Off by 2 letters:
বখরাদার definitions

Samsad Bengali-English Dictionary
বখরা [ bakharā ] n a share. বখরা করা v. to divide into shares, to share, to apportion. বখরা দেওয়া v. to give a share, to share. বখরা পাওয়া v. to get a share, to share. বখরা নেওয়া v. to take a share, to share. ~দার n. a sharer, a shareholder, a partner.
Samsad Bangla Abhidhan
বখরা [ bakharā ] বি. অংশ, ভাগ (আমার বখরা কোথায় ? সবাই বখরা করে নিল)। [ফা. বখ্রহ্]। ~দার বি. অংশীদার। ~দারি বি. অংশের বিভাগ; অংশের ভাগ ভোগের অধিকার।
বরগাদার definitions

Samsad Bengali-English Dictionary
বরগা2 [ baragā2 ] n a temporary lease of land on condition that a fixed portion of crop will be paid as revenue. ~দার n. ales see holding a piece of land under the aforesaid condition, a sharecropper.
Samsad Bangla Abhidhan
বরগা2 [ baragā2 ] বি. ভাগে চাষযোগ্য জমি বা তার বন্দোবস্ত। [দেশি]। ~দার বি. যে-ব্যক্তি পরের জমি ভাগে চাষ করে। বর্গা, বর্গাদার [ bargā, bargādāra ] যথাক্রমে বরগা2বরগাদার -এর বানানভেদ।
বরদার definitions

Samsad Bengali-English Dictionary
বরদার [ baradāra ] n a bearer, a carrier (আসাবরদার = a mace-bearer); one who carries out, a complier (হুকুমবরদার) .
Samsad Bangla Abhidhan
বরদার [ baradāra ] বি. 1 বাহক (আসাবরদার, ছড়িবরদার); 2 তামিলকারী, পালনকারী (হুকুমবরদার)। [ফা. বর্দার]।
বেরাদার definitions

Samsad Bangla Abhidhan
বেরাদার [ bērādāra ] বি. 1 (কৌতু.) ভাই, জ্ঞাতি ইত্যাদি (ভাই বেরাদার মানি না); 2 বন্ধু। [ফা. বিরাদর্, ইং. brother]।
ব্রাদার্স definitions

Bangla-Tangla Dictionary
ব্রাদার্স [English] brothers [http://en.wikipedia.org/wiki/Churchill_Brothers_S.C.]
Off by 3 letters:
খবরদার definitions

Bangla-Tangla Dictionary
খবরদার [interrogative] beware! (usually a direct threat)
Samsad Bengali-English Dictionary
খবরদার [ khabaradāra ] int expressing: take care, be ware, be on guard, watch out, halt for safety. খবরদারি n. caution; cautiousness; act of looking after; careful attendance; care, custody, guardianship (ছেলেটি তার খবরদারিতে আছে); management (তার খবরদারিতে সংসার চলে).
Samsad Bangla Abhidhan
খবর [ khabara ] বি. 1 সংবাদ, বার্তা; জানবার বা জানাবার মতো তথ্য (ওখানকার খবর কী?) খবরের কাগজ পড়ো); 2 তত্ত্ব, সন্ধান (ওদের খবর নিতে হবে)। [আ. খব্র্]। খবর করা ক্রি. বি. ডেকে পাঠানো (মক্কেলকে খবর করতে হবে)। খবর রাখা ক্রি. বি. 1 তত্ত্ব বা সন্ধান সম্বন্ধে অবগত থাকা (আজকাল আর ওদের খবর রাখি না) ; 2 যোগাযোগ রাখা। খবর নেওয়া ক্রি. বি. খোঁজ নেওয়া; তত্ত্ব বা সন্ধান নেওয়া। খবর হওয়া ক্রি. বি. সংবাদ রটা বা সংবাদ জানাজানি হওয়া (ট্রেনের খবর হয়েছে?)। ~দার অব্য. হুঁশিয়ার, সাবধান (খবরদার ! এমন কাজ আর কোরো না)। ☐ বিণ. সতর্ক, সাবধান। ~দারি বি. সতর্কতা; তত্ত্বাবধান (জমিজমার খবরদারি করা)। খবরা-খবর বি. তত্ত্বতালাশ; খোঁজখবর (এদিকে কী হল তার খবরাখবর কিছু রাখ?)। খবরের কাগজ বি. যাতে নানাধরনের খবর ছেপে প্রকাশিত ও প্রচারিত হয় এমন কাগজ, সংবাদপত্র।
বখরাদারি definitions

Samsad Bangla Abhidhan
বখরা [ bakharā ] বি. অংশ, ভাগ (আমার বখরা কোথায় ? সবাই বখরা করে নিল)। [ফা. বখ্রহ্]। ~দার বি. অংশীদার। ~দারি বি. অংশের বিভাগ; অংশের ভাগ ভোগের অধিকার।
বরদা definitions

Samsad Bengali-English Dictionary
বর [ bara ] n a desire granted by a deity or a superior person, a boon; a benison, a benediction, a blessing; a bridegroom; a husband. ☐ a. desired; greatest, most distinguished (নৃপবর) ; excellent, splendid, fine (বরতনু). বর দেওয়া v. to grant a boon. বর পাওয়া v. to obtain a boon. বরের ঘরের মাসি কনের ঘরের পিসি (fig.) one who hunts with the hound and runs with the hare. ~কনে n. pl. the bride and the groom. ~কর্তা n. the head of the bridegroom's party. ~ a. granting a boon; benedictory. ~দা a. fem. of বরদ ।n. Goddess Durga (দুর্গা). ~দাতা a. & n. one who grants a boon. fem. ~দাত্রী । বরদান করা v. to grant a boon. ~দান n. act of granting a boon or prayer. ~পক্ষ n. the bridegroom's party. ~পণ n. a dowry in cash paid by the bride's parents or party to the bridegroom. ~পুত্র n. a minion (esp. of a deity), a darling, a favourite. ~প্রদ same as বরদ । fem. ~প্রদা । ~বর্ণিনী n. an excellent woman; a woman of peerless beauty. ~মাল্য n. a garland of flower which the bride puts ceremonially round the neck of the bridegroom whilst accepting him as her husband; a garland of highest honour. ~যাত্রী, ~যাত্র n. one who accompanies a bridegroom to a wedding.
Samsad Bangla Abhidhan
বর [ bara ] বি. 1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ); 2 আশীর্বাদ; 3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর); 4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর); 5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)। ☐ বিণ. 1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত; 2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)। [সং. √ বৃ + অ]। ~কনে বি. বিবাহের পাত্র ও পাত্রী। ~কর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি। ~চন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু। ~ বিণ. বরদাতা। ~দা বিণ. (স্ত্রী.) বরদাত্রী। ☐ বি. দুর্গা। ~পক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন। ~পণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ। ~পুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র। ~প্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. ~প্রদা। ~বধূ বি. বিবাহের পাত্র ও পাত্রী। ~বর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী। ~মাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)। ~যাত্রী (-ত্রিন্), ~যাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী। ~য়িতা বিণ. বরণকারী। স্ত্রী. ~য়িত্রীবরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে। বরদ, বরদা [ barada, baradā ] দ্র বর
বর্গাদার definitions

Samsad Bangla Abhidhan
বর্গা, বর্গাদার [ bargā, bargādāra ] যথাক্রমে বরগা2বরগাদার -এর বানানভেদ।
বাদা definitions

Bangla-Tangla Dictionary
বাদা – wetland
Samsad Bengali-English Dictionary
বাদা [ bādā ] n an extensive marsh or fen; a wooded region.
Samsad Bangla Abhidhan
বাদা [ bādā ] বি. 1 বিস্তীর্ণ জলাভূমি; 2 (সচ. দক্ষিণবঙ্গের) অকর্ষিত ও জঙ্গলপূর্ণ অঞ্চল। [বাং. আঞ্চ. < আ. বাদিষ্]। ~চিংড়ি বি. ছোটো চিংড়িবিশেষ যা সাধারণত বাদা অঞ্চলের নোনা জলে পাওয়া যায়।
বেরাদর definitions

Samsad Bengali-English Dictionary
বেরাদর [ bērādara ] n a brother; a friend; a kinsman, a relative.
Off by 4 letters:
আবদার definitions

Bangla-Tangla Dictionary
আবদার – impractical request
Samsad Bengali-English Dictionary
আবদার [ ābadāra ] n a childish or capricious insistence on having or doing something; an unreasonable demand or claim; a fanciful claim preferred to an affectionate person. আবদার করা v. to insist childishly or capriciously on having or doing something; to demand or claim unreasonably. আবদারে, আবদেরে a. insisting childishly or capriciously on having or doing something.
Samsad Bangla Abhidhan
আবদার1 [ ābadāra1 ] বি. বায়না; অন্যায় যুক্তিহীন বা উৎকট দাবি (ছেলের সব আবদার মেনে নিলে তাতে ছেলেরই ক্ষতি হবে)। আবদেরে বিণ. আবদার করে এমন, বায়না করে এমন (বড়ই আবদেরে ছেলে)। [হি. আব্দা]। আবদার2 [ ābadāra2 ] বিণ. উজ্জ্বল (আবদার মুক্তো)। [ফা. আব্ + দার]।
ইরাদা definitions

Samsad Bengali-English Dictionary
ইরাদা [ irādā ] n determination, resolution, will; desire.
Samsad Bangla Abhidhan
ইরাদা, এরাদা [ irādā, ērādā ] বি. 1 ইচ্ছা, অভিলাষ, অভিপ্রায়; 2 সংকল্প। [আ. ইরাদা]। এরাদা, ইরাদা [ ērādā, irādā ] বি. ইচ্ছা, অভিলাষ; সংকল্প। [আ. ইরাদা]।
এরাদা definitions

Samsad Bangla Abhidhan
ইরাদা, এরাদা [ irādā, ērādā ] বি. 1 ইচ্ছা, অভিলাষ, অভিপ্রায়; 2 সংকল্প। [আ. ইরাদা]। এরাদা, ইরাদা [ ērādā, irādā ] বি. ইচ্ছা, অভিলাষ; সংকল্প। [আ. ইরাদা]।
খবরদারি definitions

Samsad Bengali-English Dictionary
খবরদার [ khabaradāra ] int expressing: take care, be ware, be on guard, watch out, halt for safety. খবরদারি n. caution; cautiousness; act of looking after; careful attendance; care, custody, guardianship (ছেলেটি তার খবরদারিতে আছে); management (তার খবরদারিতে সংসার চলে).
Samsad Bangla Abhidhan
খবর [ khabara ] বি. 1 সংবাদ, বার্তা; জানবার বা জানাবার মতো তথ্য (ওখানকার খবর কী?) খবরের কাগজ পড়ো); 2 তত্ত্ব, সন্ধান (ওদের খবর নিতে হবে)। [আ. খব্র্]। খবর করা ক্রি. বি. ডেকে পাঠানো (মক্কেলকে খবর করতে হবে)। খবর রাখা ক্রি. বি. 1 তত্ত্ব বা সন্ধান সম্বন্ধে অবগত থাকা (আজকাল আর ওদের খবর রাখি না) ; 2 যোগাযোগ রাখা। খবর নেওয়া ক্রি. বি. খোঁজ নেওয়া; তত্ত্ব বা সন্ধান নেওয়া। খবর হওয়া ক্রি. বি. সংবাদ রটা বা সংবাদ জানাজানি হওয়া (ট্রেনের খবর হয়েছে?)। ~দার অব্য. হুঁশিয়ার, সাবধান (খবরদার ! এমন কাজ আর কোরো না)। ☐ বিণ. সতর্ক, সাবধান। ~দারি বি. সতর্কতা; তত্ত্বাবধান (জমিজমার খবরদারি করা)। খবরা-খবর বি. তত্ত্বতালাশ; খোঁজখবর (এদিকে কী হল তার খবরাখবর কিছু রাখ?)। খবরের কাগজ বি. যাতে নানাধরনের খবর ছেপে প্রকাশিত ও প্রচারিত হয় এমন কাগজ, সংবাদপত্র।
দার definitions

Samsad Bengali-English Dictionary
দার1 [ dāra1 ] n (usu. in comp.) a wife. ~কর্ম, ~গ্রহণ, ~পরিগ্রহ n. act of taking a wife, marriage or wedding (of a man). দার2 [ dāra2 ] sfx implying: furnished or embroidered with (জরিদার); causing or producing (মজাদার); owing or possessing or having, (cp.) -or, -er (পাওনাদার); superintending or controlling (থানাদার); employed in, taking to (ব্যাবসাদার, বাজনাদার). -দারি sfx. implying: -ship (জমিদারি, থানাদারি, ব্যাবসাদারি).
Samsad Bangla Abhidhan
দার1 [ dāra1 ] বি. পত্নী (অকৃতদার, মৃতদার)। [সং. √ দৃ + অ]। ~কর্ম, ~গ্রহণ, ~পরিগ্রহ, ~পরিগ্রহ বি. বিবাহ। দার2 [ dāra2 ] বিণ. (তদ্ধিত প্রত্যয়বিশেষ) 1 যুক্ত (জরিদার, চুড়িদার); 2 দায়ক, সৃষ্টি করে বা উৎপন্ন করে এমন (মজাদার); 3 মালিক (জমিদার, আড়তদার); 4 অধিকারী (পাওনাদার); 5 অধ্যক্ষ (থানাদার); 6 দায় বা দায়িত্ব আছে এমন (দেনাদার)। [ফা.দার]। ~দারি বি. বৃত্তিসূচক বাংলা তদ্ধিত প্রত্যয়বিশেষ (দোকানদারি, তবিলদারি)। দারগ্রহণ [ dāragrahaṇa ] দ্র দার1 দারা [ dārā ] বি. দার 1-এর চলিত বাংলা রূপ ('দারাপুত্র পরিবার তুমি কার': হেম.)। দারি [ dāri ] দ্র দার 2
পরদার definitions

Samsad Bengali-English Dictionary
পরদার [ paradāra ] n another's wife. ~গমন n. the of fence of cohabiting with another's wife; adultery. পরদার গমন করা v. to cohabit with another's wife, to violate another's marriage-bed, to commit adultery. ~গামী, পারদারিক a. cohabiting with another's wife; adulterous.
Samsad Bangla Abhidhan
পর-দার [ para-dāra ] বি. অন্যের পত্নী। [সং. পর3 + দার। ~গমন বি. অন্যের পত্নীর সঙ্গে সহবাস। ~গামী (-মিন্), পর-দারিক, পার-দারিক বিণ. অপরের পত্নীকে সম্ভোগকারী।
প্রদর definitions

Samsad Bengali-English Dictionary
প্রদর [ pradara ] n leucorrhoea.
Samsad Bangla Abhidhan
প্রদর [ pradara ] বি. স্ত্রীরোগবিশেষ, স্ত্রীজননেন্দ্রিয় থেকে শ্বেত স্রাব রোগ। [সং. প্র + √ দৃ + অ]।
প্রদা definitions

Samsad Bengali-English Dictionary
-প্রদা [ -pradā ] fem of -প্রদ ।
Samsad Bangla Abhidhan
-প্রদ [ -prada ] বিণ. দানকারী, দেয় এমন (সুখপ্রদ)। [সং. প্র + √ দা + অ]। স্ত্রী. প্রদা
প্রাকার definitions

Samsad Bengali-English Dictionary
প্রাকার [ prākāra ] n a wall; a bulwark; a rampart; a parapet. ~বেষ্টিত a. surrounded by a wall.
Samsad Bangla Abhidhan
প্রাকার [ prākāra ] বি. প্রাচীর, দেওয়াল (দুর্গপ্রকার)। [সং. প্র + √ কৃ + অ]।

Processing time: 0.72 s