ভাষা definitions

Bangla-Tangla Dictionary
ভাষা – language
Samsad Bengali-English Dictionary
ভাষা [ bhāṣā ] n speech; language; a dialect; mother-tongue, vernacular; an expression, a significant hint (বোবা ভাষা, আকাশের ভাষা); mode of speaking (রূঢ় ভাষা); (now obs.) any Indian language other than Sanskrit ('প্রেমদাস রচিল ভাষায়). স্পষ্ট ভাষায় in plain or clear language, plainly, frankly; categorically. ~জ্ঞান n. knowledge in or of a language; knowledge as to how to use a language properly. ~তত্ত্ব n. philology; linguistics. ~তত্ত্বজ্ঞ, ~তত্ত্ববিদ n. a philologist; a linguist. ☐ a. versed in philology or linguistics. ভাষাতীত a. not describable in language, beyond speech or language; inexplicable. ~ন্তর n. another language; rendering into another language, translation. ভাষান্তরিক n. a translator, an interpreter. ভাষান্তরিত a. translated. ভাষান্তরিত করা v. to translate. ~বিজ্ঞান same as ভাষাতত্ত্ব । ~বিজ্ঞানী same as ভাষাতত্ত্বজ্ঞ ।
Samsad Bangla Abhidhan
ভাষা [ bhāṣā ] বি. 1 মানুষ মনের ভাব বোঝাতে মুখ দিয়ে যে অর্থপূর্ণ শব্দাবলি প্রকাশ করে; 2 আকারে-ইঙ্গিতে বা অঙ্গভঙ্গির দ্বারা ভাবপ্রকাশ (পশুর ভাষা); 3 কোনো দেশের বা অঞ্চলের মানুষের ব্যবহৃত শব্দাবলি (বাংলা ভাষা, হিন্দি ভাষা); 4 ভাষাব্যবহারের বিশেষ ভঙ্গি (রবীন্দ্রনাথের গল্পের ভাষা); 5 কথার (ভাষা শুনলে গা জ্বলে যায়); 6 সংস্কৃত নয় এমন কোনো ভারতীয় কথ্য ভাষা ('প্রেমদাস রচিল ভাষায়') [সং. √ ভাষ্ + অ + আ]। ~জ্ঞান বি. ভাষা সম্বন্ধে বোধ বা পাণ্ডিত্য। ~তত্ত্ব, ~বিজ্ঞান বি. ভাষার উদ্ভব, বিকাশ ও প্রকৃতি সম্বন্ধীয় তত্ত্ব বা বিজ্ঞান, philology, linguistics. ~তাত্ত্বিক বিণ. ভাষাতত্ববিষয়ক (ভাষাতাত্ত্বিক অনুসন্ধান, ভাষাতাত্বিক বিশ্লেষণ)। ☐ বিণ. ভাষতাত্ত্বে পারংগম ব্যক্তি, linguist. ~তীত বিণ. ভাষায় প্রকাশ করা যায় না এমন, বলে বোঝানো যায় না এমন, অনির্বচনীয়। ~ন্তর বি. 1 এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ; 2 অন্য ভাষা। ~ন্তরিত বিণ. অনূদিত, তর্জমা করা হয়েছে এমন (কবিতাটি ইংরেজিতে ভাষান্তরিত করা হয়েছে)। ~বিদ বিণ. ভাষা সম্বন্ধে বিশেষজ্ঞ। ~ভাষী বিণ. কোনো-একটি ভাষায় কথা বলে এমন (হিন্দি ভাষাভাষী মানুষের কথাও ভাবতে হবে)।

Processing time: 0.4 s