Off by 3 letters:
ক্লাস definitions

Bangla-Tangla Dictionary
ক্লাস – class [English]
Samsad Bengali-English Dictionary
ক্লাস [ klāsa ] n a class. ক্লাসে ওঠা v. to move to or to be promoted to a higher class. ক্লাসে তোলা v. to promote to a higher class.
Samsad Bangla Abhidhan
ক্লাস [ klāsa ] বি. 1 শ্রেণি, বিভাগ; 2 বিদ্যালয়াদির পাঠশ্রেণি (কোন ক্লাসে পড়)। [ইং. class]। ক্লাস-ঘর বি. বিদ্যালয়ে এক-একটি শ্রেণির জন্য নির্দিষ্ট কক্ষ।
গ্লাস definitions

Samsad Bengali-English Dictionary
গ্লাস [ glāsa ] n a tumbler, a glass.
প্লাস definitions

Samsad Bengali-English Dictionary
প্লাস1 [ plāsa1 ] n (math.) plus, the plus sign. প্লাস2 [ plāsa2 ] n pliers.
Samsad Bangla Abhidhan
প্লাস1 [ plāsa1 ] বি. (গণি.) যোগচিহ্ন। [ইং. plus]।
ভাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of ভাসা: ভাসা – to float
Samsad Bengali-English Dictionary
ভাস1 [ bhāsa1 ] n the vulture; the cock. ভাস2 [ bhāsa2 ] n glow, radiance, tinge. ভাস3 [ bhāsa3 ] n a Sanskrit playwright of ancient India. 2nd person ordinary present simple tense of ভাসা: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow.
Samsad Bangla Abhidhan
ভাস [ bhāsa ] বি. দীপ্তি, উজ্জ্বলতা, আভা; 2 শোভা, সৌন্দর্য; 3 শকুন; 4 কুক্কুট পাখি; 5 প্রাচীন সংস্কৃত নাট্যকারবিশেষ। [সং. √ ভাস্ + অ]। 2nd person ordinary present simple tense of ভাসা: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।
ভুলাস definitions

Bangla-Tangla Dictionary
shadhu 2nd person intimate future imperative tense of ভোলানো: ভোলানো – to distract

shadhu 2nd person intimate present simple tense of ভোলানো:
ভোলানো – to distract

Samsad Bangla Abhidhan
shadhu 2nd person intimate future imperative tense of ভোলানো: ভুলানো, ভোলানো [ bhulānō, bhōlānō ] ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো ('আমার নয়ন ভুলানো এলে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। ☐ বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)। shadhu 2nd person intimate future imperative tense of ভোলানো: ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ~নাথ বি. শিব। ~নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)। shadhu 2nd person intimate present simple tense of ভোলানো: ভুলানো, ভোলানো [ bhulānō, bhōlānō ] ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো ('আমার নয়ন ভুলানো এলে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। ☐ বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)। shadhu 2nd person intimate present simple tense of ভোলানো: ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ~নাথ বি. শিব। ~নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)।
ভোলাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of ভোলানো: ভোলানো – to distract

2nd person intimate present simple tense of ভোলানো:
ভোলানো – to distract

Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of ভোলানো: ভুলানো, ভোলানো [ bhulānō, bhōlānō ] ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো ('আমার নয়ন ভুলানো এলে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। ☐ বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)। 2nd person intimate future imperative tense of ভোলানো: ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ~নাথ বি. শিব। ~নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)। 2nd person intimate present simple tense of ভোলানো: ভুলানো, ভোলানো [ bhulānō, bhōlānō ] ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো ('আমার নয়ন ভুলানো এলে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। ☐ বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)। 2nd person intimate present simple tense of ভোলানো: ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ~নাথ বি. শিব। ~নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)।
লাভ definitions

Bangla-Tangla Dictionary
লাভ – profit, benefit
Samsad Bangla Abhidhan
লভা [ labhā ] ক্রি. (কাব্যে) লাভ করা, পাওয়া ('কি ফল লভিনু হায়': মধু.); অন্যান্য ক্রিয়ারূপ-লভিব, লভিয়াছে, লভিল, লভিলাম। [লাভ দ্র]। লাভ [ lābha ] বি. 1 মুলধন বা খরচের অতিরিক্ত আয় (ব্যবসায়ে লাভ), মুনাফা (শতকরা দশ টাকা লাভ); 2 উপস্বত্ব, আয় (দোকান থেকে প্রচুর টাকা লাভ হয়); 3 ক্ষতির বিপরীত, উপকার (এ কাজে লাভ নেই); 4 প্রাপ্তি (বরলাভ, বন্ধুলাভ)। [সং. √ লভ্ + অ]। লাভ করা ক্রি. বি. লাভস্বরূপ পাওয়া; মুনাফা আয় করা; অর্জন করা; পাওয়া। ~জনক বিণ. লাভ হয় এমন, যাতে লাভ হয় (লাভজনক ব্যবসায়)। ~বান বিণ. লাভ করেছে বা মুনাফা রোজগার করেছে এমন। লাভা-লাভ বি. লাভ ও ক্ষতি। লাভালাভ [ lābhālābha ] দ্র লাভ
লাস definitions

Samsad Bengali-English Dictionary
লাস্য, লাস [ lāsya, lāsa ] n a woman's dance; artistic or amorous gestures and postures of women. লাস্যময়ী a. fem. given to dancing; having artistic or amorous gestures and postures.
Samsad Bangla Abhidhan
লাস্য, লাস3 [ lāsya, lāsa3 ] বি. স্ত্রীলোকের নৃত্য বা লীলায়িত ভাবভঙ্গি ('নয়নে তোমার অমর প্রাণের লাস্য': সু. দ.)।[সং. √ লস্ + য, অ]। লাস্য-ময়ী বিণ. (স্ত্রী.) 1 নৃত্যময়ী; 2 লীলায়িত ভাবভঙ্গিযুক্তা।
Off by 4 letters:
অভ্যাস definitions

Bangla-Tangla Dictionary
অভ্যাস – habit
Samsad Bengali-English Dictionary
অভ্যাস [ abhyāsa ] n practice regular study or exercise; habit; accustoming, acclimatization. ~গত a. habitual. অভ্যাসাধীন a. (to be) mastered by constant practice. অভ্যাসী a. & n. one who practises or studies or learns regularly. fem. অভ্যাসিনী ।
Samsad Bangla Abhidhan
অভ্যস্ত [ abhyasta ] দ্র অভ্যাস। অভ্যাস [ abhyāsa ] বি. 1 সুষ্ঠুভাবে শিক্ষা করার জন্য বারংবার এবং ক্রমাগত চর্চা; 2 ক্রমাগত আচরণের ফলে প্রাপ্ত স্বভাব, যে আচরণ স্বভাবে পরিণত হয়। [সং. অভি + √ অস্ + অ]। অভ্যস্ত বিণ. অভ্যাসের দ্বারা আয়ত্ত, বারবার করা হয় এমন, অভ্যাস আছে এমন (অভ্যস্ত বিদ্যা, অভ্যস্ত জীবন)। অভ্যাসী (-সিন্) বিণ. অভ্যাসকারী, বারংবার আচরণকরী। অভ্যাসিত বিণ. অভ্যস্ত, স্বভাবে পরিণত, অভ্যাসের দ্বারা রপ্ত বা আয়ত্ত।
অলাভ definitions

Samsad Bengali-English Dictionary
অলাভ [ alābha ] n absence of profit or gain; loss. ~জনক a. unprofitable; profitless.
Samsad Bangla Abhidhan
অলাভ [ alābha ] বি. লাভের অভাব, লাভহীনতা; লোকসান; ক্ষতি (লাভ-অলাভ ভেবে কী লাভ)। [সং. ন + লাভ]।
আভাস definitions

Samsad Bengali-English Dictionary
আভাস [ ābhāsa ] n faint or indistinct presence ('আভাসে দাও দেখা'); a shadow; a hint (আভাসে জানানো); glow. আভাস দেওয়া v. to appear faintly or indistinctly; to give a hint, to hint. ~ইঙ্গিত n. hints; slight or indirect suggestion. আভাসে ইঙ্গিতে adv. by indirect suggestion, by hints.
Samsad Bangla Abhidhan
আভাস [ ābhāsa ] বি. 1 ক্ষীণ বা অস্পষ্ট প্রকাশ ('আভাসে দাও দেখা': রবীন্দ্র); 2 ছায়া; 3 ইঙ্গিত (আভাস দেওয়া, আভাস বলা); 4 আভা। [সং. আ + √ ভাস্ + অ]। ~মান বিণ. প্রতীয়মান; ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমন। আভাসিত বিণ. অস্পষ্টভাবে প্রকাশিত, ঈষৎ প্রকটিত।
উল্লাস definitions

Bangla-Tangla Dictionary
উল্লাস – elation
Samsad Bengali-English Dictionary
উল্লাস [ ullāsa ] n delight, gladness; exultation; joy, joviality, jubilation, hilarity; (of books) a chapter. উল্লাস করা v. to ex press joy, to exult, to jubilate, উল্লাসী same as উল্লসিত । fem. উল্লাসিনী ।
Samsad Bangla Abhidhan
উল্লসিত [ ullasita ] দ্র উল্লাস উল্লাস [ ullāsa ] বি. 1 পরমানন্দ; হর্ষ; আহ্লাদ; 2 গ্রন্থের অধ্যায় বা পরিচ্ছেদ (প্রথমোল্লাস)। [সং. উদ্ + √ লস্ + অ]। উল্লসা ক্রি. উল্লসিত হওয়া। ~ধ্বনি বি. আনন্দের চিৎকার। উল্লসিত, উল্লাসী (-সিন্) বিণ. উল্লাসযুক্ত, উৎফুল্ল, আনন্দিত ('চন্দ্রকরে উল্লসিত ঝিল্লিবনে তন্দ্রা আনে: রবীন্দ্র)। স্ত্রী. উল্লসিতা, উল্লাসিনী
এলাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of এলানো: এলানো – to be dishevelled

2nd person intimate present simple tense of এলানো:
এলানো – to be dishevelled

Samsad Bengali-English Dictionary
2nd person intimate future imperative tense of এলানো: এলানো [ ēlānō ] v to dishevel or be dishevelled, to loosen; to slacken; to relax; to lounge, to recline; (of paddy) to turn over and spread out. ☐ a. dishevelled, hanging loose; relaxing; lounging; reclining. 2nd person intimate present simple tense of এলানো: এলানো [ ēlānō ] v to dishevel or be dishevelled, to loosen; to slacken; to relax; to lounge, to recline; (of paddy) to turn over and spread out. ☐ a. dishevelled, hanging loose; relaxing; lounging; reclining.
গলাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of গলানো: গলানো – to cause to melt, to cause to pass through

2nd person intimate present simple tense of গলানো:
গলানো – to cause to melt, to cause to pass through

Samsad Bengali-English Dictionary
2nd person intimate future imperative tense of গলানো: গলা1 [ galā1 ] v to melt (বরফ গলা); to pass or slip through; (fig.) to be tight-fisted (হাত দিয়ে জল গলে না); to pass through or enter (ঘরের মধ্যে গলে যাওয়া); to soften (মন গলা); to be overwhelmed (স্থেহে গলা); to burst open and secrete morbid matter (ফোড়া গলা); to decompose (মৃতদেহটা গলে গেছে, পচে গলে যাওয়া). ☐ a. melted; worn out; softened overmuch; that which has burst open and is secreting morbid matter; decomposed; rotten. গলানো v. to (cause to) melt; to (cause to) pass through; to (cause to) soften; to overwhelm; to put on easily or lightly (জুতোটা পায়ে গলিয়ে নাও); to cause to burst open and secrete morbid matter; to decompose. ☐ a. melted. গলা গলা a. excessively softened or soft (গলা গলা ভাত). 2nd person intimate present simple tense of গলানো: গলা1 [ galā1 ] v to melt (বরফ গলা); to pass or slip through; (fig.) to be tight-fisted (হাত দিয়ে জল গলে না); to pass through or enter (ঘরের মধ্যে গলে যাওয়া); to soften (মন গলা); to be overwhelmed (স্থেহে গলা); to burst open and secrete morbid matter (ফোড়া গলা); to decompose (মৃতদেহটা গলে গেছে, পচে গলে যাওয়া). ☐ a. melted; worn out; softened overmuch; that which has burst open and is secreting morbid matter; decomposed; rotten. গলানো v. to (cause to) melt; to (cause to) pass through; to (cause to) soften; to overwhelm; to put on easily or lightly (জুতোটা পায়ে গলিয়ে নাও); to cause to burst open and secrete morbid matter; to decompose. ☐ a. melted. গলা গলা a. excessively softened or soft (গলা গলা ভাত).
Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of গলানো: গলা2 [ galā2 ] ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ~নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। 2nd person intimate present simple tense of গলানো: গলা2 [ galā2 ] ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ~নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
টলাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of টলানো: টলানো – to shake something, to dislodge

2nd person intimate present simple tense of টলানো:
টলানো – to shake something, to dislodge

Samsad Bengali-English Dictionary
টলাস [ ṭalāsa ] a an atlas. 2nd person intimate future imperative tense of টলানো: টলা [ ṭalā ] v to waver, to vacillate (মন টলা); to stagger, to totter (পা টলা); to shake, to quake (পৃথিবী টলা); to tumble, to be dislocated or displaced (সিংহাসন টলা, টলে পড়া); to be otherwise; to be retracted (কথা টলা); to tend to defect (দলের লোক টলা). ☐ n. wavering, vacillation; stagger, tottering; shake, quake, tumble, dislocation, displacement; change or retraction or non-compliance; flinching. টলানো v. to cause to waver or vacillate; to cause to stagger or totter; to shake or quake; to cause to tumble, to dislocate or displace; to cause to retract, to cause to go back upon; to cause to flinch or defect. 2nd person intimate present simple tense of টলানো: টলা [ ṭalā ] v to waver, to vacillate (মন টলা); to stagger, to totter (পা টলা); to shake, to quake (পৃথিবী টলা); to tumble, to be dislocated or displaced (সিংহাসন টলা, টলে পড়া); to be otherwise; to be retracted (কথা টলা); to tend to defect (দলের লোক টলা). ☐ n. wavering, vacillation; stagger, tottering; shake, quake, tumble, dislocation, displacement; change or retraction or non-compliance; flinching. টলানো v. to cause to waver or vacillate; to cause to stagger or totter; to shake or quake; to cause to tumble, to dislocate or displace; to cause to retract, to cause to go back upon; to cause to flinch or defect.
Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of টলানো: টলা [ ṭalā ] ক্রি. 1 বিচলিত হওয়া (মন টলানো); 2 স্থানভ্রষ্ট হওয়া, বিচ্যুত হওয়া, কম্পিত বা আন্দোলিত হওয়া (পা টলছে); 3 অন্যথা বা নড়চড় হওয়া (তার প্রতিজ্ঞা টলবে না)। [বাং. √ টল্ + আ]। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। টলানো ক্রি. বি. বিচলিত করা; স্থানচ্যুত করা, নড়ানো; কম্পিত বা আন্দোলিত করা; অন্যথা করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। 2nd person intimate present simple tense of টলানো: টলা [ ṭalā ] ক্রি. 1 বিচলিত হওয়া (মন টলানো); 2 স্থানভ্রষ্ট হওয়া, বিচ্যুত হওয়া, কম্পিত বা আন্দোলিত হওয়া (পা টলছে); 3 অন্যথা বা নড়চড় হওয়া (তার প্রতিজ্ঞা টলবে না)। [বাং. √ টল্ + আ]। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। টলানো ক্রি. বি. বিচলিত করা; স্থানচ্যুত করা, নড়ানো; কম্পিত বা আন্দোলিত করা; অন্যথা করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।
তলাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of তলানো: তলানো – to sink

2nd person intimate present simple tense of তলানো:
তলানো – to sink

Samsad Bengali-English Dictionary
2nd person intimate future imperative tense of তলানো: তলানো [ talānō ] v to sink (down), to be drowned (জাহাজখানা সমুদ্রে তলিয়ে গেল); to go to the bottom (তলিয়ে বোঝা, তলিয়ে দেখা); to be engrossed or absorbed in (চিন্তায় তলানো); to go down into, to be digested (পেটে তলানো). তলিয়ে দেখা v. to see or judge thoroughly. তলিয়ে বোঝা v. to realize or understand thoroughly. পেটে না তলানো v. not to be accepted in the stomach; not to be digested; to be vomited out; (fig.) not to be able to keep a secret. 2nd person intimate present simple tense of তলানো: তলানো [ talānō ] v to sink (down), to be drowned (জাহাজখানা সমুদ্রে তলিয়ে গেল); to go to the bottom (তলিয়ে বোঝা, তলিয়ে দেখা); to be engrossed or absorbed in (চিন্তায় তলানো); to go down into, to be digested (পেটে তলানো). তলিয়ে দেখা v. to see or judge thoroughly. তলিয়ে বোঝা v. to realize or understand thoroughly. পেটে না তলানো v. not to be accepted in the stomach; not to be digested; to be vomited out; (fig.) not to be able to keep a secret.
Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of তলানো: তলানো [ talānō ] ক্রি. 1 ডুবে যাওয়া, জলের নীচে যাওয়া (নৌকাটা নিমেষে তলিয়ে গেল); 2 অন্তরে বা ভিতরে প্রবেশ করা, ভালোভাবে উপলব্ধি করা; গূঢ় মর্ম বোঝা (কথাটা তলিয়ে দেখো, ব্যাপারটা তলিয়ে দেখলে না); 3 পেটে থাকা, বমি না হওয়া (পেটে কোনো খাবারই তলায় না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [তল দ্র]। 2nd person intimate present simple tense of তলানো: তলানো [ talānō ] ক্রি. 1 ডুবে যাওয়া, জলের নীচে যাওয়া (নৌকাটা নিমেষে তলিয়ে গেল); 2 অন্তরে বা ভিতরে প্রবেশ করা, ভালোভাবে উপলব্ধি করা; গূঢ় মর্ম বোঝা (কথাটা তলিয়ে দেখো, ব্যাপারটা তলিয়ে দেখলে না); 3 পেটে থাকা, বমি না হওয়া (পেটে কোনো খাবারই তলায় না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [তল দ্র]।
পলাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of পলানো: পলানো – to escape [archaic]

2nd person intimate present simple tense of পলানো:
পলানো – to escape [archaic]

Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of পলানো: পলানো, পালানো [ palānō, pālānō ] ক্রি. পলায়ন করা। ☐ বি. পলায়ন। ☐ বিণ. পলায়িত; পলাতক, পালিয়ে গেছে এমন। [পলা দ্র]। 2nd person intimate present simple tense of পলানো: পলানো, পালানো [ palānō, pālānō ] ক্রি. পলায়ন করা। ☐ বি. পলায়ন। ☐ বিণ. পলায়িত; পলাতক, পালিয়ে গেছে এমন। [পলা দ্র]।
ফলাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of ফলানো: ফলানো – to cause to bear fruit

2nd person intimate present simple tense of ফলানো:
ফলানো – to cause to bear fruit

Samsad Bengali-English Dictionary
2nd person intimate future imperative tense of ফলানো: ফলানো [ phalānō ] v to fructify (আমগাছে জাম ফলানো) ; to grow (ধান ফলানো) ; to exaggerate or magnify (লেখায় রং ফলানো) ; (facet.) to assert oneself (নে, আর ফলাসনি) । 2nd person intimate present simple tense of ফলানো: ফলানো [ phalānō ] v to fructify (আমগাছে জাম ফলানো) ; to grow (ধান ফলানো) ; to exaggerate or magnify (লেখায় রং ফলানো) ; (facet.) to assert oneself (নে, আর ফলাসনি) ।
Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of ফলানো: ফলানো [ phalānō ] ক্রি. বি. 1 উৎপাদন করা, জন্মানো (ফসল ফলানো); 2 ফুটিয়ে তোলা, পরিস্ফুট করা (রং ফলানো); 3 জাহির করা (বিদ্যা ফলানো, জারিজুরি ফলানো)। ☐ বিণ. উৎপাদিত; পরিস্ফুট করা হয়েছে এমন; জাহির করা হয়েছে এমন। [সং. ফল + বাং. আনো]। 2nd person intimate present simple tense of ফলানো: ফলানো [ phalānō ] ক্রি. বি. 1 উৎপাদন করা, জন্মানো (ফসল ফলানো); 2 ফুটিয়ে তোলা, পরিস্ফুট করা (রং ফলানো); 3 জাহির করা (বিদ্যা ফলানো, জারিজুরি ফলানো)। ☐ বিণ. উৎপাদিত; পরিস্ফুট করা হয়েছে এমন; জাহির করা হয়েছে এমন। [সং. ফল + বাং. আনো]।
বলাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of বলানো: বলানো – to cause to speak

2nd person intimate present simple tense of বলানো:
বলানো – to cause to speak

Samsad Bengali-English Dictionary
2nd person intimate future imperative tense of বলানো: বলানো [ balānō ] v to make one say or speak or tell or confess or divulge. 2nd person intimate present simple tense of বলানো: বলানো [ balānō ] v to make one say or speak or tell or confess or divulge.
Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of বলানো: বলা2 [ balā2 ] ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্থা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। ☐ বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। ☐ বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ > প্রাকৃ. বোল্ল > √ বল্ তু. হি. বোলনা]। ~কওয়া, ~কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ~নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। ☐ বিণ. উক্ত অর্থে। ~বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)। 2nd person intimate present simple tense of বলানো: বলা2 [ balā2 ] ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্থা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। ☐ বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। ☐ বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ > প্রাকৃ. বোল্ল > √ বল্ তু. হি. বোলনা]। ~কওয়া, ~কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ~নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। ☐ বিণ. উক্ত অর্থে। ~বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)।
ভরাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of ভরানো: ভরানো – to cause to fill up

2nd person intimate present simple tense of ভরানো:
ভরানো – to cause to fill up

Samsad Bengali-English Dictionary
2nd person intimate future imperative tense of ভরানো: ভরা [ bharā ] v to fill; to stuff; to pack in; to enclose (খামে চিঠি ভরা); to load (জাহাজে মাল ভরা); to charge (with) (বন্দুকে গুলি ভরা); to be filled or stuffed (with), to be replete (with) (বৃষ্টির জলে পুকুর ভরা); to diffuse or be diffused ('ব্যথায় ভুবন ভরিছে'); (fig.) to be thoroughly pleased or satisfied (গান শুনে মন ভরল). ☐ n. a (fully) loaded boat or vessel. ☐ a. filled; stuffed; full, replete; charged; loaded; brimming (ভরা নদী, ভরা পেয়ালা); mature, full (ভরা যৌবন); advanced (ভরা সাঁঝ); (fig.) pensive, thoughtful (বসে আছি ভরা মনে). ~ n. act of filling up completely; earthwork in filling. ☐ a. thoroughly filled up. ~ডুবি n. sinking of a (fully) loaded boat or vessel; (fig.) utter ruin. ~নো v. to cause to fill or stuff or pack in or enclose or load or charge with or diffuse or fill up completely or (fig.) satisfy thoroughly. ~ভরতি a. full to the brim, filled to the brim. 2nd person intimate present simple tense of ভরানো: ভরা [ bharā ] v to fill; to stuff; to pack in; to enclose (খামে চিঠি ভরা); to load (জাহাজে মাল ভরা); to charge (with) (বন্দুকে গুলি ভরা); to be filled or stuffed (with), to be replete (with) (বৃষ্টির জলে পুকুর ভরা); to diffuse or be diffused ('ব্যথায় ভুবন ভরিছে'); (fig.) to be thoroughly pleased or satisfied (গান শুনে মন ভরল). ☐ n. a (fully) loaded boat or vessel. ☐ a. filled; stuffed; full, replete; charged; loaded; brimming (ভরা নদী, ভরা পেয়ালা); mature, full (ভরা যৌবন); advanced (ভরা সাঁঝ); (fig.) pensive, thoughtful (বসে আছি ভরা মনে). ~ n. act of filling up completely; earthwork in filling. ☐ a. thoroughly filled up. ~ডুবি n. sinking of a (fully) loaded boat or vessel; (fig.) utter ruin. ~নো v. to cause to fill or stuff or pack in or enclose or load or charge with or diffuse or fill up completely or (fig.) satisfy thoroughly. ~ভরতি a. full to the brim, filled to the brim.
Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of ভরানো: ভরা [ bharā ] ক্রি. 1 পূর্ণ করা (দুধ দিয়ে বালতি ভরছে, 'চেয়ে থাকি আঁখি ভরে', প্রাণ ভরে গান শোনো); 2 পরিপূর্ণ হওয়া (জিনিসপত্রে ঘরটা ভরে গেছে, এতেও পেট ভরল না?); 3 ভরতি করা, পোরা (থলিতে জিনিস ভরো)। ☐ বি. ভরতি করা, ভরাট করা ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র, বোতলে তেল ভরা শেষ হয়নি)। ☐ বিণ. ভরতি, পূর্ণ (ভরা নদী, ভরা শ্রাবণ, ভরা জোয়ার, গোয়াল-ভরা গোরু, ভরা সাঁঝ)। [সং. √ ভৃ + বাং. আ]। ~ বি. পূর্তি; পূরণ (গর্ত ভরাট করা)। ☐ বিণ. পূর্ণ, পূরিত। ~ডুবি বি. ভরা নৌকো বা বোঝাই নৌকো ডুবে যাওয়া; (আল.) সমূহ সর্বনাশ। ~নো ক্রি. বি. 1 পূর্ণ করানো, ভরতি করানো (পেট ভরানোর চিন্তা, পেট ভরাবার চিন্তা); 2 বোঝাই করানো (মাল দিয়ে নৌকা ভরানো)। ভরা নদী বি. তীর পর্যন্ত জলে ছাপিয়ে যায় এমন নদী। ভরা যৌবন বি. পূর্ণ যৌবন। ~ভরতি বিণ. পুরোপুরি ভরতি; একেবারে ভরতি। 2nd person intimate present simple tense of ভরানো: ভরা [ bharā ] ক্রি. 1 পূর্ণ করা (দুধ দিয়ে বালতি ভরছে, 'চেয়ে থাকি আঁখি ভরে', প্রাণ ভরে গান শোনো); 2 পরিপূর্ণ হওয়া (জিনিসপত্রে ঘরটা ভরে গেছে, এতেও পেট ভরল না?); 3 ভরতি করা, পোরা (থলিতে জিনিস ভরো)। ☐ বি. ভরতি করা, ভরাট করা ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র, বোতলে তেল ভরা শেষ হয়নি)। ☐ বিণ. ভরতি, পূর্ণ (ভরা নদী, ভরা শ্রাবণ, ভরা জোয়ার, গোয়াল-ভরা গোরু, ভরা সাঁঝ)। [সং. √ ভৃ + বাং. আ]। ~ বি. পূর্তি; পূরণ (গর্ত ভরাট করা)। ☐ বিণ. পূর্ণ, পূরিত। ~ডুবি বি. ভরা নৌকো বা বোঝাই নৌকো ডুবে যাওয়া; (আল.) সমূহ সর্বনাশ। ~নো ক্রি. বি. 1 পূর্ণ করানো, ভরতি করানো (পেট ভরানোর চিন্তা, পেট ভরাবার চিন্তা); 2 বোঝাই করানো (মাল দিয়ে নৌকা ভরানো)। ভরা নদী বি. তীর পর্যন্ত জলে ছাপিয়ে যায় এমন নদী। ভরা যৌবন বি. পূর্ণ যৌবন। ~ভরতি বিণ. পুরোপুরি ভরতি; একেবারে ভরতি।

Processing time: 0.87 s