Off by 4 letters:
ব্যাটাছেলে definitions

Bangla-Tangla Dictionary
ব্যাটাছেলে [noun] male [slang]
Off by 5 letters:
ক্যাটকেটে definitions

Samsad Bangla Abhidhan
ক্যাঁট ক্যাঁট, ক্যাট ক্যাট [ kyān̐ṭa kyān̐ṭa, kyāṭa kyāṭa ] অব্য. বারবার বিঁধে যাবার কল্পিত ধ্বনিবিশেষ; কর্কশভাবে কথা বলার ধ্বনিবিশেষ। [ধ্বন্যা.]। ক্যাঁট-কেঁটে, ক্যাট-কেটে বিণ. 1 মর্মভেদী; 2 কর্কশ ও চড়া বা তীব্র (ক্যাঁটকেঁটে রং, ক্যাটকেটে কথা)। ক্যাটকেটে [ kyāṭakēṭē ] দ্র ক্যাঁটক্যাঁট
ব্যাট definitions

Bangla-Tangla Dictionary
ব্যাট – bat [English]
Samsad Bengali-English Dictionary
ব্যাট [ byāṭa ] n a circket-bat, a bat; a tennis racket or a badminton-racket. ব্যাট করা v. to bat. ~বল n. (the game of) cricket.
Samsad Bangla Abhidhan
ব্যাট [ byāṭa ] বি. ক্রিকেট ইত্যাদি খেলায় বলকে আঘাত করার জন্য কাঠের তৈরি হাতলযুক্ত ফলকবিশেষ। [ইং. bat]।
ব্যারাক definitions

Bangla-Tangla Dictionary
ব্যারাক – barracks [English]
Samsad Bangla Abhidhan
ব্যারাক [ byārāka ] বি. সেনাদের শিবির বা থাকার জায়গা। [ইং. barrack]।
Off by 6 letters:
ক্যাট-কেটে definitions

Samsad Bangla Abhidhan
ক্যাঁট ক্যাঁট, ক্যাট ক্যাট [ kyān̐ṭa kyān̐ṭa, kyāṭa kyāṭa ] অব্য. বারবার বিঁধে যাবার কল্পিত ধ্বনিবিশেষ; কর্কশভাবে কথা বলার ধ্বনিবিশেষ। [ধ্বন্যা.]। ক্যাঁট-কেঁটে, ক্যাট-কেটে বিণ. 1 মর্মভেদী; 2 কর্কশ ও চড়া বা তীব্র (ক্যাঁটকেঁটে রং, ক্যাটকেটে কথা)।
ট্যাটা definitions

Samsad Bangla Abhidhan
টেটা, ট্যাটা [ ṭēṭā, ṭyāṭā ] বি. বল্লমের মতো আকারযুক্ত মাছ শিকারের অস্ত্রবিশেষ। [দেশি]। ট্যাটা [ ṭyāṭā ] দ্র টেটা
ন্যাটা definitions

Samsad Bengali-English Dictionary
ন্যাটা [ nyāṭā ] a left-handed; one whose left hand works better than the right one.
Samsad Bangla Abhidhan
ন্যাটা [ nyāṭā ] বিণ. ডান হাতের বদলে বাঁ-হাত অধিকাংশ কাজ করে এমন। [তু. হি. লওটা (=উলটা)]।
বাটা definitions

Bangla-Tangla Dictionary
বাটা – to grind into paste (eg, with a grinding stone), paste
Samsad Bengali-English Dictionary
বাটা2 [ bāṭā2 ] n a variety of small silvery-white fresh-water fish. বাটা3 [ bāṭā3 ] n a kind of metal tray (esp. one for holding betel-leaves). বাটা4 [ bāṭā4 ] n a Hindu rite of offering dishes of food to a son-in-law. বাটা5 [ bāṭā5 ] v to turn into paste by rolling (spices etc.) on a flat mortar with a pestle. ☐ a. (spices etc.) thus reduced to or turned into paste (বাটা মশলা).
Samsad Bangla Abhidhan
বাটনা [ bāṭanā ] বি. 1 শিলনোড়ার দ্বারা পিষ্ট মশলা; 2 বাটতে হবে এমন মশলা। [বাটা5 দ্র]। বাটা2 [ bāṭā2 ] বি. পান রাখার পাত্র, পানের থালা ('বাটাভরা পান দেব')। [দেশি]। বাটা3 [ bāṭā3 ] বি. জামাতার কল্যাণ কামনায় জামাইষষ্ঠীতে শাশুড়ির দেওয়া থালা-ভরা খাবার (ষষ্ঠীর বাটা)। [তু. বাটা2]। বাটা4 [ bāṭā4 ] বি. সাদা আঁশযুক্ত ছোটো মাছবিশেষ। [দেশি]। বাটা5 [ bāṭā5 ] ক্রি. 1 (প্রধানত শিলনোড়ায়) পেষণ করা (মশলা বাটা); 2 বাটানো। ☐ বিণ. উক্ত অর্থে (বাটা মশলা)। বি. 1 (শিলনোড়ায়) পেষণ; 2 (শিলনোড়ায়) পিষ্ট বস্তু। [সং. বর্তন > বট্টন > বাটা]। ~নো ক্রি. বি. (শিলনোড়ায়) পেষণ করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
বাটে definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of বাটা: বাটা – to grind into paste (eg, with a grinding stone), paste
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present simple tense of বাটা: বাটা5 [ bāṭā5 ] v to turn into paste by rolling (spices etc.) on a flat mortar with a pestle. ☐ a. (spices etc.) thus reduced to or turned into paste (বাটা মশলা).
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present simple tense of বাটা: বাটা5 [ bāṭā5 ] ক্রি. 1 (প্রধানত শিলনোড়ায়) পেষণ করা (মশলা বাটা); 2 বাটানো। ☐ বিণ. উক্ত অর্থে (বাটা মশলা)। বি. 1 (শিলনোড়ায়) পেষণ; 2 (শিলনোড়ায়) পিষ্ট বস্তু। [সং. বর্তন > বট্টন > বাটা]। ~নো ক্রি. বি. (শিলনোড়ায়) পেষণ করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
ব্যাংক definitions

Samsad Bengali-English Dictionary
ব্যাংক [ byāṅka ] n the bank; an institution for the keeping, lending, exchanging etc. of money. ব্যাংক করণিক n. a bank clerk. ব্যাংকের বই n. a bank passbook. ব্যাংক ম্যনেজার a bank manager or agent.
Samsad Bangla Abhidhan
ব্যাংক [ byāṅka ] বি. টাকা গচ্ছিত রাখার ও লগ্নির প্রতিষ্ঠানবিশেষ। [ইং. bank]।
ব্যাঘাতক definitions

Samsad Bengali-English Dictionary
ব্যাঘাত [ byāghāta ] n a hindrance; an obstacle; interruption. ব্যাঘাত করা v. to hinder; to obstruct; to interrupt. ব্যাঘাত সৃষ্টি করা v. to put hindrance to, to interrupt; to put a damper on; to stand in the way. ব্যাঘাতক a. hindering; obstructive; inter ruptive.
Samsad Bangla Abhidhan
ব্যাঘাত [ byāghāta ] বি. বাধা, বিঘ্ন (কাজের ব্যাঘাত, ঘুমের ব্যাঘাত)। [সং. বি + আ + √ হন্ + অ]। ~ বিণ. ব্যাঘাতকারী; বাধাজনক; প্রতিবন্ধক।
ব্যাটারি definitions

Samsad Bangla Abhidhan
ব্যাটারি [ byāṭāri ] বি. বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন করে এমন যন্ত্রবিশেষ। [ইং. battery]।
ব্যাথা definitions

Bangla-Tangla Dictionary
ব্যাথা [variant of ব্যথা]; pain
ব্যাপক definitions

Bangla-Tangla Dictionary
ব্যাপক – pervasive, widespread, comprehensive
Samsad Bengali-English Dictionary
ব্যাপক [ byāpaka ] a widespread, extensive, farreaching; pervading; pervasive, comprehensive; prevalent, rife. (রোগাদি) ব্যাপক আকারে দেখা দেওয়া to break out in an epidemic form.
Samsad Bangla Abhidhan
ব্যাপক [ byāpaka ] বিণ. 1 ব্যাপনশীল, সংকীর্ণ নয় এমন (শব্দের ব্যাপক অর্থ); 2 বহুদুর বিস্তৃত (ব্যাপক প্রচার, ব্যাপক আন্দোলন); 3 বহুদিকে প্রসারিত (ব্যাপক দৃষ্টিভঙ্গি)। [সং. বি. + √ আপ্ + অক]। ~তা বি. ব্যাপনশীলতা ব্যাপ্তি; বিস্তার। ব্যাপিকা বিণ. ব্যাপক-এর স্ত্রীলিঙ্গ; 1 প্রগল্ভা; 2 চঞ্চলা, ধিঙ্গি। ☐ বি. প্রগল্ভা নারী; 3 ধিঙ্গি স্ত্রীলোক। ব্যাপিকা [ byāpikā ] দ্র ব্যাপক
ব্যাপা definitions

Samsad Bengali-English Dictionary
ব্যাপা [ byāpā ] v to spread or extend far and wide; to pervade; to prevail over.
Samsad Bangla Abhidhan
ব্যাপা [ byāpā ] ক্রি. (কথ্য) ব্যাপ্ত হওয়া, ছড়ানো, বিস্তৃত হওয়া (সারাদিন ব্যেপে বৃষ্টি, দেশ ব্যেপে গুজব)। [সং. বি + √ আপ্ + বাং. আ]। দ্র ব্যেপে ব্যেপে [ byēpē ] ক্রি-বিণ. ব্যাপিয়া -র চলিত রূপ, ব্যাপ্ত করে, জুড়ে, ছড়িয়ে ('কাতর রোদন জাগিয়া উঠিল সকল ব্যেপে': রবীন্দ্র)। [ব্যাপা দ্র]।
ব্যাপারে definitions

Bangla-Tangla Dictionary
ব্যাপারে – about (in a matter) [postposition]
ব্যালট definitions

Samsad Bangla Abhidhan
ব্যালট [ byālaṭa ] বি. ভোটপত্র, যে কাগজে চিহ্ন বা ছাপ এঁকে ভোট দেওয়া হয়। [ইং. ballot]। ~পেপার বি. ভোটপত্র।
ব্যাসবাক্য definitions

Samsad Bengali-English Dictionary
ব্যাস [ byāsa ] n a diameter or its measure; width, breadth; expanse; Vyasa, the author of the Mahabharata. ~কুট n. any one of the obscure passages of Vyasa's (ব্যাস) writings; an obscure composition. ~বাক্য n. (gr.) formal words used in ex pounding a compound word. ব্যাসার্ধ n. a radius (pl.: radii).
Samsad Bangla Abhidhan
ব্যাস-বাক্য [ byāsa-bākya ] বি. (ব্যাক.) বিগ্রহবাক্য, সমাসবদ্ধ পদসমূহের অর্থপ্রকাশক বাক্য। [সং. ব্যাস (=বিস্তার) + বাক্য]।
ব্যেপে definitions

Samsad Bangla Abhidhan
ব্যাপা [ byāpā ] ক্রি. (কথ্য) ব্যাপ্ত হওয়া, ছড়ানো, বিস্তৃত হওয়া (সারাদিন ব্যেপে বৃষ্টি, দেশ ব্যেপে গুজব)। [সং. বি + √ আপ্ + বাং. আ]। দ্র ব্যেপে ব্যেপে [ byēpē ] ক্রি-বিণ. ব্যাপিয়া -র চলিত রূপ, ব্যাপ্ত করে, জুড়ে, ছড়িয়ে ('কাতর রোদন জাগিয়া উঠিল সকল ব্যেপে': রবীন্দ্র)। [ব্যাপা দ্র]।
হ্যাটা definitions

Samsad Bangla Abhidhan
হ্যাটা [ hyāṭā ] বি. তাচ্ছিল্য (কাউকে হ্যাটা করা)। [দেশি]।

Processing time: 0.67 s