ভোলাচ্ছে definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present continuous tense of ভোলানো: ভোলানো – to distract
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present continuous tense of ভোলানো: ভুলানো, ভোলানো [ bhulānō, bhōlānō ] ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো ('আমার নয়ন ভুলানো এলে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। ☐ বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)। 3rd person ordinary present continuous tense of ভোলানো: ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ~নাথ বি. শিব। ~নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)।

Processing time: 0.4 s