ভাগ্যবান definitions

Bangla-Tangla Dictionary
ভাগ্যবান – lucky, fortunate
Samsad Bengali-English Dictionary
ভাগ্য [ bhāgya ] n fate, fortune, luck, destiny; chance; good fortune, good luck. ~ক্রমে adv. fortunately, luckily; by chance. ~গণনা n. fortune-telling. ভাগ্যগণনা করা v. to foretell or tell one's fortune. ~গণনাকারী n. a fortune-teller, an astrologer. ~গুণে adv. by dint of one's good fortune; (often ironically) as one's fate would have it; because of one's ill fate. ~চক্র n. the wheel of fortune; ever changeful fortune. ~দেবতা n. the god or goddess of fortune or destiny, Destiny, (cp.) the Fates. fem. ~দেবী । ~দোষে adv. through bad luck, unfortunately, as ill luck would have it. ~নিয়ন্তা same as ~বিধাতা । ~পরীক্ষা n. a trial of luck. ভাগ্য পরীক্ষা করা v. to try one's luck. ~পুরুষ same as ~বিধাতা । ~ফল n. one's destiny; astrological reading of one's fortune. ~বতী fem. of ~বান । ~বন্ত same as ~বান । ~বল n. strength of one's good fortune; fortune's favour. ~বাদী n. a fatalist. ~বান a. fortunate, lucky. ~বিড়ম্বনা n. bad or ill luck; misfortune; reverses of fate. ~বিধাতা n. the divine ordainer of fortune or destiny, Destiny. fem. ~বিধাত্রী । ~বিপর্যয় n. reverses of fortune; reversal of fortune; misfortune. ~মন্ত same as ~বান । ~লিখন, ~লিপি n. one's foreordained fortune (esp. as supposed to have been written on one's forehead by the god of destiny). ~হীন a. unfortunate, luckless, ill-fated, unlucky. fem. ~হীনা । ভাগ্যি n. dial. corrup. of ভাগ্য ।int. ex pressing: it is fortunate that, luckily (ভাগ্যি তুমি এলে). ভাগ্যিস int. same as ভাগ্যি (int.). ভাগ্যোদয় n. dawning of one's good fortune.
Samsad Bangla Abhidhan
ভাগ্য [ bhāgya ] বি. 1 অদৃষ্ট, নিয়তি, কপাল, বরাত (ভাগ্যে যা আছে হবে); 2 সৌভাগ্য (তোমার কী ভাগ্য ! ভাগ্যবান)। [সং. √ ভজ্ + য]। ~ক্রমে ক্রি-বিণ. ভাগ্যের জোরে, সৌভাগ্যবশত (সে ভাগ্যক্রমে বেঁচে গেছে)। ~গণনা বি. ভবিষ্যৎ শুভাশুভ নির্ণয়। ~গুণে ভাগ্যক্রমে -র অনুরূপ। ~চক্র বি. পরিবর্তনশীল ভাগ্য, একবার সৌভাগ্য একবার দুর্ভাগ্য এইভাবে পরিবর্তনশীল অদৃষ্ট। ~দেবতা, ~বিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন। স্ত্রী. ~দেবী, ~বিধাত্রী। ~দোষে ক্রি বিণ. দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যবশত (রাজা ভাগ্যদোষে একদিন ফকির হয়ে গেলেন)। ~ধর বিণ. ভাগ্যবান। ~নিয়ন্তা বিণ. বি. যিনি ভাগ্য বা অদৃষ্ট স্থির বা নির্ধারণ করেন, ভাগ্যবিধাতা। ~পরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাৎ ভাগ্য ভালো কি মন্দ তার পরীক্ষা। ~বল বি. ভাগ্যের সহায়তা বা আনুকূল্যে, সৌভাগ্য। ~বান বিণ. সৌভাগ্যবান, যার ভাগ্য ভালো। স্ত্রী. ~বতী। ~বিপর্যয় বি. দুর্ভাগ্য, হঠাৎ বিপদে পড়া, দুরদৃষ্ট। ~রেখা বি. (জ্যোতিষ) হাতের তালুতে ভাগ্যনির্দেশক রেখা। ~লিপি বি. অদৃষ্টের লিখন, কী ঘটবে সে সম্বন্ধে পূর্বাহ্ণে নির্দিষ্ট ভাগ্যের গতি। ~হত বিণ. হতভাগ্য। ~হীন বিণ. হতভাগ্য। স্ত্রী. ~হীনাভাগ্যাকাশ বি. ভাগ্যরূপ আকাশ, ভাগ্যরূপে কল্পিত আকাশ। ভাগ্যান্বেষণ বি. সৌভাগ্যের সন্ধানভাগ্যদয় বি. সৌভাগ্যের সূচনা।

Processing time: 0.39 s