বিভাজন definitions

Bangla-Tangla Dictionary
বিভাজন – division (+ করা = to divide up)
Samsad Bengali-English Dictionary
বিভাজন [ bibhājana ] n a division; parting; partition; apportionment; distribution; (mech.) resolution of velocity. পরমাণু-বিভাজন n. splitting of atoms. বিভাজিত a. divided; separated.
Samsad Bangla Abhidhan
বিভাজক [ bibhājaka ] বিণ. 1 ভাগকারী বা বিভাগকারী; 2 যার দ্বারা ভাগ করা যায় এমন, divisor. [সং. বি + √ ভাজি + অক]। স্ত্রী. বিভাজিকাবিভাজন বি. 1 ভাগকরণ; 2 অংশ নিরূপণ। বিভাজনীয় বিণ. বিভাজন করা উচিত এমন। বিভাজিত বিণ. ভাগ বা বিভাগ করা হয়েছে এমন। বিভাজ্য বিণ. 1 ভাগ করতে হবে বা ভাগ করা যায় এমন, ভাগযোগ্য; বণ্টনীয়; 2 (গণি-রাশি সম্বন্ধে) নির্দিষ্ট কোনো রাশির দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না এমন। বিভাজ্যতা বি. 1 ভাগযোগ্যতা (পরমাণুর বিভাজ্যতা); 2 নিঃশেষে অর্থাৎ অবশিষ্ট থাকে না এমনভাবে ভাগ হওয়া।

Processing time: 0.44 s