ব্যক্তিগত definitions

Bangla-Tangla Dictionary
ব্যক্তিগত – private, personal [derivation: ব্যক্তি + গত]
Samsad Bengali-English Dictionary
ব্যক্তি [ byakti ] n a person (usu. masc.) a man; (phil.) an invidual or individuality; manifestation. ~ক, ~গত a. (both masc. & fem.) personal, private; individual. ব্যক্তিগত জামিন personal security. ~তন্ত্র, ~বাদ n. (pol.) individualism. ~তা n. individuality. ~তান্ত্রিক a. individualistic. ব্যক্তিত্ব n. personality. ব্যক্তিত্বব্যঞ্জক a. expressing or indicating personality. ব্যক্তিত্বশালী a. having personality or individuality. ~বাদী a. individualistic. ☐ n. an individualist. ~স্বাধীনতা n. individualism.
Samsad Bangla Abhidhan
ব্যক্তি [ byakti ] বি. 1 লোক, মানুষ; 2 প্রকাশ (অভিব্যক্তি, ভাবব্যক্তি); 3 (দর্শনে) বিশেষ, ব্যষ্টি, অ-সামান্য, individual (বি.প.) [.সং বি. + ~অন্জ্ + তি]। ~ বিণ. 1 ব্যক্তিবিশেষ-সংক্রান্ত (ব্যক্তিক আচরণ); 2 ব্যক্তির স্বকীয় বিশেষত্বের মধ্যে প্রকাশিত, individual (বি. প.) কেন্দ্রিক বিণ. সমাজের বদলে ব্যক্তিই প্রাধান্য পায় এমন, individualistic. ~গত বিণ. ব্যক্তিবিশেষ-সংক্রান্ত (ব্যক্তিগত সচিব)। ~তন্ত্র ~বাদ বি. সাতন্ত্র্যবাদ, সমাজ অপেক্ষা ব্যক্তিই বড়ো এই মতবাদ বা নীতি। ~তা বি. ব্যক্তির বিশেষত্ব, individuality (বি. প.)। ~ত্ব বি. ব্যক্তির স্বাভাবিক বৈশিষ্ট্য, personality ~ত্ব-ব্যঞ্জক বিণ. ব্যক্তির স্বকীয় বৈশিষ্ট্য-প্রকাশক। ~ত্ব-শালী, ~ত্ব-সম্পন্ন বিণ. ব্যক্তিগত বৈশিষ্ট্যের অধিকারী, ব্যক্তিত্ব আছে এমন। ~পূজা বি. মহান বা অসাধারণ ব্যক্তিকে দেবতার মতো ভক্তি, personality cult, hero worship. রূপ বি. ব্যক্তির বৈশিষ্টযুক্ত রূপ, ব্যক্তির স্বরূপ। ~সত্তা বি. ব্যক্তির পারিপার্শ্বিক প্রভাবমুক্ত অস্তিত্ব, ব্যক্তির মূল বা বিশুদ্ধ অস্তিত্ব। ~স্বাতন্ত্র্য বি 1 অন্য লোকের সঙ্গে পার্থক্যসূচক ব্যক্তিগত বৈশিষ্ট্য; 2 (বিরল) ব্যক্তির স্বেচ্ছাচারী আচরণের অধিকার। ~স্বাধীনতা বি. ব্যক্তির স্বাধীন মতপ্রকাশ ও আচরণের অধিকার।

Processing time: 1.29 s