ব্যবহারিক definitions

Bangla-Tangla Dictionary
ব্যবহারিক – vocational, practical
Samsad Bengali-English Dictionary
ব্যবহার [ byabahāra ] n behaviour, demeanour, con duct; treatment of others (বন্ধুর প্রতি ব্যবহার); law, jurisprudence; a lawsuit; a work for earning one's living (ব্যবহারোদ্দেশে); commerce, trade; custom, practice, usage; application or use (ওষুধ-ব্যবহার, টুপি-ব্যবহার). ব্যবহার করা v. to behave; to treat (a person), to be have towards; to apply, to use. ব্যবহার থাকা v. to be in use (এখন এর তেমন ব্যবহার নেই). ব্যবহার হওয়া v. to be applied or used; to be in use. ~করণিক n. a bench-clerk. ~গত a. pertaining to one's behaviour; customary; practical. ~জীবী n. a lawyer; a pleader, an advocate, a barrister, an attorney, a solicitor. ~জ্ঞ a. versed in law or jurisprudence. ~দর্শন n. jurisprudence; science and art of trying a lawsuit. ~দর্শী n. a judge; a juror; a jurist. ~দেশক n. an attorney-at-law, an attorney; a solicitor. ~বিধি n. code of laws, jurisprudence, the law; direction or rules for use or application. ~যোগ্য a. fit to be used or applied; useful, serviceable. ~শাস্ত্র n. jurisprudence. ~শাস্ত্রজ্ঞ a. versed in jurisprudence. ☐ n. a jurist. ~সংহিতা n. a compendium or collection of laws. ব্যবহারজীব same as ব্যবহারজীবী । ব্যবহারিক, ব্যবহারিক a. applied (ব্যবহারিক রসায়ন); practical (ব্যবহারিক জ্যামিতি); experimental (ব্যবহারিক বিজ্ঞান); legal or judicial; pertaining to daily routine duties for earning one's living; customary; (phil.) materialistic; pragmatic.
Samsad Bangla Abhidhan
ব্যব-হার [ byaba-hāra ] বি. 1 আচরণ (বন্ধুর মতো ব্যবহার); 2 আইন (ব্যবহারজীবী); 3 মামলা, মোকদ্দমা; 4 প্রয়োগ (ওষুধ ব্যবহার); 5 কাজে প্রয়োগ (জিনিসটা ব্যবহার করে দেখো); 6 বিষয়কর্ম; 7 (বিরল) বাণিজ্য; 8 (আঞ্চ.) উপহার, লৌকিকতার জন্য প্রদত্ত বস্তু। [সং. বি + অব + √ হৃ + অ]। ~জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিস্টার প্রভৃতি আইনজীবী। ~দেশক বি. আটর্নি বা সলিসিটর (স.প.)। ~বিধি বি. 1 আইনশাস্ত্র; 2 স্মৃতিশাস্ত্র; 3 কোনো জিনিসের প্রয়োগবিধি। ~যোগ্য বিণ. ব্যবহার করা বা কাজে লাগানো যায় এমন, ব্যবহার্য। ~শাস্ত্র বি. 1 আইনগ্রন্থ; 2 স্মৃতিগ্রন্থ। ব্যাবহারিক, ব্যবহারিক বিণ. 1 প্রয়োগ বা ব্যবহার সম্বন্ধীয়, কাজে লাগানো যায় এমন, applied; 2 আইনবিষয়ক; 3 সাংসারিক (ব্যাবহারিক জীবন); 4 (দর্শ.) অবাস্তব অথচ ব্যবহারের ক্ষেত্রে মূল্য আছে এমন (ব্যাবহারিক সত্য)। ব্যবহর্তব্য, ব্যবহার্য বিণ. ব্যবহারযোগ্য; ব্যবহার করতে হবে এমন। ব্যব-হর্তা (-র্তৃ) বিণ. 1 ব্যবহারকারী; 2 বিচারক। ব্যব-হৃত বিণ. ব্যবহার করা হয়েছে এমন।

Processing time: 0.42 s