ভাতে definitions

Bangla-Tangla Dictionary
locative of ভাত: ভাত – cooked rice
Samsad Bengali-English Dictionary
ভাতে [ bhātē ] a boiled along with rice (আলু ভাতে); cooked by keeping in the heat of boiled rice (মাছ ভাতে). ☐ n. any article of food thus boiled (ভাতেভাত = such articles of food and boiled rice). locative of ভাত: ভাত [ bhāta ] n boiled rice; the Hindu sacrament of letting a child eat rice for the first time (also মুখে ভাত). ~-কাপড় n. food and clothing; (loos.) maintenance. ভাত ছড়ালে কাকের অভাব হয় না (fig.) be liberal with your purse and they will be liberal with support and flattery. ভাত বাড়া v. to serve rice. locative of ভা: ভা [ bhā ] n glow, radiance, shine, lustre; light; a beam, a ray.
Samsad Bangla Abhidhan
ভাত মারা [ bhāta mārā ] ক্রি. বি. 1 প্রচুর ভাত খাওয়া; 2 বেকার বসে অন্ন ধ্বংস করা; 3 উপার্জনের পথ বন্ধ করে দেওয়া। ভাতুরে ভাতুড়িয়া বি. বিণ. অন্নের জন্য অপরের গলগ্রহ। ভাতুয়া-ভেতো -র মূল রূপ। ভাতে বিণ. 1 ভাতের সঙ্গে সিদ্ধকরা হয়েছে এমন (আলু ভাতে); 2 গরম ভাতের তাপে সিদ্ধ (মাছ ভাতে)। ☐ বি. ওইভাবে সিদ্ধ করা সবজি বা মাছ। ভাতে-ভাত ভাত ও তার সঙ্গে সিদ্ধ করা সবজি। locative of ভাত: ভাত1 [ bhāta1 ] বিণ. দীপ্ত, আলোকিত, উদ্ভাসিত (প্রভাত, প্রতিভাত)। [সং. √ ভা + ত]। locative of ভাত: ভাত2 [ bhāta2 ] বি. ফুটন্ত জলে চাল সিদ্ধ করে প্রস্তুত খাবারবিশেষ, অন্ন। [পা. ভত্ত < সং. ভক্ত]। ~কাপড় বি. অন্নবস্ত্র। locative of ভাত: ভাতুড়িয়া [ bhātuṛiẏā ] দ্র ভাত2 locative of ভা: ভা [ bhā ] বি. 1 দীপ্তি, প্রভা, জ্যোতি। [সং. √ ভাস্ + ক্বিপ্]।

Processing time: 0.37 s