Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
মহাশয় definitions
Bangla-Tangla Dictionary
মহাশয় – esquire
Samsad Bengali-English Dictionary
মহা2 [ mahā2 ] in comp used as a pfx. implying all the meanings of মহৎ, মহান and মহতী । ~কবিn. a great poet; an epic poet. ~করণn. the secretariat (of the government); the secretariat building or buildings. ~কর্ষn. (phys.) gravitation. ~কর্ষাঙ্কn. gravitation constant. ~কর্ষীয়a. gravitational. মহাকর্ষীয় একক a gravitational unit. ~কাব্যn. (ori.) a narrative poem consisting of more than eight cantos depicting the whole life of a hero born of a god or born with divine grace in him; (pop.) an epic; (rare) great poetry or a great poem. ~কাব্যীয়a. epical, epic. ~কায়a. having a huge body; huge, monstrous, colossal. ~কালn. (myth.) a terribly destructive manifestation of Shiva (শিব); eternity; time to come, the future. fem. ~কালী a terribly destructive manifestation of Goddess Durga (দুর্গা). ~কাশn. (sc.) the firmament beyond the solar region, the stellar sky, the outer space; (pop.) the vast endless sky. ~কাশচারণাn. space-travel. ~কাশচারীn. a spaceman, an astronaut. fem. ~কাশচারিণী a spacewoman. ~কাশযানn. a spacecraft. ~গুরুn. any one of the most venerable persons, namely, father, mother, the religious initiator and husband. ~জনn. a very virtuous or great man; an illustrious man; a great merchant or stockist or wholesaler; a creditor; a usurer, a money lender; any one of the mediaeval poets who composed kirtan (কীর্তন) songs about Radha (রাধা) and Krishna (কৃষ্ণ). ~জনিn. usury, money-lending. ☐ a. relating to usury or money-lending; usurious. মহাজনি করাv. to practise usury, to act as a money-lender. মহাজনি-কারবারn. money-lending business; banking. ~জাগতিকa. cosmic. ~জাগতিক রশ্মি cosmic ray. ~জ্ঞানn. knowledge about reality, the final knowledge; the occult knowledge by dint of which a dead man can be brought back to life. ~জ্ঞানীn. (ori.) possessing knowledge about ultimate reality; profoundly wise. ~ঢ্যa. very rich or wealthy. ~তপাa. & n. one who has practised or is still practising severest ascetical austerities. ~তেজn. great spirit or vigour; great heat. ~তেজস্বী, ~তেজাa. highly spirited or vigorous. fem. ~তেজস্বিনী । ~ত্মাa. high souled; very high-minded or noble. ☐ n. an appellation of Gandhi, the great leader of India. ~দেবn. a great god; Shiva (শিব) fem. ~দেবী a great goddess; Goddess Durga (দুর্গা); a title of a chief queen. ~দেশn. a continent; (rare) a great or noble country. ~দেশীয়a. continental. ~দ্যুতিa. of great splendour, very bright or radiant or effulgent. ~দ্রাবকn. sulphuric acid. ~ধনবান, ~ধনীa. very wealthy or rich. ~ধমনীn. the aorta. ~ধর্মাধিকরণn. the High Court. ~নগর, ~নগরীn. a great city; a metropolis, a capital. ~নগরীয়a. metropolitan. ~নটn. a great dancer or actor. ~নন্দn. great or exhilarating joy or delight. ~নবমীn. the ninth lunar day of the light fortnight of the month of Aswin (আশ্বিন) or Kartik (কার্তিক) which is the fourth day of the autumnal worship of Goddess Durga (দুর্গা). ~নাগরিকn. the mayor; (rare) a great citizen. ~নাদn. a terrible or very loud sound or report or roar. ~নিদ্রাn. sleep that knows no breaking; death. ~নির্বাণn. (Buddhism) cessation of individual existence, nirvana; the death of Buddha. ~নিশাn. midnight, night far advanced, the dead of night, the dead hours of the night. মহানুভব, মহানুভাবa. highminded, magnanimous, large-hearted. মহানুভবতাn. high-mindedness. ~পদ্মn. & a. hundred billion. ~পাতকn. a deadly sin. ~পাতকীa. guilty of one or more deadly sins. ~পাত্রn. the chief counsellor of a state, the prime minister; (loos.) a court-counsellor or courtier of the highest rank. ~পাপ same as ~পাতক । ~পাপিষ্ঠ, ~পাপী same as ~পাতকী ।fem. ~পাপিষ্ঠা, ~পাপিনী । ~পুরুষn. a man with supernatural powers; a saint who has attained knowledge about God and reality and power to look upon the world dispassionately; a high-souled man; a superman. ~পূজাn. a solemn worship. ~প্রভুn. a great master or saint or prophet; an appellaton of Chaitanya (চৈতন্য). ~প্রয়াণn. voluntary journey to court one's death; death. ~প্রয়াণ করাv. to set out voluntarily to court one's death; to die. ~প্রলয়n. complete dissolution of the universe; a universal cataclysm. ~প্রসাদn. a part of the food-offering to Jagannath at Puri taken by devotees as a mark of the deity's grace; the highest divine grace; offering or altarage to deities; meat-offering to a deity. ~প্রস্থান same as মহাপ্রয়াণ । ~প্রাণ a. large-hearted, magnanimous; (gr.) as pirate. ☐ n. (gr.) an aspirate. ~প্রাণতাn. large-heartedness, magnanimity; (gr.) aspiration. ~প্রাণীn. life conceived as having an existence independent of the body, (cp.) atman, the soul. ~বলa. very powerful; strong, mighty. ~বাক্যn. a saying of a great man, a great saying or maxim. ~বাহুa. having very long and mighty arms; very strong, mighty. ~বিক্রমa. possessing great prowess or valour. ~বিদ্যাn. any one of the ten manifestations of Goddess Durga (দুর্গা); (facet.) the art of stealing. ~বিদ্যালয়n. a college. ~বিষুবn. the vernal equinox. ~বিষুবরেখাn. the line of the vernal equinox. ~বিষুবসংক্রান্তিn. the transition of the sun in the Aries; the day of the aforesaid transition. ~বীরn. a great hero; the great Jaina preacher. ~বৈদ্যn. a great or chief physician; (sarcas.) a charlatan, a quack. ~বোধিn. an embodiment of the highest or final knowledge; an appellation of Gautama Buddha; highest or final knowledge. ~ব্যবহারদেশকn. attorney-general. ~ব্যাধি same as রোগ । ~ভাগ a. very lucky or fortunate; high-minded, magnanimous, noble-minded; endowed with noble human qualities. ~ভাবn. the ecstatic state caused by profundity of love, devotion etc. ~ভুজ same as ~বাহু । ~মন্ডলn. a great guild or association or con course. ~মতি, ~মনাa. high-minded, magnanimous; high-souled. ~মন্ত্রn. a great mantra or incantation; very sacred words of initiation (দেশসেবার মহামন্ত্র). ~মন্ত্রীn. the prime minister; (euph.) a great minister. ~মহিম, ~মহিমান্বিতa. highly glorious or majestic, most excellent. fem. ~মহিমান্বিতা । ~মহোপাধ্যায়n. a teacher of great teachers or scholars; an official title given to distinguished Sanskrit scholars. ~মাংসn. human flesh taken as food, human meat. ~মাত্যn. the prime minister. ~মাত্রn. the prime minister; the chief courtier; the chief executive of the government. ~মান্যa. highly venerable or honourable. ~মান্য পোপ His Holiness the Pope (whilst addressing the Pope: Your Ho liness). ~মায়াn. (phil.) illusion, the material world or nature; Goddess Durga (দুর্গা). ~মায়াচ্ছন্নa. overwhelmed with or enveloped in (divine) illusion; self obliviously enmeshed in worldly affairs. ~মারীn. a devastating epidemic, a pestilence, a plague. ~মারী কান্ড (usu. facet.) a great affair, a tumultuous affair. ~মারী-পীড়িত pestilence-stricken. ~মুনিn. a great ascetic or sage. ~মূল্যa. of great value; very costly, dear. ~যশাa. very famous, highly and widely celebrated or renowned. যাত্রা same as ~প্রয়াণ । ~যানn. one of the two communities of the Buddhists (cp. হীনযান). ~যুদ্ধn. a great war; (loos.) a world war. ~যোদ্ধাn. a great warrior, a great soldier. ~যোগীn. a great ascetic. ~রণ্যn. a large and dense forest. ~রথ (inc.) ~রথীn. (ori.) one who commands a host of charioted fighters; (loos.) a great warrior fighting from on a chariot. ~রণn. a great war or battle. ~রাজn. a great king; an emperor; a great ascetic. ~রাজাn. a government title awarded to the feudal princes, zamindars, rich citizens etc. of India during the British regime, a maharaja. ~রাজাধিরাজn. a king of kings, an emperor; a title conferred on a big land owner during the British regime. ~রাজ্ঞীn. fem. the wife of a great king; a great queen; an empress. ~রানা (rej.) ~রাণাn. the title of the rulers of Udaipur (or Chitore). ~রানিn. the wife of a great king, a great queen; an empress; the wife of a maharana (মহারানা); the wife of a maharaja. ~রাত্রিn. midnight; a solemn night (কালীপূজার মহারাত্রি); a terrible night (মৃত্যুর মহারাত্রি). ~রাষ্ট্রীয়a. of Maharashtra, Maharashtrian. ~রুদ্রn. an awesome manifestation of Shiva (শিব). ~রোগn. an almost incurable and (usu. obnoxious) disease; leprosy; an inveter ately bad habit or mannerism. ~র্ঘ, ~র্ঘ্যa. precious; costly; high-priced, dear. মহার্ণব n. an ocean; a great sea. মহার্থ same as ~র্ঘ । ~লয়াn. the new-moon day immediately preceding the autumnal worship of Goddess Durga (দুর্গা). ~শক্তি Goddess Durga (দুর্গা); great strength or power or prowess. ~শক্তিধর, ~শক্তিশালীa. having great strength or power or prowess. fem. ~শক্তিশালিনী । ~শঙ্খn. a dead man's skull; an enormous conch. ☐ n. & a. thousand billions. ~শয়a. high-minded, magnanimous; high-souled. ☐ n. a term of courtesy affixed to the name of a gentleman, (cp.) Mr. (fem. Mrs.), Sir (fem. Madam). fem. ~শয়া । ~শূন্য same as ~কাশ । ~ষ্টমীn. the eighth lunar day of the light fortnight of the month of Aswin (আশ্বিন) or Kartik (কার্তিক) which is the third day of autumnal worship of Goddess Durga (দুর্গা). ~সংকটn. a great crisis. ~সত্ত্বa. having great strength; very noble or magnanimous; high souled. ~সভাn. great meeting or association; a (representative) legislative assembly, a parliament; a congress. ~সমারোহেadv. with much pomp and grandeur. ~সমুদ্র, ~সাগরn. an ocean. আটলানটিক বা অতলান্তিক মহাসাগর the Atlantic (Ocean). উত্তর মহাসাগর the Arctic Ocean. দক্ষিণ মহাসাগর the Antarctic Ocean. প্রশান্ত মহাসাগর the Pacific (Ocean). ভারত মহাসাগর the Indian Ocean. ~সাগরীয়a. oceanic. ~সামন্তn. a commander-in-chief; a great general. ~সিন্ধু same as ~সমুদ্র । ~সুযোগn. the best chance, the greatest chance. ~সুখn. a great pleasure. ~স্থবিরn. one belonging to the highest order of Buddhist monks.
Samsad Bangla Abhidhan
মহদাশয় [ mahadāśaẏa ] (অশু) বিণ. উন্নতমনা সদাশয় [সং. মহৎ + আশয় (?); শুদ্বরূপ মহাশয়]।মহা2 [ mahā2 ] বিণ. (কর্মধারায় ও বহুব্রীহি সমাসের পূর্বপদে) মহৎ, মহান, মহতী (মহাকাল, মহাপাপ, মহাবীর, মহাব্যাধি)। [মহৎ দ্র]। ~কবি বি 1 শ্রেষ্ঠ কবি, মহান কবি; 2 মহাকাব্য রচয়িতা। ~করণ বি প্রধান সরকারি দফতরখানা secretariat (স.প) ~কর্ষ বি. 2 (বিজ্ঞা.) জড়বস্তুর পরস্পর আকর্ষণ, মাধ্যাকর্ষণ, gravitation ~কাব্যে বি. দেবতা বা দেবতুল্য নায়কের বৃত্তান্ত নিয়ে বিশেষ রীতিতে রচিত বৃহৎ কাব্য; আধুনিক কালের পাশ্চাত্য এপিক। ~কায় বিণ অতি বৃহদাকার, অতিকায় (মহাকায় রাক্ষস)। ~কাল বি. 1 শিবের রুদ্ররূপ (মহাকালের মন্দির); 2 অনবচ্ছিন্ন কাল, অনন্ত কাল, কালচক্র (মহাকালের বিচারে)। ~কালী বি. (স্ত্রী.) 1মহাকাল -এর স্ত্রীলিঙ্গ; 2 আদ্যাশক্তির রূদ্রাণীরূপে; 3 কালী। ~কাশ-মহাকাশ দ্র। ~কুষ্ঠ বি. প্রাণঘাতী বা অত্যন্ত বিপজ্জনক কুষ্ঠরোগবিশেষ। ~কোশল বি. দক্ষিণ ভারতের প্রাচীন রাজ্যবিশেষ। ~খর্ব বি. বহুসহস্র কোটি সংখ্যা। ~গুরু বি. পিতা মাতা দীক্ষাদাতা বা (নারীর ক্ষেত্রে) পতি। ~গৌরী বি দুর্গাদেবী। ~জগৎ বি. মহাবিশ্ব universe ~জন বি. 1 অতি ধার্মিক বা মহৎ ব্যক্তি; 2 বড়ো ব্যবসায়ী বা আড়তদার: 3 যে ব্যক্তি মূলধন জোগায়; 4 উত্তমর্ণ; 5 কুসীদজীবী; 6 বৈষ্ণব পদকর্তা; 7 (বিরল) বিশাল জনতা। ~জনি বি. তেজারতি (সে মহাজনি করে) ☐ বিণ. তেজারতি-বিষয়ক (মহাজনি কারবার)। ~জাগতিক বিণ. মহাবিশ্বসংক্রান্ত, মহাবিশ্বের (মহাজাগতিক রশ্মি)। ~জ্ঞান বি. 1 শ্রেষ্ঠ বা পরম জ্ঞান; 2 (মনসামঙ্গলে) যে বিদ্যাবলে মৃতকে পুনরুজ্জীবিত করা যায়। ~ঢ্য বিণ. অতি ধনী, ধনাঢ্য। ~তপা (-পস্), (বর্জি.) ~তপাঃ বিণ. বি. অতি কঠোর তপস্যাকারী; শ্রেষ্ঠ তপস্বী। ~তেজস্বী (-স্বিন্), ~তেজা (-জস্) বিণ. অতিশয় তেজসম্পন্ন। ~তৈল বি. মানুষের দেহের চর্বি। ~ত্মা (-ত্মন্) বিণ. অতি মহৎ, উন্নত বা মহৎ মনসম্পন্ন। ☐ বি. ভারতের প্রখ্যাত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধির আখ্যা। ~দেব বি. দেবাদি দেব শিব। ~দেবী বি. (স্ত্রী.) 1 দুর্গা, ভগবতী; 2 পাটরানি। ~দেশ বি. বহু দেশের সমষ্টি এক বিশাল ভৌগলিক বিভাগ, continent (আফ্রিকা মহাদেশ)। ~দেশীয় বিণ. মহাদেশসম্বন্ধীয়। ~দ্রাবক বি. (ওষুধরূপে ব্যবহৃত) গন্ধকাম্ল, sulphuric acid. ~দ্রুম বি. বড়ো গাছ, বনস্পতি। ~ধাতু বি. সোনা। ~নগর, ~নগরী বি. অতি বৃহৎ নগর। ~নন্দ বি. অতিশয় আনন্দ, পরমানন্দ। ☐ বিণ. অতিশয় আনন্দিত। ~নবমী বি. শারদীয় শুক্লা নবমী তিথি, দুর্গাপূজার তৃতীয় দিন। ~নস বি. রন্ধনশালা, রান্নাঘর। ~নাদ বি. ভয়ংকর শব্দ, অতি উচ্চ ধ্বনি। ☐ বিণ. অতি উচ্চ ধ্বনিযুক্ত; মহানাদকারী। ~নিদ্রা বিণ. মৃত্যু। ~নির্বাণ (বৌদ্ধমতে) 1 সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি, মোক্ষ; 2 বুদ্ধের মৃত্যু। ~নিশা বি. রাত্রির মধ্যভাগ, মধ্যরাত্রি; রাত্রি দ্বিতীয় ও তৃতীয় প্রহর বা দ্বিতীয় প্রহরের শেষভাগ এবং তৃতীয় প্রহরের প্রথমভাগ। ~নীল বিণ. গাঢ় নীল রং। ☐ বি. সিংহলে প্রাপ্ত নীলকান্তমণি। ~নু-ভব, ~নু-ভাব বিণ. উদারচিত্ত; মহিমান্বিত। বি. ~নু-ভবতা, ~নু-ভাবতা। ~পথ বি. 1 রাজপথ; 2 যুধিষ্ঠিরাদির স্বর্গারোহণের পথ; 3 মৃত্যু। ~পদ্ম বি. বিণ. শতকোটি লক্ষ সংখ্যা বা সংখ্যক। ~পাতক, ~পাপ বি. 1 অতি জঘন্য পাপ; 2 ব্রহ্মহত্যা সুরাপান গুরুপত্নীহরণ প্রভৃতি অন্যায় কাজ এবং এই সব কাজে লিপ্ত ব্যাক্তির সঙ্গে সংসর্গ। পাতকী, ~পাপী (-পিন্) বিণ. বি. মহাপাপকারী। ~পাত্র বি. প্রধান অমাত্য। ~পুরাণ বি. বেদব্যাস-রচিত অষ্টাদশ পুরাণ। ~প্রভু বি. 1 শিব; 2 পরমেশ্বর; 3 চৈতন্যদেব; 4 পুরীর জগন্নাথদেব। ~প্রয়াণ বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্য যাত্রা। ~প্রলয় বি. 2 বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বংস; 2 ব্রহ্মা ও তাঁর সৃষ্টির বিনাশ। ~প্রসাদ বি. 1 জগন্নাথদেবের প্রসাদ; 2 শ্রেষ্ঠ প্রসাদ; 3 দেবতাকে নিবেদিত অন্নাদি; 4 (বাং.) দেবীকে নিবেদিত ছাগমাংস। ~প্রস্থান বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা, মহাযাত্রা। ~প্রাণ বিণ. 1 উদারহৃদয়, উদারচেতা; 2 (ব্যাক.) অধিক প্রাণ বা বায়ুর সাহায্যে উচ্চারিত (মহাপ্রাণ ধ্বনি)। ☐ বি. মহাপ্রাণ বর্ণ বা ধ্বনি, প্রতি বর্গের 2 য় ও 4 র্থ বর্ণ এবং ঢ ও হ। ~বন বি. 1 বৃহৎ ও গভীর বন; 2 বৃন্দাবনের বনবিশেষ। ~বল বিণ. অতি শক্তিশালী। ~বাক্য বি. মহাপুরুষ ঋষি প্রভৃতির বাক্য বা বাণী। ~বাহু বিণ. 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 মহাবল। ~বিদ্যা বি. 1 কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা-দুর্গার এই দশ মুর্তি বা রূপ; 2 (কৌতুকে) চুরি, চুরিবিদ্যা (চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা)। ~বিদ্যালয় বি. কলেজ। ~বিশ্ব বি. আমাদের সৌরজগৎ আরও যে বহু কোটি নক্ষত্র ও বহু ছায়াপথযুক্ত প্রায়সীমাহীন মহাকাশের অংশ; মহাকাশ। ~বিষুব বি. সূর্যের মেষরাশিতে সংক্রমণ, চৈত্রসংক্রান্তি, vernal equinox. ~বীর বিণ. অত্যন্ত বীর্যবান বা বিক্রমশালী। ☐ বি. 1 জৈন তীর্থঙ্করবিশেষ; 2 রামায়ণোক্ত হনুমান; 2 গরুড়। ~বেগ বি. প্রবল বেগ বা গতি (মহাবেগে ঘূর্ণিত বায়ু)। ~বৈদ্য বি. 1 শ্রেষ্ঠ চিকিৎসক; 2 (ব্যাঙ্গে) হাতুড়ে ডাক্তার; 3 (ব্যঙ্গে) যম। ~বোধি বি. বুদ্ধদেব। ~ব্যাধি বি. 1 কুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি; 2 কুষ্ঠরোগ। ~ব্যাহৃতি বি. (ওঙ্কারপূর্বক) 'ভূঃ ভুবঃ স্বঃ' এই মন্ত্র। ~ব্যোম বি. মহাকাশ; মহাবিশ্ব; নভোমণ্ডল। ~ব্রাহ্মণ বি. শ্মশানক্রিয়া-সম্পাদনকারী বা নিকৃষ্ট ব্রাহ্মণ। ~ভাগ বি. বিণ. পরম সৌভাগ্যবান; দয়া প্রেম ইত্যাদি সদ্গুণশালী। ~ভাব বি. প্রেম ভক্তি প্রভৃতির চরম অবস্থা ('মহাভাবস্বরূপা শ্রীরাধাঠাকুরাণী': চৈ. চ.)। ~ভারত বি. 1 বেদব্যাস রচিত কুরুপাণ্ডবের কাহিনি সংবলিত মহাকাব্য; 2 (আল.) অতি বিস্তৃত কাহিনি বা গল্প (মহাভারত ফেঁদে বসা)। মহাভারত অশুদ্ধ হওয়া পবিত্র অনুষ্ঠান বা ভালো কাজ নষ্ট বা দোষযুক্ত হওয়া। ~ভূজ বিণ 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 অতি শক্তিশালী, মহাবল। ~ভৈরব বি. মহাদেবের মূর্তিবিশেষ। ~মণ্ডল বি. 1 রাষ্ট্রাধ্যক্ষ; 2 (বাং.) প্রধান মোড়ল ('আমি মহামণ্ডল, আমার আগে তোলা': ক. ক.); 3 (বাং.) অতি বৃহৎ সমবায় বা সংঘ। ~মতি, ~মনা (-নস্) বিণ. মহানুভব, মহাত্মা। ~মহিম, ~মহিমান্বিত বিণ. 1 অতিশয় মহিমাপূর্ণ, সুমহান; 2 ভূস্বামী, উচ্চপদাধিকারী সরকারি কর্মচারী প্রভৃতির নামের পূর্বে প্রযোজ্য সম্মানসূচক বিশেষণ। ~মহোপাধ্যায় বি. বিশিষ্ট সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সরকার-প্রদত্ত উপাধিবিশেষ। ~মাংস বি. নরমাংস। ~মাত্য বি. প্রধান অমাত্য বা মন্ত্রী; প্রাচীন ভারতের প্রধান মন্ত্রী বা অমাত্য। ~মাত্র বি. 1 প্রধান মন্ত্রী; 2 ধনাঢ্য ব্যক্তি; 3 মাহুত। [সং. মহতী + মাত্রা (মান, চিত্ত)]। ~মানব বি. সমগ্র মনুষ্যজাতি ('মহামানবের সাগরতীরে': রবীন্দ্র)। ~মানী (-নিন্) বিণ. অতি গৌরবযুক্ত বা মান্য। ~মান্য বিণ. অত্যন্ত মাননীয় বা সম্মানের পাত্র। ~মায়া বি. 1 অবিদ্যা; 2 প্রকৃতি; 3 দুর্গা, ভগবতী, আদ্যাশক্তি। ~মার বিণ. অতি দৌরাত্ম্যকারী ('মোর দেশে পরদল আইল মহামার': বি. গু.)। ☐ বি. 1 উপদ্রব বা দৌরাত্ম্য; 2 ভীষণ আক্রমণ বা যুদ্ধ; 3 ব্যাপক হত্যাকাণ্ড; 4 মহাবিপদ। ~মারী বি. মড়ক, সংক্রামক রোগহেতু ব্যাপক মৃত্যু (কলেরার মহামারী আকার ধারণ)। মহামারী কাণ্ড (আল.) সাংঘাতিক কাণ্ড; প্রচণ্ড হইচই। ~মুদ্রা বি. যৌগিক ব্যায়ামবিশেষ। ~মুনি বি. 1 শ্রেষ্ঠ মুনি; 2 বুদ্ধদেব। ~মূর্খ বিণ. অতি মূর্খ, আকাট মূর্খ। ~মূল্য বিণ. অত্যন্ত দামি, অতি মূল্যবান (মহামূল্য রত্ন)। ~মোহ বি. বিষয়বাসনরূপ অজ্ঞানতা। ~যজ্ঞ বি. বেদপাঠ অগ্নিহোত্র তর্পন অতিথিসেবা এবং জীবগণকে খাদ্যদান-এই পাঁচরকম সৎকর্ম। ~যশা বিণ. অতি কীর্তিমান। ~যাত্রা বি. মহাপ্রয়াণ, মৃত্যু। ~যান বি. বৌদ্ধ সম্প্রদায়বিশেষ; নাগার্জুন নামক বৌদ্ধ শ্রমণ কর্তৃক প্রবর্তিত বৌদ্ধ দর্শন ও তার সমর্থক সম্প্রদায়। ~যোগী (-গিন্) বি. শ্রেষ্ঠ যোগী, (মহাযোগী বিশ্বামিত্র)। ~রজত বি. স্বর্ণ, সোনা। ~রণ বি. 1 বিরাট যুদ্ধ; 2 (আল.) প্রবল বা উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা (কাল শুরু হবে মহারণ)। ~রণ্য বি. অতি বৃহৎ ও ঘন বন, মহাবন। ~রত্ন বি. 1 শ্রেষ্ঠ বা অতি মূল্যবান রত্ন; 2 হীরক পদ্মরাগ নীলকান্ত মরকত ও মুক্তা-এই পাঁচ রত্ন। ~রথ বি. অসাধারণ যুদ্ধকুশল বীর, শ্রেষ্ঠ বীর, মহাবীর। ~রথী (-থিন্) বি. মহারথ -এর অনুরূপ। ~রস বি. 1 খেজুর; 2 আখ; 3 কেশুর; 4 পারদ; 5 অষ্টধাতু; 6 আমানি বা কাঁজি, পান্তাভাতের জল। ~রাজ বি. 1 বড়ো রাজা, অধিরাজ, সম্রাট; 2 (বাং.) সন্ন্যাসীর আখ্যাবিশেষ। [সং. মহান্ + রাজা]। ~রাজ্ঞী বি. (স্ত্রী.) রাজমহিষী, বড়ো রানি। ~রাজা বি. 1 মহারাজা; 2 ভারতের সামন্ত রাজা বা বড়ো জমিদারকে ব্রিটিশ সরকারের দেওয়া খেতাববিশেষ। ~রানি (বর্জি.) (~রানী) বি. (স্ত্রী.) মহারাজ ও মহারাজা -র স্ত্রীলিঙ্গ। ~রাজাধি-রাজ বি. সম্রাট, রাজচক্রবর্তী, বড়ো রাজা। ~রানা, (বর্জি.) ~রাণা বি রাজস্থানের বিশেষত উদয়পুরের শাসক উপাধি। ~রাষ্ট্র বি. বর্তমান ভারতের অঙ্গরাজ্যবিশেষ; মারাঠা প্রদেশ। ~রাষ্ট্রী বি. 1 মহারাষ্ট্রের ভাষা; 2 প্রাকৃত ভাষাবিশেষ; 3 মহারাষ্ট্রের অধিবাসী, মারাঠি। ~রাষ্ট্রীয় বিণ. 1 মহারাষ্ট্র-সংক্রান্ত; 3 মহারাষ্ট্রে জাত বা উৎপন্ন। ~রুদ্র বি. মহাদেব বা শিবের প্রলয়মূর্তি। ~রোগ বি. ষক্ষা কুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি। ~রৌরব বি. মহাপাপীদের শান্তির জন্য নির্দিষ্ট নরকের সর্বাধিক যন্ত্রনাময় অংশ। ~র্ঘ, ~র্থ বিণ. অত্যন্ত দামি, দুর্মূল্য। বি. মহার্ঘতা। মহার্ঘ ভাতা বি. দূর্মূল্যভাতা dearness alloweance ~র্ণব বি. মহাসাগর। ~লয়া বি. হিন্দুদের পিতৃতর্পণের জন্য নির্দিষ্ট শারদীয় দুর্গাপূজার অব্যবহিত পূর্ববতী অমাবস্যাতিথি। ~শক্তি বি. আদ্যাশক্তি, দুর্গাদেবী। ☐ বিণ. অতি পরাক্রান্ত। ~শঙ্খ বি. 1 মড়ার মাথার খুলি; 2 মানুষের হাড়; 3 বৃহৎ শঙ্খ। বিণ. বি. দশ লক্ষ কোটি সংখ্যা। ~শয় বিণ. উদারচেতা, মহান (তিনি অতি মহাশয় ব্যক্তি)। ☐ বি শ্রদ্ধা সম্ভ্রম বা ভদ্রতাসূচক সম্বোধনবিশেষ। স্ত্রী. মহাশয়া। ~শূন্য বি. 1 অনন্ত আকাশ বা নভস্তল; 2 (বিজ্ঞা.) সৌর আকাশের বহির্ভূত বহুকোটি নক্ষত্রযুক্ত আকাশ। ~শ্বেতা বি. সরস্বতীদেবী। ~শ্মশান বি. 1 লোকালয় থেকে দূরে অবস্থিত বিশাল শ্মশান; 2 বারাণসী, কাশী। ~ষ্টমী বি. শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথি। ~সংকট বি. ঘোর বিপদ। ~সত্ত্ব বি. অতিকার জীব। ☐বিণ. 1 মহাবলশালী; 2 সদাশয়, উদারচেতা। ~সভা বি. 1 বিরাট বা ব্যাপক সভা অথবা সংঘ; 2 রাষ্ট্রের ব্যবস্থাপক সভা। ~সমারোহ বি. বিরাট বা ব্যাপক জাঁকজমক ও আ়ড়ম্বর (মহাসমারোহ দিনটি উদ্যাপিত হল)। ~সমুদ্র, ~সাগর, ~সিন্ধু বি. পৃথিবীর জলভাগ প্রধান বিভাগ, বৃহৎ সমুদ্র। ~সুখ বি. 1 পরম ও গভীর সুখ; 2 দুর্ভাবনা ও দুশ্চিন্তাহীন শান্তি (তোমরা মহাসুখে আছ, আমার কষ্ট বুঝতে না)। ~স্থবির বি. 1 প্রবীণ ও সংঘমধ্যে সর্ববন্দিত বৌদ্ধ সন্নাসীবিশেষ; 2 অতি প্রবীণ অভিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তি।