বেগবান definitions

Bangla-Tangla Dictionary
বেগবান – swift
Samsad Bengali-English Dictionary
বেগবতী [ bēgabatī ] fem of বেগবান । বেগবান [ bēgabāna ] a fast-moving, speedy, swift; having a great velocity; sped up; having a strong current, flowing rapidly.
Samsad Bangla Abhidhan
বেগ2 [ bēga2 ] বি. 1 দ্রুত গতি, ত্বরা (বেগে ছোটা); 2 গতি (দ্রুত বেগ); 3 গতির পরিমাণ (ঘণ্টায় ষাট মাইল বেগে চলে); 4 প্রবাহ, স্রোত (বেগহীন নদী); 5 আয়াস, ক্লেশ (কাজটা করতে খুব বেগ পেতে হয়েছে); 6 প্রকোপ, প্রবলতা (প্রাণের বেগে, 'ভারের বেগেতে চলেছি কোথায়': রবীন্দ্র); 7 মলমূত্রাদি ত্যাগের প্রবৃত্তি (পায়খানার বেগ)। [সং. √ বিজ্ + অ]। ~বান (-বৎ) বিণ. 1 দ্রুতগতিসম্পন্ন; 2 খরস্রোত (বেগবান বায়ু); 3 দুর্দমনীয় (বেগবান হৃদয়াবেগ)। স্ত্রী. ~বতীবেগার্ত বিণ. অতিশয় বেগপূর্ণ ('বেগার্ত নদীর বাঁক': বিষ্ণু)। বেগিত, বেগী (-গিন্) বিণ. বেগযুক্ত। বেগবান [ bēgabāna ] দ্র বেগ2

Processing time: 0.41 s