Off by 2 letters:
ভাবব definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of ভাবা: ভাবা – to think
Samsad Bengali-English Dictionary
1st person future tense of ভাবা: ভাবা [ bhābā ] v to think, to cogitate; to contemplate, to reflect; to conceive, to imagine; to consider, to judge; to regard, to take (one) for; to intend or re solve (কী ভেবে পড়া ছাড়লে); to contrive, to devise (উপায় ভাবা); to sup pose or guess (বৃষ্টি হবে ভাবছ ?); to worry (for) (রোগা ছেলের জন্য ভাবা). ভেবেচিন্তে upon careful consideration.
Samsad Bangla Abhidhan
1st person future tense of ভাবা: ভাবা [ bhābā ] ক্রি. 1 চিন্তা করা (কী ভাবছ:); 2 দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); 3 বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); 4 সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); 5 অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); 6 গণ্য করা (পণ্ডিত ভাবা); 7 উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [< সং. ভাবি]। ~নো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)।
ভাবী definitions

Bangla-Tangla Dictionary
ভাবী [adjective] future
Samsad Bengali-English Dictionary
ভাবী [ bhābī ] a future (ভাবী কাল, ভাবী ঘটনা); would-be (ভাবী রাজা). ~কাল n. the future.
Samsad Bangla Abhidhan
ভাবী [ bhābī ] (-বিন্) বিণ. ভবিষ্যৎ, আগামী (ভাবী জামাই, ভাবী জীবন, ভাবী কাল, ভাবী বংশধর)। [সং. √ ভূ + ইন্]। স্ত্রী. ভাবিনী
Off by 3 letters:
অভাবী definitions

Samsad Bengali-English Dictionary
অভাবী [ abhābī ] a needy; indigent, poor.
Samsad Bangla Abhidhan
অভাবী [ abhābī ] (-বিন্) বিণ. অভাবগ্রস্ত, অনটনের মধ্যে রয়েছে এমন; দরিদ্র। [সং. অভাব + ইন্]। অভি- অব্য. সম্মুখ সমীপ চতুর্দিক সাদৃশ্য ইত্যাদি সূচক উপসর্গ।
ভবী definitions

Samsad Bengali-English Dictionary
ভবী [ bhabī ] n (ori. fem. but now also masc.) a pertinacious person. ভবী ভোলবার নয় (fig.) a pertinacious person will not give up his or her pursuit.
ভাইবউ definitions

Samsad Bangla Abhidhan
ভাই [ bhāi ] বি. একই মাতাপিতার পুত্র (সহোদর) কিংবা একই পিতার কিন্তু ভিন্ন মাতার পুত্র (বৈমাত্রেয়) কিংবা একই মাতার কিন্তু ভিন্ন পিতার পুত্র; ভ্রাতা; ভ্রাতৃস্থানীয় ব্যক্তি বা তাকে সম্বোধন। [< সং. ভ্রাতৃ]। ~ঝি বি. ভাইয়ের মেয়ে। ~পো বি. ছোটো ভাইয়ের বা বড়ো ভাইয়ের ছেলে। ~ফোঁটা বি. ভ্রাতৃদ্বিতীয়ায়, কখনো-কখনো প্রতিপদে, বোন কর্তৃক ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে ফোঁটা দেওয়ার হিন্দু অনুষ্ঠান। ~বউ বি. ভাইয়ের স্ত্রী। ~বেরাদার বি. আত্মীয়স্বজন (ভাইরেরাদার পালাও এখন কাজি)। ভাই ভাই সম্পর্ক ভ্রাতৃতুল্য স্নেহের বন্ধন
ভাব definitions

Bangla-Tangla Dictionary
ভাব – emotion (+ জমানো = to flirt)

2nd person ordinary present simple tense of ভাবা:
ভাবা – to think

Samsad Bengali-English Dictionary
ভাব [ bhāba ] n birth, origination; existence, presence, essence, esse; shape (নবভাবে প্রকাশ); intention; state, condition (মিশ্রভাব, তীব্রভাব); mental state, mood (ভাবান্তর); nature (তার ভাবখানা ওই); love, attachment, friendship, amity (দুজনের বেজায় ভাব); acquaintance ) তার সঙ্গে অনেক লোকের ভাব); manner, mode (এভাবে চলবে); inner significance, implication, an idea (কবিতার ভাব); an abstract idea or thought, imagination (ভাবলোক); meditation, cogitation (ভাবমগ্ন); reverie, ecstasy (ঠাকুর ভাবে বিভোর); emotion, an outburst of emotion (ভাবোদ্দীপন); (amongst children) amity, peace (আড়ি-ভাব). ভাব করা v. to establish friendship with; to make friends with; to make acquaintance with; (amongst children) to be on amicable terms with, to make peace with. ভাব জাগা, ভাব লাগা v. to be affected with an emotion or idea; to be under the spell of a reverie or ecstasy. ভাব হওয়া v. to become friendly with; to be acquainted with; (amongst children) to be at peace with. ~গত a. relating to inner significance or to the underlying idea; ideological; abstract. ~গতিক n. intention and activities; attitude and bearing; manner, mode. ~গম্ভীর a. full of weighty or solemn ideas; inspiring solemn ideas; grave and thoughtful. ~গর্ভ a. impregnated with (deep) thoughts, thoughtful; having a deep meaning or significance; pregnant with ideas, imaginative. ~গ্রাহী a. capable of grasping the inner significance or the under lying idea; appreciative; capable of reading the inmost thoughts; omniscient. ~জগৎ n. the world of imagination. ~তরঙ্গ n. a thought-wave. ~ধারা n. a trend of thought, a line of thinking. ~পূর্ণ same as ~গর্ভ । ~প্রবণ a. emotional; sentimental; maudlin. ~প্রবণতা n. emotionalism; sentimentalism, sentimentality; maudlinism. ~বাচক a. (chiefly in gr.) abstract (ভাববাচক বিশেষ্য = an abstract noun). ~বাচ্য n. (gr.) the impersonal voice. ~বাদ n. idealism. ~বাদী a. idealistic; idealist. ☐ n. an idealist. ~বিলাসী a. given to abstract speculation, visionary, idealistic. ~বিহ্বল a. overwhelmed with emotion or ecstasy. ~ব্যঞ্জক a. signifying a thought. ~ভঙ্গি same as ~গতিক । ~মূর্তি n. an image; (loos.) the image of something; an ide ated or ideal or imaginary shape or form or concept; a symbol of personification of an idea. ~লেশহীন a. utterly blank or expressionless. ~শুদ্ধি n. purity of idea or thought. ~শূন্য, ~হীন a. blank, expressionless. ~সূচক same as ~ব্যঞ্জক । 2nd person ordinary present simple tense of ভাবা: ভাবা [ bhābā ] v to think, to cogitate; to contemplate, to reflect; to conceive, to imagine; to consider, to judge; to regard, to take (one) for; to intend or re solve (কী ভেবে পড়া ছাড়লে); to contrive, to devise (উপায় ভাবা); to sup pose or guess (বৃষ্টি হবে ভাবছ ?); to worry (for) (রোগা ছেলের জন্য ভাবা). ভেবেচিন্তে upon careful consideration.
Samsad Bangla Abhidhan
ভাব [ bhāba ] বি. 1 মানসিক অবস্থা (ভাবান্তর); 2 অস্তিত্ব, সত্তা; 3 অভিপ্রায়; 4 জন্ম, উৎপত্তি, সৃষ্টি; 5 স্বভাব, প্রকৃতি (পাশ্চাত্য ভাবাপন্ন); 6 প্রীতি, প্রণয়, সুসম্পর্ক (দুজনের মধ্যে বেশ ভাব আছে); 7 প্রকার, রকম (সম্পূর্ণভাবে, একভাবে); 8 নিগূঢ় অর্থ, অন্তরের কথা, মর্ম (কবিতার ভাব); 9 চিন্তা, ধ্যান (ভাবমগ্ন); 1 ভক্তি, আবেগ (ভাবে বিভোর); 11 অনুভূতির গভীরতা বা আধিক্য, হৃদয়াবেগ, emotion. [সং. √ ভূ + অ]। ভাবাত্মক, ভাবান্তর, ভাবাবেগ, ভাবাবেশ, ভাবার্থ, ভাবালু [ bhābātmaka, bhābāntara, bhābābēga, bhābābēśa, bhābārtha, bhābālu ] দ্র ভাব ভাবোচ্ছ্বাস, ভাবোদয়, ভাবোদ্দীপক, ভাবোদ্দীপন, ভাবোন্মত্ত, ভাবোন্মাদ [ bhābōcchbāsa, bhābōdaẏa, bhābōddīpaka, bhābōddīpana, bhābōnmatta, bhābōnmāda ] দ্র ভাব 2nd person ordinary present simple tense of ভাবা: ভাবা [ bhābā ] ক্রি. 1 চিন্তা করা (কী ভাবছ:); 2 দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); 3 বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); 4 সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); 5 অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); 6 গণ্য করা (পণ্ডিত ভাবা); 7 উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [< সং. ভাবি]। ~নো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)।
ভাববি definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future tense and future imperative of ভাবা: ভাবা – to think
Samsad Bengali-English Dictionary
2nd person intimate future tense and future imperative of ভাবা: ভাবা [ bhābā ] v to think, to cogitate; to contemplate, to reflect; to conceive, to imagine; to consider, to judge; to regard, to take (one) for; to intend or re solve (কী ভেবে পড়া ছাড়লে); to contrive, to devise (উপায় ভাবা); to sup pose or guess (বৃষ্টি হবে ভাবছ ?); to worry (for) (রোগা ছেলের জন্য ভাবা). ভেবেচিন্তে upon careful consideration.
Samsad Bangla Abhidhan
2nd person intimate future tense and future imperative of ভাবা: ভাবা [ bhābā ] ক্রি. 1 চিন্তা করা (কী ভাবছ:); 2 দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); 3 বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); 4 সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); 5 অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); 6 গণ্য করা (পণ্ডিত ভাবা); 7 উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [< সং. ভাবি]। ~নো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)।
ভাববে definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future tense and future imperative of ভাবা: ভাবা – to think

3rd person ordinary future tense of ভাবা:
ভাবা – to think

Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future tense and future imperative of ভাবা: ভাবা [ bhābā ] v to think, to cogitate; to contemplate, to reflect; to conceive, to imagine; to consider, to judge; to regard, to take (one) for; to intend or re solve (কী ভেবে পড়া ছাড়লে); to contrive, to devise (উপায় ভাবা); to sup pose or guess (বৃষ্টি হবে ভাবছ ?); to worry (for) (রোগা ছেলের জন্য ভাবা). ভেবেচিন্তে upon careful consideration. 3rd person ordinary future tense of ভাবা: ভাবা [ bhābā ] v to think, to cogitate; to contemplate, to reflect; to conceive, to imagine; to consider, to judge; to regard, to take (one) for; to intend or re solve (কী ভেবে পড়া ছাড়লে); to contrive, to devise (উপায় ভাবা); to sup pose or guess (বৃষ্টি হবে ভাবছ ?); to worry (for) (রোগা ছেলের জন্য ভাবা). ভেবেচিন্তে upon careful consideration.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future tense and future imperative of ভাবা: ভাবা [ bhābā ] ক্রি. 1 চিন্তা করা (কী ভাবছ:); 2 দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); 3 বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); 4 সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); 5 অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); 6 গণ্য করা (পণ্ডিত ভাবা); 7 উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [< সং. ভাবি]। ~নো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)। 3rd person ordinary future tense of ভাবা: ভাবা [ bhābā ] ক্রি. 1 চিন্তা করা (কী ভাবছ:); 2 দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); 3 বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); 4 সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); 5 অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); 6 গণ্য করা (পণ্ডিত ভাবা); 7 উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [< সং. ভাবি]। ~নো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)।
ভাবিব definitions

Bangla-Tangla Dictionary
shadhu 1st person future tense of ভাবা: ভাবা – to think
Samsad Bengali-English Dictionary
shadhu 1st person future tense of ভাবা: ভাবা [ bhābā ] v to think, to cogitate; to contemplate, to reflect; to conceive, to imagine; to consider, to judge; to regard, to take (one) for; to intend or re solve (কী ভেবে পড়া ছাড়লে); to contrive, to devise (উপায় ভাবা); to sup pose or guess (বৃষ্টি হবে ভাবছ ?); to worry (for) (রোগা ছেলের জন্য ভাবা). ভেবেচিন্তে upon careful consideration.
Samsad Bangla Abhidhan
shadhu 1st person future tense of ভাবা: ভাবা [ bhābā ] ক্রি. 1 চিন্তা করা (কী ভাবছ:); 2 দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); 3 বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); 4 সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); 5 অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); 6 গণ্য করা (পণ্ডিত ভাবা); 7 উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [< সং. ভাবি]। ~নো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)।
Off by 4 letters:
অভাব definitions

Bangla-Tangla Dictionary
অভাব – lack, want, scarcity
Samsad Bengali-English Dictionary
অভাব [ abhāba ] n non-existence, absence; want, lack; need; dearth, shortage, scarcity; financial want; indigence; deficiency; deficit. ~গ্রস্ত a. stricken with want, needy; indigent; poverty-stricken, destitute. ~পূরণ n. meeting or supplying wants or needs; making up for deficiency or deficit. ~মুক্ত a. relieved of want or poverty. অভাব মেটানো n. v. re moving or to remove want. ~মোচন n. removal of want or need or poverty; making up for deficiency or deficit. ~মোচন করা v. to remove a want or wants or a need or needs; to make up for deficiency or deficit; to free from poverty or indigence. অভাবে স্বভাব নষ্ট want is at the root of corruption, (cp) necessity knows no law.
Samsad Bangla Abhidhan
অভাব [ abhāba ] বি. 1 না থাকা (টাকার অভাবে কাজটা করা গেল না, তোমার অভাব আমরা অনুভব করছি); 2 অনটন, টানাটানি; দরিদ্র (তাদের সংসারে বড়ই অভাব চলছে, অভাবের সংসার); 3 অসদ্ভাব, অ-ভাব। [সং. ন + √ ভূ +অ]। ~গ্রস্ত বিণ. দরিদ্র, টানাটানির মধ্যে রয়েছে এমন। ~পূরণ বি. দারিদ্র দূর করা। অভাবে স্বভাব নষ্ট অনটনের চাপে সৎপথ থেকে বিচ্যুত হওয়া।
বউ definitions

Bangla-Tangla Dictionary
বউ – wife
Samsad Bengali-English Dictionary
বউ [ bu ] n wife; a daughter-in-law; a brother's wife, a sister-in-law; a married woman esp. one who usually keeps to a gynaeceum (usu. ঘরের বউ); a housewife; a newly-married wife (বউভাত). বউ-কথা-কও n. the Indian nightingale. বউ-কাটকি n. a woman given to torturing her daughter-in-law. ~ড়ি n. a young wife; a childwife. ~দিদি, (coll.) ~দি n. an elder brother's wife, a sister-in-law. ~ভাত same as পাকস্পর্শ (see পাক2). ~মা n. a son's wife, a daughter-in-law; a younger brother's wife, a sister-in-law. ~মানুষ n. a married woman usually keeping to a gynaeceum; a newly-married woman.
Samsad Bangla Abhidhan
বউ, বৌ [ bu, bau ] বি. 1 পত্নী, স্ত্রী (বিয়ের পর বউকে নিয়ে বেড়াতে গেল); 2 কুলবধূ বা কুলনারী (পাড়ার বউ-ঝিরাও নীরব ছিল না); 3 নববধূ (বউভাত); 4 পুত্রবধূ বা তত্তুল্যা। [প্রাকৃ. বহু < সং. বধূ]। বউ কথা কও বি. কোকিলজাতীয় পাখিবিশেষ, পাপিয়া। ~কাঁটকি বি. যে শাশুড়ি পুত্রবধূকে নিরন্তর খোঁটা ও গঞ্জনা দেয়। ~ড়ি বি. অল্পবয়স্কা বধূ। ~দি, ~দিদি বি. দাদার বউ। ~ভাত বি. হিন্দুবিবাহে বরের আত্মীয়স্বজনের নববধূর দেওয়া অন্ন গ্রহণরূপ অনুষ্ঠানবিশেষ, পাকস্পর্শ। ~মা বি. পুত্রবধূ বা তত্তুল্যা কোনো বধূ বা কনিষ্ঠ ভ্রাতার পত্নী। বৌ, বৌদিদি [ bau, baudidi ] দ্র বউ বৌভাত, বৌমা [ baubhāta, baumā ] দ্র বউ
ভব definitions

Samsad Bengali-English Dictionary
ভব [ bhaba ] n essence, existence, ease; birth, origination; attainment; the material or mundane world, the earth, the universe; God; Shiva (শিব); weal, welfare. ~কারণ n. the Creator, the First Cause, God. ~কারা n. the world conceived as a prison for created beings, the prison of earth. ~ঘুরে a. (lit.) roving all over the world, leading a wandering life; vagabond. ☐ n. a vagabond. ~ঘুরেমি n. vagabondism, vagabondage. ~তারণ a. delivering from earthly life; giving salvation. ~তারিণী a. fem. of ~তারণ ।n. Goddess Durga (দুর্গা). ~ধব n. the Lord of the universe, God. ~পার n. deliverance from the earthly life. ~পারাবার same as ভবার্ণব । ~বন্ধন n. the bondage or bond of earthly life; earthly attachment (and also responsibilities). ~ভয় n. the fears of mortal existence. ~ভয়তারণ, ~ভয়বারণ a. & n. (one) who delivers or protects from the evils of earthly life. ~ভার n. the burden of the world (esp. as borne by God); the bur den of earthly life (as borne by mortals). ~লীলা n. one's activities upon the earth, activities of one's mortal life. ভাবলীলা সাঙ্গ করা v. to die. ~লোক, ~সংসার n. the world; earthly life. ~সমুদ্র, ~সাগর, ~সিন্ধু same as ভবার্ণব । ভবের খেলা same as ভবলীলা ।
Samsad Bangla Abhidhan
ভব [ bhaba ] বি. 1 ইহলোক, সংসার (ভববন্ধন); 2 সত্তা; 3 স্থিতি; 4 প্রাপ্তি; 5 পৃথিবী (ভবের হাট, ভবলীলা সাঙ্গ করা); 6 শিব, কল্যাণ, মঙ্গল। ☐ বিণ. (সমাসে উত্তরপদরূপে) উৎপন্ন, জাত (তদ্ভব)। [সং. √ ভূ + অ]। ~ঘুরে বিণ. বি. বিনা কাজে সর্বত্র ঘুরে বেড়ায় এমন; বাউণ্ডুলে। ~তারণ বিণ. সংসারবন্ধন থেকে মুক্তিদাতা, সংসার যন্ত্রণা থেকে মুক্তি দেন এমন (ভবতারণ বিষ্ণু)। ☐ বি. বিষ্ণু। ~তারিণী বিণ. স্ত্রী. মোক্ষদাত্রী। ☐ বি. দুর্গা। ~পার বি. সংসারসমুদ্র পার বা উত্তরণ অর্থাৎ সংসারযাত্রা থেকে মুক্তি। ~পারাবার বি. সংসার সমুদ্র। ~বন্ধন বি. পার্থিব জীবনের বন্ধন। ~ভবন বি. 1 শিবের আলয় কৈলাস; 2 জগৎ, সৃষ্টি। ~ভয় বি. 1 পৃথিবীতে জীবরূপে অবস্থিতির ভয়; 2 পূনর্জন্মের ভয়। ~ভার বি. সাংসারিক ও জাগতিক দুঃখকষ্টের বোঝা। ~মণ্ডল বি. জগৎ, পৃথিবী, সমগ্র সৃষ্টি। ~যন্ত্রণা বি. পার্থিব জীবনের দুঃখকষ্ট। ~লীলা বি ইহজীবনের কার্যাবলি; সংসারযাত্রা; পৃথিবীতে জীবনযাত্রা; জীবদ্দশা। ~লোক বি. পৃথিবী, মরজগৎ। ~সংসার, ~সাগর, ~সিন্ধু ভবপারাপার -এর অনুরূপ। ভবপার, ভবপারাবার, ভববন্ধন, ভবভয়, ভবভার, ভবযন্ত্রণা, ভবলীলা [ bhabapāra, bhabapārābāra, bhababandhana, bhababhaẏa, bhababhāra, bhabayantraṇā, bhabalīlā ] দ্র ভব
ভবধব definitions

Samsad Bengali-English Dictionary
ভব [ bhaba ] n essence, existence, ease; birth, origination; attainment; the material or mundane world, the earth, the universe; God; Shiva (শিব); weal, welfare. ~কারণ n. the Creator, the First Cause, God. ~কারা n. the world conceived as a prison for created beings, the prison of earth. ~ঘুরে a. (lit.) roving all over the world, leading a wandering life; vagabond. ☐ n. a vagabond. ~ঘুরেমি n. vagabondism, vagabondage. ~তারণ a. delivering from earthly life; giving salvation. ~তারিণী a. fem. of ~তারণ ।n. Goddess Durga (দুর্গা). ~ধব n. the Lord of the universe, God. ~পার n. deliverance from the earthly life. ~পারাবার same as ভবার্ণব । ~বন্ধন n. the bondage or bond of earthly life; earthly attachment (and also responsibilities). ~ভয় n. the fears of mortal existence. ~ভয়তারণ, ~ভয়বারণ a. & n. (one) who delivers or protects from the evils of earthly life. ~ভার n. the burden of the world (esp. as borne by God); the bur den of earthly life (as borne by mortals). ~লীলা n. one's activities upon the earth, activities of one's mortal life. ভাবলীলা সাঙ্গ করা v. to die. ~লোক, ~সংসার n. the world; earthly life. ~সমুদ্র, ~সাগর, ~সিন্ধু same as ভবার্ণব । ভবের খেলা same as ভবলীলা ।
ভরাব definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of ভরানো: ভরানো – to cause to fill up
Samsad Bengali-English Dictionary
1st person future tense of ভরানো: ভরা [ bharā ] v to fill; to stuff; to pack in; to enclose (খামে চিঠি ভরা); to load (জাহাজে মাল ভরা); to charge (with) (বন্দুকে গুলি ভরা); to be filled or stuffed (with), to be replete (with) (বৃষ্টির জলে পুকুর ভরা); to diffuse or be diffused ('ব্যথায় ভুবন ভরিছে'); (fig.) to be thoroughly pleased or satisfied (গান শুনে মন ভরল). ☐ n. a (fully) loaded boat or vessel. ☐ a. filled; stuffed; full, replete; charged; loaded; brimming (ভরা নদী, ভরা পেয়ালা); mature, full (ভরা যৌবন); advanced (ভরা সাঁঝ); (fig.) pensive, thoughtful (বসে আছি ভরা মনে). ~ n. act of filling up completely; earthwork in filling. ☐ a. thoroughly filled up. ~ডুবি n. sinking of a (fully) loaded boat or vessel; (fig.) utter ruin. ~নো v. to cause to fill or stuff or pack in or enclose or load or charge with or diffuse or fill up completely or (fig.) satisfy thoroughly. ~ভরতি a. full to the brim, filled to the brim.
Samsad Bangla Abhidhan
1st person future tense of ভরানো: ভরা [ bharā ] ক্রি. 1 পূর্ণ করা (দুধ দিয়ে বালতি ভরছে, 'চেয়ে থাকি আঁখি ভরে', প্রাণ ভরে গান শোনো); 2 পরিপূর্ণ হওয়া (জিনিসপত্রে ঘরটা ভরে গেছে, এতেও পেট ভরল না?); 3 ভরতি করা, পোরা (থলিতে জিনিস ভরো)। ☐ বি. ভরতি করা, ভরাট করা ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র, বোতলে তেল ভরা শেষ হয়নি)। ☐ বিণ. ভরতি, পূর্ণ (ভরা নদী, ভরা শ্রাবণ, ভরা জোয়ার, গোয়াল-ভরা গোরু, ভরা সাঁঝ)। [সং. √ ভৃ + বাং. আ]। ~ বি. পূর্তি; পূরণ (গর্ত ভরাট করা)। ☐ বিণ. পূর্ণ, পূরিত। ~ডুবি বি. ভরা নৌকো বা বোঝাই নৌকো ডুবে যাওয়া; (আল.) সমূহ সর্বনাশ। ~নো ক্রি. বি. 1 পূর্ণ করানো, ভরতি করানো (পেট ভরানোর চিন্তা, পেট ভরাবার চিন্তা); 2 বোঝাই করানো (মাল দিয়ে নৌকা ভরানো)। ভরা নদী বি. তীর পর্যন্ত জলে ছাপিয়ে যায় এমন নদী। ভরা যৌবন বি. পূর্ণ যৌবন। ~ভরতি বিণ. পুরোপুরি ভরতি; একেবারে ভরতি।
ভা definitions

Samsad Bengali-English Dictionary
ভা [ bhā ] n glow, radiance, shine, lustre; light; a beam, a ray.
Samsad Bangla Abhidhan
ভা [ bhā ] বি. 1 দীপ্তি, প্রভা, জ্যোতি। [সং. √ ভাস্ + ক্বিপ্]।
ভাগব definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of ভাগা: ভাগা – to flee
Samsad Bengali-English Dictionary
1st person future tense of ভাগা: ভাগা2 [ bhāgā2 ] v to flee, to take to one's heels, to slip away.
Samsad Bangla Abhidhan
1st person future tense of ভাগা: ভাগা2 [ bhāgā2 ] ক্রি. বি. পালানো (চাকরটা ভেগেছে)। [হি. ভাগ্না]। ~নো ক্রি. তাড়িয়ে দেওয়া (কুকুরগুলোকে ভাগাও, ভিখিরিকে ভাগিয়ে দিল)। ☐ বি. উক্ত অর্থে (ভিখিরিকে ওভাবে ভাগানো উচিত হল না)। ☐ বিণ. তাড়ানো হয়েছে এমন।
ভাগী definitions

Samsad Bengali-English Dictionary
ভাগী1 [ bhāgī1 ] a (poet.) fortunate. ☐ n. (poet.) fortune. ভাগী2 [ bhāgī2 ] a receiving (upon oneself), a sharer, partaking of, participating in. ভাগী3 [ bhāgī3 ] a sharing, entitled to or enjoying a share (of) (সম্পত্তির ভাগী). ☐ n. a sharer, a shareholder.
Samsad Bangla Abhidhan
ভাগী1 [ bhāgī1 ] (-গিন্) বিণ. যে ভাগ নেয় বা পায়, অংশী (সম্পত্তির ভাগী)। [সং. ভাগ + ইন্]। স্ত্রী. ভাগিনী। ~দার বি. অংশীদার। ভাগী2 [ bhāgī2 ] বিণ. ভাগ পেতে ইচ্ছুক বা বাধ্য (দোষের ভাগী, নিমিত্তের ভাগী)। [সং. √ ভজ্ + ইন্]। স্ত্রী. ভাগিনী ভাগী3 [ bhāgī3 ] বিণ. (ব্রজ.) ভাগ্যবান ('সো পাওয়ে বহুভাগী': বিদ্যা.)। [< সং. ভাগ্য]। ভাগীদার [ bhāgīdāra ] দ্র ভাগী1
ভাঙব definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of ভাঙা: ভাঙা – to break
Samsad Bengali-English Dictionary
1st person future tense of ভাঙা: ভাঙা [ bhāṅā ] v to break or be broken, to split or be split; to fracture or be fractured; to grind (পাথর ভাঙা, গম ভাঙা); to pull down or come off, to demolish or to crumble down, to erode (বাড়ি ভাঙা, কুল ভাঙা); to open (প্যাকেট ভাঙা); to impair, to deteriorate (স্বাস্থ্য ভাঙা); to debase or be debased (কুল ভাঙা); to spoil or be spoiled; to weaken or be weakened, to discourage or be discouraged (মন ভাঙা); to remove or be removed, to dispel or be dispelled (মান ভাঙা, ভয় ভাঙা); to dissolve or be dissolved, to disband (সৈন্যবাহিনী ভাঙা); to disintegrate or be disintegrated (দল ভাঙা); to break off negotiations etc. (সম্বন্ধ ভাঙা); to sever or be severed; to estrange or be estranged (বন্ধুত্ব ভাঙা); to sow dissension or disunion (ঘর ভাঙা); to disclose or divulge (সে কথাটা ভাঙেনি); to elaborate (ভেঙে বলা); to make or become hoarse (গলা ভাঙা); to walk, to traverse (পথ ভাঙা); to wade through (জল ভাঙা, জলা ভাঙা). ☐ a. broken, split; (fractured; ground; pulled down, demolished or impaired; deteriorated; debased; weakened, discouraged; dissolved; disintegrated; broken up; severed, estranged; rent with disunion; breached, hoarsened. ভাঙা কপাল ill fate, bad luck. ভাঙা কপাল জোড়া লাগা (fig.) to thrive again after a downfall; to retrieve one's fortunes. ভেঙে বলা v. to say in detail. ~চোরা a. broken and unserviceable (ভাঙাচোরা বাসন); dilapidated (ভাঙাচোরা বাড়ি). ~নি n. small coins, change; act of prejudicing (one) secretly against (কানভাঙানি). ☐ a. fem. given to intrigues, sowing dissension (ঘরভাঙানি বউ); prejudicing (one) secretly against (মনভাঙানি কথা). a. masc. ভাঙানে । ~নো v. to cause to break or split or grind or pull down or open or debase or spoil or weaken or discourage or remove or dispel or disintegrate or break up or sever or estrange or produce breach, dissension etc. or walk or traverse or wade through; to change (as a coin or currency note); to cash (as a cheque). ভাঙা-ভাঙা a. almost broken; scattered or rent here and there (ভাঙা ভাঙা মেঘ); broken (ভাঙা-ভাঙা হিন্দি); half-articulate, babbling (ভাঙা-ভাঙা বোল). ভাঙাভাঙি n. disruption, dissension; disintegration; prejudicing against; discouragement; repeated breaking or split.
Samsad Bangla Abhidhan
1st person future tense of ভাঙা: ভাঙা [ bhāṅā ] ক্রি. 1 টুকরো বা চূর্ণ করা (কাচ ভাঙা, পাথর ভাঙা); 2 দুর্বল বা হতাশ করা বা হওয়া (খবরটা শুনে সে একেবারে ভেঙে পড়ল); 3 দূর করা বা দূর হওয়া, ঘোচা বা ঘুচানো (ঘুম ভাঙা, মান ভাঙা); 4 বাতিল বা ছিন্ন হওয়া (সম্বন্ধ ভেঙে গেছে); 5 প্রকাশ করা, বুঝিয়ে দেওয়া (কথাটা ভাঙল না, ভেঙে বলো); 6 এলোমেলো হওয়া, আয়ত্তে না থাকা (আইনশৃঙ্খলা ভেঙে পড়া, রেশনব্যবস্থা ভেঙে পড়েছে); 7 ধসে পড়া (দেওয়ালটা ভেঙে পড়েছে); 8 অতিক্রম করা, টপকানো (সিঁড়ি ভাঙা, জলকাদা ভেঙে এগোল); 9 প্রচণ্ড ভিড় জমিয়ে সমবেত হওয়া (বক্তৃতা শুনতে গোটা শহর ভেঙে পড়েছে); 1 তছরূপ করা, চুরি করা (তহবিল ভাঙা)। ☐ বি. উক্ত সব অর্থে (পাথর ভাঙা সহজ নয়; দুঃখে ভেঙে পড়া খুব স্বাভাবিক, আমার পক্ষে সিঁড়ি ভাঙা সম্ভব নয়)। ☐ বিণ. 1 ভেঙেছে এমন (ভাঙাগাছ, ভাঙা দেওয়াল, ভাঙা পা); 2 নষ্ট হয়েছে এমন (ভাঙা সম্বন্ধ, ভাঙা শরীর); 3 ভাঙে এমন (হাড়ভাঙা খাটুনি); 4 হতাশ (ভাঙা মন); 5 মন্দ (ভাঙা কপাল)। [সং. √ ভন্জ্ + বাং. আ]। ভাঙা কপাল জোড়া লাগা ক্রি. বি. দুঃসময় শেষ হয়ে সুসময় আসা। ~গড়া বি. কেনোকিছু ভেঙে ফেলে বা নষ্ট করে আবার নতুন করে তৈরী করা। ~চোরা বিণ. ভেঙে টুকরো হয়ে গেছে এমন; বিনষ্ট (ভাঙা-চোরা টেবিল)। ভাঙা-ভাঙা বিণ. 1 প্রায় ভেঙেছে এমন, ভগ্নপ্রায়; 2 বিকৃত ও অস্পষ্ট (ভাঙা-ভাঙা বাংলায় যা বলল তার মানে এই)। আকাশ ভাঙা ক্রি. বি. প্রবল বৃষ্টি হওয়া (আকাশ ভেঙে বৃষ্টি নামল)। ঘাড় ভাঙা ক্রি. বি. কৌশলে অন্যের খরচে নিজের কাজ হাসিল করা। 1st person future tense of ভাঙা: মাথা [ māthā ] বি. 1 মানুষ ও প্রাণীর দেহের যে-উপরিভাগে মুখমণ্ডল চক্ষুকর্ণাদি ইন্দ্রিয় এবং মস্তিষ্ক আছে, মস্তক (মাথা ঠোকা, মাথা নাড়ানো); 2 শীর্ষ, উপরিভাগ, চূড়া (পাহাড়ের মাথায়); 3 আগা, ডগা (আঙুলের মাথায় ব্যাথা); 4 প্রান্ত, আরম্ভস্থল (মোড়ের মাথায়, রস্তার মাথায়); 5 মোড়, বাঁক; 6 নৌকোর অগ্রভাগ বা গলুই; 7 মস্তিষ্ক, বোধশক্তি (অঙ্কে মাথা আছে); 8 প্রধান ব্যক্তি, সর্দার (গাঁয়ের মাথা); 9 ঝোঁক, প্রভাব (রাগের মাথায়); 1 কিছু-না-এই অর্থবোধক উক্তি (তুমি আমার মাথা করবে)। [প্রাকৃ. মত্থঅ < সং. মস্তক]। মাথা আঁচড়ানো ক্রি. বি. চিরুনি দিয়ে চুল বিন্যাস করা। মাথা উঁচু করা, মাথা তোলা ক্রি. বি. (আল.) 1 সতেজ হয়ে ওঠা; 2 উন্নতি করা; 3 অভ্যুত্থিত হওয়া; 4 সগৌরবে নিজেকে জাহির করা; 5 বিদ্রোহী হওয়া; 6 বিপদ ইত্যাদি কাটিয়ে ওঠা। ~ওয়ালা বিণ. বুদ্ধিমান। মাথা কাটা ক্রি. বি. 1 বধ বা হত্যা করা; 2 (আল.) অত্যন্ত অপমান করা বা তিরষ্কার করা। মাথা কাটা যাওয়া ক্রি. বি. অত্যন্ত্য লজ্জা পাওয়া; সম্ভ্রমহানি হওয়া। মাথা কেনা ক্রি. বি. সীমাহীন অধিকার পাওয়া; দণ্ডমুণ্ডের কর্তা হওয়া (চাকরি পেয়ে সে যেন সকলের মাথা কিনে রেখেছে)। মাথা কোটা, মাথা খোঁড়া ক্রি. বি. 1 অসহ্য দুঃখকষ্টে অথবা অসহায় অবস্থায় পড়ে ভূমিতে বা দেওয়ালের উপর মাথা ঠোকা; 2 সনির্বন্ধ অনুরোধ করা, নাছোড়বান্দা হয়ে মনতি করা। মাথা খাও মাথার দিব্যি দিচ্ছি-এই অর্থসূচক শপথবিশেষ। মাথা খাওয়া ক্রি. বি. সর্বনাশ করা; উৎসন্নে দেওয়া, বখিয়ে বা বিগড়ে দেওয়া (লাই দিয়ে ছেলের মাথা খেয়েছে)। মাথা খাটানো ক্রি. বি. বুদ্ধি খাটানো, চিন্তা করা। ~খারাপ বিণ. পাগল, অপ্রকৃতিস্থ। মাথা খারাপ করা ক্রি. বি. দুশ্চিন্তা ইত্যাদির জন্য অস্থির বা বিভ্রান্ত হওয়া। মাথা খেলানো ক্রি. বি. বুদ্ধি চালনা করা ~গরম বি. রাগ, ক্রোধ। ☐ বিণ. রাগী, ক্রুদ্ধ (মাথাগরম লোক)। মাথা গরম করা ক্রি. বি. ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া। মাথা গুলিয়ে দেওয়া, মাথা গুলানো ক্রি. বি. হতবুদ্ধি করা। মাথা গোঁজা ক্রি. কোনোরকমে আশ্রয় নেওয়া বা বাস করা। মাথা ঘষা ক্রি. বি. চুলে সাবান শ্যামপু ইত্যাদি প্রয়োগ করে চুল পরিষ্কার করা। ☐ বি. চুলে মাখবার বা কেশতেলে মিশাবার সুগন্ধ মশলাবিশেষ। মাথা ঘামানো ক্রি. বি. (অনর্থক) মস্তিষ্ক চালনা করা বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা ঘোরা ক্রি. বি. 1 চতুর্দিকে ঘুরছে এমন বোধ হওয়া বা এমন শিরঃপীড়া হওয়া; 2 (আল.) বিহ্বল ও দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা চাড়া দেওয়া ক্রি. বি. মাথা তোলা -র অনুরূপ। মাথা চুলকানো ক্রি. বি. জবাব-উপায়-সংকল্প ইত্যাদি স্থির করতে না পারার জন্য মাথার মধ্যে আঙুল চালানো। মাথা ঠাণ্ডা করা ক্রি. বি. শান্ত বা প্রকৃতিস্থ হওয়া, উত্তেজনা দূর করা। মাথা ঠিক রাখা ক্রি. বি. (সকল পরিস্থিতিতে) অবিচলিত থাকা, বিচলিত বা উত্তেজিত না হওয়া। মাথা তোলা ক্রি. বি. মাথা উঁচু করা -র অনুরূপ। মাথা দেওয়া ক্রি. বি. 1 জীবন উৎসর্গ করা; 2 কোনো কাজে বা বিষয়ে মনোযোগ দেওয়া। মাথা ধরা ক্রি. বি. মাথার মধ্যে যন্ত্রণা হওয়া। মাথা নিচু হওয়া ক্রি. বি. (আল.) অপমানে বা লজ্জায় অত্যন্ত কুণ্ঠিত বোধ করা বা ক্ষুদ্র বোধ করা মাথা নেই তার মাথা ব্যথা উক্তি অকারণ দুশ্চিন্তা। মাথা নোয়ানো ক্রি. বি. নতি বা অধীনতা স্বীকার করা। ~পাগলা বিণ. পাগলাটে খ্যাপাটে ~পিছু ক্রি বি. জনপ্রতি, প্রত্যেক লোক হিসাবে। মাথা পেতে দেওয়া ক্রি. বি. সম্পূর্ণ মেনে নেওয়া শীরধার্য করা। মাথা বিকানো ক্রি. বি. সম্পূর্ণ বশ্যতা স্বীকার করা। ~ব্যথা বি 1 মাথার মধ্যে যন্ত্রণা; 2 আল. দুশ্চিন্তা; 3 গরজ। ~মুণ্ডু বি. বোধমগ্য বিষয় তার কথার কি কোনো মাথামুণ্ডু আছে, ও-চিঠি মাথামুণ্ডু কিছুই বুঝলাম না। মোটা বিণ. স্থূলবুদ্ধি বোকা মাথামোটা লোক মাথায় ওঠা ক্রি. বি মাধায় চড়া -র অনুরূপ। মাথায় করা ক্রি বি. 1 অত্যন্ত আদর বা প্রশ্রয় দেওয়া; 2 অত্যন্ত সম্মান ভক্তি বা সমাদর করা; 3 উপেক্ষা করা ঝড়বৃষ্টি মাথায় করে বেরিয়ে গেল মাথায় কাঠাল ভাঙা কি. বি ভাঙা দ্রব্য। মাথায় কাপড় দেওয়া ক্রি. বি. মাথায় ঘোমটা দেওয়া। মাথায় খাটো বিণ. বেঁটে খর্বাকৃতি। মাথায় খুন চাপা ক্রি. বি. অত্যন্ত উদ্রেক হওয়া প্রচণ্ড রাগ হওয়া। মাথায় ঘোলা ঢালা দ্র ঘোলা। মাথায় চড়া ক্রি. বি. প্রশ্রয় পায়ে স্পর্ধাযুক্ত ও উদ্ধত হওয়া। মাথায় ঢোকা ক্রি বোধগম্য হওয়া। মাথায় তোলা ক্রি. অত্যাধিক প্রশ্রয় বা লাই দেওয়া। মাথায় মাথায় ক্রি. বিণ. একেবারে সীমা পর্যন্ত সমান-সমান চৌবাচ্চার মাথায় মাথায় জল মাথায় রাখা ক্রি. বি. 1 ভক্তি সম্মান বা আদরযত্ন করা; 2 মনে রাখা বা খেয়াল রাখা ব্যাপারটা মাথায় রেখো কিছু। মাথায় হাত বিস্ময় সর্বনাশ ইত্যাদি কারনে বিমূঢ়তা দাম শুনে তাঁর তো মাথায় হাত। মাথায় হাত বুলানো ক্রি. বি. কৌশলে বা ফাঁকি দিয়ে অপহরণ বা হাসিল করার চেষ্টা করা। মাথার উপর কেউ না থাকা ক্রি. বি. অভিভাবকহীন হওয়া। মাথার খুলি করোটি। মাথার ঘাম পায়ে ফেলা ক্রি. বি. অত্যন্ত পরিশ্রম করা। মাথার ঘি বি. ঘিলু মস্তিষ্ক বুদ্ধি। মাথার ঠাকুর বি অতি শ্রদ্ধেয় ব্যক্তি মাথার ঠিক না থাকা ক্রি. বুদ্ধিভ্রংশ হওয়া। মাথার দিব্যি বি. আমার মাথা খাও অর্থাৎ আমার মৃত্যুর কারণ হও এই শপথ। ~লো বিণ মাথাওয়ালা বুদ্ধিমান মাথা হেট হওয়া ক্রি. বি. সম্মানিত হওয়া, অত্যন্ত লজ্জা পাওয়া।
ভাজব definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of ভাজা: ভাজা – to fry, fried, fried food
Samsad Bengali-English Dictionary
1st person future tense of ভাজা: ভাজা [ bhājā ] v to fry; to roast; to parch; to scorch. ☐ a. fried; roasted; parched; scorched. ☐ n. a dish of anything fried. ~নো v. to cause to fry or roast or parch or scorch. ভাজা-ভাজা a. almost fried, (fig.) extremely irritated or chafed. ~ভুজি n. pl. fried snacks.
Samsad Bangla Abhidhan
1st person future tense of ভাজা: ভাজা [ bhājā ] ক্রি. গরম তেল-ঘি-ডালডা ইত্যাদিতে শুকনো করে পাক করা (মাছ ভাজছে)। ☐ বি. উক্ত অর্থে (মাছভাজা খাচ্ছে, এত মাছ ভাজা কি সহজ কাজ?)। ☐ বিণ. উক্ত অর্থে (ভাজা মাছ)। [< সং. √ ভ্রস্জ্ + বাং. আ]।
ভাবক definitions

Samsad Bangla Abhidhan
ভাবক [ bhābaka ] বিণ. 1 যে ভাবে বা চিন্তা করে, চিন্তক, চিন্তাকারী; 2 উৎপাদক। [সং. √ ভূ + ণিচ্ + অক]।

Processing time: 1.75 s