বৃষ্টি definitions

Bangla-Tangla Dictionary
বৃষ্টি – rain
Samsad Bengali-English Dictionary
বিষ্টি [ biṣṭi ] n (coll. form of বৃষ্টি) rain, a shower. বৃষ্টি [ bṛṣṭi ] n rain; rain-water; a shower (শরবৃষ্টি); বৃষ্টি পড়া, বৃষ্টি হওয়া v. to rain. বৃষ্টি পড়ে v. it rains; বৃষ্টিচ্ছায় n. (geog.) rain-shadow. ~জল n. rain-water. ~পাত n. rainfall; (meteor.) precipitation. ~বাদল n. rains. বৃষ্টিবাদলের দিন n. a rainy day. ~বিন্দু n. a rain-drop. ~মান, ~মাপক n. a rain-gauge, a pluviometer. বৃষ্টি সম্বন্ধীয় a. pluvial. ~স্নাত a. drenched or soaked in rain. ~হীন a. rainless.
Samsad Bangla Abhidhan
বৃষ্টি [ bṛṣṭi ] বি. 1 মেঘ থেকে জলের পতন, বর্ষণ; 2 মেঘ থেকে পতিত জল (বৃষ্টিতে ভেজা); 3 উপর থেকে ছড়িয়ে দেওয়া (পুষ্পবৃষ্টি); 4 উপর থেকে বৃষ্টির মতো নীচে পড়া (পুষ্পবৃষ্টি)। [সং. √বৃষ্ + তি]। ~পাত বি. মেঘ থেকে বারিবর্ষণ। ~বাদল বি. বর্ষা, বর্ষাবাদল (বৃষ্টিবাদলে বাইরে না বেরোনোই ভালো)। ~বিন্দু বি. বৃষ্টির জলের ফোঁটা। ~মাপক যন্ত্র বি. যে যন্ত্রে বৃষ্টির পরিমাণ মাপা হয়। ~স্নাত বিণ. বৃষ্টির জলে সম্পূর্ণ সিক্ত। ~হীন বিণ. বৃষ্টি নেই এমন (এ-মাসে একটা বৃষ্টিহীন দিন পাওয়া গেল না)।

Processing time: 0.44 s