বিশ্বনাথ definitions

Bangla-Tangla Dictionary
বিশ্বনাথ – Viswanath [name] [surname]
Samsad Bengali-English Dictionary
বিশ্ব [ biśba ] n the world, the earth; the universe. ☐ a. all; entire, whole. ~কর্মা n. (myth.) the heavenly architect (cp. Vulcan). ~কোষ n. an encyclopaedia, a cyclopaedia. ~চরাচর n. the entire universe mobile and immobile. ~জন n. all people of the world; mankind. ~জননী n. the mother of the universe; Goddess Durga (দুর্গা). ~জনীন a. universal; philanthropic. ~জনীনতা n. universality; philanthropy. ~জিৎ n. conqueror of the world. ~নাথ n. God; Shiva (শিব). ~নিখিল same as বিশ্বসংসার । ~নিন্দুক a. (given to) decrying the whole world, decrying everything and everybody in the world; (loos.) censorious; cynical. ~পরিক্রমা n. going or walking round the world, travelling round the world. ~পা, ~পাতা, ~পালক n. the preserver of the world; God. ~পিতা n. the father of the world; God. ~প্রীতি, ~প্রেম n. universal love; philanthropy. ~প্রেমিক a. loving the whole universe; philanthropic. ☐ n. one who loves the whole universe; a philanthropist, a philanthrope. ~বন্দিত a. world famous, universally acclaimed. ~বাসী a. inhabiting the world; cosmopolitan. ☐ n. same as ~জন । ~বিখ্যাত a. world-famous. ~বিদ্যালয় n. a university. ~বিধাতা n. the creator of the world, God. ~বিমোহন, ~বিমোহী a. charming or bewitching the whole world. fem. ~বিমোহিনী । ~বিশ্রুত same as ~বিখ্যাত । ~ব্যাপি a. world-wide. ~ব্রহ্মাণ্ড n. the whole universe. ~ভ্রাতৃত্ব, ~মানবতা n. international brotherhood, internationalism. ~মৈত্রী n. universal or inter national friendship or amity. ~ম্ভর n. one who sustains the world; God; Narayana (নারায়ণ). ~ম্ভরা n. fem. She who sustains all creatures; Mother Earth; the earth. ~যুদ্ধ n. a world war. ~রূপ n. the body in which the entire universe is reflected or exhibited; one whose form is represented by the entire universe; Narayana (নারায়ণ). ~শান্তি n. world peace. ~সংসার n. the whole universe. ~সংসারে adv. in the whole universe; all over the world. ~সাহিত্য n. the literature of the world, world literature. ~সৃষ্টি n. the creation of the world. ~স্রষ্টা n. the Creator of the world, God.
Samsad Bangla Abhidhan
বিশ্ব [ biśba ] বি. পৃথিবী ও তার বাইরের গ্রহনক্ষত্রসমন্বিত সমস্ত স্থান, ব্রহ্মাণ্ড; পৃথিবী, ভূবন, জগৎ। ☐ বিণ. সর্ব, সমগ্র, যাবতীয় (বিশ্বসংসার, বিশ্বমানব)। [সং. √ বিশ্ + ব]। ~কবি বি. পৃথিবীর শ্রেষ্ঠ বা অন্যতম শ্রেষ্ঠ কবি, যে কবির কাব্য সমগ্র পৃথিবীর সমাদরের যোগ্য। ~কর্মা (-র্মন্) বি. দেবশিল্পী, যাবতীয় শিল্পের অধিদেবতা। ~কেতু বি. মদন, কামদেব। ~কোষ, ~কোশ বি. পৃথিবীর সমস্ত বিষয়ের তথ্যকোষ বা অভিধান, emcyclopaedia, ~গ্রাসী (-সিন্) বিণ. সমগ্র পৃথিবীকে গ্রাস করতে চায় এমন (বিশ্বগ্রাসী ক্ষুধা)। ~চক্র বি. বিশ্বজগৎ, চরাচর। ~চরাচর বি. স্থাবর-জঙ্গমাদিসহ মানবজাতি। ~জনীন বিণ. 1 পৃথিবীর সমস্ত মানুষ সম্বন্ধীয় (বিশ্বজনীন কল্যাণচিন্তা); 2 সর্বজনহিতকর। ☐ বি. যজ্ঞবিশেষ। বি. ~জনীনতা। ~জোড়া বিণ. পৃথিবীব্যাপী ('বিশ্বজোড়া ফাঁদ পেতেছ': রবীন্দ্র)। ~তোমুখী বিণ. সর্বতোমুখী; সর্বাত্মক (বিশ্বতোমুখী প্রতিভা)। ~ত্রাস বিণ. পৃথিবীর সমস্ত লোককে যে ভীত করে। ~দেব বি. 1 অগ্নি; 2 বিশ্বের দেবতা; 3 গণদেবতাবিশেষ। ~নাথ বি. 1 জগদীশ্বর; 2 মহাদেব। ~নিন্দুক (অপ্র.) ~নিন্দক বিণ. সবার বা সমস্ত বিষয়ের নিন্দাকারী, সবকিছুকেই যে নিন্দা করে। ~পরিক্রমা বি. সমগ্র পৃথিবী ভ্রমণ বা পরিক্রমা। ~পা বি. 1 জগৎপালক, পরমেশ্বর; 2 সূর্য; 3 চন্দ্র; 4 অগ্নি। ~পাতা (-তৃ) বিণ. বি. জগৎপালক। ~প্রকৃতি বি. সমগ্র বিশ্ব; বিশ্বের প্রকৃতি। ~প্রেম বি. সর্বজনের প্রতি সমান প্রেম বা প্রীতি। ~প্রেমিক বিণ. বি. বিশ্বের সকল মানুষ ও প্রাণীকে ভালোবাসে এমন। ~বকা, ~বকাট, ~বকাটে, ~বখা, ~বখাটে বিণ. যৎপরোনাস্তি ফাজিল বা বখে-যাওয়া। ~বাসী (-সিন্) বিণ. জগদ্বাসী, জগতে বাসকারী (বিশ্ববাসী প্রাণী)। ☐ বি. জগতের সমগ্র মানবজাতি। ~বিখ্যাত বিণ. সারা পৃথিবীতে খ্যাত। ~বিজয়ী বিণ. সমগ্র পৃথিবীকে জয়কারী। ~বিদ্যালয় বি. সর্বপ্রকার বিদ্যাশিক্ষার জন্য উচ্চতম প্রতিষ্ঠান, university. ~বিধাতা (-তৃ) বি. সৃষ্টিকর্তা, ঈশ্বর। ~বিমোহন, ~বিমোহী (-হিন্) বিণ. সমগ্র জগৎ-মুগ্ধকারী। স্ত্রী. ~বিমোহিনী। &tilde বিশ্রুত বিণ. সারা জগতে প্রসিদ্ধ। ~বীক্ষা বি. সমগ্র বিশ্ব সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা। ~ব্যাপী (-পিন্) বিণ. পৃথিবীর সকল স্থানে বিস্তৃত, সর্বত্র বর্তমান। ~ব্রহ্মাণ্ড বি. সমস্ত জগৎ, ত্রিভুবন। ~ভাষা বি. পৃথিবীর সকল স্থানের ও মানুষের মধ্যে প্রচলিত একই ভাষা ~ভ্রাতৃত্ব বি. পৃথিবীর সমস্ত লোকের মধ্যে ভ্রাতৃবৎ সৌহার্দ্য। ~মৈত্রী বি. বিশ্বের সমস্ত মানুষে মানুষে বন্ধুত্ব। ~ম্ভর বিণ. বি. বিশ্বকে যিনি ধারণ করেন। ~ম্ভরা বি. পৃথিবী। ~যুদ্ধ বি. সমগ্র পৃথিবী জুড়ে যুদ্ধ। ~রূপ, ~মূর্তি বি. অনন্তরূপী, যে এক দেহের মধ্যে সমস্ত পৃথিবী প্রতিফলিত হয়; বিরাটরূপী নারায়ণ, পরমেশ্বর। ~লোক, ~সংসার বি. নিখিল জগৎ। ~শান্তি বি. পৃথিবীর সব দেশের মানুষের শান্তি। ~সাহিত্য বি. বিশ্বের সাহিত্য; সর্বদেশকালোপযোগী সাহিত্য।

Processing time: 0.39 s