মজুত definitions

Bangla-Tangla Dictionary
মজুত – hoarded, stored
Samsad Bengali-English Dictionary
মজুদ, মজুত [ majuda, majuta ] a stored up; hoarded; re served; in reserve for future use, re serve; still existing (আমার শক্তি এখনও মজুদ); ready to hand, at beck and call (হুকুম তামিলের জন্য মজুত আছি). মজুদ তহবিল reserve fund; reserve capital. ~দার n. a hoarder. ~দারি n. hoarding.
Samsad Bangla Abhidhan
মজুত, মজুদ [ majuta, majuda ] বিণ. 1 সঞ্চিত, বা জমা করা হয়েছে এমন (মজুত চাল); 2 বর্তমান, হাজির, উপস্থিত (আপনার সেবায় এই বান্দা সর্বদাই মজুত)। [আ. মৌজুদ্]। মজুদ তহবিল ভবিষ্যৎ প্রয়োজনের জন্য পৃথক করে রাখা অর্থাদি। ~দার বি. যে ব্যবসায়ী দ্রব্যাদি (সচ. অন্যায়ভাবে) মজুত করে রাখে। ~দারি বি. (সচ. অন্যয়ভাবে) মজুত করা।

Processing time: 0.4 s