মদ definitions

Bangla-Tangla Dictionary
মদ – liquor
Samsad Bengali-English Dictionary
মদ [ mada ] n vanity, pride; arrogance; intoxication; frenzy; infatuation; great joy or elation; musk; wine; intoxicating juice (মহুয়ার মদ); a watery exudation from the cheeks, temple etc. of an elephant in rut. মদ খাওয়া v. to drink wine, to drink. ~খোর a. addicted to drinking wine. মদখোর লোক a drunkard. ~গর্ব n. insane vanity or pride or arrogance. ~গর্বিত, ~গর্বী a. mad with vanity or pride or arrogance. fem. ~গর্বিতা । ~মত্ত a. raving on account of being drunk; mad with vanity; (of an elephant) in rut. fem. ~মত্তা । মদমত্ত হাতি an elephant in rut; a must elephant.
Samsad Bangla Abhidhan
মদ [ mada ] বি. 1 ষড়্রিপুর অন্যতম, নিজের উপর অলীক শ্রেষ্ঠত্বের আরোপ; 2 অহংকার, দম্ভ (ধনমদে মত্ত); 3 আনন্দজনিত মত্ততার আবেশ (মদবিহ্বল); 4 কস্তুরী (মৃগমদ); 5 মদ্য, সুরা (মদের নেশা); 6 প্রমত্তজনক রস (মহুয়ার মদ); 7 হাতির গণ্ডদেশ থেকে নিঃসৃত স্রাব। [সং √ মদ্ + অ]। ~কল বিণ. মত্ততাজনক কলধ্বনিকারী ('মদকল করী': মধু.) ☐বি. মত্তহস্তী। ~খোর বিণ. মদ্যপ, মদ্যপানকারী। ~গর্ব বি. মত্ততাজনিত অংহকার বা দর্প। ~মত্ত মদোম্মত্ত বিণ. 1 সুরাপানের ফলে মাতালো; 2 দর্পান্ধ, গর্বে উন্মত্ত। স্ত্রী. ~মত্তামদমত্ত হাতি গণ্ডদেশ বেয়ে রস নিঃসরণের জন্য উত্তেজিত হাতি। মদাত্যয় বি. মদ্যপানজনিত রোগবিশেষ। মদান্ধ বিণ. মত্ততা বা গর্বহেতু হিতাহিত জ্ঞানশূন্য। মদালস বিণ. মদ্যমানের ফলে বা আবেশের জন্য বিহ্বল। স্ত্রী. মদালসা। মদো বিণ. 1 মদের মতো (মদো গন্ধ); 2 মদখোর। মদোৎ-কট বি. মদস্রাবের জন্য উত্তেজিত হাতি। ☐ বিণ. গর্বান্ধ দাম্ভিক। মদোদ্ধত বিণ. অতিদর্পহেতু উগ্রস্বভাব (মদোদ্ধাত রাজা)। মদো, মদোৎকট, মদোদ্ধত, মদোন্মত্ত [ madō, madōtkaṭa, madōddhata, madōnmatta ] দ্র মদ

Processing time: 0.45 s