Off by 4 letters:
ভাসে definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of ভাসা: ভাসা – to float
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present simple tense of ভাসা: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present simple tense of ভাসা: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।
Off by 5 letters:
ক্লাস definitions

Bangla-Tangla Dictionary
ক্লাস – class [English]
Samsad Bengali-English Dictionary
ক্লাস [ klāsa ] n a class. ক্লাসে ওঠা v. to move to or to be promoted to a higher class. ক্লাসে তোলা v. to promote to a higher class.
Samsad Bangla Abhidhan
ক্লাস [ klāsa ] বি. 1 শ্রেণি, বিভাগ; 2 বিদ্যালয়াদির পাঠশ্রেণি (কোন ক্লাসে পড়)। [ইং. class]। ক্লাস-ঘর বি. বিদ্যালয়ে এক-একটি শ্রেণির জন্য নির্দিষ্ট কক্ষ।
গ্লাস definitions

Samsad Bengali-English Dictionary
গ্লাস [ glāsa ] n a tumbler, a glass.
দাসের definitions

Samsad Bangla Abhidhan
দাস [ dāsa ] বি. 1 ভৃত্য, চাকর; 2 ক্রীতদাস (দাস ব্যবসায়); 3 জেলে, কৈবর্ত, দাশ; 4 শূদ্র; 5 অনার্য জাতি; 6 অধীন বা অনুগত ব্যক্তি (দাসানুদাস, অবস্থার দাস)। [সং. √দাস্ + অ]। বি. স্ত্রী. দাসী। ~খত বি. দাসত্ব বা ক্রীতদাসত্ব স্বীকারের দলিল। ~ত্ব বি. ভৃত্যের কাজ; পরাধীনতা। ~প্রথা, ~ত্ব-প্রথা বি. ক্রীতদাস-ক্রীতদাসী রাখার প্রথা। ~ব্যবসায়, ~ব্যাবসা বি. নরনারীকে আজীবন ও বংশানুক্রমে ক্রীতদাসরূপে ক্রয়-বিক্রয়। ~মনোভাব বি. দাসসুলভ পরনির্ভরতা ও আত্মসম্মানবোধের অভাব। দাসানু-দাস বি. গোলামের গোলাম অর্থাৎ একান্ত অনুগত ব্যক্তি। দাসেয় বি. দাসীর গর্ভজাত প্রভুপুত্র। দাসের, দাসেরক বি. দাসীপুত্র।
প্লাস definitions

Samsad Bengali-English Dictionary
প্লাস1 [ plāsa1 ] n (math.) plus, the plus sign. প্লাস2 [ plāsa2 ] n pliers.
Samsad Bangla Abhidhan
প্লাস1 [ plāsa1 ] বি. (গণি.) যোগচিহ্ন। [ইং. plus]।
ভার definitions

Bangla-Tangla Dictionary
ভার – burden, load, (মুখ + ~ + করা = to lower one's face in a huff), difficult (preceded by a verb), (+ নেওয়া = to take on a task)
Samsad Bengali-English Dictionary
ভার [ bhāra ] n gravity, heaviness, weight; load, burden, pressure (ঋণভার); responsibility, encumbrance (সংসারভার) charge, trust (কর্মভার); collection, a heap, clump (কেশভার); a bamboo pole borne on one'e shoulders for carrying loads hanging from its either extremities (ভারে-ভারে দই); a weight put on a scalepan to bring it into equipoise with the other scalepan. ☐ a. heavy, weighty, burdensome, unbearable, in tolerable, burdensome, unbearable, in tolerably miserable (জীবন ভার হওয়া); difficult (দেখা পাওয়া ভার); indisposed, feeling sick (দেহ ভার ঠেকা); affected with huff, sulky (মন ভার). ভার করা v. to darken with huff or to sulk (মুখ ভার করা); to become indisposed or sick. ভার চাপানো, ভার দেওয়া v. to load: to burden; to put a weight (as on a scalepan); to encumber; to entrust (one) with the charge of. ভার নেওয়া v. to carry burden or weight; to be loaded; to undertake a charge. ভার বওয়া v. to carry burden or weight; to shoulder a charge. ~কেন্দ্র n. (mech.) the cen tre of gravity. ~গ্রস্ত a. burdened, encumbered. ~বাহ, ~বাহক, ~বাহী a. carrying load or weight. ভারবাহী ঘোড়া a pack-horse, a draught horse, a sumpter, ভারবাহী পশু a pack-animal, a beast of burden, a draught animal. ~মধ্যে, ~মধ্যবিন্দু same as ~কেন্দ্র । ~শঙ্কু n. ale ver. ~সহ a. capable of bearing or with standing load or pressure. ~সাম্য n. (chiefly pol.) balance of power; equilibrium. ~হীন a. not heavy, light; not loaded; unburdened; unencumbered; having no charge; weightless (on account of absence of gravity)
Samsad Bangla Abhidhan
ভার [ bhāra ] বি. 1 ওজন (লঘুভার); 2 বোঝা, মোট (ভারবাহী); 3 চাপ, উদ্বেগ (দুঃখের ভার, ঋণে ভার); 4 দায়িত্ব (কাজের ভার); 5 রাশি, সমূহ (কেশভার); 6 বোঝা বহনের জন্য ব্যবহৃত লাঠিবিশেষ, বাঁক (ভার কাঁধে দইওয়ালা)। ☐ বিণ. 1 ভারী, অধিক ওজনবিশিষ্ট (বড়ো ভার এটার); 2 বোঝাস্বরূপ (সংসারের ভার হয়ে থাকা); 3 গম্ভীর, অপ্রসন্ন (মুখ ভার করা); 4 অসুস্থ (পেট ভার); 5 দুষ্কর (চেনা ভার); 6 দুঃখে বা অভিমানে বিষাদগ্রস্ত (মুখ ভার)। [সং. √ ভৃ + অ]। ~কেন্দ্র বি. গুরুত্বের বা ভারের ব্যাপ্তির মধ্যবিন্দু। ~প্রাপ্ত বিণ. দায়িত্ব পেয়েছে এমন, দায়িত্বযুক্ত (ভারপ্রাপ্ত অফিসার)। ~বাহ, ~বাহক, ~বাহী (-হিন্) বিণ. ওজন বা বোঝা বহন করে এমন (ভারবাহী পশু)। ~যষ্টি বি. বাঁক। ~সহ বিণ. ওজন বা ভার সহ্য করতে পারে এমন। ~সাম্য বি. 1 বিভিন্ন দিকের ওজনের সমতা; 2 মানসিক স্থৈর্য বা অবিচলতা; 3 দুই পক্ষের শক্তির সমতা, balance of power. ~হীন বিণ. হালকা। ভারাক্রান্ত বিণ. 1 ভারের আধিক্যযুক্ত (অশ্রুভারাক্রান্ত নয়ন); 2 চিন্তাক্লিষ্ট বা দুঃখক্লিষ্ট (ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে বিদায় জানালাম)। ভারার্পণ বি. দায়িত্ব দেওয়া। ভারপ্রাপ্ত, ভারবাহ, ভারবাহী [ bhāraprāpta, bhārabāha, bhārabāhī ] দ্র ভার ভারাক্রান্ত [ bhārākrānta ] দ্র ভার ভারার্পণ [ bhārārpaṇa ] দ্র ভার
ভালবাসে definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of ভালবাসা: ভালবাসা – to love, love
ভাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of ভাসা: ভাসা – to float
Samsad Bengali-English Dictionary
ভাস1 [ bhāsa1 ] n the vulture; the cock. ভাস2 [ bhāsa2 ] n glow, radiance, tinge. ভাস3 [ bhāsa3 ] n a Sanskrit playwright of ancient India. 2nd person ordinary present simple tense of ভাসা: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow.
Samsad Bangla Abhidhan
ভাস [ bhāsa ] বি. দীপ্তি, উজ্জ্বলতা, আভা; 2 শোভা, সৌন্দর্য; 3 শকুন; 4 কুক্কুট পাখি; 5 প্রাচীন সংস্কৃত নাট্যকারবিশেষ। [সং. √ ভাস্ + অ]। 2nd person ordinary present simple tense of ভাসা: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।
ভাসছে definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present continuous tense of ভাসা: ভাসা – to float
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present continuous tense of ভাসা: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present continuous tense of ভাসা: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।
ভাসতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of ভাসা: ভাসা – to float
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of ভাসা: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow.
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of ভাসা: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।
ভাসবে definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future tense and future imperative of ভাসা: ভাসা – to float

3rd person ordinary future tense of ভাসা:
ভাসা – to float

Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future tense and future imperative of ভাসা: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow. 3rd person ordinary future tense of ভাসা: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future tense and future imperative of ভাসা: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)। 3rd person ordinary future tense of ভাসা: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।
ভাসলে definitions

Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of ভাসা: ভাসা – to float
Samsad Bengali-English Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of ভাসা: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow.
Samsad Bangla Abhidhan
conditional participle and 2nd person ordinary past simple tense of ভাসা: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।
ভাসেন definitions

Bangla-Tangla Dictionary
2nd/3rd person respectful present simple tense of ভাসা: ভাসা – to float
Samsad Bengali-English Dictionary
2nd/3rd person respectful present simple tense of ভাসা: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow.
Samsad Bangla Abhidhan
2nd/3rd person respectful present simple tense of ভাসা: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।
ভুলাস definitions

Bangla-Tangla Dictionary
shadhu 2nd person intimate future imperative tense of ভোলানো: ভোলানো – to distract

shadhu 2nd person intimate present simple tense of ভোলানো:
ভোলানো – to distract

Samsad Bangla Abhidhan
shadhu 2nd person intimate future imperative tense of ভোলানো: ভুলানো, ভোলানো [ bhulānō, bhōlānō ] ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো ('আমার নয়ন ভুলানো এলে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। ☐ বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)। shadhu 2nd person intimate future imperative tense of ভোলানো: ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ~নাথ বি. শিব। ~নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)। shadhu 2nd person intimate present simple tense of ভোলানো: ভুলানো, ভোলানো [ bhulānō, bhōlānō ] ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো ('আমার নয়ন ভুলানো এলে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। ☐ বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)। shadhu 2nd person intimate present simple tense of ভোলানো: ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ~নাথ বি. শিব। ~নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)।
ভোলাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of ভোলানো: ভোলানো – to distract

2nd person intimate present simple tense of ভোলানো:
ভোলানো – to distract

Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of ভোলানো: ভুলানো, ভোলানো [ bhulānō, bhōlānō ] ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো ('আমার নয়ন ভুলানো এলে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। ☐ বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)। 2nd person intimate future imperative tense of ভোলানো: ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ~নাথ বি. শিব। ~নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)। 2nd person intimate present simple tense of ভোলানো: ভুলানো, ভোলানো [ bhulānō, bhōlānō ] ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো ('আমার নয়ন ভুলানো এলে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। ☐ বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)। 2nd person intimate present simple tense of ভোলানো: ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ~নাথ বি. শিব। ~নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)।
মাসভর definitions

Samsad Bengali-English Dictionary
মাসভর [ māsabhara ] adv throughout the month.
লাভ definitions

Bangla-Tangla Dictionary
লাভ – profit, benefit
Samsad Bangla Abhidhan
লভা [ labhā ] ক্রি. (কাব্যে) লাভ করা, পাওয়া ('কি ফল লভিনু হায়': মধু.); অন্যান্য ক্রিয়ারূপ-লভিব, লভিয়াছে, লভিল, লভিলাম। [লাভ দ্র]। লাভ [ lābha ] বি. 1 মুলধন বা খরচের অতিরিক্ত আয় (ব্যবসায়ে লাভ), মুনাফা (শতকরা দশ টাকা লাভ); 2 উপস্বত্ব, আয় (দোকান থেকে প্রচুর টাকা লাভ হয়); 3 ক্ষতির বিপরীত, উপকার (এ কাজে লাভ নেই); 4 প্রাপ্তি (বরলাভ, বন্ধুলাভ)। [সং. √ লভ্ + অ]। লাভ করা ক্রি. বি. লাভস্বরূপ পাওয়া; মুনাফা আয় করা; অর্জন করা; পাওয়া। ~জনক বিণ. লাভ হয় এমন, যাতে লাভ হয় (লাভজনক ব্যবসায়)। ~বান বিণ. লাভ করেছে বা মুনাফা রোজগার করেছে এমন। লাভা-লাভ বি. লাভ ও ক্ষতি। লাভালাভ [ lābhālābha ] দ্র লাভ
লাস definitions

Samsad Bengali-English Dictionary
লাস্য, লাস [ lāsya, lāsa ] n a woman's dance; artistic or amorous gestures and postures of women. লাস্যময়ী a. fem. given to dancing; having artistic or amorous gestures and postures.
Samsad Bangla Abhidhan
লাস্য, লাস3 [ lāsya, lāsa3 ] বি. স্ত্রীলোকের নৃত্য বা লীলায়িত ভাবভঙ্গি ('নয়নে তোমার অমর প্রাণের লাস্য': সু. দ.)।[সং. √ লস্ + য, অ]। লাস্য-ময়ী বিণ. (স্ত্রী.) 1 নৃত্যময়ী; 2 লীলায়িত ভাবভঙ্গিযুক্তা।
সের definitions

Samsad Bengali-English Dictionary
সের [ sēra ] n an obsolete Indian measure of weight (¼ মন), a seer. ~কিয়া n. the table of counting by seers. ~কে adv. in each seer; for each seer.
Samsad Bangla Abhidhan
সের [ sēra ] বি. (বর্ত. অপ্র.) ওজনের মাপবিশেষ (1 সের = 1/8 মন =1 কিলোগ্রাম থেকে প্রায় 1 1/2 ছটাক কম)। ~কিয়া বি. (গণি.) সেরের হিসাব-তালিকা। ~কে ক্রি-বিণ. সের-পিছু, প্রতি সেরে। ~সেরা, ~সেরি বিণ. (সংখ্যাবাচক শব্দের পর) সের-পরিমিত (আড়াই-সেরি বাটখারা)।
Off by 6 letters:
অভ্যাস definitions

Bangla-Tangla Dictionary
অভ্যাস – habit
Samsad Bengali-English Dictionary
অভ্যাস [ abhyāsa ] n practice regular study or exercise; habit; accustoming, acclimatization. ~গত a. habitual. অভ্যাসাধীন a. (to be) mastered by constant practice. অভ্যাসী a. & n. one who practises or studies or learns regularly. fem. অভ্যাসিনী ।
Samsad Bangla Abhidhan
অভ্যস্ত [ abhyasta ] দ্র অভ্যাস। অভ্যাস [ abhyāsa ] বি. 1 সুষ্ঠুভাবে শিক্ষা করার জন্য বারংবার এবং ক্রমাগত চর্চা; 2 ক্রমাগত আচরণের ফলে প্রাপ্ত স্বভাব, যে আচরণ স্বভাবে পরিণত হয়। [সং. অভি + √ অস্ + অ]। অভ্যস্ত বিণ. অভ্যাসের দ্বারা আয়ত্ত, বারবার করা হয় এমন, অভ্যাস আছে এমন (অভ্যস্ত বিদ্যা, অভ্যস্ত জীবন)। অভ্যাসী (-সিন্) বিণ. অভ্যাসকারী, বারংবার আচরণকরী। অভ্যাসিত বিণ. অভ্যস্ত, স্বভাবে পরিণত, অভ্যাসের দ্বারা রপ্ত বা আয়ত্ত।

Processing time: 0.77 s