মন্ত্রী definitions

Bangla-Tangla Dictionary
মন্ত্রী – minister
Samsad Bengali-English Dictionary
মন্ত্রী [ mantrī ] n a counsellor of state, a minister, a cabinet-member; an advisor, a counsellor; (dero.) an instigator. উপমন্ত্রী n. a deputy minister. প্রধানমন্ত্রী n. a prime minister. মুখ্যমন্ত্রী n. a chief minister. রাষ্ট্রমন্ত্রী n. a minister of state.
Samsad Bangla Abhidhan
মন্ত্রিত্ব [ mantritba ] দ্র মন্ত্রী মন্ত্রী [ mantrī ] (-ন্ত্রিন্). বি. 1 রাজার বা রাষ্ট্রপ্রধানের পরামর্শদাতা, অমাত্য (রাজা চন্দ্রগুপ্তের মন্ত্রী); 2 রাষ্ট্রশাসনের বিভাগবিশেষের ভারপ্রাপ্ত অমাত্য (শিক্ষামন্ত্রী)। ☐ বিণ. মন্ত্রণাদাতা। [সং. √ মন্ত্র + ইন্]। মন্ত্রিত্ব বি. মন্ত্রীর পদ বা কাজ। মন্ত্রী-সভা, মন্ত্রী-সভা বি. মন্ত্রীদের নিয়ে গঠিত উচ্চতম স্তরের শাসনসংস্থা। মন্থন [ manhana ] বি. মথিত করা, আলোড়ন (দধিমন্থন, সমুদ্রমন্থন); 2 মওয়া; 3 দলন, বিনষ্ট করা (শত্রুমন্থন)। [সং. √ মন্থ্ + অন]। ~দণ্ড বি. যে দণ্ড বা কাঠি দিয়ে মন্থন করা বা ঘোঁটা হয়। মন্থনী বি. 1 মণ্ডনদণ্ড, মউনি; 2 মন্থনপাত্র। মন্ত্রী (-ন্থিন্) বিণ. মন্থনকারী।

Processing time: 1.22 s