মলা definitions

Bangla-Tangla Dictionary
মলা – to twist an ear or nose [example: সাধ যায় না চাঁছা গালে একটা থাপড় দিয়ে কানটা মলে দিতে?]
Samsad Bengali-English Dictionary
মলা2 [ malā2 ] v to trample; to rub; to scrub; to thresh; to thrash.
Samsad Bangla Abhidhan
মলা1 [ malā1 ] (কাব্যে ও আঞ্চ.)বি. 1 মল, ময়লা; 2 মালিন্য (মনের মলা) [সং. মল + বাং. অ]। মলা2 [ malā2 ] ক্রি. বি. মর্দন করা, ডলা; পীড়ন করা (কান মলা, গোরুর লেজ মলা)। ☐ বিণ. উক্ত অর্থে [সং. √ মল্ (=ধারণ) + বাং. আ]। ~ বি. মর্দনের কাজ, ডলন (ডলাইমলাই)। ~নো ক্রি. বি. মর্দন বা পিষ্ট করানো, ডলাইমলাই করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

Processing time: 0.46 s