মর্যাদা definitions

Bangla-Tangla Dictionary
মর্যাদা – dignity, respect, prestige
Samsad Bengali-English Dictionary
মর্যাদা [ maryādā ] n dignity, honour; prestige; respect, preferential treatment, cordial reception (অতিথির মর্যাদা); good name, reputation; recognition, place or position (গুণীজনের মর্যাদা); decorum, grace (মর্যাদাপূর্ণ আচরণ); ceremonial form or etiquette (স্ব স্ব মর্যাদানুসারে দরবারে উপবেশন); status (প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের মর্যাদা); a (complimentary) fee or tribute (কুলিনের মর্যাদা); value, worth, importance (প্রতিশ্রুতির মর্যাদা). মর্যাদা দেওয়া v. to attach importance to; to recognize the worth of; to receive or treat cordially; to pay heed to; to obey (আইনকে মর্যাদা দেওয়া); to pay respect to; to give the status of. মর্যাদা নষ্ট করা v. to defame; to attaint; to disgrace; to dishonour; to impair the dignity or prestige or importance of; to cheapen. ~পূর্ণ a. dignified; conforming to the rules of decorum; decent, graceful; respectful. ~শালী a. dignified; having importance, respectable. ~হানি n. defamation: attaint; disgrace; dishonour; indignity; loss of dignity or prestige; loss of importance. মর্যাদাহানি করা same as মর্যাদা নষ্ট করা । ~হানিকর a. damaging, defamatory; humiliating.
Samsad Bangla Abhidhan
মর্যাদা [ maryādā ] বি. 1 গৌরব গরিমা (বংশমর্যাদা); 2 সম্মান, সম্ভ্রম, খাতির (অকারণেই লোকে তাকে মর্যাদা দেয়, মর্যাদাহানি); 3 ন্যায়সংগত ও শালীনতাসম্মত নিয়ম (মর্যাদাপূর্ণ আচরণ); 4 মূল্য, দক্ষিণা, পণ (কুলীনভোজনের মর্যাদা); 5 সীমা (মর্যাদা-লঙ্ঘন); 6 সেলামি, নজর বা নজরানা (জমিদারের মর্যাদা) [সং. মর্যা (সীমাসূচক) + √ দা + অ + আ]। ~বান. বিণ. সম্মানবিশিষ্ট, সম্মানিত। ~হানি বি. গৌরবহানি; সম্মানহানি, অসম্মান (আপনার মর্যাদাহানি হতে পারে এমন কাজ করব না)।

Processing time: 0.4 s