বুড়ি definitions

Bangla-Tangla Dictionary
বুড়ি – an old woman
Samsad Bengali-English Dictionary
বুড়ি1 [ buṛi1 ] n (obs.) a unit of counting by twenties. ~কিয়া n. a table of enumeration by twenties. বুড়ি2 [ buṛi2 ] a (fem. of বুড়ো) old, aged. ☐ n. an old woman. পাকা বুড়ি (facet.) a little girl behaving like a grown-up or elderly woman. ~পনা n. comically elderly conduct of a little girl.
Samsad Bangla Abhidhan
বুড়ি1 [ buṛi1 ] বি. পাঁচ গণ্ডা বা সিকি পণ (বুড়িকিয়া)। [সং. বোড্রী]। বুড়ি2, বুড়ুটে [ buṛi2, buṛuṭē ] দ্র বুড়ো বুড়ো [ buṛō ] বিণ. 1 বৃদ্ধ, বয়সে প্রবীণ (বুড়ো মানুষ); 2 প্রাচীন, অতি পুরাতন (বুড়ো বট); 3 অকালপক্ব, ফাজিল, জ্যাঠা (এতটুকু ছেলের বুড়ো বুড়ো কথা)। ☐ বি. বুড়ো লোক (যুবা-বুড়ো সবাই)। বুড়া ক্রি. বুড়ো হওয়া, বুড়ানো (অকালে বুড়িয়ে গেছে)। [প্রাকৃ. বুড়্ঢ-তু. হি. বুড়্ঢা]। স্ত্রী. বুড়ি। ~আঙুল বি. বৃদ্ধাঙ্গুলি, অঙ্গুষ্ঠ। ~নো ক্রি. বি. বৃদ্ধ হওয়া। ☐ বিণ. উক্ত অর্থে। ~টে, বুড়ুটে বিণ. বুড়োর তুল্য (বুড়োটে স্বভাব); প্রায় বুড়ো। ~পনা, ~মি বি. বৃদ্ধ না হয়েও বৃদ্ধের মতো আচরণ; পাকামি, জ্যাঠামি। পাকা-বুড়ি বি. বিণ. (স্ত্রী.) (কৌতু.) (ছোটো মেয়ে হয়েও) বৃদ্ধার মতো আচরণকারিণী।

Processing time: 0.39 s