বিস্ফোরণে definitions

Bangla-Tangla Dictionary
locative of বিস্ফোরণ: বিস্ফোরণ – explosion
Samsad Bengali-English Dictionary
locative of বিস্ফোরণ: বিস্ফোরণ [ bisphōraṇa ] n explosion. বিস্ফোরণ ঘটা বা হওয়া v. to explode.
Samsad Bangla Abhidhan
locative of বিস্ফোরণ: বিস্ফোরক [ bisphōraka ] দ্র বিস্ফোরণ locative of বিস্ফোরণ: বিস্ফোরণ [ bisphōraṇa ] বি. 1 সহসা সশব্দে ফেটে যাওয়া (বোমা বিস্ফোরণ); 2 জ্বলে ওঠা; 3 ভয়াবহ আকার ধারণ করা (জনসংখ্যার বিস্ফোরণ); 4 (আল.) আকস্মিকভাবে ফেটে পড়া (পরিস্থিতি বিস্ফোরণের মুখে)। [সং. বি + √ স্ফুর্ + ণিচ্ + অন]। বিস্ফোরক বিণ. সহসা জ্বলে ওঠে এমন। ☐ বি. ওইরকম পদার্থ, explosive. বিস্ফোরিত বিণ. সহসা সশব্দে ফেটে গেছে বা জ্বলে উঠেছে এমন।

Processing time: 0.43 s