ব্যাপক definitions

Bangla-Tangla Dictionary
ব্যাপক – pervasive, widespread, comprehensive
Samsad Bengali-English Dictionary
ব্যাপক [ byāpaka ] a widespread, extensive, farreaching; pervading; pervasive, comprehensive; prevalent, rife. (রোগাদি) ব্যাপক আকারে দেখা দেওয়া to break out in an epidemic form.
Samsad Bangla Abhidhan
ব্যাপক [ byāpaka ] বিণ. 1 ব্যাপনশীল, সংকীর্ণ নয় এমন (শব্দের ব্যাপক অর্থ); 2 বহুদুর বিস্তৃত (ব্যাপক প্রচার, ব্যাপক আন্দোলন); 3 বহুদিকে প্রসারিত (ব্যাপক দৃষ্টিভঙ্গি)। [সং. বি. + √ আপ্ + অক]। ~তা বি. ব্যাপনশীলতা ব্যাপ্তি; বিস্তার। ব্যাপিকা বিণ. ব্যাপক-এর স্ত্রীলিঙ্গ; 1 প্রগল্ভা; 2 চঞ্চলা, ধিঙ্গি। ☐ বি. প্রগল্ভা নারী; 3 ধিঙ্গি স্ত্রীলোক। ব্যাপিকা [ byāpikā ] দ্র ব্যাপক

Processing time: 1.27 s