মরণ definitions

Bangla-Tangla Dictionary
মরণ – death
Samsad Bengali-English Dictionary
মরণ [ maraṇa ] n death; decease; demise. মরণ আর কী it's death indeed; an expression of shame or mild rebuke; (cp.) hell. ~কামড় n. the last and severest bite of a creature struggling against death; a dying person's last and most desperate attempt. ~কাল n. the time of death, dying moments. মরণকালে হরিনাম (fig.) fruitless repentance for one's wickedness when one is dying, (cp.) death-bed repentance; (fig.) futile effort at the eleventh hour when almost all is lost. ~দশা n. the last stage; the last gasp; utter ruin. ☐ int. same as মরণ আর কী । মরণদশায় ধরা v. to be in the state of ruining oneself; seized with a passion that would ruin oneself. মরণবাড় বাড়া v. to be come excessively vainglorious or haughty only to bring about one's fall. ~শীল a. mortal. ~শীলতা n. mortality. ~হীন a. deathless, immortal. মরনাপন্ন a. in the clutches of death, dying; moribund. fem. মরণাপন্না । মরণাপন্নতা n. the dying condition; the last gasp; the last stage. মরণাশৌচ n. personal impurity caused by the death of a relative. মরণোন্মুখ a. about to die, at death's door, dying, moribund.
Samsad Bangla Abhidhan
মরণ [ maraṇa ] বি. মৃত্যু, জীবনের অবসান (মরণদশা, জনমে-মরণে)। [সং. √ মৃ + অন]। মরণ আর কি লজ্জা, সস্নেহ তিরস্কার প্রভৃতিসূচক উক্তিবিশেষ (আমি ওখানে যাব? মরণ আর কি !) ~কামড় বি. নিজের মৃত্যু বা চরম বিপর্যয় সন্নিকট বুঝে প্রতিহিংসা গ্রহণের জন্য শেষ ও কঠিনতম প্রত্যাঘাত। ~দশা বি মৃত্যুর তুল্য অবস্থা। ~ধর্মা, ~ধর্মী বিণ যার সর্বনাশ অবশ্যম্ভাবী। ~পণ বিণ. মৃত্যু না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে এমন প্রতিজ্ঞাযুক্ত (মরণপণ সংগ্রাম)। ~পাখা বি. 1 পিঁপড়ে প্রভৃতি পতঙ্গের আগুনে পুড়ে মৃত্যুর আগে যে পাখা গজায়; 2 (আল.) সর্বনাশকর দম্ভ যা শক্তিমত্ততা। ~বাড় বি. যে ভীষণ দর্প বা অতিশয্য পতনের কারণ হয়। ~শীল বিণ. নশ্বর। বি. ~শীলতামরণাপন্ন, মরণোন্মুখ বিণ. মূমূর্ষু। মরণাশৌচ বি. জ্ঞাতির মৃত্যুহেতু অশৌচ। মরণোত্তর বিণ. মৃত্যুর পরবর্তী (মরণোত্তর সম্মান)। তু. ইং posthumous

Processing time: 0.42 s