বিষয় definitions

Bangla-Tangla Dictionary
বিষয় – topic, subject
Samsad Bengali-English Dictionary
বিষয় [ biṣaẏa ] n an object of sense-perception, a perceptible object; an object; a thing for enjoyment, earthly enjoyment or interests; worldly possessions; a property, an estate; (rare) domain, territory, a district; a topic, subject-matter, a theme; a cause (দুঃখের বিষয়); what relates to or concerns (এ ব্যাপার তারই বিষয়). ☐ prep. same as বিষয়ে । বিষয় আশয় n. property and riches. বিষয়ক sfx. denoting: concerning, relating to, about. ~কর্ম n. earning one's living; management of an estate. ~তৃষ্ণা n. thirst for property and riches or for worldly pleasures and enjoyments. ~বাসনা n. desire for property and riches or for worldly pleasures and enjoyments. ~বিতৃষ্ণ, ~বিমুখ a. averse to property and riches or to worldly pleasures and enjoyments; stoical. ~বিতৃষ্ণা, ~বিমুখতা n. aversion to property and riches or to worldly pleasures and enjoyments. ~বুদ্ধি n. shrewd tact for management of an estate or for maintenance of domestic economy; worldly wisdom. ~বৈরাগ্য same as ~বিতৃষ্ণা । ~লালসা n. greed for property and riches or for worldly pleasures and enjoyments. ~সূচি, , (rej.) ~সূচী n. agenda; a table of contents serially arranged. বিষয়ানুরাগ, বিষয়াসক্তি n. attachment to property and riches or to worldly pleasures and enjoyments. বিষয়ানুরাগী, বিষয়াসক্ত a. attached to property and riches or to worldly pleasures and enjoyments. fem. বিষয়ানুরাগিণী । বিষয়ান্তর n. another topic; a different topic. বিষয়ী a. attached to worldly riches and pleasures; possessing property; possessing an estate, landed. বিষয়ীভূত a. included in the domain or jurisdiction of (আইনের বিষয়ীভূত); included in the agenda (আলোচনার বিষয়ীভূত). বিষয়ে prep. concerning, relating to, regarding, about.
Samsad Bangla Abhidhan
বিষয় [ biṣaẏa ] বি. 1 ইন্দ্রিয়গ্রাহ্য পদার্থ, ভোগ্য বস্তু (বিষয়বাসনা); 2 সম্পত্তি (বিষয়-আশয়); 3 পাত্র, আস্পদ (উপহাসের বিষয়, সে এখন সবার আলোচনার বিষয়); 4 (বিরল) অধিকারভুক্ত স্থান; 5 জেলা; 6 আলোচ্য বা বর্ণনীয় বস্তু (প্রবন্ধের বিষয়); 7 কারণ, হেতু (শোকের বিষয়); 8 সম্বন্ধীয় ব্যাপার (এই ঘটনার বিষয়ে কিছু বলো)। [সং. বি + √ সি + অ]। ~আশয় বি. ধনসম্পত্তি। ~ বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে বিষয় শব্দের রূপ, সম্পর্কিত, সংক্রান্ত (নীতিবিষয়ক, জ্ঞানবিষয়ক)। ~কর্ম বি. বৈষয়িক বা সাংসারিক কাজ; সম্পত্তি রক্ষণাবেক্ষণের বা পরিচালনার কাজ। ~জ্ঞান বি. 1 কাণ্ডজ্ঞান, বাস্তবজ্ঞান; 2 সম্পত্তি ইত্যাদি সম্পর্কে জ্ঞান। ~তৃষ্ণা, ~বাসনা, ~লালসা বি. ধনসম্পত্তির বা সাংসারিক সুখভোগের লোভ। ~পরায়ণ বিণ. ধনসম্পদের প্রতি আসক্ত; ঘোর সংসারী। ~বস্তু বি. আলোচ্য বা বক্তব্য পদার্থ, মূল আলোচ্য বিষয় (রচনার বিষয়বস্তু)। ~বিতৃষ্ণা, ~বৈরাগ্য বি. ধনসম্পত্তি প্রভৃতি ভোগে অনিচ্ছা বা ঔদাসীন্য। ~বুদ্ধি বি. বৈষয়িক বা সাংসারিক জ্ঞান, বিষয়-আশয় পরিচালনার বুদ্ধি। ~সূচি বি. আলোচ্য ব্যাপারসমূহের ধারাবাহিক তালিকা। বিষয়ান্তর বি. অন্য বিষয়। বিষয়াসক্তি বি. ধনসম্পত্তির বা ভোগ্যবস্তুর প্রতি আকর্ষণ। বিষয়ী (-য়িন্) বিণ. 1 বিষয়াসক্ত; 2 সম্পত্তিশালী। ☐ বি. (দর্শ.) 1 আত্মা; 2 জ্ঞাতা; 3 ইন্দ্রিয়। বিষয়ীভূত বিণ. (আলোচনাদির) বিষয়ের অন্তর্ভুক্ত।

Processing time: 0.44 s