মঙ্গলদায়ক definitions

Bangla-Tangla Dictionary
মঙ্গলদায়ক – beneficial, auspicious [derivation: মঙ্গল + দায়ক]
Samsad Bengali-English Dictionary
মঙ্গল [ maṅgala ] n well-being, weal, welfare, good, benefit; the Mars; Tuesday; a kind of Bengali epic poems about popular deities (usu. মঙ্গলকাব্য). মঙ্গল করা v. to do good to. ~কর a. auspicious, propitious; doing good. ~কামনা n. good wishes. ~কামী a. well-wishing. মঙ্গলকামী ব্যক্তি a well-wisher. ~কারী a. & n. one who does good to others. fem. ~কারিণী । ~গীত n. a song narrating the glory of a deity. ~গ্রহ n. the Mars. ~ঘট n. a consecrated pitcher placed in a house to win divine favour. ~চন্ডী n. a manifestation of God dess Durga (দুর্গা). ~জনক, ~দায়ক same as ~কর । fem. ~দায়িকা । ~বার n. Tuesday. ~ময় a. benign, benignant, gracious, doing good, auspicious. ☐ n. God. fem. ~ময়ী । ~সংবাদ, ~সমাচার n. news of well being; good news; (Christ.) gospel. ~সূত্র n. a sacred or consecrated thread or string worn on the neck by woman. মঙ্গলা n. Goddess Durga (দুর্গা). মঙ্গলাকর n. a mine of good. মঙ্গলাকাঙ্ক্ষা same as ~কামনা । মঙ্গলাকাঙ্ক্ষী same as ~কামী । fem. মঙ্গলাকাঙ্ক্ষিণী । মঙ্গলাচারণ, মঙ্গলাচার n. a prayer, to obtain divine benison on the eve of commencing work or in the beginning of a drama, poem etc.; any rite performed for the welfare of the votary. মঙ্গলামঙ্গল n. good and evil, weal and woe. মঙ্গলারতি n. the ceremonial waving of lights before an idol. মঙ্গলার্থে adv. for the good or welfare of. মঙ্গল্য var. of মাঙ্গলিক ।
Samsad Bangla Abhidhan
মঙ্গল [ maṅgala ] বি. 1 শুভ, কল্যাণ, হিত (মঙ্গলময়, মঙ্গল হোক); 2 (জ্যোতিষ.) সূর্যকে প্রদক্ষিণকারী গ্রহবিশেষ, ভৌমগ্রহ (মঙ্গলের সূর্যপ্রদক্ষিণ); 3 সপ্তাহের বারবিশেষ; 4 (বাং.) লৌকিক দেবতাদের কাহিনি ও মাহাত্ম্যবিষয়ক কাব্যবিশেষ (মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল)। ☐ বিণ. শুভদায়ক, হিতকর (মঙ্গালাচার মঙ্গলমুহূর্ত)। [সং √ মঙ্গি + অল]। ~কাব্য বি বাংলার লৌকিক দেবদেবীর মাহাত্ম্যবিষয়ক কাব্য। ~কামনা বি. শুভকামনা, শুভেচ্ছা। ~কামী (-মিন্), মঙ্গলাকাঙ্ক্ষী (-ঙিক্ষন্) বিণ. শুভকামনা করে এমন। ~ঘট বি. মঙ্গল-কামনায় স্থাপিত ডাব আম্রপল্লব প্রভৃতিতে শোভিত জলপূর্ণ ঘট বা কলসি। ~চণ্ডী বি দুর্গা। ~দায়ক বিণ. কল্যাণকর, শুভকর। স্ত্রী. ~দায়িকা। ~ময় বিণ. সর্বমঙ্গলের আধারস্বরূপ বা উৎসস্বরূপ; মঙ্গলজনক। স্ত্রী. ~ময়ী। ~সমাচার, ~বার্তা বি. সুসংবাদ, কুশলসংবাদ। ~সূত্র বি. 1 (সচ.) সধবা হিন্দুরমণী যে কণ্ঠহার পরে; 2 সোনা বা রূপোর সরু সুতোয় গাঁথা পুঁতির হার বা মালাবিশেষ। মঙ্গলা বিণ. (স্ত্রী.) শুভদায়িনী। ☐ বি (স্ত্রী.) দুর্গা। মঙ্গলাচার, মঙ্গ লাচরণ বি. 1 কর্মের আরম্ভে নির্বিঘ্নে সমাপ্তির উদ্দেশ্যে অনুষ্ঠানবিশেষ; 2 মঙ্গলজনক অনুষ্ঠান। মঙ্গলিতা বি. শুভ অনুষ্ঠান। মঙ্গলোৎ-সব বি. শুভ অনুষ্ঠান। মঙ্গল্য বিণ. বি. মাঙ্গলিক, শুভমঙ্গল (মঙ্গল্য স্নান)। স্ত্রী. মঙ্গল্যা

Processing time: 0.44 s