঘাতী বা অত্যন্ত বিপজ্জনক কুষ্ঠরোগবিশেষ। ~কোশল বি. দক্ষিণ ভারতের প্রাচীন রাজ্যবিশেষ। ~খর্ব বি. বহুসহস্র কোটি সংখ্যা। ~গুরু বি. পিতা মাতা দীক্ষাদাতা বা (নারীর ক্ষেত্রে) পতি। ~গৌরী বি দুর্গাদেবী। ~জগৎ বি. মহাবিশ্ব universe ~জন বি. 1 অতি ধার্মিক বা মহৎ ব্যক্তি; 2 বড়ো ব্যবসায়ী বা আড়তদার: 3 যে ব্যক্তি মূলধন জোগায়; 4 উত্তমর্ণ; 5 কুসীদজীবী; 6 বৈষ্ণব পদকর্তা; 7 (বিরল) বিশাল জনতা। ~জনি বি. তেজারতি (সে মহাজনি করে) ☐ বিণ. তেজারতি-বিষয়ক (মহাজনি কারবার)। ~জাগতিক বিণ. মহাবিশ্বসংক্রান্ত, মহাবিশ্বের (মহাজাগতিক রশ্মি)। ~জ্ঞান বি. 1 শ্রেষ্ঠ বা পরম জ্ঞান; 2 (মনসামঙ্গলে) যে বিদ্যাবলে মৃতকে পুনরুজ্জীবিত করা যায়। ~ঢ্য বিণ. অতি ধনী, ধনাঢ্য। ~তপা (-পস্), (বর্জি.) ~তপাঃ বিণ. বি. অতি কঠোর তপস্যাকারী; শ্রেষ্ঠ তপস্বী। ~তেজস্বী (-স্বিন্), ~তেজা (-জস্) বিণ. অতিশয় তেজসম্পন্ন। ~তৈল বি. মানুষের দেহের চর্বি। ~ত্মা (-ত্মন্) বিণ. অতি মহৎ, উন্নত বা মহৎ মনসম্পন্ন। ☐ বি. ভারতের প্রখ্যাত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধির আখ্যা। ~দেব বি. দেবাদি দেব শিব। ~দেবী বি. (স্ত্রী.) 1 দুর্গা, ভগবতী; 2 পাটরানি। ~দেশ বি. বহু দেশের সমষ্টি এক বিশাল ভৌগলিক বিভাগ, continent (আফ্রিকা মহাদেশ)। ~দেশীয় বিণ. মহাদেশসম্বন্ধীয়। ~দ্রাবক বি. (ওষুধরূপে ব্যবহৃত) গন্ধকাম্ল, sulphuric acid. ~দ্রুম বি. বড়ো গাছ, বনস্পতি। ~ধাতু বি. সোনা। ~নগর, ~নগরী বি. অতি বৃহৎ নগর। ~নন্দ বি. অতিশয় আনন্দ, পরমানন্দ। ☐ বিণ. অতিশয় আনন্দিত। ~নবমী বি. শারদীয় শুক্লা নবমী তিথি, দুর্গাপূজার তৃতীয় দিন। ~নস বি. রন্ধনশালা, রান্নাঘর। ~নাদ বি. ভয়ংকর শব্দ, অতি উচ্চ ধ্বনি। ☐ বিণ. অতি উচ্চ ধ্বনিযুক্ত; মহানাদকারী। ~নিদ্রা বিণ. মৃত্যু। ~নির্বাণ (বৌদ্ধমতে) 1 সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি, মোক্ষ; 2 বুদ্ধের মৃত্যু। ~নিশা বি. রাত্রির মধ্যভাগ, মধ্যরাত্রি; রাত্রি দ্বিতীয় ও তৃতীয় প্রহর বা দ্বিতীয় প্রহরের শেষভাগ এবং তৃতীয় প্রহরের প্রথমভাগ। ~নীল বিণ. গাঢ় নীল রং। ☐ বি. সিংহলে প্রাপ্ত নীলকান্তমণি। ~নু-ভব, ~নু-ভাব বিণ. উদারচিত্ত; মহিমান্বিত। বি. ~নু-ভবতা, ~নু-ভাবতা। ~পথ বি. 1 রাজপথ; 2 যুধিষ্ঠিরাদির স্বর্গারোহণের পথ; 3 মৃত্যু। ~পদ্ম বি. বিণ. শতকোটি লক্ষ সংখ্যা বা সংখ্যক। ~পাতক, ~পাপ বি. 1 অতি জঘন্য পাপ; 2 ব্রহ্মহত্যা সুরাপান গুরুপত্নীহরণ প্রভৃতি অন্যায় কাজ এবং এই সব কাজে লিপ্ত ব্যাক্তির সঙ্গে সংসর্গ। পাতকী, ~পাপী (-পিন্) বিণ. বি. মহাপাপকারী। ~পাত্র বি. প্রধান অমাত্য। ~পুরাণ বি. বেদব্যাস-রচিত অষ্টাদশ পুরাণ। ~প্রভু বি. 1 শিব; 2 পরমেশ্বর; 3 চৈতন্যদেব; 4 পুরীর জগন্নাথদেব। ~প্রয়াণ বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্য যাত্রা। ~প্রলয় বি. 2 বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বংস; 2 ব্রহ্মা ও তাঁর সৃষ্টির বিনাশ। ~প্রসাদ বি. 1 জগন্নাথদেবের প্রসাদ; 2 শ্রেষ্ঠ প্রসাদ; 3 দেবতাকে নিবেদিত অন্নাদি; 4 (বাং.) দেবীকে নিবেদিত ছাগমাংস। ~প্রস্থান বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা, মহাযাত্রা। ~প্রাণ বিণ. 1 উদারহৃদয়, উদারচেতা; 2 (ব্যাক.) অধিক প্রাণ বা বায়ুর সাহায্যে উচ্চারিত (মহাপ্রাণ ধ্বনি)। ☐ বি. মহাপ্রাণ বর্ণ বা ধ্বনি, প্রতি বর্গের 2 য় ও 4 র্থ বর্ণ এবং ঢ ও হ। ~বন বি. 1 বৃহৎ ও গভীর বন; 2 বৃন্দাবনের বনবিশেষ। ~বল বিণ. অতি শক্তিশালী। ~বাক্য বি. মহাপুরুষ ঋষি প্রভৃতির বাক্য বা বাণী। ~বাহু বিণ. 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 মহাবল। ~বিদ্যা বি. 1 কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা-দুর্গার এই দশ মুর্তি বা রূপ; 2 (কৌতুকে) চুরি, চুরিবিদ্যা (চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা)। ~বিদ্যালয় বি. কলেজ। ~বিশ্ব বি. আমাদের সৌরজগৎ আরও যে বহু কোটি নক্ষত্র ও বহু ছায়াপথযুক্ত প্রায়সীমাহীন মহাকাশের অংশ; মহাকাশ। ~বিষুব বি. সূর্যের মেষরাশিতে সংক্রমণ, চৈত্রসংক্রান্তি, vernal equinox. ~বীর বিণ. অত্যন্ত বীর্যবান বা বিক্রমশালী। ☐ বি. 1 জৈন তীর্থঙ্করবিশেষ; 2 রামায়ণোক্ত হনুমান; 2 গরুড়। ~বেগ বি. প্রবল বেগ বা গতি (মহাবেগে ঘূর্ণিত বায়ু)। ~বৈদ্য বি. 1 শ্রেষ্ঠ চিকিৎসক; 2 (ব্যাঙ্গে) হাতুড়ে ডাক্তার; 3 (ব্যঙ্গে) যম। ~বোধি বি. বুদ্ধদেব। ~ব্যাধি বি. 1 কুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি; 2 কুষ্ঠরোগ। ~ব্যাহৃতি বি. (ওঙ্কারপূর্বক) 'ভূঃ ভুবঃ স্বঃ' এই মন্ত্র। ~ব্যোম বি. মহাকাশ; মহাবিশ্ব; নভোমণ্ডল। ~ব্রাহ্মণ বি. শ্মশানক্রিয়া-সম্পাদনকারী বা নিকৃষ্ট ব্রাহ্মণ। ~ভাগ বি. বিণ. পরম সৌভাগ্যবান; দয়া প্রেম ইত্যাদি সদ্গুণশালী। ~ভাব বি. প্রেম ভক্তি প্রভৃতির চরম অবস্থা ('মহাভাবস্বরূপা শ্রীরাধাঠাকুরাণী': চৈ. চ.)। ~ভারত বি. 1 বেদব্যাস রচিত কুরুপাণ্ডবের কাহিনি সংবলিত মহাকাব্য; 2 (আল.) অতি বিস্তৃত কাহিনি বা গল্প (মহাভারত ফেঁদে বসা)। মহাভারত অশুদ্ধ হওয়া পবিত্র অনুষ্ঠান বা ভালো কাজ নষ্ট বা দোষযুক্ত হওয়া। ~ভূজ বিণ 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 অতি শক্তিশালী, মহাবল। ~ভৈরব বি. মহাদেবের মূর্তিবিশেষ। ~মণ্ডল বি. 1 রাষ্ট্রাধ্যক্ষ; 2 (বাং.) প্রধান মোড়ল ('আমি মহামণ্ডল, আমার আগে তোলা': ক. ক.); 3 (বাং.) অতি বৃহৎ সমবায় বা সংঘ। ~মতি, ~মনা (-নস্) বিণ. মহানুভব, মহাত্মা। ~মহিম, ~মহিমান্বিত বিণ. 1 অতিশয় মহিমাপূর্ণ, সুমহান; 2 ভূস্বামী, উচ্চপদাধিকারী সরকারি কর্মচারী প্রভৃতির নামের পূর্বে প্রযোজ্য সম্মানসূচক বিশেষণ। ~মহোপাধ্যায় বি. বিশিষ্ট সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সরকার-প্রদত্ত উপাধিবিশেষ। ~মাংস বি. নরমাংস। ~মাত্য বি. প্রধান অমাত্য বা মন্ত্রী; প্রাচীন ভারতের প্রধান মন্ত্রী বা অমাত্য। ~মাত্র বি. 1 প্রধান মন্ত্রী; 2 ধনাঢ্য ব্যক্তি; 3 মাহুত। [সং. মহতী + মাত্রা (মান, চিত্ত)]। ~মানব বি. সমগ্র মনুষ্যজাতি ('মহামানবের সাগরতীরে': রবীন্দ্র)। ~মানী (-নিন্) বিণ. অতি গৌরবযুক্ত বা মান্য। ~মান্য বিণ. অত্যন্ত মাননীয় বা সম্মানের পাত্র। ~মায়া বি. 1 অবিদ্যা; 2 প্রকৃতি; 3 দুর্গা, ভগবতী, আদ্যাশক্তি। ~মার বিণ. অতি দৌরাত্ম্যকারী ('মোর দেশে পরদল আইল মহামার': বি. গু.)। ☐ বি. 1 উপদ্রব বা দৌরাত্ম্য; 2 ভীষণ আক্রমণ বা যুদ্ধ; 3 ব্যাপক হত্যাকাণ্ড; 4 মহাবিপদ। ~মারী বি. মড়ক, সংক্রামক রোগহেতু ব্যাপক মৃত্যু (কলেরার মহামারী আকার ধারণ)। মহামারী কাণ্ড (আল.) সাংঘাতিক কাণ্ড; প্রচণ্ড হইচই। ~মুদ্রা বি. যৌগিক ব্যায়ামবিশেষ। ~মুনি বি. 1 শ্রেষ্ঠ মুনি; 2 বুদ্ধদেব। ~মূর্খ বিণ. অতি মূর্খ, আকাট মূর্খ। ~মূল্য বিণ. অত্যন্ত দামি, অতি মূল্যবান (মহামূল্য রত্ন)। ~মোহ বি. বিষয়বাসনরূপ অজ্ঞানতা। ~যজ্ঞ বি. বেদপাঠ অগ্নিহোত্র তর্পন অতিথিসেবা এবং জীবগণকে খাদ্যদান-এই পাঁচরকম সৎকর্ম। ~যশা বিণ. অতি কীর্তিমান। ~যাত্রা বি. মহাপ্রয়াণ, মৃত্যু। ~যান বি. বৌদ্ধ সম্প্রদায়বিশেষ; নাগার্জুন নামক বৌদ্ধ শ্রমণ কর্তৃক প্রবর্তিত বৌদ্ধ দর্শন ও তার সমর্থক সম্প্রদায়। ~যোগী (-গিন্) বি. শ্রেষ্ঠ যোগী, (মহাযোগী বিশ্বামিত্র)। ~রজত বি. স্বর্ণ, সোনা। ~রণ বি. 1 বিরাট যুদ্ধ; 2 (আল.) প্রবল বা উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা (কাল শুরু হবে মহারণ)। ~রণ্য বি. অতি বৃহৎ ও ঘন বন, মহাবন। ~রত্ন বি. 1 শ্রেষ্ঠ বা অতি মূল্যবান রত্ন; 2 হীরক পদ্মরাগ নীলকান্ত মরকত ও মুক্তা-এই পাঁচ রত্ন। ~রথ বি. অসাধারণ যুদ্ধকুশল বীর, শ্রেষ্ঠ বীর, মহাবীর। ~রথী (-থিন্) বি. মহারথ -এর অনুরূপ। ~রস বি. 1 খেজুর; 2 আখ; 3 কেশুর; 4 পারদ; 5 অষ্টধাতু; 6 আমানি বা কাঁজি, পান্তাভাতের জল। ~রাজ বি. 1 বড়ো রাজা, অধিরাজ, সম্রাট; 2 (বাং.) সন্ন্যাসীর আখ্যাবিশেষ। [সং. মহান্ + রাজা]। ~রাজ্ঞী বি. (স্ত্রী.) রাজমহিষী, বড়ো রানি। ~রাজা বি. 1 মহারাজা; 2 ভারতের সামন্ত রাজা বা বড়ো জমিদারকে ব্রিটিশ সরকারের দেওয়া খেতাববিশেষ। ~রানি (বর্জি.) (~রানী) বি. (স্ত্রী.) মহারাজমহারাজা -র স্ত্রীলিঙ্গ। ~রাজাধি-রাজ বি. সম্রাট, রাজচক্রবর্তী, বড়ো রাজা। ~রানা, (বর্জি.) ~রাণা বি রাজস্থানের বিশেষত উদয়পুরের শাসক উপাধি। ~রাষ্ট্র বি. বর্তমান ভারতের অঙ্গরাজ্যবিশেষ; মারাঠা প্রদেশ। ~রাষ্ট্রী বি. 1 মহারাষ্ট্রের ভাষা; 2 প্রাকৃত ভাষাবিশেষ; 3 মহারাষ্ট্রের অধিবাসী, মারাঠি। ~রাষ্ট্রীয় বিণ. 1 মহারাষ্ট্র-সংক্রান্ত; 3 মহারাষ্ট্রে জাত বা উৎপন্ন। ~রুদ্র বি. মহাদেব বা শিবের প্রলয়মূর্তি। ~রোগ বি. ষক্ষা কুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি। ~রৌরব বি. মহাপাপীদের শান্তির জন্য নির্দিষ্ট নরকের সর্বাধিক যন্ত্রনাময় অংশ। ~র্ঘ, ~র্থ বিণ. অত্যন্ত দামি, দুর্মূল্য। বি. মহার্ঘতা। মহার্ঘ ভাতা বি. দূর্মূল্যভাতা dearness alloweance ~র্ণব বি. মহাসাগর। ~লয়া বি. হিন্দুদের পিতৃতর্পণের জন্য নির্দিষ্ট শারদীয় দুর্গাপূজার অব্যবহিত পূর্ববতী অমাবস্যাতিথি। ~শক্তি বি. আদ্যাশক্তি, দুর্গাদেবী। ☐ বিণ. অতি পরাক্রান্ত। ~শঙ্খ বি. 1 মড়ার মাথার খুলি; 2 মানুষের হাড়; 3 বৃহৎ শঙ্খ। বিণ. বি. দশ লক্ষ কোটি সংখ্যা। ~শয় বিণ. উদারচেতা, মহান (তিনি অতি মহাশয় ব্যক্তি)। ☐ বি শ্রদ্ধা সম্ভ্রম বা ভদ্রতাসূচক সম্বোধনবিশেষ। স্ত্রী. মহাশয়া। ~শূন্য বি. 1 অনন্ত আকাশ বা নভস্তল; 2 (বিজ্ঞা.) সৌর আকাশের বহির্ভূত বহুকোটি নক্ষত্রযুক্ত আকাশ। ~শ্বেতা বি. সরস্বতীদেবী। ~শ্মশান বি. 1 লোকালয় থেকে দূরে অবস্থিত বিশাল শ্মশান; 2 বারাণসী, কাশী। ~ষ্টমী বি. শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথি। ~সংকট বি. ঘোর বিপদ। ~সত্ত্ব বি. অতিকার জীব। ☐বিণ. 1 মহাবলশালী; 2 সদাশয়, উদারচেতা। ~সভা বি. 1 বিরাট বা ব্যাপক সভা অথবা সংঘ; 2 রাষ্ট্রের ব্যবস্থাপক সভা। ~সমারোহ বি. বিরাট বা ব্যাপক জাঁকজমক ও আ়ড়ম্বর (মহাসমারোহ দিনটি উদ্যাপিত হল)। ~সমুদ্র, ~সাগর, ~সিন্ধু বি. পৃথিবীর জলভাগ প্রধান বিভাগ, বৃহৎ সমুদ্র। ~সুখ বি. 1 পরম ও গভীর সুখ; 2 দুর্ভাবনা ও দুশ্চিন্তাহীন শান্তি (তোমরা মহাসুখে আছ, আমার কষ্ট বুঝতে না)। ~স্থবির বি. 1 প্রবীণ ও সংঘমধ্যে সর্ববন্দিত বৌদ্ধ সন্নাসীবিশেষ; 2 অতি প্রবীণ অভিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তি।

Processing time: 0.45 s