বিবেচক definitions

Bangla-Tangla Dictionary
বিবেচক – considerate
Samsad Bengali-English Dictionary
বিবেচক [ bibēcaka ] a thoughtful; discreet; judicious, prudent; considerate.
Samsad Bangla Abhidhan
বিবেচক [ bibēcaka ] বিণ. 1 বিচক্ষণ; 2 বিবেকবুদ্ধি অনুযায়ী বিচার করে বা বিশ্লেষণ করে এমন। [সং. বি + √ বিচ্ + অক]। বিবেচন, বিবেচনা বি. 1 বিশেষভাবে চিন্তা, বিশ্লেষণ প্রভৃতির দ্বারা বিচার; 2 বিচক্ষণতা; 3 পরের সুখ-সুবিধার প্রতি লক্ষ্য। বিবেচনাধীন বিণ. বিবেচনা করা হচ্ছে এমন। বিবেচনীয়, বিবেচ্য বিণ. বিবেচনার যোগ্য। বিবেচিত বিণ. বিবেচনা করা হয়েছে এমন।

Processing time: 0.4 s