মধুমাসে definitions

Bangla-Tangla Dictionary
locative of মধুমাস: মধুমাস – springtime, season of love and renewal
Samsad Bengali-English Dictionary
locative of মধুমাস: মধু [ madhu ] n honey; anything sweet; sweet juice; nectar; wine; the month of Chaitra (চৈত্র); spring; (fig.) sweetness or charm ('গোকুলে মধু ফুরায়ে গেল'); opportunity of income esp. of extra or illegal income (এ চাকরিতে মধু নেই); money, wealth (কাপ্তানের মধু ফুরিয়ে গেছে). ☐ a. sweet-tasting, delicious; sweet, pleasing; full of honey or sweet juice. ~ n. liquorice. ~কন্ঠ a. sweet voiced. ~কর n. the bee, the black-bee. fem. ~করী । ~কোষ n. a honeycomb; the testicle (of a goat, sheep etc.). ~গন্ধ, ~গন্ধি a. very sweet-scented or sweet smelling. ~চক্র n. a honeycomb, a bee hive. ~চন্দ্র, ~চন্দ্রমা, ~চন্দ্রিকা n. honey moon. ~চন্দ্র যাপন করা v. to honeymoon. ~ n. beeswax. ~নিশি n. the wedding night; a vernal or spring night; a very pleasant night. ~ n. the bee; the black-bee. ~পর্ক n. an oblation of honey, clarified butter, milk, curd and sugar all mixed together. মধুপর্কের বাটি a small bowl or cup or container for the above mixture for oblation; (fig.) any thing small, brittle or tending to flop. ~পায়ী n. the bee; the black-bee. ~পূর্ণ a. full of honey; full of sweet juice; very delicious; very sweet or charming. ~বন n. a pleasant grove in Brindaban. ~বর্ষী a. showering honey; (fig.) very sweet or pleasing. ~ভাষী a. sweet-speaking, honey-tongued. ~মক্ষিকা n. the bee, the black-bee. ~ময় same as মধুপূর্ণ । ~মালতী n. a kind of creeper, (cp.) the honey suckle. ~মাস n. the month of Chaitra (চৈত্র). ~মেহ n. diabetes. ~যামিনী n. a spring night; a very pleasant night; honeymoon. মধুযামিনী যাপন করা v. to honeymoon. ~রস n. sweet juice; sweetness. ~রাতি n. a spring night; a very pleasant night. ~লিট, ~লিহ, ~লেহ n. the bee, the black-bee. ~লুব্ধ, ~লোভী, ~লোলুপ a. avid of or fond of honey or sweet juice. ~স্বর a. sweet-voiced.
Samsad Bangla Abhidhan
locative of মধুমাস: মধু [ madhu ] বি. 1 পুষ্পরস, মৌ (ফুলের মধু, পদ্মমধু); 2 মিষ্ট রস, মিষ্ট পদার্থ; 3 মদ্য, সুরা; 4 চৈত্রমাস (মধুমাস); 5 বসন্তকাল ('কালি মধু যামিনীতে': রবীন্দ্র); 6 (আল.) মাধুর্য ('গোকুলে মধু ফুরায়ে গেল': ন. ভ.); 7 দৈত্যবিশেষ। ☐ বিণ. 1 মধুবৎ মিষ্ট বা স্বাদু; 2 মধুর (মধুকণ্ঠ); 3 মধুপূর্ণ (মধুমালতী)। [সং √ মন্ (=মধ্) + উ]। ~, ~কর, ~, ~পায়ী (-য়িন্), ~ব্রত, ~ভৃৎ, ~মক্ষিকা বি. 1 ভ্রমর; 2 মৌমাছি। ~কণ্ঠ বিণ. মধুর স্বরবিশিষ্ট। ~করী বি. 1 (স্ত্রী.) ভ্রমরা; 2 স্ত্রী-মৌমাছি। ~কাল বি বসন্তকাল। ~কোষ, ~ক্রম, ~চক্র, ~চ্ছত্র, ~জালক বি মৌচাক। ~চন্দ্র ~চন্দ্রিকা বি. বিবাহের অব্যবহিত পরে নববিবাহিত দম্পতির প্রমোদভ্রমণ, honeymoon. ~নিশি, ~যামিনী, ~রাতি বি. 1 বসন্তকালের রাত্রি; 2 মনোরম রাত্রি। ~পর্ক বি. ঘি মধু দই দুধ শর্করা মিশিয়ে পুণ্যকর্মে ব্যবহৃত বস্তু। ~বন বি. বৃন্দাবনের বনবিশেষ, মথুরার অন্তর্গত বনবিশেষ। ~বর্ষী (-র্ষিন্) বিণ. মধু বর্ষণকারী; অত্যন্ত মধুর। ~মন্তী বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ। ~ময় বিণ. মধুতে ভরা; মধুমাখা; অতি মধুর। ~মাধব বি. চৈত্র ও বৈশাখ মাস। ~মাধবী বি মদ সুরা। ~মাস বি. চৈত্রমাস। ~লিহ, ~লেহ, ~লেহী বি. ভ্রমর। ~সখ বি. কোকিল। ~স্বর বি. 1 মধুর কণ্ঠস্বর; 2 কোকিল।

Processing time: 0.4 s