Off by 2 letters:
খোদকার definitions

Samsad Bengali-English Dictionary
খোদকার [ khōdakāra ] n an engraver; a carver. খোদকারি n. engraving; carving; interference in other's work.
Samsad Bangla Abhidhan
খোদ-কার, খোদ-গার [ khōda-kāra, khōda-gāra ] বিণ. বি. যে খোদাইয়ের কাজ করে। খোদ-কারি বি. 1 খোদাই, নকশা, খোদাইয়ের কাজ ; 2 (আল.) অসংগত ও অনুচিত হস্তক্ষেপ (এর ওপর তুমি তার দয়া করে খোদকারি কোরো না)। খোদার উপর খোদকারি বি. যোগ্য লোকের কাজে অযোগ্য লোকের অসংগত হস্তক্ষেপ। [ফা. কোদ্গর]।
ভদকা definitions

Bangla-Tangla Dictionary
ভদকা – vodka
Off by 3 letters:
কার definitions

Bangla-Tangla Dictionary
কার
1. a vowel symbol in its abbreviated form (eg, ই-কার means ি, এ-কার means ে) [suffix]
2. whose [interrogative]
Samsad Bengali-English Dictionary
কার2 [ kāra2 ] n a cord (esp. one made of silk). কার3 [ kāra3 ] n trouble, difficulty; a fix. কারে পড়া, কারে আটকানো v. to get into trouble, to be in the soup; to be in a fix. কারে পড়ে সাধুতা দেখানো to make a virtue of necessity. কার4 [ kāra4 ] in comp used as a sfx. indicating: a doer, a maker, a performer, an author, an artist, an artisan etc. (কুম্ভকার, সূপকার, গ্রন্থকার, রূপকার, স্বর্ণকার); utterance (জয়জয়কার, ধিক্কার); an act (নমস্কার, বহিস্কার) any of the post-consonantal symbols (আ-কার, এ-কার); indicative of the genitive case (অদ্যকার, বৎসরকার).
Samsad Bangla Abhidhan
কার1 [ kāra1 ] কাহার -এর চলিত রূপ। কার2 [ kāra2 ] বি. পাকানো সরু সুতো। [ইং. cord]। কার3 [ kāra3 ] বি. ফ্যাসাদ; ঝামেলা; সংকট (আচ্ছা কারে পড়েছি)। [ফা. কার্]। কার4 [ kāra4 ] বি. 1 যে করে; নির্মাতা, রচনাকারী;শিল্পী (স্বর্ণকার, মালাকার, রূপকার); 2 উক্তি, উচ্চারণ (জয়জয়কার, হুংকার); 3 কার্য, ক্রিয়া (নমস্কার, আবিষ্কার); 4 অক্ষর বা তার চিহ্ন (অ-কার, ও-কার)। [সং. √ কৃ + অ]। কার [ kāra ] 5 -কের সম্বন্ধার্থ বাংলা প্রত্যয়বিশেষ (আজিকার, আজকের, আগেকার, ভিতরকার)
খোদ-কার definitions

Samsad Bangla Abhidhan
খোদ-কার, খোদ-গার [ khōda-kāra, khōda-gāra ] বিণ. বি. যে খোদাইয়ের কাজ করে। খোদ-কারি বি. 1 খোদাই, নকশা, খোদাইয়ের কাজ ; 2 (আল.) অসংগত ও অনুচিত হস্তক্ষেপ (এর ওপর তুমি তার দয়া করে খোদকারি কোরো না)। খোদার উপর খোদকারি বি. যোগ্য লোকের কাজে অযোগ্য লোকের অসংগত হস্তক্ষেপ। [ফা. কোদ্গর]।
খোদকারি definitions

Samsad Bengali-English Dictionary
খোদকার [ khōdakāra ] n an engraver; a carver. খোদকারি n. engraving; carving; interference in other's work.
Samsad Bangla Abhidhan
খোদ-কার, খোদ-গার [ khōda-kāra, khōda-gāra ] বিণ. বি. যে খোদাইয়ের কাজ করে। খোদ-কারি বি. 1 খোদাই, নকশা, খোদাইয়ের কাজ ; 2 (আল.) অসংগত ও অনুচিত হস্তক্ষেপ (এর ওপর তুমি তার দয়া করে খোদকারি কোরো না)। খোদার উপর খোদকারি বি. যোগ্য লোকের কাজে অযোগ্য লোকের অসংগত হস্তক্ষেপ। [ফা. কোদ্গর]।
জোকার definitions

Samsad Bengali-English Dictionary
জোকার [ jōkāra ] n a sound made by women by moving their tongues rapidly within their mouths in order to accord cordial reception to a person or deity. জোকার দেওয়া v. to make this sound.
Samsad Bangla Abhidhan
জোঁকার, জোকার [ jōn̐kāra, jōkāra ] বি. হুলুধ্বনি। [প্রাকৃ. জোক্কার < সং. জয়কার]।
দরকার definitions

Bangla-Tangla Dictionary
দরকার – need
Samsad Bengali-English Dictionary
দরকার [ darakāra ] n necessity; need; requirement; use. তোমার দরকার কত what is your requirement? তোমার দরকার কী what do you want? what is your business? তাকে তোমার কী দরকার what do you want him for? why do you want him? what do you want to do with him? তাতে তোমার দরকার কী how does it concern you? দরকারি a. necessary; useful; important (দরকারি কথা). তোমার দরকার নেই it is none of your business or concern. দরকারমতো according to necessity, as and when necessary.
Samsad Bangla Abhidhan
দরকার [ darakāra ] বি. প্রয়োজন; ঠেকা। [ফা. দরকার]। দরকারি বিণ. প্রয়োজনীয়; জরুরি। [ফা. দরকার + বাং. ই]।
দার definitions

Samsad Bengali-English Dictionary
দার1 [ dāra1 ] n (usu. in comp.) a wife. ~কর্ম, ~গ্রহণ, ~পরিগ্রহ n. act of taking a wife, marriage or wedding (of a man). দার2 [ dāra2 ] sfx implying: furnished or embroidered with (জরিদার); causing or producing (মজাদার); owing or possessing or having, (cp.) -or, -er (পাওনাদার); superintending or controlling (থানাদার); employed in, taking to (ব্যাবসাদার, বাজনাদার). -দারি sfx. implying: -ship (জমিদারি, থানাদারি, ব্যাবসাদারি).
Samsad Bangla Abhidhan
দার1 [ dāra1 ] বি. পত্নী (অকৃতদার, মৃতদার)। [সং. √ দৃ + অ]। ~কর্ম, ~গ্রহণ, ~পরিগ্রহ, ~পরিগ্রহ বি. বিবাহ। দার2 [ dāra2 ] বিণ. (তদ্ধিত প্রত্যয়বিশেষ) 1 যুক্ত (জরিদার, চুড়িদার); 2 দায়ক, সৃষ্টি করে বা উৎপন্ন করে এমন (মজাদার); 3 মালিক (জমিদার, আড়তদার); 4 অধিকারী (পাওনাদার); 5 অধ্যক্ষ (থানাদার); 6 দায় বা দায়িত্ব আছে এমন (দেনাদার)। [ফা.দার]। ~দারি বি. বৃত্তিসূচক বাংলা তদ্ধিত প্রত্যয়বিশেষ (দোকানদারি, তবিলদারি)। দারগ্রহণ [ dāragrahaṇa ] দ্র দার1 দারা [ dārā ] বি. দার 1-এর চলিত বাংলা রূপ ('দারাপুত্র পরিবার তুমি কার': হেম.)। দারি [ dāri ] দ্র দার 2
পদকার definitions

Samsad Bangla Abhidhan
পদ [ pada ] বি. 1 পা, চরণ (পদধ্বনি); 2 পদক্ষেপ (প্রতিপদে, পদে পদে); 3 পায়ের চিহ্ন বা দাগ (পদানুসরণ); 4 কবিতার চরণ বা পঙ্ক্তি (ত্রিপদী, চতুর্দশপদী); 5 বৈষ্ণব কবিদের রচিত শ্লোক বা গান বা গীতিকবিতা (পদকর্তা); 6 কাজের ভার অধিকার বা চাকরি (পদপ্রার্থী); 7 আধিপত্য, অবস্থা, উপাধি (পদগৌরব, পদমর্যাদা); 8 বিভিন্ন প্রকারের বস্তু (অনেক পদ রান্না হয়েছে); 9 (ব্যাক.) বিভক্তিযুক্ত শব্দ (বিশেষ্যপদ)। [সং. √ পদ্ + অ]। ~কর্তা (-র্তৃ) বিণ. বি. বৈষ্ণব পদ বা গীতিকবিতা রচনাকারী। স্ত্রী. ~কর্ত্রী~কার বিণ. বাক্য বা শ্লোক রচনাকারী। ☐ বি. বেদের মন্ত্রপদবিভাজক গ্রন্থকার। ~ক্ষেপ বি. পা ফেলা, কদম; পদার্পণ। ~গৌরব বি. পদের বা আধিপত্যের মর্যাদা। ~চারণ বি. পায়চারি। ~চিহ্ন বি. পায়ের দাগ। ~চ্যুত বিণ. অধিকারভ্রষ্ট কর্মচ্যুত কর্মভার বা চাকরি থেকে বরখাস্ত। বি. ~চ্যুতি। ছায়া, চ্ছায়া বি. চরণতলে আশ্রয় অনুগ্রহ। ~ত্যাগ বি. আধিপত্য কর্মভার বা চাকরি ত্যাগ। ~দলিত বিণ. পায়ের তলায় পিষ্ট। স্ত্রী. ~দলিতা। ~.ধূলি বি. পায়ের তলার ধূলো। ~ধ্বনি পদশব্দ -র অনুরূপ ('শুনেছে অন্তরপথে বিপ্লবের নিত্য পদধ্বনি': সু. দ.)। ~ন্যাস বি. পা ফেলা, পদচালনা পদস্থাপন। ~পঙ্কজ বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম। ~পল্লব বি. পল্লবের মতো কোমল চরণ। ~পৃষ্ঠ বি. পায়ের পাতা। ~প্রান্ত বি. চরণতল পায়ের কাছের স্থান। ~প্রার্থী (-র্থিন) বিণ. 1 কোনো পদ বা চাকরি লাভে ইচ্ছুক 2 চরণাশ্রয়প্রার্থী। স্ত্রী. ~প্রার্থিনী। ~.বিক্ষেপ বি. পদক্ষেপ পা ফেলা, কদম ('কাহার পদবিক্ষেপের এ শব্দ' ব. চ.। ~ব্রজ বি. পায়ে হেঁটে যাওয়া। ~মর্যাদা-পদগৌরব এর অনুরূপ। ~যাত্রা বি. 1 পায়ে হেঁটে যাওয়া 2 পায়ে হেঁটে মিছিল। ~রজ, ~.রজঃ বি. পদধূলি। ~রেণু বি. পদধূলি। ~লেহন বি. পা চাটা অত্যন্ত হীনভাবে তোষামোদ। ~শব্দ বি. হাঁটার সময় পায়ের আওয়াজ। ~সঞ্চার, ~.সঞ্চালন বি. কদম, পা ফেলা, হাঁটা। ~সেবা বি. পা টেপা। ~স্খলন বি. 1 পা পিছলে পড়া 2 অধঃপতন। ~স্খলিত বিণ. 1 পা পিছলে পড়েছে এমন 2 অধঃপতিত। স্ত্রী. ~স্খলিতা। ~স্থ বিণ. 1 পদে বা অধিকারে প্রতিষ্ঠিত; 2 উঁচু পদে অধিষ্ঠিত (পদস্থ চাকুরে)। পদে পদে, প্রতি-পদে ক্রি-বিণ. সবসময় যতই অগ্রসর হওয়া যায় ততই (পদে পদে বাধা)।
ভার definitions

Bangla-Tangla Dictionary
ভার – burden, load, (মুখ + ~ + করা = to lower one's face in a huff), difficult (preceded by a verb), (+ নেওয়া = to take on a task)
Samsad Bengali-English Dictionary
ভার [ bhāra ] n gravity, heaviness, weight; load, burden, pressure (ঋণভার); responsibility, encumbrance (সংসারভার) charge, trust (কর্মভার); collection, a heap, clump (কেশভার); a bamboo pole borne on one'e shoulders for carrying loads hanging from its either extremities (ভারে-ভারে দই); a weight put on a scalepan to bring it into equipoise with the other scalepan. ☐ a. heavy, weighty, burdensome, unbearable, in tolerable, burdensome, unbearable, in tolerably miserable (জীবন ভার হওয়া); difficult (দেখা পাওয়া ভার); indisposed, feeling sick (দেহ ভার ঠেকা); affected with huff, sulky (মন ভার). ভার করা v. to darken with huff or to sulk (মুখ ভার করা); to become indisposed or sick. ভার চাপানো, ভার দেওয়া v. to load: to burden; to put a weight (as on a scalepan); to encumber; to entrust (one) with the charge of. ভার নেওয়া v. to carry burden or weight; to be loaded; to undertake a charge. ভার বওয়া v. to carry burden or weight; to shoulder a charge. ~কেন্দ্র n. (mech.) the cen tre of gravity. ~গ্রস্ত a. burdened, encumbered. ~বাহ, ~বাহক, ~বাহী a. carrying load or weight. ভারবাহী ঘোড়া a pack-horse, a draught horse, a sumpter, ভারবাহী পশু a pack-animal, a beast of burden, a draught animal. ~মধ্যে, ~মধ্যবিন্দু same as ~কেন্দ্র । ~শঙ্কু n. ale ver. ~সহ a. capable of bearing or with standing load or pressure. ~সাম্য n. (chiefly pol.) balance of power; equilibrium. ~হীন a. not heavy, light; not loaded; unburdened; unencumbered; having no charge; weightless (on account of absence of gravity)
Samsad Bangla Abhidhan
ভার [ bhāra ] বি. 1 ওজন (লঘুভার); 2 বোঝা, মোট (ভারবাহী); 3 চাপ, উদ্বেগ (দুঃখের ভার, ঋণে ভার); 4 দায়িত্ব (কাজের ভার); 5 রাশি, সমূহ (কেশভার); 6 বোঝা বহনের জন্য ব্যবহৃত লাঠিবিশেষ, বাঁক (ভার কাঁধে দইওয়ালা)। ☐ বিণ. 1 ভারী, অধিক ওজনবিশিষ্ট (বড়ো ভার এটার); 2 বোঝাস্বরূপ (সংসারের ভার হয়ে থাকা); 3 গম্ভীর, অপ্রসন্ন (মুখ ভার করা); 4 অসুস্থ (পেট ভার); 5 দুষ্কর (চেনা ভার); 6 দুঃখে বা অভিমানে বিষাদগ্রস্ত (মুখ ভার)। [সং. √ ভৃ + অ]। ~কেন্দ্র বি. গুরুত্বের বা ভারের ব্যাপ্তির মধ্যবিন্দু। ~প্রাপ্ত বিণ. দায়িত্ব পেয়েছে এমন, দায়িত্বযুক্ত (ভারপ্রাপ্ত অফিসার)। ~বাহ, ~বাহক, ~বাহী (-হিন্) বিণ. ওজন বা বোঝা বহন করে এমন (ভারবাহী পশু)। ~যষ্টি বি. বাঁক। ~সহ বিণ. ওজন বা ভার সহ্য করতে পারে এমন। ~সাম্য বি. 1 বিভিন্ন দিকের ওজনের সমতা; 2 মানসিক স্থৈর্য বা অবিচলতা; 3 দুই পক্ষের শক্তির সমতা, balance of power. ~হীন বিণ. হালকা। ভারাক্রান্ত বিণ. 1 ভারের আধিক্যযুক্ত (অশ্রুভারাক্রান্ত নয়ন); 2 চিন্তাক্লিষ্ট বা দুঃখক্লিষ্ট (ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে বিদায় জানালাম)। ভারার্পণ বি. দায়িত্ব দেওয়া। ভারপ্রাপ্ত, ভারবাহ, ভারবাহী [ bhāraprāpta, bhārabāha, bhārabāhī ] দ্র ভার ভারাক্রান্ত [ bhārākrānta ] দ্র ভার ভারার্পণ [ bhārārpaṇa ] দ্র ভার
ভেদকারক definitions

Samsad Bangla Abhidhan
ভেদ [ bhēda ] বি. বেধন ছেদন (লক্ষ্যভেদ, মৃত্তিকাভেদ); 2 পার্থক্য (মতভেদ, জাতিভেদ, অবস্থাভেদে); 3 অনৈক্য, বিরোধ (ভেদবুদ্ধি, আদর্শগত ভেদ); 4 বিচ্ছেদ, মনান্তর, বিরূপতা (ভেদাভেদ); 5 বাধা দূর করে ভিতরে প্রবেশ (বূহ্যভেদ); 6 বিভেদ সৃষ্ঠির রাজনীতিক পন্থাবিশেষ (ভেদনীতি); 7 উদ্ঘাটন (রহস্যভেদ); 8 রেচন, দাস্ত, পাতলা পায়খানা (ভেদবমি)। [সং. √ ভিদ্ + অ]। ~ ভেদী (-দিন্) বিণ ভেদকারক, ছেদক। ~কারক ~কারী (রিন্) বিণ. ভেদকের -এর অনুরূপ। ~জ্ঞান ~বুদ্ধি বি 1 পার্থক্যের বোধ; 2 বিরোধ মনোভাব। বি. ভেদ করা। ~নীয় ভেদ্য বিণ ভেদ করা যায় বা উচিত এমন (সূচিভেদ্য) ভেদাভেদ বি 1 বৈষম্য ও সাম্য; 2 আপনপর জ্ঞান; 3 (দর্শ.) পরমাত্মা ও জীবাত্মা এক হয়েও দুই, দুই হয়েও এক-এই তত্ত্ব; 4 পার্থক্য। ভেদিত বিণ. ভেদ করা হয়েছে এমন।
ভেদকারী definitions

Samsad Bangla Abhidhan
ভেদ [ bhēda ] বি. বেধন ছেদন (লক্ষ্যভেদ, মৃত্তিকাভেদ); 2 পার্থক্য (মতভেদ, জাতিভেদ, অবস্থাভেদে); 3 অনৈক্য, বিরোধ (ভেদবুদ্ধি, আদর্শগত ভেদ); 4 বিচ্ছেদ, মনান্তর, বিরূপতা (ভেদাভেদ); 5 বাধা দূর করে ভিতরে প্রবেশ (বূহ্যভেদ); 6 বিভেদ সৃষ্ঠির রাজনীতিক পন্থাবিশেষ (ভেদনীতি); 7 উদ্ঘাটন (রহস্যভেদ); 8 রেচন, দাস্ত, পাতলা পায়খানা (ভেদবমি)। [সং. √ ভিদ্ + অ]। ~ ভেদী (-দিন্) বিণ ভেদকারক, ছেদক। ~কারক ~কারী (রিন্) বিণ. ভেদকের -এর অনুরূপ। ~জ্ঞান ~বুদ্ধি বি 1 পার্থক্যের বোধ; 2 বিরোধ মনোভাব। বি. ভেদ করা। ~নীয় ভেদ্য বিণ ভেদ করা যায় বা উচিত এমন (সূচিভেদ্য) ভেদাভেদ বি 1 বৈষম্য ও সাম্য; 2 আপনপর জ্ঞান; 3 (দর্শ.) পরমাত্মা ও জীবাত্মা এক হয়েও দুই, দুই হয়েও এক-এই তত্ত্ব; 4 পার্থক্য। ভেদিত বিণ. ভেদ করা হয়েছে এমন।
ভোঁদা definitions

Samsad Bengali-English Dictionary
ভোঁদা [ bhōn̐dā ] a corpulent; dull-witted, dunderheaded, imbecile.
Samsad Bangla Abhidhan
ভুঁদো [ bhun̐dō ] বিণ. 1 মোটা, স্থূলকায় (ভুঁদো চেহারার লোক); 2 বোকা, স্থূলবুদ্ধি। স্ত্রী. ভুঁদি। [দেশি]। দ্র ভোঁদা
ভোটার definitions

Bangla-Tangla Dictionary
ভোটার – voter [English]
Samsad Bengali-English Dictionary
ভোট2 [ bhōṭa2 ] n vote; franchise; election. ভোট দেওয়া v. to cast votes; to vote. ভোট নেওয়া v. to take votes; to put to vote. ভোটে দাঁড় করানো v. to nominate for election. ভোটে দাঁড়ানো v. to stand for or face election; to be elected. ভোটে দেওয়া v. to put to vote. ভোটে দেওয়ার জন্য বলা v. to call for a division. ~ক্ষেত্র n. a constituency. ~গণনা n. counting of votes. ~গ্রহণ n. polling. ~পত্র n. a ballot-pa per. ~স্থান n. a polling booth, a polling station. ভোটার, ~দাতা n. a voter.
Samsad Bangla Abhidhan
ভোট2 [ bhōṭa2 ] বি. 1 নির্বাচন; 2 নির্বাচিত করার জন্য মতদান। [ইং. vote]। ~কেন্দ্র বি. ভোট দেবার স্থান। ~প্রার্থী (-র্থিন্) বিণ. বি. যে ভোট চায়, যে নির্বাচিত হবার জন্য নির্বাচকের ভোট চায়। ভোটাধি-কার বি. কোনো প্রতিনিধিকে ভোট দেবার নাগরিক অধিকার। ভোটা-ভুটি বি. ভোট দেওয়া ও তৎসংক্রান্ত ব্যাপার। ভোটার বি. কাউকে নির্বাচিত করার জন্য যে ভোট দেয়, নির্বাচক, ভোটাদাতা।
ভোর definitions

Bangla-Tangla Dictionary
ভোর – dawn, early morning
Samsad Bengali-English Dictionary
ভোর1 [ bhōra1 ] sfx denoting: continuing all through (দিনভোর); amounting (to) or measuring (তোলাভোর) etc. ভোর2 [ bhōra2 ] a engrossed (চিন্তায় ভোর); stupefied, fuddled (নেশায় ভোর). ভোর3 [ bhōra3 ] n morning, dawn, daybreak; termination, end (নিশিভোর); (fig.) awakening, dawning (নবজীবনের ভোরে). ভোর করা v. to pass the night (esp. without sleep); to spend or pass (রাত্রি ভোর করা). ~রাত n. the early hours of dawn; the last hour or hours of the night. ভোর হওয়া v. to dawn. ভোরে adv. at dawn, at daybreak.
Samsad Bangla Abhidhan
ভর1, ভোর [ bhara1, bhōra ] বিণ. (সচ. শব্দের শেষে) সমস্ত; পূর্ণ (রাতভর গদান, দিনভর বৃষ্টি, জীবনভর যন্ত্রণা ভোগ)। [< ভরিয়া]। ভর-দুপুর বি. গনগনে দুপুর, ঠিক দুপুরবেলা। ভর-সন্ধ্যা বি. ঠিক সন্ধ্যাবেলা। ভোর1 [ bhōra1 ] বি. ভর1-এর রূপভেদ (জীবনভোর রাতভোর)। ভোর2 [ bhōra2 ] বিণ. তন্ময় বিভোর, অভিভূত (স্বপ্নে ভোর, নেশায় ভোর) [বিভোর. -এর খণ্ডিত রূপ]। ভোর3 [ bhōra3 ] বি. 1 উষা, প্রত্যুষ (ভোরের হাওয়া); 2 রাতের অবসান, নিশাবসান (ভোর হল); 3 শেষ, অবসান ('নিশা অবসানে': রবীন্দ্র)। [হি. ভর]। ভোরাই বি 1 ভোরবেলার গান; 2 ভোরবেলার স্তব। ☐বিণ. প্রাতঃকালীন (ভোরাই গান)।
Off by 4 letters:
অকার definitions

Samsad Bengali-English Dictionary
অকার [ akāra ] n the letter and the vowel sound অ। অকারাদি a. (of words) beginning with the letter অ . ☐ n. অ and other vowels. অকারাদিক্রমে adv. in the alphabetical order. অকারান্ত a. (of words) ending with the vowel sound অ .
Samsad Bangla Abhidhan
অ-কার [ a-kāra ] বি. 'অ' বর্ণ বা ধ্বনি। [বাং. অ+কার (স্বার্থে)]।
আকার definitions

Bangla-Tangla Dictionary
আকার – shape, form
Samsad Bengali-English Dictionary
আকার1 [ ākāra1 ] n shape, form; figure; appearance. আকার2 [ ākāra2 ] n the vowel আ or its sound; addition of the vowel-sound আ or the vowel itself to consonants; the post consonantal symbol of আ ।
Samsad Bangla Abhidhan
আ-কার, আকার1 [ ā-kāra, ākāra1 ] বি. ব্যঞ্জনবর্গের সঙ্গে 'আ' অক্ষর বা ধ্বনির যোগ। আকার2 [ ākāra2 ] বি. 1 আকৃতি, চেহারা; 2 গঠন; 3 প্রকার (নানা আকারে কথাটা প্রকাশ করা); 4 মূর্তি (আদর্শকে আকার দেওয়া)। [সং. আ + √ কৃ + অ]। ~ইঙ্গিত, ~প্রকার বি. ভাবভঙ্গি। ~মাত্রিক বিণ. আ-কার চিহ্ন দিয়ে সংগীতের মাত্রার সংখ্যা বোঝানো হয় এমন (আকারমাত্রিক স্বরলিপি)।
ইকার definitions

Samsad Bengali-English Dictionary
ইকার [ ikāra ] n the symbol ি affixed to consonants whilst adding the ই- sound to it; post-consonantal ি symbol. ইকারাদি a. (of words) beginning with ই or ই sound. ইকারান্ত a. (of words) ending in ই or ই- -sound.
Samsad Bangla Abhidhan
ই-কার [ i-kāra ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ই অক্ষর বা ধ্বনির যোগ।
ঈকার definitions

Samsad Bengali-English Dictionary
ঈকার [ īkāra ] n the symbol ' ী ' affixed to consonants whilst adding the ঈ -sound to it. ঈকারাদি a. (of words) beginning with ঈ or ঈ- -sound. ঈকারান্ত a. (of words) ending in ঈ or ঈ -sound.
Samsad Bangla Abhidhan
[ ī ] বাংলা ভাষার চতুর্থ স্বরবর্ণ। ~কার বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ঈ অক্ষর যোগ।
উকার definitions

Samsad Bengali-English Dictionary
উকার [ ukāra ] n the symbol ' ু ' affixed to a consonant whilst adding the উ -sound to it. উকারাদি a. (of words) beginning with উ or উ -sound. উকারান্ত a. (of words) ending in উ or উ -sound.
Samsad Bangla Abhidhan
উ-কার [ u-kāra ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে উ অক্ষর যোগ।

Processing time: 0.67 s