Off by 3 letters:
বান definitions

Bangla-Tangla Dictionary
বান – flood

2nd/3rd person respectful present simple tense of বাওয়া:
বাওয়া – to row, to climb along something like a pipe or ladder, to run along a surface (eg, tears, sweat, rain drops)

2nd person respectful present imperative tense of বাওয়া:
বাওয়া – to row, to climb along something like a pipe or ladder, to run along a surface (eg, tears, sweat, rain drops)

Samsad Bengali-English Dictionary
বান1 [ bāna1 ] n the eel, (cp.) the lamprey. 2nd/3rd person respectful present simple tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] v to row; to steer, to propel; to paddle; to pass over; to cover; to go or ply or move along (পথ বেয়ে যাওয়া); to climb up or down (সিঁড়ি বেয়ে নামা). 2nd/3rd person respectful present simple tense of বাওয়া: বাহা2 [ bāhā2 ] v the High Bengali form of বাওয়া2 2nd person respectful present imperative tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] v to row; to steer, to propel; to paddle; to pass over; to cover; to go or ply or move along (পথ বেয়ে যাওয়া); to climb up or down (সিঁড়ি বেয়ে নামা). 2nd person respectful present imperative tense of বাওয়া: বাহা2 [ bāhā2 ] v the High Bengali form of বাওয়া2
Samsad Bangla Abhidhan
বান1 [ bāna1 ] (-বৎ) বিণ. যুক্ত অন্বিত প্রভৃতি অর্থবাচক তদ্ধিত প্রত্যয়বিশেষ (বেগবান, ফলবান, ভগবান)। স্ত্রী. ~বতী (বেগবতী, ফলবতী)। বান2 [ bāna2 ] বি. 1 বন্যা, জলপ্লাবন, নদনদীর অকস্মাৎ জলস্ফীতি; 2 (আল.) জলোচ্ছ্বাস। [< সং. বন্যা-তু. সং.√ বন্ + অ (=গতি)]। ~ভাসি বিণ. বন্যার জলে প্লাবিত বা ভেসে গেছে এমন (বানভাসি গ্রামের জন্য ত্রাণসামগ্রী)। বানের জলে ভেসে আসা ক্রি. বি. (আল.) অনায়াসে পাওয়া যায় বলে অবজ্ঞেয় হওয়া; অবজ্ঞার পাত্র হওয়া। বানের জলে ভেসে যাওয়া ক্রি. বি. (আল.) অসহায় বা নিরাশ্রয় হওয়া, সর্বনাশগ্রস্ত হওয়া। 2nd/3rd person respectful present simple tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)। 2nd/3rd person respectful present simple tense of বাওয়া: বাহা2, বাওয়া [ bāhā2, bāōẏā ] ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, 'কোনদিকে যে বাইব তরী': রবীন্দ্র); 2 অতিক্রম করা ('ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল': বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]। 2nd person respectful present imperative tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)। 2nd person respectful present imperative tense of বাওয়া: বাহা2, বাওয়া [ bāhā2, bāōẏā ] ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, 'কোনদিকে যে বাইব তরী': রবীন্দ্র); 2 অতিক্রম করা ('ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল': বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]।
বিছান definitions

Bangla-Tangla Dictionary
2nd/3rd person respectful present simple tense of বিছানো: বিছানো – to spread out or lay out something

2nd person respectful present imperative tense of বিছানো:
বিছানো – to spread out or lay out something

Samsad Bengali-English Dictionary
2nd/3rd person respectful present simple tense of বিছানো: বিছানো [ bichānō ] v to spread (মাদুর বিছানো); to scatter or strew or lay (কাঁকর বিছানো). 2nd person respectful present imperative tense of বিছানো: বিছানো [ bichānō ] v to spread (মাদুর বিছানো); to scatter or strew or lay (কাঁকর বিছানো).
Samsad Bangla Abhidhan
2nd/3rd person respectful present simple tense of বিছানো: বিছা2 [ bichā2 ] ক্রি. বিছানো (চাদর বিছাও)। [< সং. বি +√ স্তৃ + বাং. আ-তু. হি. বিস্তারা]। ~নো ক্রি. বি. 1 বিস্তার করা, পাতা (মাদুর বিছানো); 2 ছড়ানো, বিন্যস্ত করা (কাঁকর বিছানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে (কাঁকর বিছানো পথ)। 2nd person respectful present imperative tense of বিছানো: বিছা2 [ bichā2 ] ক্রি. বিছানো (চাদর বিছাও)। [< সং. বি +√ স্তৃ + বাং. আ-তু. হি. বিস্তারা]। ~নো ক্রি. বি. 1 বিস্তার করা, পাতা (মাদুর বিছানো); 2 ছড়ানো, বিন্যস্ত করা (কাঁকর বিছানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে (কাঁকর বিছানো পথ)।
বিতান definitions

Samsad Bengali-English Dictionary
বিতান [ bitāna ] n a structure in a garden for sit ting in, a summer-house (লতাবিতান); a canopy, an awning; a tent; a pavilion; tension, stretch.
Samsad Bangla Abhidhan
বিতান [ bitāna ] বি. 1 চন্দ্রাতপ, চাঁদোয়া (লতাবিতান); 2 মণ্ডপ; 3 পুঞ্জ, নিচয় (পুষ্পবিতান); 4 তাঁবু; 5 (বিরল) যজ্ঞ বা যজ্ঞবেদি। [সং. বি + √ তন্ + অ]।
বিথান definitions

Samsad Bangla Abhidhan
বিথান [ bithāna ] বিণ. (কাব্যে) 1 বিস্রস্ত, আলুথালু; 2 স্থানভ্রষ্ট। [সং. বিস্থান]।
বিধান definitions

Bangla-Tangla Dictionary
বিধান – a law, legislation
Samsad Bengali-English Dictionary
বিধান [ bidhāna ] n a scriptural prescript or ruling; a prescript, a ruling (সভাপতির বিধান); a prescription (পথ্যবিধান); provision, arrangement (আনন্দবিধান); legislation; a law; a rule; a system (নববিধান). বিধান দেওয়া v. to prescribe; to issue a ruling, to rule. ~কর্তা n. a director (fem. directress, directrix), a regulator, a controller; a law-giver; a legislator. fem. ~কর্ত্রী । ~তন্ত্র n. a code of laws; a system of legislation. বিধান-পরিষদ n. a legislative council. ~শাস্ত্র n. jurisprudence, law. ~সংসদ n. the Parliament. ~সংহিতা n. a treatise on jurisprudence, a law-book. ~সভা n. a legislative assembly.
Samsad Bangla Abhidhan
বিধান [ bidhāna ] বি. 1 শাস্ত্রবিহিত ব্যবস্থা বা নিয়ম; 2 কর্তব্যনির্দেশ (ধর্মের বিধান); 3 ব্যবস্থা, সম্পাদন, মীমাংসা (ঐক্যবিধান, আনন্দবিধান, তাঁর বিধানই মেনে নেওয়া হল); 4 আইন বা আইনপ্রণয়ন (বিধানসভা)। [সং. বি + √ ধা + অন]। ~পরিষদ বি. আইনপ্রণয়ন ও সে-বিষয়ে আলোচনার জন্য বিশেষ যোগ্যতাসম্পন্ন জনপ্রতিনিধিদের সভা, Legislative Council (স.প.)। ~সভা বি. আইনপ্রণয়নের ক্ষমতাবিশিষ্ট জনপ্রতিনিধিসভা, Legislative Assembly (স.প.)।
বিন definitions

Samsad Bengali-English Dictionary
বিন [ bina ] n a leguminous plant or its seed, bean.
Samsad Bangla Abhidhan
বিন1 [ bina1 ] বি. 1 বরবটিজাতীয় শুঁটি; 2 মটরশুঁটি শিম প্রভৃতি বা তাদের গাছ। [ইং. bean]। বিন2 [ bina2 ] বি. বীণা। [সং. বীণা]। ~কার বি. বীণাবাদক।
বিমান definitions

Bangla-Tangla Dictionary
বিমান – airplane
Samsad Bengali-English Dictionary
বিমান [ bimāna ] n a chariot or other vehicle capable of moving in the air; an aircraft, an aeroplane; a seven-storied building; (loos.) the sky. ~আক্রমণ n. an air raid. ~ঘাঁটি n. an aerodrome. ~চলন n. aviation. ~চালক n. a pilot, an aviator. ~চারী a. moving in the sky or air; aerial, ethereal; aviating. ☐ n. one capable of moving in the sky or air; an aerial or ethereal being; an aviator. fem. ~চারিণী । বিমান ডাক n. air-mail. ~ধ্বংসী a. anti-aircraft. ~পথ n. airway. ~পরিবহন n. air-transport. ~বন্দর n. an airport. ~বাহিনী n. the Air Force. ~বিদ্যা n. aeronautics. ~যুদ্ধ n. an aerial battle. বিমানাঙ্গন n. an airfield.
Samsad Bangla Abhidhan
বিমান [ bimāna ] বি. 1 এরোপ্লেন প্রভৃতি আকাশগামী যান; 2 সপ্ততল প্রাসাদ; 3 আকাশ (বিমানপথ)। [সং. বি + √ মন্ + অ]। ~ঘাঁটি বি. বিমানপোতের বা এরোপ্লেনের মেরামতি ব্যবস্থাসংবলিত উড়ান ও অবতরণের স্থান, aerodrome, airbase. ~চারী ( রিন্) বি. বিণ. বিমানচালক বা বিমানযাত্রী। ~ডাক বি. বিমানে বাহিত ডাক, airmail. ~বন্দর বি. বিমানপোতের ওড়া ও নামার জায়গা, airport. ~বল, ~বাহিনী বি. বৈমানিক সৈন্যবাহিনী, airforce. ~বাহী (-হিন্) বিণ. বিমান বহন করে এমন (বিমানবাহী জাহাজ)। ~বিধ্বংসী বিণ. (শত্রুর) বিমানপোত ধ্বংস করতে পারে এমন (বিমানবিধ্বংসী) বোমা)। ~সেবিকা বি. বিমানপোতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বিধানকারিণী মহিলা কর্মী, air-hostess.
বিলান definitions

Bangla-Tangla Dictionary
2nd/3rd person respectful present simple tense of বিলানো: বিলানো – to distribute

2nd person respectful present imperative tense of বিলানো:
বিলানো – to distribute

Samsad Bengali-English Dictionary
2nd/3rd person respectful present simple tense of বিলানো: বিলানো [ bilānō ] v to give away or distribute (esp. in charity). 2nd person respectful present imperative tense of বিলানো: বিলানো [ bilānō ] v to give away or distribute (esp. in charity).
Samsad Bangla Abhidhan
2nd/3rd person respectful present simple tense of বিলানো: বিলানো [ bilānō ] ক্রি. বি. বিনামূল্যে বিতরণ করা (গরিবদুঃখীদের কাপড় বিলানো)। ☐ বিণ. উক্ত অর্থে। [বাং. √ বিলা + আনো]। 2nd person respectful present imperative tense of বিলানো: বিলানো [ bilānō ] ক্রি. বি. বিনামূল্যে বিতরণ করা (গরিবদুঃখীদের কাপড় বিলানো)। ☐ বিণ. উক্ত অর্থে। [বাং. √ বিলা + আনো]।
বিহান definitions

Samsad Bengali-English Dictionary
বিহান [ bihāna ] n (obs.) morning, daybreak, dawn.
Samsad Bangla Abhidhan
বিহান2 [ bihāna2 ] বি. (আঞ্চ.) প্রভাত, সকালবেলা ('ওরে, বিহান হল, জাগো রে ভাই': রবীন্দ্র)। [সং. বিভাত]।
ব্যান definitions

Samsad Bengali-English Dictionary
ব্যান [ byāna ] n one of the five vital airs of a living body.
Samsad Bangla Abhidhan
ব্যান2 [ byāna2 ] বি. শরীরের পঞ্চবায়ুর অন্যতম। [সং. বি + √ অন্ + অ]।
যান definitions

Bangla-Tangla Dictionary
2nd/3rd person respectful present simple tense of যাওয়া: যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)

2nd person respectful present imperative tense of যাওয়া:
যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)

Samsad Bengali-English Dictionary
যান [ yāna ] n a vehicle, a conveyance, a carriage (অশ্বযান); a way, a route (পিতৃযান); a way of worship (হীনযান). ~বাহন n. transport, conveyance. ~শালা n. garage. 2nd/3rd person respectful present simple tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost. 2nd person respectful present imperative tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
যান [ yāna ] বি. 1 যাতে চড়ে যাওয়া যায় (যানবাহন, গো-যান) 2 যাত্রা বা নির্গমন (অভিযান, প্রয়াণ)। [সং. √ যা + অন]। ~জট বি. পথে যানবাহনের প্রচণ্ড ভিড়ের জন্য নিশ্চল অবস্থা, jam. 2nd/3rd person respectful present simple tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা। 2nd person respectful present imperative tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
শবযান definitions

Samsad Bengali-English Dictionary
শব, শবদেহ [ śaba, śabadēha ] n a dead body, a corpse. শবদাহ, শবদাহন n. cremation. শবদাহ করা v. to burn a dead body, to cremate. শবদাহক n. one who cremates, a cremator. শবদাহনচুল্লি n. a cremator; an incinerator. শবদাহস্থান n. a crematorium. শবপরীক্ষা n. post-mortem; autopsy. শবপরীক্ষা করা v. to make a post-mortem of, to autopsy. শবব্যবচ্ছেদ করা v. to dis sect a dead body. শবযাত্রা n. a funeral procession শবযান n. a bier. শবসৎকার n. obsequies, funeral rites; cremation. শবসৎকার করা v. to perform the obsequies of; to cremate. শবসাধনা n. a form of mystical rite or religious meditation performed by sitting upon a dead body in a crematorium usu. on a new-moon night; (fig.) a dreadful endeavour to achieve something. শবাকার a. corpse like; looking like a corpse. শবাগার n. a morgue. শবাচ্ছাদন-বস্ত্র n. shroud; a winding-sheet; dead-clothes. শবাধার n. a bier. শবানুগমন করা v. to follow a corpse to the funeral place. শবানুগামী, শবানুযাত্রী n. one who follows a corpse to the funeral place, a mourner. শবাসন n. a posture of yogic exercise in which one lies still with the face up. শবাসনা a. fem. mounted upon a corpse. ☐ n. Goddess Kali (কালী).
Samsad Bangla Abhidhan
শব [ śaba ] বি. মৃতদেহ, মড়া, লাশ। [সং. √ শব্ + অ]। ~দাহ, ~দহন বি. অগ্নিযোগে মৃতদেহ ভস্মীভূত করা, মড়া পোড়ানো। ~দাহ-স্থান বি. যেখানে শবদাহ করা হয়, শ্মশান। ~দেহ বি. মড়া, মৃতদেহ। ~ব্যবচ্ছেদ বি. শারীরবিজ্ঞান শিক্ষার জন্য বা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ অস্ত্রদ্বারা ছিন্নবিচ্ছিন্ন করে পরীক্ষা। ~যাত্রা বি. দাহ করার বা কবর দেওয়ার জন্য মৃতদেহ নিয়ে যাওয়া। ~যান বি. (প্রধানত কবর দেবার জন্য) মৃতদেহপূর্ণ কফিন বা শবাধার বহন করে নিয়ে যাবার গাড়ি। ~সৎকার বি. শবদাহ; কবর; অন্ত্যেষ্টি। ~সাধনা বি. (সদ্যোমৃত পুরুষের) শবের উপর অশ্বারোহণের ভঙ্গিতে উপবেশন করে তান্ত্রিক সাধনাবিশেষ। শবাধার বি. যে আধার বা বাক্সে মৃতদেহ রেখে কবর দেওয়া হয়। শবানু-গমন বি. শবদেহ শ্মশানে বা কবরে নিয়ে যাবার সময় মৃতের প্রতি সম্মান জানাতে বা শোক জানাতে সঙ্গে যাওয়া। শবানু-যাত্রী (ত্রিন্) বি. শবানুগমনকারী। শবাসন বি. শবের মতো চিত হয়ে শুয়ে থাকার যোগাসনবিশেষ। শবাসনা বি. শবের উপর অবস্থিতা কালিকাদেবী।
Off by 4 letters:
-বান definitions

Bangla-Tangla Dictionary
-বান – suffix for possessing a quality
অবিধান definitions

Samsad Bengali-English Dictionary
অবিধান [ abidhāna ] n an unjust regulation, a black ordinance; an unscriptural direction.
Samsad Bangla Abhidhan
অবিধান [ abidhāna ] বি. 1 অন্যায় বিধান, অন্যায় নিয়ম, অশাস্ত্রীয় বিধান; 2 অব্যবস্থা। [সং. ন + বিধান]।
অভিযান definitions

Bangla-Tangla Dictionary
অভিযান – expedition
Samsad Bengali-English Dictionary
অভিযান [ abhiyāna ] n an expedition; (setting out on) an adventuresome exploration.
Samsad Bangla Abhidhan
অভি-যান [ abhi-yāna ] বি. (দেশ জয়, দেশ আবিষ্কার, শত্রু দমন, অজানাকে জানা ইত্যাদি উদ্দেশ্যে) সদলবলে যাত্রা (নিরক্ষতার বিরুদ্ধে অভিযান, এভারেষ্ট জয়ের অভিযান, সমুদ্র অভিযান, আলেকজান্ডারের অভিযান)। [সং. অভি + √ যা + অন]।
কবিগান definitions

Samsad Bengali-English Dictionary
কবি [ kabi ] n a poet; a scholar; a philosopher; a kind of song-tournament, this song (cp. strophe and antistrophe), its composer or singer. ~ওয়ালা n. a composer of songs for a song-tournament; a singer of these songs; the leader of a party competing in a song-tournament. ~কল্পনা n. a visionary thing; fanciful imagination; a baseless and unreal conception; (rare) poetic imagination. ~কল্পিত a. visionary; fanciful; baseless and unreal; imagined or invented by a poet. ~গান n. a kind of song-tournament or duel; a song for this tournament. ~গুরু n. the first poet; the chief of poets. ~জনোচিত a. befitting a poet, poetical. কবির লড়াই a kind of song-tournament; a contest of poets. কবিতা n. a poem; a verse; a couplet; poetry. কবিত্ব n. poetical imagination or talent, poetry; poetic quality. কবিত্বপূর্ণ, কবিত্বময় a. full of poetry; full of poetic quality; endowed with a talent for composing poems. কবিত্ব শক্তি n. poetical talent or genius. ~প্রসিদ্ধি n. any imaginative description of nature originally made by a poet and afterwards repeated by other poets, a poetical convention. ~বর n. a great poet, a master poet. কবি সম্মেলন n. an assembly or conference of poets. কবীশ n. the chief among poets.
Samsad Bangla Abhidhan
কবি [ kabi ] বি. 1 কবিতারচয়িতা; 2 পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; 3 যার কল্পনাশক্তি প্রবল; 4 একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং. √ কব্ + ই]। ~ওয়ালা বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। ~কঙ্কণ বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। ~কল্পনা বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। ~গান বি. সভায় উপস্থিতমতো মুখে মুখে রচিত ও তৎক্ষণাৎ সুরারোপিত গানবিশেষ। ~প্রসিদ্ধি বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। ~বর বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা।
জবান definitions

Samsad Bengali-English Dictionary
জবান [ jabāna ] n language (হিন্দি জবান): speech or word (বদ জবান); a promise (জবানের ঠিক নেই); the tongue (জবান দোরস্ত করা). ~বন্দি . n. attestation, deposition. ~বন্দি দেওয়া v. to depose. জবানি n. a statement. ☐ a. relating to an answer or rejoinder. ☐ adv. verbally from. অপরের জবানিতে through another person's lips.
Samsad Bangla Abhidhan
জবান [ jabāna ] বি. 1 ভাষা (হিন্দি জবান); 2 কথা, প্রতিশ্রুতি (জবানের ঠিক নেই); 3 জিহ্বা (জবান সামলে কথা বলবে, জবান দুরস্ত করো)। [ফা. যবান; তু. আ. জবান]। ~বন্দি বি. বিচারকার্যে ব্যবহারের জন্য প্রদত্ত সাক্ষ্য। জবানি বি. উক্তি। ☐ ক্রি-বিণ. প্রমুখাৎ, মুখে (সব কথা তার জবানিতে শুনে নিয়ো)।
দেবযান definitions

Samsad Bengali-English Dictionary
দেব [ dēba ] n God; a male deity, a god; (in respectful address) a king, a master, an elder, a father, a husband, a preceptor, a guru, a teacher, a Brahman, any per son commanding respect; (as a sfx.) the chief or best man (ভূদেব, নরদেব). ~কণ্ঠ a. having a god-like voice. fem. ~কণ্ঠী । ~কন্যা n. fem. a celestial female, a daughter of heaven. ~কল্প a. godly, godlike; perfectly holy or beautiful. ~কার্য n. a divine mission; a task enjoined by God or a god, religious worship. ~কাষ্ঠ n. deodar. ~কুল n. a temple, a shrine; the race of gods. ~কৃপা n. divine grace. ~খাত n. a natural lake or lagoon. ~গুরু n. Brihaspati (বৃহস্পতি) the teacher of gods. ~গৃহ n. a house of worship, a temple, a shrine. ~চরিত্র a. & n. (having) a divinely pure or saintly character. ~চিকিৎসক n. the physician of the gods, the heavenly physician. ~তরু n. any of the five celestial trees; mandar (মন্দার), parijat (পারিজাত), santan (সন্তান); kalpabriksha (কল্পবৃক্ষ) and harichandan (হরিচন্দন). ~তা n. a goddess; a god; a deity; (fig.) an object of worship or deep reverence (স্বামীই স্ত্রীর দেবতা). ~তুল্য a. godly, godlike. ~ত্ব n. godhead, divinity; godliness. দেবত্বারোপ n. ascription of divinity, apotheosis. ~ত্র n. a property endowed for defraying the cost of worshipping a deity. ~দত্ত a. godgifted. ~দর্শন n. a visit to pay homage to an idol; a pilgrimage to the seat of a god. ~দারু n. deodar. ~দাসী n. a woman dedicated to the service of an idol of a particular temple. ~দুর্লভ a. even difficult for gods to obtain; rare even amongst gods (দেবদুর্লভ কান্তি). ~দূত n. a heavenly messenger, an angel. fem. ~দূতী । ~দেব n. a god of gods; an appellation of Brahma (ব্রহ্মা), Vishnu (বিষ্ণু) and Shiva (শিব). ~দ্বিজ n. pl. gods and Brahmans (দেবদ্বিজে ভক্তি). ~দ্বেষী a. hostile or inimical to gods; anti-God; godless, atheistic. ☐ n. any one of the mythological demons hos tile to gods. ~ধান্য n. millet, durra, jowar. ~ধূপ n. bdellium. ~নাগর, নাগরী n. a script in which Sanskrit is written. ~নিষ্ঠা n. devotion to gods. ~পতি same as দেবরাজ । ~পথ n. the celestial path, the sky, the firmament. ~পশু n. a creature earmarked to be immolated at a holy sacrifice. ~পুরী n. the city of gods, Paradise; (fig.) a very beautiful house or residence. ~পূজক n. a votary or worshipper of gods; a priest. ~পূজা n. worship of a deity; religious worship ~প্রতিম a. godlike; godly. ~প্রতিমা n. an idol; an image of a deity, a holy image. ~প্রতিষ্ঠা n. the ceremony of establishing an idol at a particular place. ~প্রসাদ n. grace or kindness of the gods. ~প্রিয় a. beloved of gods. ~বাক্য, ~বাণী n. the voice of God; a divine or heavenly voice; an oracle. ~বৈদ্য same as দেবচিকিৎসক । ~ভক্ত a. devoted to gods; pious. ~ভক্তি n. devotion to gods; godliness; piety. ~ভাষা n. the Sanskrit language. ~ভূমি n. heaven; paradise; the Himalayas; a place of pilgrimage, a holy place; (fig.) an extremely beautiful place. ~ভোগ্য a. fit to be enjoyed by gods, fit for divine consumption. ~মন্দির n. a temple, a shrine. ~মহিমা n. divine greatness or grandeur or glory or splendour. ~মাতা n. Aditi (অদিতি) the first mother of gods. ~মাতৃক a. (of a country) nursed by rain. ~যান n. ace lestial chariot or car; a path which leads the wise to heaven; an aeroplane. ~যোনি n. a ghost, a spirit; a demigod. ~রথ n. a celestial chariot or car; the chariot of the sun-god; a path leading the wise to heaven; an aeroplane. ~রাজ n. Indra (ইন্দ্র) the king of gods, (cp. Zeus, Jove, Jupiter). ~র্ষি n. one who is both a god and a saint, a celestial saint. ~ n. a priestly Brahman. ☐ a. employed in priestly service (দেবল ব্রাহ্মণ). ~লোক n. the abode of gods, heaven. ~শর্মা n. a general surname used of Brahmans. ~শিল্পী n. Vishwakarma (বিশ্বকর্মা) the celestial artisan and designer, (cp.) Vulcan). ~সভা n. the assembly of gods; the court of Indra (ইন্দ্র) the king of gods. ~সেনা n. the army of gods; the wife of Kartikeya. (কার্তিকেয়) the commander of the army of gods. ~সেনাপতি n. Kartikeya (কার্তিকেয়) the commander of the army of gods. ~স্ব n. a property endowed for defraying the cost of worshipping a deity; a god's property; (loos.) a religious endowment.
Samsad Bangla Abhidhan
দেব [ dēba ] বি. 1 ঈশ্বর; 2 স্বর্গের অধিবাসী পুরুষদেবতা; 3 রাজা প্রভু গুরুজন ব্রাহ্মণ বা তৎস্থানীয় ব্যক্তিদের সম্বোধন বা উল্লেখের সময় তাঁদের প্রতি প্রযোজ্য শব্দ (পিতৃদেব, গুরুদেব, পরমহংসদেব); 4 ব্রাহ্মণের উপাধিবিশেষ (দেবশর্মা); 5 প্রধান বা শ্রেষ্ঠজন (ভুদেব, নরদেব)। [সং. √ দিব্ + অ]। স্ত্রী. দেবী। ~কাষ্ঠ বি. দেবদারু গাছ। ~কুল বি. 1 মন্দির, দেবালয়; 2 দেবগণ। ~খাত বি. কোনো মানুষ খোঁড়েনি এমন স্বাভাবিক জলাশয়, হ্রদ। ~গুরু বি. বৃহস্পতি। ~গৃহ বি. দেবালয়, মন্দির। ~চর্যা বি. দেবতার পূজা। ~চ্ছদ বি. শতনরি হার। ~তরু বি. স্বর্গের পঞ্চবৃক্ষ যথা মন্দার পারিজাত সন্তান কল্পবৃক্ষ ও হরিচন্দন। ~তা বি. দেবদেবী (মূলত স্ত্রীলিঙ্গ হলেও বাংলায় উভয়লিঙ্গে ব্যবহৃত)। ~তুল্য বিণ. দেবতার সদৃশ, দেবতার মতো। ~ত্ব বি. দেবতার ধর্ম গুণ অবস্থা ও ঐশ্বর্য। ~ত্র, (কথ্য) দেবোত্তর বিণ. দেবতার সেবার জন্য উৎসর্গীকৃত (দেবত্র সম্পত্তি)। ☐ বি. ওইরকম সম্পত্তি। ~দত্ত বিণ. 1 ঈশ্বরের দেওয়া; 2 দেবতার উদ্দেশে প্রদত্ত; 3 তৃতীয় পাণ্ডব অর্জুনের শঙ্খের নাম। ~দর্শন বি. মন্দিরের মধ্যে বা পূজার স্থানে দেবতার প্রতিমা দর্শন। ~দারু বি. বড় গাছবিশেষ, দেওদার। ~দাসী বি. দেবমন্দিরের নর্তকী বা পরিচারিকা। ~দুর্লভ বিণ. দেবতাদের পক্ষেও দুষ্প্রাপ্য এমন। ~দূত বি. স্বর্গীয় দূত, ঈশ্বর বা দেবগণের প্রেরিত দূত। ~দেব বি. শ্রেষ্ঠ দেবতা; মহাদেব; ব্রহ্মা; বিষ্ণু। ~দ্বিজ বি. দেবতা ও ব্রাহ্মণ (দেবদ্বিজে ভক্তি নেই)। ~দ্বেষী (-ষিন্) বিণ. দেবগণের প্রতি হিংসাকারী। ☐ বি. অসুর। ~ধান্য বি. দেধান, জোয়ার। ~ধূপ বি. গুগ্গুল। ~নাগর, ~নাগরী বি. যে লিপিতে হিন্দি, সংস্কৃত প্রভৃতি ভাষা লেখা হয়, নাগরী। ~পতি বি. ইন্দ্র। ~পশু বি. বলির পশু। ~পুরী বি. 1 স্বর্গ, অমরাবতী, ইন্দ্রালয়; 2 (আল.) অতি সুন্দর ভবন। ~প্রসাদ বি. 1 দেবতার আশীর্বাদ; 2 দেবতার কাছে নিবেদিত সামগ্রী। ~প্রিয় বিণ. দেবগণএর প্রিয়। ☐ বি. ফুলবিশেষ, বকফুল। ~বাক্য, ~বাণী বি. দেবতার বাণী, দৈববাণী। ~ব্রত বি. ভীষ্ম। ~ভাষা বি. সংস্কৃত ভাষা। ~ভূমি বি. 1 স্বর্গ; 2 হিমালয়; 3 পবিত্র স্থান; 4 (আল.) স্বর্গতুল্য সুন্দর স্থান। ~মাতা (-তৃ) বি. কশ্যপপত্নী অদিতি। ~মাতৃক বিণ. 1 ইন্দ্র কর্তৃক বা তাঁর সৃষ্ট মেঘ কর্তৃক মাতারূপে পালিত; 2 বৃষ্টির জলেই প্রচুর শস্য উৎপন্ন হয় এমন। ~মায়া বি. 1 অবিদ্যা, অজ্ঞান; 2 পার্থিব মোহ। ~মূর্তি বি. দেবতার প্রতিমা। ~যাত্রা বি. দেবতা দর্শনের উদ্দেশ্যে যাত্রা, তীর্থযাত্রা। ~যান বি. 1 দিব্যরথ, ব্যোমযান, আকাশে ভ্রমণকারী রথ; 2 পুণ্যবানের স্বর্গগমনের পথ। ~যানী বি. শুক্রাচার্যের কন্যা ও রাজা যযাতির পত্নী। ~যোনি বি. ভূতপ্রেতাদি উপদেবতা। ~রথ বি. দেবযান; সূর্যরথ। ~রাজ বি. ইন্দ্র। ~র্ষি বি. দেবতা হয়েও মন্ত্রদর্শী ঋষি, যেমন নারদ। ~ বি. নিত্যসেবায় নিযুক্ত পূজাব্যবসায়ী, পূজারি ব্রাহ্মণ। ~লোক বি. স্বর্গ। ~শত্রু বি. অসুর, দৈত্য। ~শর্মা (-র্মন্) বি. ব্রাহ্মণদের সাধারণ উপাধি। ~শিল্পী (-ল্পিন্) বি. বিশ্বকর্মা। ~সেনা বি. 1 দেবতাদের সৈন্য; 2 কার্তিকেয়র পত্নী। ~সেনা-পতি বি. কার্তিকেয়। ~স্ব বি. দেবত্র; দেবতাদের প্রাপ্য বা সম্পত্তি।
বন definitions

Bangla-Tangla Dictionary
বন – forest

2nd/3rd person respectful present simple tense of বওয়া:
বওয়া – to flow, to carry

2nd person ordinary present simple tense of বনা:
বনা – to become harmonious

Samsad Bengali-English Dictionary
বন [ bana ] n a forest, a jungle, a wood; an arbour, a bower, a grove. ~কপোত n. the wood-pigeon, the cushat. ~কর n. forest revenue; a forest cess. ~কর্মী n. a forester; a worker in the forest department. ~কুক্কুট n. the wild-fowl; the jungle-fowl; the wood-cock. ~কৃত্যক n. forest service. ~গোলাপ n. the briar, the briar-rose; the sweet briar. ~চর, ~চারী a. living in a forest; wild; silvan. ~ a. forest-grown. ~জঙ্গল n. thickets, underwood; woodlands. ~দেবতা n. a wood-god, a silvan. fem. বনদেবী । ~পথ n. a forest path, a jungle path. ~পরি n. a wood-nymph, a dryad. ~পাল n. a conservator of forests. ~ফুল n. a wild flower. ~বাদাড় same as বনজঙ্গল । ~বাস n. living in a forest; banishment to the forest. বনবাসে দেওয়া, বনবাসে পাঠানো v. to banish or exile (one) to the forest. বনবাসে যাওয়া v. to go to live in a forest as a punishment; to be exiled to the forest. ~বাসী a. & n. living in a forest, a forest dweller. fem. ~বাসিনী । ~বিড়াল n. the wild-cat; the tiger-cat, the bush-cat, the serval; the cougar, the puma. fem. বনবিড়ালী । ~বিহার n. wandering in a forest (for pleasure etc.). ~বিহারী a. roving in forests and groves esp. for pleasure. ☐ n. Krishna (কৃষ্ণ). ~বৃক্ষ n. a forest tree, a dryad. ~ভোজ, ~ভোজন n. a picnic. ~মধু n. wood-honey. ~মল্লিকা n. the wild jasmine. ~মহোৎসব n. the festival of tree plantation. ~মানুষ n. any anthropoid ape such as the gorilla, the chimpanzee etc. ~মালা n. a garland of wild flowers. ~মালী n. one wearing agar land of wild flowers; Krishna (কৃষ্ণ). ~মোরগ same as বনকুক্কুট । ~রক্ষক n. a forest-ranger. ~রক্ষী n. a forest-guard. ~শূকর n. a wild hog. ~শ্রী n. the beauty of the forest; the forest; the beautiful forest. ~স্থ, ~স্থিত a. of a forest; situated in a forest; forest-grown, wild; silvan (বনস্থ জীবন). ~হংসী n. the wild-duck; the wild-goose.
Samsad Bangla Abhidhan
বন [ bana ] বি. বহু বৃক্ষলতাদিযুক্ত স্বল্পালোকিত স্থান, জঙ্গল, অরণ্য, কানন, অটবী। [সং. √ বন্ + অ]। ~কপোত বি. বুনো পায়রা। ~কুক্কুট বি. বনমোরগ; যে-মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে। ~চর, বনে-চর বিণ. বনে বাস বা বিচরণ করে এমন (বনচর প্রাণী, বনচর সন্ন্যাসী)। ~চারী (-রিন্) বিণ. বনবাসী, বনে বাস বা বিচরণ করে এমন। ~, ~জাত বিণ. বনে উৎপন্ন (বনজ সম্পদ)। ~জঙ্গল বি. ঝোপঝাড়। ~জ্যোৎস্না বি. মল্লিকা ফুল। ~তুলসী বি. বনে জন্মায় এমন তুলসী গাছবিশেষ। ~দেবতা বি. বনের দেবতা। ~পাল বি. বনরক্ষক; বনাঞ্চল রক্ষায় নিযুক্ত সরকারি কর্মচারী, বনের তত্ত্বাবধায়ক, conservator of forests (স.প.)। ~বাদাড় বি. ঝোপঝাড়, বনজঙ্গল। ~বাস বি. 1 বনে বাস; 2 অরণ্যে নির্বাসন। ~বাসী (-সিন্) বিণ. অরণ্যে বাস করে এমন। স্ত্রী. ~বাসিনী। ~বিড়াল বি. অরণ্যচর হিংস্র বিড়ালবিশেষ। ~বিবি বি. বনের অধিষ্ঠাত্রী দেবী, বনদেবী। ~বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। ☐ বিণ. অরণ্যচারী, বনে বিচরণ ও আমোদপ্রমোদ করে এমন। ~বীথিকা বি. বৃক্ষশ্রেণিযুক্ত পথ ('দুলিছে পবনে সনসন বনবীথিকা': রবীন্দ্র)। ~ভোজ, ~ভোজন বি. (বন প্রভৃতি রম্য স্থানে) সংঘবদ্ধভাবে রান্না ও খাওয়াদাওয়া, চড়ুইভাতি। ~মল্লিকা বি. 1 বেল ফুল, বেলি; 2 কাঠমল্লিকা নামে অতি সুগন্ধি ফুল। ~মহোৎসব বি. বৃক্ষরোপণ উৎসব। ~মানুষ বি. মানুষের আকৃতিবিশিষ্ট বনচর বানরবিশেষ। ~মালা বি. 1 বনফুল দিয়ে গাঁথা মালা; 2 নানা ফুলে গাঁথা আজানুলম্বিত মালা। ~মালী (-লিন্) বি. (বনমালা শোভিত) শ্রীকৃষ্ণ। ~মোরগ বি. বনকুক্কুট, যে-মোরগ বনে বিচরণ করে। ~রাজি বি. বনশ্রেণি, বনের সারি। ~শ্রী বি. 1 বনরাজি; বনানী; বনের শ্রী। ~স্পতি বি. 1 বট অশ্বত্থ প্রভৃতি যেসব গাছে ফল হয় কিন্তু ফুল হয় না; 2 বনের পতি বা কর্তা বলে পরিগণিত হওয়ার যোগ্য অতি বিশাল বৃক্ষ। ~স্থ বিণ. বনে অবস্থিত বা জাত। বনমল্লিকা, বনমহোৎসব, বনমালা, বনমালী, বনমোরগ, বনরাজি, বনশ্রী, বনস্পতি [ banamallikā, banamahōtsaba, banamālā, banamālī, banamōraga, banarāji, banaśrī, banaspati ] দ্র বন বনেচর [ banēcara ] দ্র বন 2nd person ordinary present simple tense of বনা: বনা [ banā ] ক্রি. 1 পটা, মনের বা মতের মিল হওয়া (তার সঙ্গে বনল না); 2 সদৃশ হওয়া, পরিণত হওয়া (বোকা বনা, ফকির বনে গেছে, 'হিংসায় যদি হাত রাঙা করে সকলেই বনে জল্লাদ': অ. রা.); 3 বনানো। [বাং. √ বন্ + আ-তু. হি. বন্না]।
বলান definitions

Bangla-Tangla Dictionary
2nd/3rd person respectful present simple tense of বলানো: বলানো – to cause to speak

2nd person respectful present imperative tense of বলানো:
বলানো – to cause to speak

Samsad Bengali-English Dictionary
2nd/3rd person respectful present simple tense of বলানো: বলানো [ balānō ] v to make one say or speak or tell or confess or divulge. 2nd person respectful present imperative tense of বলানো: বলানো [ balānō ] v to make one say or speak or tell or confess or divulge.
Samsad Bangla Abhidhan
2nd/3rd person respectful present simple tense of বলানো: বলা2 [ balā2 ] ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্থা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। ☐ বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। ☐ বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ > প্রাকৃ. বোল্ল > √ বল্ তু. হি. বোলনা]। ~কওয়া, ~কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ~নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। ☐ বিণ. উক্ত অর্থে। ~বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)। 2nd person respectful present imperative tense of বলানো: বলা2 [ balā2 ] ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্থা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। ☐ বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। ☐ বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ > প্রাকৃ. বোল্ল > √ বল্ তু. হি. বোলনা]। ~কওয়া, ~কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ~নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। ☐ বিণ. উক্ত অর্থে। ~বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)।

Processing time: 1.77 s