Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
বড়লাট definitions
Bangla-Tangla Dictionary
বড়লাট – viceroy
Samsad Bengali-English Dictionary
বড়, বড়ো [ baṛa, baṛō ] a large, big; high, tall, lofty; long; lengthy; fat; loud; excessive; severe; magnanimous, great; respectable, noble; older; elder; eldest; senior in position; rich, aristocratic; most important, principal, chief; leading; eminent; highly contested. ☐ adv. very thoroughly (বড় মন্দ) ☐ int. denoting: slight contempt (চাকরি তো বড়) ; amazement (বড়ো যে এলে). বড়ো করাv. to make one flourish; to extol usu. unduly; to enlarge (as a photograph); to lengthen (as a story); to expand (রাজ্য বড়ো করা) to increase (নামযশ বড় করা) ; to magnify, to exaggerate (বড় করে দেখা বা বলা) ; to elevate or edify (চরিত্র বড়ো করা) ; to liberalize (মন বা হাত বড় করা) ; to make louder, to raise (গলা বড় করা) ; to dilate (চোখ বড় করা) ; to heighten (আশা বড় করা) ; to bring up (ছেলে বড়ো করা). বড় দেখানো v. to look large or big; to loom large; to magnify. বড় হওয়াv. to grow up; to come of age; to flourish; to be expanded; to be edified; to be liberalized; to be glorified (মুখ বড় হওয়া). বড় একটা না not much, not at all; hardly; rarely; seldom; once in a blue moon. বড় কথা the most important word, chief words; tall-talk. ~কর্তাn. a master or head of a family; the chief or boss of an organization; a headman. ~কুটুম্ব, ~কুটুমn. a wife's brother, a brother-in-law. বড় খেলা a highly contested match; a big or important match; a great game. বড় গলা loud voice (বড় গলায় গান) ; proud or arrogant tone (বড় গলায় ঘোষণা). বড় গল্প a long story. বড় গাছে নৌকা বাঁধা (fig.) to resort to a great patron. বড় ঘর a large or spacious room; a hall; a high or aristocratic or noble family. বড় জোর at most, at best. বড় জ্বালা a great or severe affliction. বড় ঝড় a great or violent storm. ~ত্বn. seniority in age or position; greatness; magnanimity. বড় দরের লোক a man of high status. ~দাদা (coll.) ~দাn. the eldest brother. বড় দাম a high or exorbitant price. ~দিদি (coll.) ~দিn. fem. the eldest sister. ~দিনn. (astr.) the winter solstice; (pop.) the Christmas Day. বড় দুঃখ deep or intense sorrow. বড় দুর্দিন terribly hard times. বড় পেট a large belly; voracious appetite; (fig.) exorbitant demand or tremendous greed. বড় বড় বানরের বড় বড় পেট (fig.) the more one has, the more one demands; the wealthier a man, the greater is his demand. বড় বই an enormous book, a fat volume; (fig.) magnum opus. বড় বংশ a high or respectable or noble family. ~বাবুn. a head clerk; the seniormost male member of a family. বড় বোনn. fem. an elder sister, the eldest sister. বড় ব্যাপার a great affair. বড় ভাইn. an elder brother, a big brother, the eldest brother. বড় মোকদ্দমা a big or leading case. বড় মজা a great fun. বড় মন a magnanimous heart; a high mind; a master mind; an optimistic outlook. ~মানষিn. ostentatious display or wealthiness or riches. ~মানুষn. a rich man; a great man. বড় মুখ elated or proud in speech (বড় মুখে বলা) ; nourishing a great hope (বড় মুখ দিয়ে আসা) ; dignified countenance; prestige; renown. বড় মুখ ছোট হওয়া to feel disgraced; to be put out of countenance. ~রানিn. the chief queen (of a king who has several wives). বড় লড়াই a hard fight; a great battle. ~লাট see লাট2 । ~লোক same as বড়মানুষ । বড়লোকি same as বড়মানষি । বড় শরিক the senior partner of an estate. বড় শিকার a big game; big game hunting. বড় শীত severe cold. বড় সাহেবn. the senior partner of a firm; the boss of an office. বড় হাজরি see হাজরি ।
Samsad Bangla Abhidhan
বড়2, বড়ো [ baṛa2, baṛō ] বিণ. 1 বৃহৎ, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্থূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্থ (বড়বাবু, বড়দারোগা, রড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (রড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। ☐ বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ☐ ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। ☐ অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড < সং. বড্র]। বড় একটা, বড়ো একটা1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সৎ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ~কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিৎকার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ~ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ~বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ~লাট বি. লাট দ্র। ~সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ~হাজরিহাজরি দ্র।