Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
ভগ্ন [ bhagna ] a broken; fractured (ভগ্ন অস্থি); severed, detached (ভগ্নশাখ); pulverized (ভগ্ন শস্য); curved, stooping, hunched (ভগ্নপৃষ্ঠ); dilapidated (ভগ্নমন্দির); demolished (ভগ্নকুটির); impaired, ruined, shattered (ভগ্নস্বাস্থ্য); ungratified, unentertained (ভগ্নমনোরথ); depressed or dejected; defeated or routed (ভগ্নবাহিনী); hoarse, husky (ভগ্নস্বর); (arith.) fractional (ভগ্নসংখ্যা). ~কন্ঠেadv. in a broken or husky voice, hoarsely. ~গৃহn. a dilapidated house; (fig.) a house in utter disorder or confusion. ~চিত্তa. same as ~হৃদয় । ~দশাn. broken or dilapidated or ruined state, a state of decay. ~দূতn. a messenger or a soldier bringing the news of defeat from the battlefield; (fig.) a person bringing bad or disheartening news. ~দেহa. having one's health run down or impaired or shattered. ~প্রায়a. threatening to fall, tottering. ~মনোরথa. disappointed; balked, baulked. ~স্তূপn. a heap of broken-down remains, ruins. ~স্বাস্থ্যa. with or in run-down or broken health. ☐ n. broken or run-down health. ~হৃদয়a. broken-hearted; dejected. ভগ্নাংশn. a broken-away part, a fraction; (arith.) a fraction. ভগ্নাঙ্কn. (arith.) a fraction. ভগ্নাবশিষ্টa. lying or remaining in or as ruins. ভগ্নাবশেষn. broken-down re mains, ruins; relics. ভগ্নাবস্থাn. broken down or ruined or dilapidated state, a state of ruin or decay. ভগ্নাবস্থa. broken-down, in ruins, dilapidated. ভগ্নাশa. disappointed, despondent.
Samsad Bangla Abhidhan
ভগ্ন [ bhagna ] বিণ. 1 ভাঙা (ভগ্নদশা, ভগ্ন বাঁশি); 2 খণ্ডিত; 3 চূর্ণ (ভগ্নপ্রাসাদ, ভগ্নসৌধ); 4 বাঁকা, কুঁজো (ভগ্নপৃষ্ঠ); 5 স্বাস্থ্যহীন (ভগ্নদেহ); 6 ব্যর্থ, নষ্ট (ভগ্নমনোরথ); 7 দুঃখে অবসন্ন বা হতাশ (ভগ্নহৃদয়, ভগ্নোদ্যম)। [সং. √ ভন্জ্ + ত। ~কণ্ঠ-ভগ্নস্বর -এর অনুরূপ। ~চিত্ত বিণ. মন ভেঙে গেছে এমন। ~দশা বি. ধ্বংসপ্রাপ্ত অবস্থা। ~দূত বি. যে-দূত যুদ্ধে ব্যর্থতা বা পরাজয়ের সংবাদ নিয়ে আসে। ~দেহ বিণ. শরীর ভেঙে গেছে এমন। ~পৃষ্ঠ বিণ. পিঠ বেঁকে বা কুঁজো হয়ে গেছে এমন। ~প্রায় বিণ. প্রায় ভেঙেছে এমন। ~স্তুপ বি. স্তূপাকার ধ্বংসাবশেষ, ঘরবাড়ি ও অন্যান্য পাকা ইমারতের ভেঙে-পড়া অবস্থা। ~স্বর, ~কণ্ঠ বিণ. গলার স্বর বা আওয়াজ ভেঙে বিকৃত হয়েছে এমন। ☐ বি. ভেঙে-যাওয়া কণ্ঠস্বর। ~স্বাস্থ্য বিণ. রোগে বা অন্য কারণে শরীর ভেঙে গেছে এমন। ~হৃদয় বিণ. মন ভেঙে গেছে এমন। ভগ্নাংশ বি. 1 ভগ্ন বা খণ্ডিত বস্তুর অংশ; 2 (গণিতে) 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি, ভগ্নাঙ্ক, fraction. ভগ্নাঙ্ক বি. (গণিতে) 1 -এর অংশঘটিত বা 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি। ভগ্নাব-শেষ বি. কোনো বস্তু হয়ে গেলে যা পড়ে থাকে বা যা অবশিষ্ট থাকে (প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ)। বিণ. ভগ্নাব-শিষ্ট। ভগ্নাবস্থা বি. ভাঙাচোরা অবস্থা, ভগ্নদশা। ভগ্নোৎ-সাহ, ভগ্নোদ্যম বিণ. উৎসাহ চলে গেছে এমন, হতাশ।