বিশিষ্ট definitions

Bangla-Tangla Dictionary
বিশিষ্ট – prominent, distinguished
Samsad Bengali-English Dictionary
বিশিষ্ট [ biśiṣṭa ] a especial (বিশিষ্ট আসন); conspicuous, remarkable (বিশিষ্ট ভদ্রলোক); important or distinguished (বিশিষ্ট ব্যক্তি); prominent (বিশিষ্ট কবি); specific, peculiar, characteristic (বিশিষ্ট লক্ষণ); possessing (লেজবিশিষ্ট); containing (মগজবিশিষ্ট). fem. বিশিষ্টা । ~তা n. speciality; conspicuousness or remarkability; importance; distinction; prominence; peculiarity, a characteristic; possession.
Samsad Bangla Abhidhan
বিশিষ্ট [ biśiṣṭa ] বিণ. 1 অ-সাধারণ (বিশিষ্ট অতিথি, বিশিষ্ট নাগরিক); 2 বিশেষপ্রকার, অতিশয় গুরুত্বপূর্ণ (বিশিষ্ট কর্তব্য, বিশিষ্ট গুণ); 3 বিখ্যাত (বিশিষ্ট কবি); 4 সংবলিত, যুক্ত (লেজবিশিষ্ট, গুণবিশিষ্ট)। [সং. বি + √ শিষ্ + ত]। ~তা বি. অসাধারণত্ব (প্রতিভার বা গুণের বিশিষ্টতা, কার্যাবলির বিশিষ্টতা)।

Processing time: 0.39 s