Off by 2 letters:
ক্রোক definitions

Samsad Bengali-English Dictionary
ক্রোক [ krōka ] n legal seizure or attachment of goods or property, seizure, distraint. ক্রোক করা v. to seize, to attach, to distrain. ক্রোক হওয়া v. to be seized, to be in distraint. ক্রোকি a. pertaining to distraint. ক্রোকি পরওয়ানা a warrant of distraint. ক্রোকি সম্পত্তি a. property of distraint মালক্রোক distraint of movables.
Samsad Bangla Abhidhan
ক্রোক [ krōka ] বি. (সচ. সরকারি আদেশে বা কর্তৃত্ববলে) সম্পত্তি আটক। [আ. কূর্ক]। ক্রোকি বিণ. ক্রোকসম্বন্ধীয়।
বেরোক definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present imperative tense of বেরোনো: বেরোনো – to go out, to come out
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present imperative tense of বেরোনো: বেরোনো [ bērōnō ] v to go or get out, to come out; to be out; to be published (পরীক্ষার ফল বেরিয়েছে); to emerge.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present imperative tense of বেরোনো: বেরনো, বেরোনো [ bēranō, bērōnō ] ক্রি. বি. বাহির হওয়া (পরীক্ষার ফল বেরিয়েছে? তুমি কি এখন বেরোবে?)। [বাং. বের (বাহির) + আনো]। বেরিয়ে যাওয়া ক্রি. বি. 1 বাহির হওয়া; 2 বাইরে যাওয়া; 3 স্থানত্যাগ করা; 4 (তথ্য, নথি, ফলাফল ইত্যাদি) প্রকাশিত হওয়া।
বোক definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present imperative tense of বওয়া: বওয়া – to flow, to carry
ব্রেক definitions

Bangla-Tangla Dictionary
ব্রেক – break [English]
Samsad Bengali-English Dictionary
ব্রেক [ brēka ] n a brake (of vehicle or machine). ব্রেক কষা v. to put on the brake (to), to brake, (fig.) to slow down.
Samsad Bangla Abhidhan
ব্রেক [ brēka ] বি. গাড়ির গতি রোধ করার যন্ত্রবিশেষ (ব্রেক কষা) [ইং. brake]।
ব্রোচ definitions

Samsad Bangla Abhidhan
ব্রুচ, ব্রোচ [ bruca, brōca ] বি. সেফটিপিন-জাতীয় অলংকার; পিনবিশেষ। [ইং. brooch]। ব্রোচ [ brōca ] দ্র ব্রুচ
রোক definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present imperative tense of রওয়া: রওয়া – to stay, to remain, to keep being
Samsad Bengali-English Dictionary
রোক [ rōka ] n cash purchase, cash and carry; ready money, cash. ☐ a. ready (রোক টাকা = ready money). ~ঋণ n. cash credit. ~থোক adv. in ready money, in hard cash, cash down. ~শোধ n. cash payment (of a bill etc.) ~স্থিতি n. cash balance.
Samsad Bangla Abhidhan
রোক1 [ rōka1 ] বি. 1 দিক 2 সম্মুখভাগ (রোকের জমি)। [ফা. রূখ]। রোক2 [ rōka2 ] বি. 1 ক্রয়, নগদ-ক্রয়; 2 (বাং.) নগদ টাকা (রোক দেওয়া)। ☐ বিণ. (বাং.) নগদ (রোক টাকা)। [সং. √ রুচ্ + অ]। ~ বি. 1 নগদ টাকাকড়ির হিসাব; 2 হিসাবের পাকা খাতা (রোকড়ে তোলা, রোকড়ে ওঠা); 3 নগদ টাকা (রোকড় বিক্রি); 4 সোনারুপোর গহনাপত্র (রোকড়ের দোকান)। ~শোধ বি. নগদ টাকায় পাওনা পরিশোধ। 3rd person ordinary present imperative tense of রওয়া: রওয়া [ rōẏā ] ক্রি. 1 থাকা (মনে রয়ে গেল); 2 বাকি থাকা (পাওনা রয়েছে); 3 বাস করা, অবস্থান করা ('বসে রয় রাত-প্রভাতের পথের ধারে': রবীন্দ্র); 4 সবুর করা (রও, সে আগে আসুক); 5 বিরতি দেওয়া (রয়ে বসে কাজ করা)। [হি. রহ্না > রহা > রওয়া]। ~নো ক্রি. থাকানো; অপেক্ষা করানো; থামানো। ☐ উক্ত সব অর্থে। 3rd person ordinary present imperative tense of রওয়া: রয়2 [ raẏa2 ] ক্রি. (কাব্যে ও আঞ্চ.) থাকে ('রয় যে কাঙাল শূন্য হাতে': রবীন্দ্র; ঘরে মন রয় না)। [রওয়া দ্র]। 3rd person ordinary present imperative tense of রওয়া: রয়ে-বসে [ raẏē-basē ] ক্রি.-বিণ. ধীরে-সুস্থে, তাড়াহুড়ো না করে (রয়ে বসে বই লেখা)। [বাং. রহিয়া-বসিয়া, দ্র রওয়া]। 3rd person ordinary present imperative tense of রওয়া: রসুন2 [ rasuna2 ] অনু-ক্রি. থামুন, অপেক্ষা করুন (একটু রসুন, আমি এখনই আসছি)। [রওয়া দ্র]। 3rd person ordinary present imperative tense of রওয়া: রসো [ rasō ] অনু-ক্রি. থামো, অপেক্ষা করো। [রওয়া দ্র]। 3rd person ordinary present imperative tense of রওয়া: রহা [ rahā ] ক্রি. রওয়া -র সাধু রূপ।
Off by 3 letters:
অবরোধক definitions

Samsad Bengali-English Dictionary
অবরোধ [ abarōdha ] n obstruction, hindrance; blockade; a siege; a prison; a covering; a container or case; imprisonment; detention; zenana (অবরোধবাসিনী). ~ a. & n. one who or that which obstructs or hinders or blockades or besieges or imprisons or detains. অবরোধ করা v. to obstruct, to hinder; to blockade; to be siege; to imprison; to detain. ~প্রথা n. the practice of keeping women con fined in the zenana so that they cannot be seen by outsiders, the purdah system. ~বাসিনী a. fem. secluded in the zenana. ☐ n. woman living in the zenana.
Samsad Bangla Abhidhan
অব-রোধ [ aba-rōdha ] বি. 1 বাধা, প্রতিবন্ধক; পরিবেষ্টন blockade; 2 কারাগার, জেলখানা; 3 অন্তঃপুর; 4 বন্দিত্ব, আটক, detention. [সং. অব + রোধ]। অব-রোধক বিণ. অবরোধকারী, বাধা সৃষ্টি করে এমন। ~প্রথা বি. পর্দা প্রথা, নারীদের পর্দানাশিন থাকার নিয়ম, নারীদের অন্তঃপুরে থাকার বা রাখার প্রথা।
আবরক definitions

Samsad Bengali-English Dictionary
আবরক [ ābaraka ] a that which covers or screens or veils. ☐ n. a cover; a covering; a screen; a lid; a veil.
Samsad Bangla Abhidhan
আবরক [ ābaraka ] বিণ. ঢাকে বা ঢেকে রাখে এমন, আবরণকারী, আচ্ছাদনকারী। ☐ বি. ঢাকনি; ঘোমটা। [সং. আ + √ বৃ + অক]।
ক্রোকি definitions

Samsad Bengali-English Dictionary
ক্রোক [ krōka ] n legal seizure or attachment of goods or property, seizure, distraint. ক্রোক করা v. to seize, to attach, to distrain. ক্রোক হওয়া v. to be seized, to be in distraint. ক্রোকি a. pertaining to distraint. ক্রোকি পরওয়ানা a warrant of distraint. ক্রোকি সম্পত্তি a. property of distraint মালক্রোক distraint of movables.
Samsad Bangla Abhidhan
ক্রোক [ krōka ] বি. (সচ. সরকারি আদেশে বা কর্তৃত্ববলে) সম্পত্তি আটক। [আ. কূর্ক]। ক্রোকি বিণ. ক্রোকসম্বন্ধীয়।
ফ্রক definitions

Samsad Bengali-English Dictionary
ফ্রক [ phraka ] n a frock (esp. for girls).
Samsad Bangla Abhidhan
ফ্রক [ phraka ] বি. মেয়েদের ঘাগরাজাতীয় জামাবিশেষ। [ইং. frock]।
বক definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of বকা: বকা – to scold
Samsad Bengali-English Dictionary
বক [ baka ] n a species of long-necked white bird, the stork; (cp.) the egret, the heron, the crane; a kind of heron shaped flower. বক দেখানো v. to taunt by cupping one's palms almost in the shape of a heron. ~ঠুঁটো n. a species of river fish with a long and slender beak. ~ধার্মিক a. feigning or simulating virtuousness or piety, sanctimonious; hypocritical. ~বৃত্তি n. feigned virtuousness or piety, sanctimony; hypocrisy, dissimulation. ~যন্ত্র n. a flask with a long bentback neck used in distillation, a retort, a still; stethoscope. 2nd person ordinary present simple tense of বকা: বকা1 [ bakā1 ] v to indulge in garrulity; to prattle, to talk overmuch; to scold, to chide.
Samsad Bangla Abhidhan
বক [ baka ] বি. 1 মাছ শিকারে পটু সাধারণত সাদা পাখিবিশেষ; 2 মহাভারতে বর্ণিত ভীম কর্তৃক নিহত রাক্ষসবিশেষ; 3 সাদা রঙের ফুলবিশেষ। [সং. √ বঙ্ক্ + অ]। বক (বগ) দেখানো ক্রি. বি. বকের গলা ও মুখের মতো হাত বেঁকিয়ে অশোভনভাবে বিদ্রুপ করা। ~ধার্মিক বিণ. বি. ধার্মিকতার ভানধারী; ধর্মধ্বজাধারী; ভণ়্ড। 2nd person ordinary present simple tense of বকা: বকা1 [ bakā1 ] ক্রি. বি. 1 বাচালতা প্রকাশ করা, বকবক করা (ছেলেটি রড্ড বকে); 2 (অনর্থক বা অধিক) কথা বলা (বেশি বকছ কেন, আমি সব জানি); 3 তিরস্কার করা, ধমকানো (দাদা বকবে)। [সং. √ বচ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. বাজে কথা বলানো; অনর্থক বা বেশি কথা বলানো। ~ঝকা বি. বকুনি, তিরস্কার। ~বকি বি. 1 তিরস্কার, বকুনি; 2 বিতর্ক; 3 কলহ।
বক্র definitions

Bangla-Tangla Dictionary
বক্র – crooked
Samsad Bengali-English Dictionary
বক্র [ bakra ] a bent, curved, tortuous; oblique; squint: crooked; (chiefly astrol.) antipatheitc. ☐ n. a bend, a turn. ~গতি a. having a curved or sinuous or tortuous motion. ~গামী a. curvedly or sinu ously or tortuously moving crooked. ~চ্ছেদ n. (geom.) an oblique section. ~তা n. curvedness; sinuosity; obliqueness; squintness; curvature; crookedness. (chiefly astrol.) antipathy. বক্রতা কেন্দ্র n. (phys.) a centre of curvature. ~দৃষ্টি a. squint-eyed, cock-eyed; looking askance; squinting. ~নাস a. having a curved or aquiline nose. ~পৃষ্ঠ a. con vex; arch-backed. ~রেখা n. curved line, a curve. ~শিরাল a. (bot.) curvi veined. ~সংঘাত n. (mech.) an oblique impact. বক্রাংশুরেখা n. (phys.) a caustic curve. বক্রাংশুস্পর্শ n. (phys.) causticity.
Samsad Bangla Abhidhan
বক্র [ bakra ] বিণ. 1 বাঁকা, সোজা বা সরল নয় এমন (বক্রপথ, বক্রগতি); 2 কুটিল (বক্র ইঙ্গিত, বক্রকটাক্ষ)। ☐ বি. 1 বাঁক, মোড়; 2 (বিরল) মঙ্গলগ্রহ। [সং. √ বঙ্ক্ + র]। ~গামী (-মিন্) বিণ. বাঁকা পথে চলে এমন। ~গ্রীব বিণ. যার বাঁকা গলা। ~ বি. বক্রীকরণ। ~তা বি. বাঁকাভাব, অসরলতা; বাঁক। ~দংষ্ট্র বিণ. বাঁকা দাঁতযুক্ত। ~দৃষ্টি বি. বাঁকা চাহনি বা কুটিল চাহনি; কটাক্ষ। ☐ বিণ. বাঁকা চাহনিযুক্ত। ~নাস বিণ. (টিয়া প্রভৃতি পাখির মতো) বাঁকা নাকওয়ালা। ~রেখা বি. বাঁকা রেখা, যে রেখা সরল বা সোজা নয়। বক্রাক্ষ বিণ. টেরা, বাঁকা দৃষ্টিযুক্ত। বক্রিমা (-মন্) বি. বক্রতা।
বঙ্ক definitions

Samsad Bengali-English Dictionary
বঙ্ক, বঙ্কা [ baṅka, baṅkā ] a (poet. & obs.) bent, curved, hunchbacked.
Samsad Bangla Abhidhan
বঙ্ক [ baṅka ] বি. নদীর বাঁক। ☐ বিণ. বাঁকা, বক্র। [সং. বক্র > প্রাকৃ. বঙ্ক]। বঙ্কা [ baṅkā ] বিণ. (প্রা. কা.) বাঁকা। [বঙ্ক দ্র]।
বজ্র definitions

Bangla-Tangla Dictionary
বজ্র – a bolt of lightning
Samsad Bengali-English Dictionary
বজ্র [ bajra ] n thunderbolt, thunder; the weapon of Indra (ইন্দ্র) the king of gods; (loos.) lightning; (astrol.) a cross-sign (×) on the palm or sole of a person; diamond. বজ্র আঁটুনি ফসকা গেরো the more laws, the more flaws; (cp.) summum jus summum injustitia. ~কঠিন, ~কঠোর a. extremely hard, adamantine. ~কীট n. the pangolin. ~গম্ভীর a. deep and loud as thunderclap. বজ্রগম্ভীর স্বরে in a voice as deep as thunder, in a thunderous voice. ~গুণন n. (alg.) cross-multiplication. ~তুল্য a. adamantine; fatally severe; thunderous. ~ধর same as বজ্রপাণি । ~ধ্বনি, ~নাদ, ~নির্ঘোষ n. thunderclap; thunder-peal; (fig.) a voice or noise as deep and loud as thunderclap. ~পাণি n. one whose weapon is thunder, the thunderer; Indra (ইন্দ্র) the king of gods. ~পাত n. a crash of thunder; thunder bolt. ~বহ n. (phys.) a lightning conductor. ~বারক n. (phys.) a lightning ar rester. বজ্রাগ্নি n. lightning. বজ্রাঘাত n. a thunder-stroke; (fig.) a sudden and fatal calamity. বজ্রাহত a. thunder-struck.
Samsad Bangla Abhidhan
বজ্র [ bajra ] বি. 1 ঝড়বৃষ্টির সময় আকাশে বিদ্যুতের ঝলকানির সঙ্গে সঙ্গে যে প্রচণ্ড শব্দ হয়; বাজ, অশনি, কুলিশ; 2 দধীচির অস্থিতে নির্মিত ইন্দ্রের অস্ত্র; 3 গুণনের × এই চিহ্ন; 4 (জ্যোতিষ) মানবদেহে বিশেষত হাতের চেটো ও পায়ের তলায় × চিহ্ন; 5 যোগবিশেষ, আসনবিশেষ; 6 হীরক। ☐ বিণ. অত্যন্ত কঠিন বা কঠোর (বজ্রকঠোর)। ☐ বিণ-বিণ. প্রচণ্ড, নিদারুণ। [সং. √ বজ্ + র]। ~কঠিন বিণ. বজ্রের মতো কঠিন, অত্যন্ত শক্ত। ~কেতু বি. নরকের অধিপতি। ~গম্ভীর বিণ. বজ্রনাদের মতো গম্ভীর। ~গুণন (বীজ.) বীজগণিতে গুণের প্রক্রিয়াবিশেষ, cross-multiplication. ~ধর, ~পাণি, বজ্রী (-জ্রিন্) বি. ইন্দ্র। ~ধ্বনি, ~নাদ, ~নির্ঘোষ বি. বজ্রপাতের আওয়াজ। ~পাত বি. বাজ পড়া। ~মণি, ~মাণিক বি. মহামূল্য মণি বা রত্ন ('বজ্রমাণিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা': রবীন্দ্র)। ~মুষ্টি, (কথ্য) ~মুঠি বি. বজ্রের মতো কঠিন বা দৃঢ় মুষ্টি। ~যান বি. তান্ত্রিক বৌদ্ধ ধর্মের নামবিশেষ, শূন্যতাযান। ~লেপ বি. দুর্ভেদ্য প্রলেপবিশেষ, শ্রীবাসকরস ভল্লাতক অতসী বেল প্রভৃতি দিয়ে তৈরি কবিরাজি প্রলেপবিশেষ। বজ্রাগ্নি বি. বিদ্যুৎ। বজ্রাঘাত বি. বজ্রের আঘাত, বাজের আঘাত। বজ্রাহত বিণ. 1 বজ্রের আঘাতে আহত; 2 (আল.) প্রচণ্ড আঘাতে বিমূঢ়। বজ্রাসন বি. যোগাসনবিশেষ।
বপ্র definitions

Samsad Bengali-English Dictionary
বপ্র [ bapra ] n ground; a field; a wall; a rampart; ~ক্রীড়া n. act of digging earth with the horn or trunk (as by a bull or an elephant).
Samsad Bangla Abhidhan
বপ্র [ bapra ] বি. 1 ক্ষেত্র, ভূমি (নিম্নবপ্র, প্রশস্ত বপ্র); 2 দুর্গের পরিখা থেকে তোলা মাটির স্তূপ; 3 প্রাচীর; 4 পর্বতের সানুদেশ। [সং. √ বপ্ + র]। ~ক্রীড়া বি. পর্বতের সানুদেশে বা উপত্যকায় পশুদের শিং বা দাঁত দিয়ে মাটি খুঁড়ে খেলা, উৎখাতকেলি।
বর definitions

Bangla-Tangla Dictionary
বর – groom, husband
Samsad Bengali-English Dictionary
বর [ bara ] n a desire granted by a deity or a superior person, a boon; a benison, a benediction, a blessing; a bridegroom; a husband. ☐ a. desired; greatest, most distinguished (নৃপবর) ; excellent, splendid, fine (বরতনু). বর দেওয়া v. to grant a boon. বর পাওয়া v. to obtain a boon. বরের ঘরের মাসি কনের ঘরের পিসি (fig.) one who hunts with the hound and runs with the hare. ~কনে n. pl. the bride and the groom. ~কর্তা n. the head of the bridegroom's party. ~ a. granting a boon; benedictory. ~দা a. fem. of বরদ ।n. Goddess Durga (দুর্গা). ~দাতা a. & n. one who grants a boon. fem. ~দাত্রী । বরদান করা v. to grant a boon. ~দান n. act of granting a boon or prayer. ~পক্ষ n. the bridegroom's party. ~পণ n. a dowry in cash paid by the bride's parents or party to the bridegroom. ~পুত্র n. a minion (esp. of a deity), a darling, a favourite. ~প্রদ same as বরদ । fem. ~প্রদা । ~বর্ণিনী n. an excellent woman; a woman of peerless beauty. ~মাল্য n. a garland of flower which the bride puts ceremonially round the neck of the bridegroom whilst accepting him as her husband; a garland of highest honour. ~যাত্রী, ~যাত্র n. one who accompanies a bridegroom to a wedding.
Samsad Bangla Abhidhan
বর [ bara ] বি. 1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ); 2 আশীর্বাদ; 3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর); 4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর); 5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)। ☐ বিণ. 1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত; 2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)। [সং. √ বৃ + অ]। ~কনে বি. বিবাহের পাত্র ও পাত্রী। ~কর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি। ~চন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু। ~ বিণ. বরদাতা। ~দা বিণ. (স্ত্রী.) বরদাত্রী। ☐ বি. দুর্গা। ~পক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন। ~পণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ। ~পুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র। ~প্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. ~প্রদা। ~বধূ বি. বিবাহের পাত্র ও পাত্রী। ~বর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী। ~মাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)। ~যাত্রী (-ত্রিন্), ~যাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী। ~য়িতা বিণ. বরণকারী। স্ত্রী. ~য়িত্রীবরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে। বরকনে [ barakanē ] দ্র বর বরকর্তা [ barakartā ] দ্র বর বরদ, বরদা [ barada, baradā ] দ্র বর বরপুত্র, বরপ্রদ [ baraputra, baraprada ] দ্র বর বরবর্ণিনী [ barabarṇinī ] দ্র বর বরমাল্য, বরযাত্র, বরযাত্রী, বরয়িতা, বরয়িত্রী [ baramālya, barayātra, barayātrī, baraẏitā, baraẏitrī ] দ্র বর
বরকত definitions

Bangla-Tangla Dictionary
বরকত – Barkat [surname] [http://en.wikipedia.org/wiki/Abul_Barkat]
Samsad Bangla Abhidhan
বরকত [ barakata ] বি. 1 সৌভাগ্য; 2 প্রাচুর্য। [আ. বরকৎ]।
বরাক definitions

Samsad Bangla Abhidhan
বরাক [ barāka ] বি. বিণ. দীনদরিদ্র, অনুকম্পার পাত্র। [সং. √ বৃ + আক্]। স্ত্রী. বরাকী
বল্ক definitions

Samsad Bengali-English Dictionary
বল্কল, বল্ক [ balkala, balka ] n the rind of a tree, bark. বল্কলধারী a. wearing bark (instead of a loincloth). fem. বল্কলধারিণী ।
বারক definitions

Samsad Bengali-English Dictionary
বারক [ bāraka ] a prohibitive; prohibitory; preventive; resistive.
Samsad Bangla Abhidhan
বারক [ bāraka ] দ্র বারণ2 বারণ2 [ bāraṇa2 ] বি. 1 নিষেধ, মানা (এ কাজ করতে বারণ করেছি, কোনো বারণই শুনল না); 2 নিবৃত্তি; নিবারণ। [সং. √ বৃ + ণিচ্ + অন]। বারক বিণ. 1 নিবারক; 2 নিষেধকারী; 3 প্রতিবন্ধক। বারণীয় বিণ. নিবারণযোগ্য, নিবার্য।

Processing time: 0.68 s